সাইবার বাংলাদেশ ও বাংলাদেশ সাইবার আর্মি

শুরুর কথাঃ

সাইবার বাংলাদেশ বলি কিংবা ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তির দিকে আমরা কতটুকু এগোতে পেরেছি? প্রত্যেকের ঘরে ঘরে উচ্চ-ক্ষমতা সম্পন্ন কম্পিউটার আর সারাক্ষন বিদ্যুৎ ব্যবস্থা থাকলেই কি ডিজিটাল বাংলাদেশ হয়ে যাবে? বিশ্বাস করুন আর নাই করুন অনেক শিক্ষিত  বাংলাদেশীর মনেই এই ধারণাটা আছে। আসলে আমরা নিজেরা কতটুকু প্রযুক্তির সাথে মিশতে পেরেছি? আমাদের এই অঞ্চলে যে প্রযুক্তি দুটির জয় হয়েছে দুটোই সম্পূর্ন বিনোদন নির্ভর প্রথমটা টেলিভিশন আর দ্বিতীয়টা মোবাইল ফোন। পকেটে টাকা থাক বা না থাক মোবাইল ফোনে সবসময় একটা নির্দিষ্ট পরিমান ব্যালেন্স মজুদ থাকবেই। আর টেলিভিশনের কথায় নাই বা বললাম। আসলে একবার চিন্তা করুন তো এই দুটো দিয়ে আমাদের ভবিষ্যতটা কি? আমরা এই দুটো প্রযুক্তির সত্যিকার ব্যবহার করতে পারছি? অপ্রিয় হলে সত্যটা হল এই দুটো প্রযুক্তি দিয়েই বছরে কোটি কোটি টাকার মুনাফা হাতিয়ে নিচ্ছে বিদেশী কোম্পানী গুলো। কিছুদিন আগে বাংলাদেশের লেখক সম্প্রদায়ের অন্যতম একজন লেখক আনিসুল হক প্রথম আলোতে তার একটি প্রবন্ধে এই টেলিভিশন আর স্যাটেলাইট নিয়েই লিখেছেন। আপনাদের সবাইকে আমি সেই লিখাটি পড়তে অনুরোধ করব। সত্য কথা বলতে এখানে ভারতকে বাহবা দেওয়া উচিত। কারন তারা ব্যবসায়িক লাভটা কোথায় তা ধরতে পেরেছে। আমাদের দূর্বলতা কোথায় তাও জানে। যেখানে আমাদের দেশের টিভি পরিচালকেরা কিভাবে অনুষ্ঠানমালা সাজাবে তাই নিয়ে রাতদিন চিন্তা করে মাথার চুল ছিড়ছে, সেখানে নিদ্বিধায় ভারতের পরিচালকেরা আমাদের দর্শকদের নিয়ন্ত্রন করছে। সবচেয়ে খারাপ ব্যাপারটা হল, আমাদের স্বভাব অনেকটা কুকুরের মত হয়ে গেছে। তাঁদের বানানো যে খাবার আমাদের খাওয়ার মত নয়, আমরা তা চুরি করে খেয়ে নিচ্ছি, আবার সে খাওয়ার জন্য মারও খাচ্ছি। কতটা নির্লজ্জ হলে আমরা এমনটা করতে পারি। টেলিভিশন আর মোবাইল এখন দুটোতেই ভারত আমাদের ব্যবসা দখল করে বসে আছে। এই কথাগুলো পড়ার পর অনেকেই ভারতকে গালাগালি শুরু করবে, হয়ত দেখা যাবে এই গালাগালির মাঝেই তার এয়ারটেল মোবাইলে কোন একটা হিন্দি গানের সুর বেজে উঠেছে। এইখানে ভারতের দোষের কিছু নাই। দোষ আমাদের, কিন্তু কোথায়? আমরা এয়ারটেল মোবাইল ব্যবহার করছি সেইখানে? আমরা হিন্দি চ্যানেল দেখছি সেইখানে? আমার তো তা মনে হয় না, এত কম(!) কল রেট দিলে আমরা এয়ারটেল ব্যবহার করব না কেন? এত সুন্দর সুন্দর(!) অনুষ্ঠান দিলে আমরা হিন্দি দেখব না কেন? এত অসাধারন(!) গান আমাদের মুখে মুখে থাকবে না কেন? আমাদের দোষটা হচ্ছে আমরা না বুঝেই ওদের সব এই সংস্কৃতি গ্রহন করে নিচ্ছি। যারা বুঝছি তারাও অন্যদের বুঝানোর চেষ্টা করছি না। হিন্দি কার্টুন চ্যানেল দেখে আমাদের একটা হিন্দিতে আসক্ত প্রজন্ম বেড়ে উঠছে। আমরা খেয়ালই করছি না, অথচ কার্টুনগুলো তারাও বানাচ্ছে না। তারা শুধু অনুবাদ করছে, তাও আমাদের জন্য না। তাঁদের সন্তানদের জন্য, আমরা যদি না বুঝে তাঁদের সন্তানের সেই খাবার কুকুরের মত চুরি করে আমাদের সন্তানদের মুখে তুলে দেয় তাহলে দোষ কার? আমাদের টিভি পরিচালকেরা এই সহজ কথাটাও কি বুঝতে পারে না। হিন্দিতে জনপ্রিয় প্রায় সব গানই কোরিয়ান কিংবা স্প্যানিশ গানের নকল। আমাদের গীতিকারদের কি সেগুলো চোখে পড়ে না। তাহলে দোষ কার?

বলতে চেয়েছিলাম সাইবার বাংলাদেশ নিয়ে বলছি, মোবাইল আর টেলিভিশন নিয়ে। আসলে ভয় হয় বড্ড বেশি ভয় হয়, তরুণ প্রজম্নের হাতে এখন তৃতীয় যে প্রযুক্তি আছে তাতে যেন অন্য কেউ দখল করে না নেয়। আমরা খালি উপভোগ করতে শিখছি, ব্যবহার করতে না। এমনটা হলে শুধু ভারত কেন বিশ্বের য কোন দেশেই আমাদের শোষন করতে চাইবে। এবং সেটাই স্বাভাবিক।

বাংলাদেশের তরুনদের হাতে এই তৃতীয় প্রযুক্তি ইন্টারনেট কেমন আছে? চলুন কয়েকটা ঘটনা কল্পনা করে নেই,

ঘটনা একঃ এক ওয়েব ডেভেলপার এর কাছে এক তরুন গেছে একটা সাইট বানিয়ে দেয়ার প্রস্থাব নিয়ে। তার চাহিদাগুলো তার মুখেই শুনুন,

" আমি একটা সাইট বানাতে চাই, যেখানে ইউটিউবের মত ভিডিও দেখা যাবে। গুগলের মত যে কোন তথ্য খোজা যাব। ফেসবুকের মত বন্ধু বানানো যাবে। ইয়াহু মেসেঞ্জারের মত চ্যাট করা যাবে। এমাজানের মত যে কোন কিছু কেনা-বেচা করা যাবে। আর এফবি আইয়ের সাইটের মত সুরক্ষিত হবে। সর্বোপরি, মাসে লাখ লাখ ডলার আয় করা যাবে। এই জন্য আমি আপনাকে ১০০০ টাকা পর্যন্ত দিতে রাজি আছি"

আছেন নাকি, কেউ যে এমন সাইট বানাতে পারবেন?

ঘটনা দুইঃ এক প্রযুক্তি আসক্ত(!) ছেলে তার বন্ধুকে বলছে,

"দোস্ত আমি শেষ। আমি নিজের হাতে আমার জীবনটা শেষ করে দিয়েছি। আব্বু যখন প্রথম কম্পিউটার কিনে দিয়েছিল। তখন থেকেই এর প্রতি আমার ভালবাসা(!) জন্মে গিয়েছিল। রাত-দিন সেটার পিছনে লেগে থাকতে লাগলাম। এক সময় দেখি সেখানে আর তেমন কিছুই নাই, এরপর ইন্টারনেট নিলাম। লিমিটেড ইন্টারনেট ছেড়ে আনলিমিটেড নিলাম। ব্যন্ডইয়ুথ বাড়ালাম। পিসি পাল্টিয়ে ল্যাপটপ নিলাম। আর আজ পাচ-ছয় বছর পড়ে এসে মনে হচ্ছে আমি আমার জীবনের এতগুলো সময় নিজ হাতে ধ্বংস করেছি। অথচ, আমার বাবা-মা জানে তাঁদের ছেলে বিশেষ কিছু একটা হয়ে গেছে। দোস্ত আমি এখন কি করব?"

ঘটনা তিনঃ এক মেয়ে বলছে তার বন্ধুকে (কেদে কেদে),

জানিস, জাহিদ আমাকে ধোকা দিয়েছে, সে আমাকে এখন ব্ল্যাকমেইল করছে। আমি যদি থাকে দুই লাখ টাকা না দেই, সেই নাকি আমার সবকিছু ইন্টারনেটে ছেড়ে দিবে। দোস্ত এমন কেন হল, আমি এখন কোথায় পাব এত টাকা। আমি তো ওকে ভালবেসেছিলাম, আজীবন কাছে পেতে চেয়েছিলাম। ও কেন এমন করল। এখন আত্মহত্যা ছাড়া আমার আর কিইবা করার আছে তুই বল? আইনের কাছে যাই, আর মা-বাবার কাছেই যাই। আমি তো এই সমাজে আর কখনো স্বাভাবিকভাবে বাচতে পারব না। এই সমাজ আমাকে বাচতে দিবে না। আমার আর কিছুই করার নাই, দোস্ত আমার মা-বাবাকে বুঝিয়ে বলিস। আমি যাচ্ছি, ভাল থাকিস"

উপরের একটি ঘটনাও মিথ্যা না, প্রতিদিন এই রকম শত শত ঘটনা তৈরি হচ্ছে। বাস্তবতা যদি এমনই হয় তাহলে কি দরকার আমাদের ডিজিটাল বাংলাদেশের?

বাংলাদেশ সাইবার আর্মিঃ

কি এই বাংলাদেশ সাইবার আর্মি? এই পোস্টের সাথে কিইবা এর সম্পর্ক? চলুন কিছুটা জানার চেষ্টা করি। বাংলাদেশ সাইবার আর্মি বেশ কিছু তরুণের একটা দল ছাড়া আর কিছুই নয়, যারা প্রতিনিয়ত লড়াই করছে উপরের গল্পগুলোর চক্র থেকে নিজেকে বাচাতে দেশকে বাচাতে। যারা আপাতত ইথিক্যাল হ্যাকার হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে। হ্যাকার শব্দটা শুনেই অনেক বিশিষ্ট জন নাক কুচকে উঠেন। যেন কোন চোরের কথা বলা হচ্ছে। অথচ তারে কি জানে, বাংলাদেশ সাইবার আর্মি নামের এই গ্রুপের ছেলেরা রাতদিন কষ্ট করে যাচ্ছে কিছু একটা শিখার জন্য। কিছু একটা করার জন্য। অনেকের মনে প্রশ্ন জাগবে তারা কি শিখতে চায়, কি এমন করতে চায়। কি পাওয়ার নেশায় তারা এতটা উন্মাতাল। এই প্রশ্নগুলোর উত্তর দেয়ার আগে চলুন গ্রুপটার সাথে কিছুটা পরিচিত হয়।

শাহী মির্জাঃ এই নামটিকে নতুন করে পরিচিত করার কিছু নাই। ২০০৮ সালে র‍্যাবের সাইট হ্যাক করে সবার সামনে আসেন তিনি। সেই থেকে আজও লেগে আছেন ওয়েভ সিকিউরিটি নিয়ে। বেশ কয়েকটি আন্তর্জাতিক পরীক্ষায় অবতীর্ণ হয়ে সফলতার সাথে উত্তীর্ণ হোন তিনি।  ঝুড়িতে জমিয়েছেন বেশ কিছু আন্ত্ররজাতিক স্বীকৃতি। বাংলাদেশ সাইবার আর্মির ফোরামের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন নিজের কাধে। নিজের হাতেই তৈরি করেছেন ফোরামের Firewall. যা সত্যিই অবিশ্বাস্য। গ্রুপের জন্য অনন্য কিছু সিন্ধান্ত নিয়েছেন তিনি। বেশ কয়েকটা পর্ন সাইট পুরোপুরি বন্ধ করে দিয়েছেন তিনি। যা গ্রুপের সবার জন্য অনেকটা অনুপ্রেরনাদায়ক ছিল। আর তার মাধ্যমেই বিদেশী কিছু হ্যাকার মিডিয়া বাংলাদেশ সাইবার আর্মির কথা জানতে পারে। সেই মিডিয়াগুলো নিয়মিত এই গ্রুপের আপডেট প্রকাশও করে। যেমনঃ voiceofgrayhat,thehackernews ইত্যাদি।

সাদমান তানজিমঃ বাংলাদেশ সাইবার আর্মি শুরু করার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তাঁদের মধ্যে অন্যতম এই ছেলেটি। নিজের নাওয়া-খাওয়া ভুলে রাত দিন সময় দিয়েছে এই গ্রুপে। সবাইকে জানানোর চেষ্টা করেছে। সবাইকে একত্রিত করার চেষ্টা করেছে। নিজের শিক্ষার পাশাপাশি অন্যদেরকেও শিখানোর জন্য, অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য সর্বদা সচেষ্ট ছিল এই তরুণ। নিজের ঝুলিতে হাজারো সাইট হ্যাকের রেকর্ড আছে। সম্প্রতি গুগলের একটি দূর্বলতা (vulnerability) বের করে। বাইরের বিশ্বের সবার কাছে বাংলাদেশ সাইবার আর্মি নামটা পৌছে দিয়েছে। চমকিয়ে দিয়েছে পুরো হ্যাকার বিশ্বকে। তার সেই কৃত্বি নিজের চোখেই দেখুন।

Google Lab Database System Hacked by Shadman Tanjim (Bangladesh Cyber Army) from Shadman Tanjim on Vimeo.

সায়েম ইসলামঃ এবার যার কথা বলব, বাংলাদেশে সাইবার আর্মির পিছনে তার পুরো অবদান এমনকি গ্রুপের সদস্যরাও জানে না। এই দলটি তৈরি করার প্রথম পদক্ষেপে যারা ছিল তাঁদের একজন সায়েম ইসলাম। গ্রুপে যখন নতুন নতুন সদস্যরা প্রবেশ করতে শুরু করেছে। তখন এই তরুণটিই নিত্যনতুন ডিফেসমেন্ট দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। সবার মধ্যে হ্যাকার হওয়ার নেশা ঢুকিয়ে দিয়েছে। এই নিয়ে প্রায় দুই হাজার সাইট হ্যাক করেছে সে একাই। প্রথমে গ্রুপের সদস্যরা তাঁকে Script Kiddie নামেই চিনে। তবে নিজের ডিফেসে Rexo-Man নামটি ব্যবহার করে সে। তার কয়েকটা ডিফেস দেখে আসতে চাইলে ঘুরে আসতে পারেন জোন-এইচ থেকে। ভয়ানক এই হ্যাকারের আক্রমন থেকে রক্ষা পাই নি অন্যান্য হ্যাকিং ফোরামগুলোও

১. সাইটঃ 3xp1r3.com মিররঃ ( http://www.zone-m.co.cc/defacements/?id=1924)

২. সাইটঃ indian-crackers.com মিররঃ (http://www.zonehmirrors.org/mirror/id/14240210)

৩. সাইটঃ hackcommunity.com মিররঃ (http://www.zone-h.org/mirror/id/14782482)

লাকিএফএমঃ সব সময়ই পর্দার আড়ালে থাকে আমাদের সবার প্রিয় লাকি ভাই। প্রথম প্রথম যখন গ্রুপের সবার মাঝে সন্দেহ, চিন্তা, ভয় ছিল নানা রকমের ঝগড়া-বিবাদ শক্ত হাতে দমন করেছিলেন তিনি। একটা গ্রুপের সবার মধ্যে একতা ধরে রাখতে যেই নেতৃত্বের দরকার হয়, তা ভালো ভাবেই পালন করেছেন তিনি। তার কথা, আসলেই বলে শেষ করা যাবে না। তার অবদান, সত্যিই অসাধারণ।

পুদিনা পাতাঃ সবাই চিনেন আমাদের প্রিয় ব্লগার পুদিনা পাতাকে। প্রথম প্রথম যখন বিসিএ আত্মপ্রকাশ করে তখন স্বাভাবিকভাবেই কিছু শক্ত হাতের দরকার হয় প্রতিরক্ষার জন্য। পুদিনা পাতা ভাই সেই বলিষ্ট হাত গুলোর একজন। তার প্রতিটা কথা, সবার মধ্যে অন্যরকম অনুপ্রেরণার সৃষ্টি করত এখনো করে।

ফরহাদুল ইসলামঃ নতুন যে সদস্যগুলো এসেছে গ্রুপে তাঁদের মধ্যে অন্যতম এই তরুণ। যখন প্রথম বাংলাদেশ সাইবার আর্মি গ্রুপে প্রবেশ করে তখন হ্যাকিং জগতটা একেবারেই নতুন ছিল তার কাছে। ধীরে ধীরে নিজেকে সে নিয়ে গেছে অন্য উচ্চতায়। প্রথম থেকেই গ্রুপের জন্য অন্তপ্রান এই ছেলে গ্রুপের একতা রক্ষায় যা করেছে তা সত্যিই অসাধারণ।

মারুফ আলমঃ বাংলাদেশ সাইবার আর্মিতে অনেক ছোট ছোট ছেলে অনেক বড় কিছু করে দেখিয়েছে। কিন্তু এই ছেলে যা করেছে তা হয়ত অনেক বড় বড় হ্যাকাররাও কল্পনা করতে পারবে না কখনো। নিজের কম্পিউটার নষ্ট হওয়ার পর নিজের মোবাইল থেকেই হ্যাক করা শুরু করে সে। ডিফেস বানায় মোবাইলে কোড লিখে লিখে। যা যাদের হ্যাকিং সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে তারাও বুঝতে পারবেন বাস্তবে এই কাজটা কতটা অসাধ্য।

jingobd

আলমাস জামানঃ বাংলাদেশ সাইবার আর্মিকে আপনাদের সাথে প্রথম পরিচয় করিয়ে দেয় আপনাদের সবার প্রিয় আলমাস। এই গ্রুপের ঊষালগ্ন থেকেই আছে সে গ্রুপের সাথে। নিয়মিত বিভিন্ন হ্যাকিং রিলেটেড সফটওয়্যার নিজেই ক্র্যাক করে শেয়ার করে সবার সাথে। যা সত্যিই অনেক অনুপ্রেরণার ছিল। এছাড়াও নিজে নিজে বানিয়ে ফেলে এন্টি-পর্ন সহ আরো নানারকমের সফটওয়্যার আর ভাইরাস।

রোহিতঃ অসম্ভব মেধাবী এই হ্যাকার। অনেকটা নীরব আর নিশ্চুপ সবসময়ই। তবে প্রায় সবসময়ই তার নিত্যনতুন ডিফেসমেন্ট দেখিয়ে চমকে দেয় সবাইকে। ইয়াহু মেসেঞ্জার হ্যাকিং নিয়ে বেশ দক্ষ এই কিশোর।

ইসতিয়াকঃ সফটওয়্যার থেকে হার্ডওয়্যার এ বেশী আগ্রহ তার।  বেশ কয়েকটা প্রোগ্রামিং ভাষা রয়েছে তার নখদর্পনে।

কিছু ডিফেসমেন্টের মিররঃ  http://www.zone-h.org/archive/notifier=BANGLADESH%20CYBER%20ARMY

আজকে আমি বাংলাদেশ আর্মির পরিচিত-অপরিচিত কিছু নাম বললাম শুধু। এরা ছাড়াও আরো অনেক অনেক সোনার ছেলে রয়েছে এই গ্রুপটিতে যাদের সবাইকে নিয়ে লিখতে গেলে ধারাবাহিক পোস্ট করতে হবে।

আরো জানতে কিংবা ওদের সাথে যোগ দিতে চাইলে ঘুরে আসুনঃ বাংলাদেশ সাইবার আর্মির ফেসবুক গ্রুপ থেকে।

শেষ কথাঃ

অনেকেই বলতে পারেন এত হাজার হাজার সাইট নষ্ট করে এরা কি শিখছে। তাঁদের বলছি এরা কোন সাইটই নষ্ট করছে না। এদের ডিফেসমেন্ট গুলোর দিকে নজর দিলেই বুঝবেন যে এরা সাইটের অন্য কোন ক্ষতি করছে না। শুধু এমন একটা জায়গাত একটা পেজ জোড়া লাগিয়ে দিচ্ছে যা ঐ সাইটের এডমিন ছাড়া আর কেউ জানতেও পারবে না। এই তরুণেরা আর কোন কিছুর জন্য নয়, আমাদের বাংলাদেশের জন্য লড়ছে। সামনের সাইবার বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়ছে। এখন সময় এসেছে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার, এদেরকে অনুপ্রানিত করার। বাংলাদেশ সাইবার আর্মির সদস্যরা যে শুধু বিদেশের সাইট হ্যাক করেই বসে আছে তা নয়। দেশের সাইটগুলোর দূর্বলতাগুলো বেরে করে সংশ্লিষ্ট এডমিনকে মেইলও করছে। কিন্তু বিনিময়ে কিছু এডমিন উল্টো ভয়ানকভাবে এই ছেলেগুলোকে গালি-গালাজ করে। আপনাদের প্রতি এই একটাই অনুরোধ, এইরকম করবেন না। এদেরকে সাহস দিন, এদেরকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করুন। আজ এই পর্যন্তই।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাহ! ভাল লাগলো। সাইবার আর্মির সদস্য আমিও হতে চাই।

    @BD969: অনেক ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। এই দলের দরজা সবসময়ই সবার জন্য উন্মুক্ত।:)

Level 0

best of luck

এক নিশ্বাসে পড়ে নিলাম,আমার কাছে লেখাটা অনেক ভাল লেগেছে সাথে জেনে নিলাম অনেক অজানা কথা।
বাংলাদেশ সাইবার আর্মি জন্য রইল অনেক অনেক শুভ কামনা।
আর ঘটনা গুলু আসলেই বাস্তবিক যা প্রতি নিয়ত আমাদের সমাজে ঘটছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মাখন ভাই এত সুন্দর একটা লেখা পোষ্ট করার জন্য।
পরিশেষে,আমার মনে হয় লেখাটা নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখে।

    @আতাউর রহমান: অনেক অনেক ধন্যবাদ আতাউর রহমান ভাই, আপনার এত সুন্দর মন্তব্যর জন্য। ভালো থাকবেন।

janen vai ami sesh kobe kanna korsi vule gesi.aj k apnar tune pore amar chok diye pani chole ashche.sotti bangladeshe onek sona ase. Amar hajar salam tader kache jader jonno bangladesh aj k matha tule daracche. Apnader proti onek valo basha roilo. Prio te rekhe dilam

    @rishad12345: বিশ্বাস করুন, আপনার মন্তব্যটা পড়ার পর মনে হয়েছে আমার এই টিউন স্বার্থক, আমি স্বার্থক। অনেক অনেক ধন্যবাদ ভাই।

Level 0

আপনার পোস্ট ও সাইবার আর্মি, দুটোই অসাধারণ। 🙂

Level 0

বাস্তবতার প্রেক্ষাপটকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
৩য় ঘটনার জন্ম দেয় এমন কিছু সাইট হ্যাকিং করার আহ্বান জানাচ্ছি। বটগাছের মত শেকড় উপড়ে ফেলা কষ্টকর। তবুত্ত চেষ্টা করতে হবে। সাইবার আর্মিকে শুভেচ্ছা রইলো।
আর শাহী মির্জাকে একটু ধন্যবাদ জানাতে চাই। তারই কারণে আমার হ্যাকিং সম্পর্কে অ—-নে—-ক আগ্রহ। যদিত্ত পারিনা কিছুই।

Level 0

Hi, dear bro can I join this group? Actually , I really like that.

Level 0

ভালো লাগল। শুভ কামনা রইল ।

Level 0

ভাই একটু নিজেদের দিকেও খেয়াল রাখবেন…। ইজ্জত থাকে না তো… 😀 জয় BCA .

http://www.geekdave.in/2011/07/bangladesh-cyber-army-got-hacked-by.html

    @Snip3r: হা হা ভাই বাড়ি যদি বানানোর আগেই কেউ ডাকাতি করতে চায় তবে কে কি করতে পারে বলুন। আপনি যখনকার খবর বলছেন তখন সাইটের মূল পাতায় বড় বড় করে Under Construction লিখা ছিল। এরপরও ঐ ছেলেটা সাইটটা হ্যাক করে। যা আসলেই লজ্জাজনক তবে আমাদের জন্য না। যে হ্যাক করছে তার জন্য।

    @Snip3r: তখন সাইটটা নতুন ছিল। এমনিতেই কিছু দুর্বল লিঙ্ক থাকতে পারে।

হুম বাংলাদেশ সাইবার আর্মি গঠনের প্রথম দিকের সময় আমিও শুনে ছিলাম। সদস্যও হলেও সায়েম আমার হ্যাকিং জ্ঞান দেখে যার পর নাই হতাশ হয়ে ছিল। তাই আমি আর ওদের অংশীদার হিসেবে ওদের কাতারে দাড়াতে সাহস পাইনি। 🙁 তবে সাথে ছিলাম আছি এবং থাকবো। 😀
শুভ কামনা রইল।

Level 0

চমৎকার best of Luck. ভাইয়া, ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন এর পরের পর্বটা কবে পাব?

    @billi: ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ, আজ কালের মধ্যেই পেয়ে যাবেন।

Level 0

we always need this gays.

owao………… valoi laglo…….. agiye jao BCA

    @kaiyum mehedi: অনেক ধন্যবাদ আপনাকে। আপনারও আমন্ত্রণ রইল।

Level 0

এগিয়ে যাও সাইবার আর্মি ।

Vai group tar link deya jay ?

nice………..

আজ আসলে অনেক কিছু জানলাম । কিছু ব্যাক্তিগত কারনে আর ফ্যামিলি সমস্যায় হ্যাকিং থেকে দূরে চলে গেছি জানি না ফিরে আসতে পারব কিনা 🙁

বাংলাদেশ সাইবার আর্মি 🙂

চমৎকার একটা টিউন করলেন মাখন ভাই। সাইবার আর্মিকে শুভেচ্ছা রইলো।

আমার এখন পিসি আছে। 😛

Level 0

tiger mate hack : http://dreamdare.org/blog/how-to-fix-inmotion-hosting-hack-tiger-mate/

Saying that, my hat is off to Tiger M@te. If a guy in Bangladesh with a dialup connection can bring down thousands of sites, he has my respect. I actually liked his index file; he put a lot of work in it to make sure it was cross browser compatible including the Internet explorer

A few words from the man(?) behind the hack:
I hack 700000 websites in one shot, this may be a new world Record. After submitting 200,000 domains,zone-h was going down again and again and became almost unresponsive in the end.so i was unable to submit all websites.so i’ve listed all domains in attachment. It was not just a server hack, actually whole data center got hacked

হ্যাকার শব্দটা শুনেই অনেক বিশিষ্ট জন নাক কুচকে উঠেন। যেন কোন চোরের কথা বলা হচ্ছে। অথচ তারে কি জানে, বাংলাদেশ সাইবার আর্মি নামের এই গ্রুপের ছেলেরা রাতদিন কষ্ট করে যাচ্ছে কিছু একটা শিখার জন্য। কিছু একটা করার জন্য। অনেকের মনে প্রশ্ন জাগবে তারা কি শিখতে চায়, কি এমন করতে চায়। কি পাওয়ার নেশায় তারা এতটা উন্মাতাল।চরম

Level 0

কি পাওয়ার নেশায় তারা এতটা উন্মাতাল : I’m sure they are taking the hair out their skull to figure this out and once they do, they will patch the hole. This is how the web technology works. People hack it, the companies fix it. If there weren’t hackers, there wouldn’t be any security to begin with, so always look at this incident as a step forward rather than backward. This particular hacker was very humble in my opinion, give him the respect he deserves, because he could have done far more damage than putting a silly modified front page. I’m not saying that he didn’t inconvenient people, all i’m saying is that he did all of us a service to find our security leak

Not much of an admiration but acknowledgement. It’s more like saluting to a higher ranking officer even though he is an @ss.

The index.php that the hacker used is approx 12.5 kb (12,500)

জোস লিখছেন মাখন ভাই। 🙂

ভাই আপনার টিউনটি অনেক সুন্দর হয়েছে। ভাই আমিও একজন হ্যাকার হতে চাই। কি ভাবে শুরু করব বুঝতে পারিছিনা। বাংলাদেশ সাইবার আর্মির সাথে কাজ করতে চাই। আসখ্য ধন্যবাদ।

    @রকিব: টিউনে এই দলের ফেসবুক গ্রুপ লিংক দেয়া আছে। আপনি তাঁদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকেও ধন্যবাদ।

prio tune gulo dekhe kivabe

শুধু ধন্যবাদ নয়, এই লেখা আমাদের মত তরুনদের কিছু নতুন করার উদ্যম যোগাবে। হাতে সময় আছে আসুন পর্ন বা গানের জন্য পিসি না বানিয়ে কাজের জন্য পিসি বানাই।

Valo Jinis sobsamay i Valo. Go ahead……

    @বিপাশা 😀 ধন্যবাদ আপু আপনার এই সুন্দর মন্তব্যের জন্যে। 🙂

Level 0

Aj first registration korlam techtunes e. onek age theke tune gulu pori niomito. apnar tune ti khub valo legece. sundot 1ta tunes er jonno tnx.

    @Noman_cu 😀 টিউমেন্টার হিসেবে টেকটিউনসে স্বাগতম।আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। 😛

আপনাদের জন্য শুভ কামনা

    @Shemul49rmc অনেক ধন্যবাদ শুভকামনা আপনার জন্যও। 😀

Level 0

khubi valo kaj korchen apnara kintu afsos osikkhito amlara to bujhe na je apnara ekta website er durbolota dhoriey dicchen ulta rab police diey todonto shuru korai. kintu jodi apnader tader protirokhar kaje bebohar korto desher defense system aro unnoto hoto. apnader purushkar shurup bidesh niye aro unnoto training korate parto kintu gobet ra tiroshkar kore afsos etai. good luck my brothers all member of cyber army

Level 0

Jotil koicen::

বাংলাদেশ সাইবার আর্মি জন্য রইল অনেক অনেক শুভ কামনা।বাস্তবতার প্রেক্ষাপটকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ।

বাংলাদেশ সাইবার আর্মির জন্য বুক ভরা ভালবাসা রইল এবং থাকবে। স্বার্থহীনভাবে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে দেশ বিদেশের তথ্য প্রযুক্তির দুর্বলতাগুলো খুঁজে বের করার জন্য। বিশ্ববাসীর জন্য যে অবদান তারা রাখছে তার ঋণ শুধু ধন্যবাদ আর কয়েকটা কমেন্ট দিয়ে শোধ করা যাবেনা। এগিয়ে যাও বাংলাদেশ সাইবার আর্মি, এগিয়ে যাও বাংলার সোনার ছেলেরা।

    @এস, আই, রাজু: আসলেই 🙂 । অনেক ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মন্তব্যের জন্যে।

Level 0

Vai hackerra khotikor.Tara hoito experiment korar jonno kono ekta site hack kore.kintu ar kokhono unhack korena.amar ekta site hack hoar por web nie sob agroho harie felechi.othocho sikhar jonno taka die domain kinechilam.apnarao hoito evave karo khoti kore hacking sikhchen ar ekhon desher mongoler kotha bolchen.

    @Macguiver: হ্যাকিং দুইরকমের ন্যায়সঙ্গত(ethical) আর ন্যায়সঙ্গত নয়(unethical). বাংলাদেশ সাইবার আর্মির প্রতিটা হ্যাকাত ইথিকাল। তাঁদের হ্যাকিং স্টাইল পোস্টেই বলা আছে। আপনার জন্যে আসলেই খারাপ লাগছে। নতুন উদ্যেমে শুরু করুন, শুভকামনা আপনার জন্য।

বাহ ! অনেক ভালো লাগল পড়ে। মাখন ভাই তো চমৎকার লেখেন !!!

আমি আর কি বলব? সব এ তো ভাইয়ারা বলে ফেলছ :p

ami amr sorbattok chesta korbo BCA er member hote…sikhte chai… surokkhito hok amr desher cyber…..

বাংলাদেশ সাইবার আর্মির সাথে জড়িত সবার জন্য রইল আমার প্রানঢালা ভালবাসা ও দোয়া।মাখন ভাই খুবই সুন্দর লিখেছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ।