"আপনার বিবেককে একটু জাগিয়ে তুলুন" এই শিরোনামে আমার লেখাটি এতটা সাড়া ফেলবে তা আমি ভাবতে পারিনি।বাস্তব জীবলের এক ঘটনা আমাকে আজও তারা করছে।আমি সেইসব গরিব লোকদের কথা ভাবছি।ভাবতে ভাবতে একটা বুদ্ধি মাথায় চলে এল।আমাদের অনেকেরই এখন অনেক নাম করা ওয়েবসাইট রয়েছে।যারা টেকটিউনের সিনিয়র রয়েছেন তাদের ওয়েবসাইট এখন বনংলদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙ্গালিদের কাছে জনপ্রিয়।আমরা চাইলে আমাদের এসব ওয়েবসাইট দিয়ে আমাদের দেশের গরিব দুখিদের জন্য কিছু টাকা যোগার করতে পারি।এর জন্য প্রয়জন শুধু একটা paypal একাউন্ট।পে-পাল একাউন্টে লগইন করার পর Merchant services ট্যাব থেকে Donation বাটনে ক্লিক করে খুব সহজে তৈরি করে নিতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য Donate বাটন।
খুব সংক্ষেপে লেখলাম।আসলে টেকটিউন ২.০ তে টিউন করা অনেক জটিল লাগে।ঠিক করে লেখা যায় না।জানিনা আপনাদের কাছে কেমন লাগে।Donate বাটনের ব্যপারে মন্তব্য করুন।অথবা কোন সমস্যা মনে করলে মন্তব্য করুন।আপনাদের মন্তব্যর মাধ্যমে হয়তো কোন সমাধান বের হয়ে আসবে।
ধন্যবাদ সবাইকে।
[বিঃদ্রঃ এটা একটা সাময়িক পোস্ট]
আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো কিছু দিতে চাই সব সময়।
বাংলাদেশে যেহেতু পেপাল সাপোর্ট নেই … সুতরান ডোনেশন পাওয়ার আশাও ! 🙂