আসুন আরো একটু জানি জনপ্রিয় টিউনার টিনটিন ভাই সম্বন্ধে আর ঘুরে আসি তার ব্লগ থেকে

এই তথ্য-প্রযুক্তির যুগে প্রযুক্তি প্রিয় মানুষ যারা তাদের অনেকেই অনলাইনে নিজের একটি ডায়েরী স্বরুপ একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরী করে রাখেন। আবার আমরা অনেকেই ব্লগ তৈরী করে তার এডসেন্স রেভিনিউ পাওয়ার আশায় প্রচারের জন্য হকারের মত ডাকাডাকি করতে থাকি। আজকাল ব্লগ-ওয়েবের প্রচার যেভাবে চলছে তা দেখলে কলেজ লাইফে যখন ডাবল ডেকার বাসে চড়তাম তখনকার চকলেট বিক্রেতাদের আম-লিচুর চকলেট এর বিক্রীর কথা মনে পড়ে যায়। তারা যেমন বলত এই বাসে বসে আপনি একটি কাঠালের চকলেট খাবেন আর মনে হবে যেন আপনি একটা আস্ত কাঠাল খাচ্ছেন ব্লগ আর ওয়েবের প্রচারনাও এখন অনেকটা সেরকম চাঁপাবাজির মত।

আমাদের টেকটিউনের সবচাইতে জনপ্রিয় এবং সর্বাধিক টিউনের টিউনার টিনটিন ভাই। টেকটিউনের প্রথম থেকেই তিনি আছেন টেকটিউনের সাথে তার যে কত জনপ্রিয়তা তা আর বলার অপেক্ষা রাখে না। সবারই তার সম্বন্ধে জানার অদম্য আকাঙ্খা, সবারই এক প্রশ্ন টিনটিন ভাই কে? কি তার আসল নাম? কিন্তু কখনোই এই প্রচারবিমুখ মানুষটি নিজেকে সামনে আনেননি। আড়াল থেকেই নিজের জ্ঞানের কিছুটা আমদেরকে দিয়ে গেছেন। তবে হ্যাঁ আজ সেই সকল প্রশ্নের একটি সহজ সমাধান নিয়ে এই টিউনটি করা। আর সব প্রযুক্তি পাগল মানুষের মত টিনটিন ভাইয়েরও আছে একটি ব্লগ তবে অন্যদের সাথে তার পার্থক্য হল তিনি ঢোলে বাড়ি দিয়ে তা প্রচার করেন না। কিন্তু এমন একজন মানুষ যতই নিজেকে লুকিয়ে রাখতে চান তাকি সম্ভব? সম্ভব না। গুগলের মত চিজ আছে যেই যুগ সেই যুগে অনলাইনে নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও সম্ভব না। আর আমার মত তার ভক্ত আছেন যারা তারা তো তার ব্লগ খুজে বের করেছেনই।

যাইহোক আমি বলেছি আজ তার সম্বন্ধে সব প্রশ্নের সহজ সমধান দেব তা হল তার ব্লগের ঠিকানা সবাইকে দিয়ে দেব তবে তার সম্মতি নিয়েই। তার ব্লগ দেখার পরই আমি বায়না ধরি যে এটা নিয়ে আমি একটি টিউন করবো। কিন্তু এই প্রচারবিমুখ মানুষটি তো কিছুতেই রাজি হচ্ছিলেন না। তাকে অনেক অনুরোধ করে আর এই বলে বুঝিয়ে যে তার জ্ঞান সবার মাঝে আরো ভালোভাবে ছড়িয়ে যাক এসব বলে কয়ে শেষ পর্যন্ত অনুমতি পেলাম তার ব্লগ নিয়ে টিউন করার। আর তার জন্যই এত ভূমিকা। কি করব বলুন এমন একজনের সম্বন্ধে তো আর দুলাইনে লিখে শেষ করা যায় না। তবে আর ভূমিকা না করে এবার তার ব্লগের ঠিকানাটি দেই। সেটি হল http://www.technochamber.blogspot.com

আপনারা এই ব্লগে গেলেই তার ঝুলিতে থাকা প্রযুক্তির সব বিরল বিষয় সম্বন্ধে যেমন জানতে পারবেন তেমন জানতে পারবেন তার অন্যান্য কার্যক্রম, ভাললাগা, তার পছন্দের বিষয় এসব সম্বন্ধে। যেমন এর মধ্যে রয়েছে তার পছন্দের চরিত্র টিনটিন বা হ্যারি পটারের বিভিন্ন ইবুক এবং মুভি লিংক, অনেক সফট আর ইবুকের লিংক,প্রচুর ইলেক্ট্রনিকস এবং ইলেকট্রিক্যাল প্রকৌশল আরও যে কত কিছু। তাহলে আর আমার বকবক শুনে লাভ কি যান না ঘুরে আসুন টিনটিন ভাইয়ের ব্লগ থেকে। আর পিপাসা মেটান জ্ঞানের এবং তার সম্বন্ধে জানার।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাকিল ভাই অনেক ধন্যবাদ। টিনটিন ভাই এর কথা তো বলতে ভয় লাগে। এক কথায় অসাধারণ। শাকিল ভাই অনেক দিন পরে কি খবর?

আরে …….. শাকিল ভাই ….. কি করলেন ভাই। আমার ঐটাতো কোন সাইটই হয় নাই। খেলতে খেলতে বানিয়েছিলাম ….. এই ব্যাপারে আমি অনেক টেকটিউনারদেরই জুনিয়র। তাই ঘটা করতে চাইনি। আপনি ত হাটে হাড়ি ভেঙ্গে দিলেন। 🙁

হ্যাঁ হাটে হাড়ি ভাঙায় এবার আপনি খেলাটা আরো সিরিয়াসলি খেলবেন সে প্রত্যাশাই রইলো।

টিনটিন ভাই এর ব্লগটা সুন্দর হয়েছে… এডেও একটা ক্লিক দিয়ে আসলাম !

Level 2

টিনটিন ভাই এটা কি আপনি খেলতে খেলতে বানিয়েছেন?তাহলে সিরিয়াস হয়ে বানালে তো সেটা আর বলার অপেক্ষা রাখে না।ভাই খব সুন্দর একটা ব্লগ।আর সাকিল ভাই আপনাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

Level 0

শাকিল ভাই অনেক ধন্যবাদ।টিনটিন ভাই সম্পর্কে জানানোর জন্য।এই প্রচারবিমুখ মানুষটি সম্পর্কে জেনে সত্যিই ভাল লাগছে ।

ভাই এতে আমার কোন ক্রিয়েটিভিটি নাই। আমি টেমপ্লেট বেছে বেছে একটা বানিয়ে দিয়েছি। তবে আপনাদের ধন্যবাদ!

কিছু মনে করবেন না টিউনার ভাই, আমার সাইট টি একদম ভাল লাগেনি। আসলে টিনটিন ভাই এর সাইট শুনে হুমড়ি খেয়ে পড়েছিলাম। কিন্তু হতাশ হলাম। এটা কি আদও টিনটিন ভাই এর সাইট???? সন্দেহ আছে…… আর এটা যদি সত্যই টিনটিন ভাই এর সাইট হয়, তাহলে টিনটিন ভাই, এই সাইট টা কে নতুন সাজে পাওয়ার অপেক্ষায় থাকলাম।

আমার কাছে তো ভালই লাগলো। রঙ ও ব্যাকগ্রাউন্ডের ছবি আর কনটেন্ট….সব মিলিয়ে simply beautifull.

শাকিল ভাইকে ধন্যবাদ আমাদের সবাইকে জানানোর জন্য!

টিনটিন ভাই সাইটতো ভালই বানাইছেন তবে নিজস্ব ডোমেইন হলে ভাল হতো ।টিনটিন ভাই আমার কিছু প্রিয় জিনিস আপনার সাইটে পেলাম ভাল লাগলো।আশা করি মনের সুপ্ত আশা গুগল এর চেক তাড়াতাড়ি আসবে।ভাল থাকবেন

আমার মনে হয় নিজস্ব ডোমেইন দিয়ে শুরু করলে খুব ভাল হত আর আপনার আর্টিকেল লেখার হাত খুব ভাল আপনার সাইট জনপ্রিয়তা পাবে খুব তাড়াতাড়ি আমি নিজেই দিনে মিনিমাম একবার ভিজিট করবই নতুন কিছুর আশাই।তাই আশা করব খুব তাড়াতাড়ি নিজস্ব ডোমেইন হোস্টিং এ পাব ।

শাকিল ভাই, মন্তব্য করাটা সবার নিজসব মতামত তাই না, সেই সতন্ত্রতাই যদি কেও হস্তক্ষেপ করে, তাহলে মন্তব্য সেকসন টাই রাখা উচিত নয়। এত কথা বলছি তার কারন, আমি এই টিউন টাই একটা কমেন্ট করেছিলাম, কিন্তু কেন যে সেটা মুছে দেওয়া হলো বুঝতে পারলাম না>>>।

কি ব্যপার আমার কমেণ্ট গুলো মুছে দেওয়া হচ্ছে কেন??????

ভাই আমার একদম ভাল লাগেনি। আপনার সুনামের সজ্ঞে ঠিক মানান সই নয় টিনটিন ভাই। শাকিল ভাই আপনি আপনার কনো সাইটের advertise করলেন না তো। টিনটিন ভাই আপনি যদি এরকম কাজে সহযোগিতা করতে থাকেন তবে আপনার সুনাম নষ্ট হতে বেশী সময় লাগবে কি???? ভেবে দেখবেন দয়া করে। সুনাম অজন করতে অনেক সময় লাগে কিন্তু নষ্ট হতে সময় লাগে না।

Level 0

আমার কাছে খুবই ভালো লেগেছে,টিনটিন ভাই এর সাইট বলে কথা।

valo lagsee. bishes kore electronic er book er link ta deowar jonno. many many thanks tintin vai