এই তথ্য-প্রযুক্তির যুগে প্রযুক্তি প্রিয় মানুষ যারা তাদের অনেকেই অনলাইনে নিজের একটি ডায়েরী স্বরুপ একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরী করে রাখেন। আবার আমরা অনেকেই ব্লগ তৈরী করে তার এডসেন্স রেভিনিউ পাওয়ার আশায় প্রচারের জন্য হকারের মত ডাকাডাকি করতে থাকি। আজকাল ব্লগ-ওয়েবের প্রচার যেভাবে চলছে তা দেখলে কলেজ লাইফে যখন ডাবল ডেকার বাসে চড়তাম তখনকার চকলেট বিক্রেতাদের আম-লিচুর চকলেট এর বিক্রীর কথা মনে পড়ে যায়। তারা যেমন বলত এই বাসে বসে আপনি একটি কাঠালের চকলেট খাবেন আর মনে হবে যেন আপনি একটা আস্ত কাঠাল খাচ্ছেন ব্লগ আর ওয়েবের প্রচারনাও এখন অনেকটা সেরকম চাঁপাবাজির মত।
আমাদের টেকটিউনের সবচাইতে জনপ্রিয় এবং সর্বাধিক টিউনের টিউনার টিনটিন ভাই। টেকটিউনের প্রথম থেকেই তিনি আছেন টেকটিউনের সাথে তার যে কত জনপ্রিয়তা তা আর বলার অপেক্ষা রাখে না। সবারই তার সম্বন্ধে জানার অদম্য আকাঙ্খা, সবারই এক প্রশ্ন টিনটিন ভাই কে? কি তার আসল নাম? কিন্তু কখনোই এই প্রচারবিমুখ মানুষটি নিজেকে সামনে আনেননি। আড়াল থেকেই নিজের জ্ঞানের কিছুটা আমদেরকে দিয়ে গেছেন। তবে হ্যাঁ আজ সেই সকল প্রশ্নের একটি সহজ সমাধান নিয়ে এই টিউনটি করা। আর সব প্রযুক্তি পাগল মানুষের মত টিনটিন ভাইয়েরও আছে একটি ব্লগ তবে অন্যদের সাথে তার পার্থক্য হল তিনি ঢোলে বাড়ি দিয়ে তা প্রচার করেন না। কিন্তু এমন একজন মানুষ যতই নিজেকে লুকিয়ে রাখতে চান তাকি সম্ভব? সম্ভব না। গুগলের মত চিজ আছে যেই যুগ সেই যুগে অনলাইনে নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও সম্ভব না। আর আমার মত তার ভক্ত আছেন যারা তারা তো তার ব্লগ খুজে বের করেছেনই।
যাইহোক আমি বলেছি আজ তার সম্বন্ধে সব প্রশ্নের সহজ সমধান দেব তা হল তার ব্লগের ঠিকানা সবাইকে দিয়ে দেব তবে তার সম্মতি নিয়েই। তার ব্লগ দেখার পরই আমি বায়না ধরি যে এটা নিয়ে আমি একটি টিউন করবো। কিন্তু এই প্রচারবিমুখ মানুষটি তো কিছুতেই রাজি হচ্ছিলেন না। তাকে অনেক অনুরোধ করে আর এই বলে বুঝিয়ে যে তার জ্ঞান সবার মাঝে আরো ভালোভাবে ছড়িয়ে যাক এসব বলে কয়ে শেষ পর্যন্ত অনুমতি পেলাম তার ব্লগ নিয়ে টিউন করার। আর তার জন্যই এত ভূমিকা। কি করব বলুন এমন একজনের সম্বন্ধে তো আর দুলাইনে লিখে শেষ করা যায় না। তবে আর ভূমিকা না করে এবার তার ব্লগের ঠিকানাটি দেই। সেটি হল http://www.technochamber.blogspot.com ।
আপনারা এই ব্লগে গেলেই তার ঝুলিতে থাকা প্রযুক্তির সব বিরল বিষয় সম্বন্ধে যেমন জানতে পারবেন তেমন জানতে পারবেন তার অন্যান্য কার্যক্রম, ভাললাগা, তার পছন্দের বিষয় এসব সম্বন্ধে। যেমন এর মধ্যে রয়েছে তার পছন্দের চরিত্র টিনটিন বা হ্যারি পটারের বিভিন্ন ইবুক এবং মুভি লিংক, অনেক সফট আর ইবুকের লিংক,প্রচুর ইলেক্ট্রনিকস এবং ইলেকট্রিক্যাল প্রকৌশল আরও যে কত কিছু। তাহলে আর আমার বকবক শুনে লাভ কি যান না ঘুরে আসুন টিনটিন ভাইয়ের ব্লগ থেকে। আর পিপাসা মেটান জ্ঞানের এবং তার সম্বন্ধে জানার।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাকিল ভাই অনেক ধন্যবাদ। টিনটিন ভাই এর কথা তো বলতে ভয় লাগে। এক কথায় অসাধারণ। শাকিল ভাই অনেক দিন পরে কি খবর?