জীবনের যেকোনো কাজে সফল হওয়ার উপায়(পর্ব ৩য়)না পড়লে নিশ্চিত ঠকবেন

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আমি বিশ্বাস করি সবাই ভাল আছেন।
আপনাদের অনেক ভালবাসা ও অনেক মন্তব্য পেয়ে ৩য় পর্বটি আর না লিখা পারলাম না । যারা আমার গত পর্ব পড়েন নি তারা নিচের লিঙ্ক থেকে পরে নিতে পারেনঃ
জীবনের যেকোনো কাজে সফল হওয়ার উপায়(পর্ব ১)না পড়লে নিশ্চিত ঠকবেন
যারা আমার গত পর্ব পড়েন নি তারা নিচের লিঙ্ক থেকে পরে নিতে পারেনঃ
জীবনের যেকোনো কাজে সফল হওয়ার উপায়(পর্ব ২)না পড়লে নিশ্চিত ঠকবেন
চলুন পড়া যাক আজকের টুইট ।আজকের টিউনটি তুলনামুলক ছোট।কিনটু ইহা খুব দরকারি।
যেকোনো কাজ শুরু করার আগে লক্ষ্য স্থির করতে হবে।
অত্যান্ত সূর্যকউজ্জল দিনেও খুব শক্তিসালি আতস কাচ কাগজে আগুন জালাতে পারবেনা, যদি কাঁচটি সব সময় নাড়ানো হয় ।
কিন্তু যদি লক্ষ্যস্থির করে আতস কাঁচটিকে এক জায়গায় ধরে রাখা হয়, তাহলে কাগজে আগুন জ্বলে উঠবে। মন সংযোগের এই রকম ক্ষমতা।
আপনি কি কোনও রেলগাড়িয়ে বা প্লেনে কোথায় যাচ্ছেন না জেনে উঠে পরবেন? নিশ্চিত উত্তর হচ্ছে না । তাহলে লোকে নির্দিষ্ট লক্ষ্য ছারাই কেন জীবনের পথে অগ্রসর হয়?
তাই আমাদের সকলের উচিৎ লক্ষ্য ঠিক করা।

সাফল্যর জন্য জরুরি শিক্ষাক্রমঃ (A crash course for success)
• জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়।
• অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন।
• উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেসা করুন।
• যা অপরের নিকট পান, তার চেয়ে বেশি দিন।
• উদ্দেশ্যহীনভাবে কোন জিনিসের সন্ধান করবেন না।
• দীর্ঘ মেয়াদী চিন্তা করুন।
• নিজের শক্তি জাচাই করে তার উপর ভরসা রাখুন।
• সিদ্ধান্ত নেয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দেন।
• সততার বিষয়ে কোনভাবে আপস করবেন না।

আমার এই টুইট যদি কারও একটুও ভাল লাগে তাহলে আমার লেখা সার্থক। সবাই ভাল থাকবেন ।
উৎসঃবইঃতুমিও জিতবে,নিজের মস্তিস্ক, পারিপার্শ্বিক কাহিনী

Level 0

আমি zahid hassan@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল লাগে বৃষ্টিতে ভিজতে , আর সাথে যদি পাশের বাড়ির মেয়েটি থাকে তাহলে তো কথাই নেই, ভাল লাগার সীমা ছাড়িয়ে যায় । আগুলোর চেয়ে বেশি ভাল লাগে কম্পিউটারের সাথে গল্প করতে ।আমার ফেসবুকঃ http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001514299668


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice tune.. thanks.. Carry on>>>>

ভালো হচ্ছে . চালিয়ে যাও

Level 0

zahid hassan@ ভাই,ভাল আর রড় চাই। ধন্যবাদ

ভালো লাগলো।সামনে আরো কিছু পাওয়ার অপেক্ষায় থাকলাম…
আমার সব বগুড়ারার ফ্রেন্ড বগুড়াতে নতুন একটি FM রেডিও তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। FM Radio টির নাম হচ্ছে রেডিও মুক্তি। বর্তমানে এটির সাটেলাইট ষ্টেশন দ্বারা Radio Today এর সম্প্রচার হচ্ছে। এটির Area ১৭ কিঃমিঃ। আমি এর নিয়মিত অনুষ্ঠান শুনতেছি। তোমরাও শুনতে পারো। এটির ফ্রিকুয়েন্সি হার্জ 89.6
Lets go for it

ভাল লাগলো / ///////////// / ধন্যবাদ