মহানায়ককে বরণে প্রস্তুত বাংলাদেশ

এক ঘণ্টা সভা শেষে কাজী সালাউদ্দিন বেরিয়ে এসে ঘোষণা দিলেন, 'আমরা প্রস্তুত। এই ম্যাচের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। '
পাশে বসে সালমান এফ রহমান খোশ মেজাজে বলে দিলেন, 'আমি তো লাভ-ক্ষতির জন্য ফুটবলের সঙ্গে আসিনি। ফুটবলের জনপ্রিয়তা ফেরানোটাই মূল উদ্দেশ্য ছিল। '
মানে স্পন্সর খুশি, বাফুফেও প্রস্তুত। এই গ্রহের সেরা ফুটবলারটি আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন ঢাকার মাঠে, প্রতিপক্ষ নাইজেরিয়া। ৬ সেপ্টেম্বরের ম্যাচটা নামে 'প্রীতি' হলেও কিন্তু বেশ সিরিয়াসই হতে যাচ্ছে। মাঠে বসে আরো একবার এই ঐতিহাসিক ম্যাচ দেখার সম্মিলিত আহ্বান জানানো হয়েছে বাফুফে ও বেঙ্মিকোর পক্ষ থেকে। পুরো রমজান মাস বাইরে কাটিয়ে সালমান এফ রহমান সবে দেশে ফিরেছেন। গতকাল আসেন ফুটবল ভবনে, আর স্পন্সর বেঙ্মিকোর আসল কর্তাকে সামনে পেয়ে বাফুফের সভাপতিও একটু উজ্জীবিত, একটু বিব্রতও। টিকিট বিক্রি কাঙ্ক্ষিত না হওয়ায় ক্ষতির মুখে পড়তে পারে বেঙ্মিকো। সে আশঙ্কা সালমান এফ রহমান এক কথায় উড়িয়ে দিয়েছেন, 'টিকিট তো বিক্রি হচ্ছেই। ঈদ এবং ছুটির কারণে হয়তো একটু কম হয়েছে। আমার বিশ্বাস, আগামী দুই দিন টিকিটের জন্য মারামারি লেগে যাবে। ' হয়তো হবে, এর কারণ এক সাধারণ গোলে আর্জেন্টিনার অসাধারণ শুরু হয়েছে কলকাতায়। অসাধারণ ব্যাপারটা হলো, লিওনেল মেসির নেতৃত্বে ওখানে আর্জেন্টাইন ফুটবলের রাজ্যপাট শুরু হয়েছে জয় দিয়ে। সুতরাং মেসির আসা নিশ্চিত এবং গোল না পেলে তাঁর ৯০ মিনিট খেলারও গ্যারান্টি দেওয়া যায়। প্রতিপক্ষ নাইজেরিয়া, গত জুনে যাদের কাছে ৪-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সুবাদে তাদের বিপক্ষেও আকাশি-সাদার জয়টা সহজ
হয়ে যাবে, সেটা বলা যায় না। তা করতে পারেন কেবল একজনই, এল এম ১০।
তাঁকে ঘিরেই তো এত আলোড়ন আর উৎসাহ। আগামীকাল সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানে চেপে মেসির আর্জেন্টিনা ঢাকায় আসবে। সেখানে প্রথমেই তাঁদের অভ্যর্থনা জানাবেন বাফুফে কর্তারা। এরপর জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলারদের ৪০ জনের একটি দল ফুল দিয়ে বরণ করে নেবে আর্জেন্টিনা দলকে। হোটেলে ঢোকার মুখে অবশ্য তাঁরা আরেক দফা অভ্যর্থনা পাবেন, দেবেন জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যরা। তাদের এক ঘণ্টা পরেই মাদাগাস্কার থেকে আসবে নাইজেরিয়া। অবিশ্বাস্যভাবে তাদের কোনো হুল্লোড় শোনা যাচ্ছে না ফুটবল ভবনে। বলা হচ্ছে, তাদেরও ওই ৪০ জন অভ্যর্থনা জানাবে, কিন্তু এ নিয়ে অভ্যর্থনাকারীদের মধ্যে তেমন উৎসাহ নেই। এমনই হয়, ফুটবলের জাদুকরকে দেখার পর আর কে এল না এল তাতে কার ই-বা উৎসাহ থাকে। তবে ঢাকার দর্শকদের জন্য স্মৃতি জাগানিয়া এক খবর আছে। বাফুফের আমন্ত্রণে মোহামেডানের হয়ে খেলা এমেকাও ঢাকায় আসছেন নাইজেরিয়া দলের সঙ্গী হয়ে। তবে নাইজেরিয়া কখন প্র্যাকটিস করবে, কখনই-বা অফিশিয়াল ডিনারে যাবে_এসবের কিছুই ঠিক হয়নি। বাফুফের দাবি, তারা এখনো সূচি পাঠায়নি। আর্জেন্টিনা দলের প্র্যাকটিস চূড়ান্ত হয়ে গেছে। তারা সন্ধ্যা সাড়ে ৬টায় প্র্যাকটিসে নামবে, উন্মুক্ত প্র্যাকটিস সেশন হয়তো দুই ঘণ্টার হবে। কিন্তু আগামীকাল হবে ঐতিহাসিক ম্যাচের সংবাদ সম্মেলন এবং অফিশিয়াল ডিনার। দুটোরই কোনো সময়সূচি ঠিক হয়নি। ডিনার করাবার কথা বাফুফেরই, কিন্তু বেঙ্মিকো কর্তার সঙ্গে সভার পর ডিনার চলে গেছে বেঙ্মিকোর হাতে। তাতে বাফুফে কর্তারা উত্তেজিত। কারণ কমিটির ২১ জন সদস্য ছাড়া আর কারো সেই ডিনারে যাওয়ার অনুমোদন দিচ্ছে না স্পন্সররা। অবশ্য সেই ডিনারে মেসি-ডি মারিয়ারা থাকবে কি না বলা মুশকিল। 'আমরা তাদের কাছে জানতে চেয়েছি, তারা জানাবে বলে বলেছে'_বলেছেন ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল।
এখানেও আর্জেন্টিনা নিয়ে হ্যাপা। তাদের চাপাচাপি করেও কিছু বলা যাচ্ছে না। বললে যদি আবার বিগড়ে যান মেসিরা। আয়োজকরা তো শুধু ঢাকা মাঠে এরকম 'হাই-প্রোফাইল' ম্যাচের অভিষেকের অপেক্ষায় আছে। যে ম্যাচের প্রধান অতিথি হয়ে থাকবেন সালমান এফ রহমানই। নিজের টাকায় এত বড় আয়োজন করে নিজে প্রধান অতিথি হয়ে ইতিহাসের অংশ হবেন! কৌশলটা মন্দ নয়!

Level 0

আমি সাজ্জাদ কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস