আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আমি বিশ্বাস করি সবাই ভাল আছেন। আমিও অনেক ভাল।
যারা আমার গত পর্ব পড়েন নি তারা নিচের লিঙ্ক থেকে পরে নিতে পারেনঃ
জীবনের যেকোনো কাজে সফল হওয়ার উপায়(পর্ব ১)না পড়লে নিশ্চিত ঠকবেন
জন নামে এক কাঠুরে একটি সংস্থায় ৫ বছর কাজ করার পরও তার মাইনে বাড়েনি । সেই সংস্থায় বিল নামে এক কাঠুরেকে কাজে লাগাল এবং এক বছরের মধ্যে তার মাইনে বাড়িয়ে দিল । জন রাগান্বিত হয়ে তার উপর অয়ালার কাছে গিয়ে ব্যাপারটা জানতে চাইল। উপরওয়ালা বলল “পাচ বছর আগে তুমি যে পরিমাণ কাঠ কাটতে আজও তাই কাঠছো । তুমি যদি তোমার কাঠ কাটার ক্ষমতা বাড়াতে তাহলে আমরাও তোমার মাইনে বাড়িয়ে দিব। জন ফিরে গিয়ে কাঠ কাটা আরাম্ভ করল। কিন্তু অনেক বেশি সময় ব্যয় করে, এবং সর্বশক্তি দিয়ে আঘাত করেও সে আগের থেকে বেশি গাছ কাটতে পারলো না। তখন সে উপরঅলার কাছে গিয়ে সমস্যার কথা জানাল ।উপরঅলা পরামর্শ দিল বিলের সঙ্গে কথা বলতে। বিলের হয়ত কিছু কায়দা কানুন জানা আছে এই ভেবে জন বিলকে জিজ্ঞেস করল সে এত বেশি কাঠ কাটে কিভাবে? বিল উত্তরে বলল বলল, “প্রত্যেকটি গাছ কাটার পর আমি দুই মিনিটের বিরতি নিয়ে আমার কুড়ালটিকে শাণ দেই। তুমি তোমার কুড়ালে শেষবার কখন শাণ দিয়েছ? এই প্রশ্নটি জনের চোখ খুলে দিল এবং সে তার সব প্রশ্নের উত্তর খুজে পেল ।
এই প্রশ্নটি খুবই গুরুত্তপূর্ণ । “ তুমি শেষবার কখন তোমার অস্রে শাণ দিয়েছ?”
তাই আমাদের যে কোন কাজ শুরু করার আগে প্রস্তুতিটা ভাল ভাবে নিতে হবে।
আমাদের দেহে পুষ্টির জন্য যেমন ভাল খাবারের প্রয়জন তেমনি মানসিক উন্নতির জন্য প্রত্যহ সৎ চিন্তার প্রয়জন। ভাল খাবারের বদলে খারাপ খাবার খেলে যেমন শরীর অসুস্থ হবে তেমনি সৎ চিন্তা না করলে মনও অসুস্থ হবে। তাই আমাদের সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে।
“ একটা ভাল কাজের চিন্তা করলে ১০ টা ভাল কাজ এসে যোগ দেয়,আর একটা খারাপ চিন্তা করলে ১০ টা খারাপ চিন্তা যোগ দেয়"। তাই আমাদের সকলের উচিৎ খারাপ চিন্তা বাদ দিয়ে ভাল চিন্তা করা ।
আমার এই টুইট যদি কারও একটুও ভাল লাগে তাহলে আমার লেখা সার্থক।
উৎসঃআন্মিংশিক তুমিও জিতবে বই থেকে,নিজের মস্তিস্ক, পারিপার্শ্বিক কাহিনী
আমি zahid hassan@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগে বৃষ্টিতে ভিজতে , আর সাথে যদি পাশের বাড়ির মেয়েটি থাকে তাহলে তো কথাই নেই, ভাল লাগার সীমা ছাড়িয়ে যায় । আগুলোর চেয়ে বেশি ভাল লাগে কম্পিউটারের সাথে গল্প করতে ।আমার ফেসবুকঃ http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001514299668
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।