টেকটিউনসের ২.০-এর প্রতি প্রযুক্তি বহির্ভূত কিছু চাওয়া।

بـســــــم الـله الــر حـــمـــن الــر حــيـــــم
আজকে আমার একটি ছোট্ট আবেদন নিয়েই নতুন টেকটিউনস ২.০ পরিবারের কাছে লেখা শুরু করব । আমার চাওয়া পুরণ না হলেও কারো প্রতি কোন ক্ষোভ নেই । যদিও জানি টেকটিউনস শুধুমাত্র প্রযুক্তি (Technology) নিয়েই  কথা বলে । তবুও আজকের আধুনিক যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমরা কেমন যেন যান্ত্রিক হয়ে গেছি , দিন রাত্রি কেবল কম্পিউটার আর নানান প্রযুক্তির কথা লিখতে ও শুনতে শুনতে এখন নিজেকে একটা অথর্ব যন্ত্র মনে হয়। তাই আমি বলব টেকটিউনস ২.০ তে  যদি সাহিত্য ও সংস্কৃতির একটি নতুন ফিচার যুক্ত করে বা করা হয়, তাহলে সেখানে আমরা সবাই মানে টেকপরিবারের সবাই নিজেকে নিজেদের মতো করে মেলে ধরতে পারব। লিখতে পারব আপন মনের মাধুরী মিশিয়ে জীবন নামের গল্প এবং কবিতা কিংবা স্মৃতিকথা । জীবনটা যে একটা প্রযুক্তি নির্ভর যন্ত্র নয় সেটা আরও একবার মনে করিয়ে দিতে পারব সবাইকে । শুধু তাই নয় , যারা কবি ও লেখক তাদেরও বুঝিয়ে দিতে পারি , আমরা তরূণেরা মানে নতুন প্রজন্মের নায়ক , যারা আধুনিক নানান প্রযুক্তি নিয়ে আলোচনা সমালোচনা লিখি তারাও কোন অংশে কম নই । আমরাও গলা ছেড়ে গান গাইতে পারি । লিখতে পারি গল্প-কবিতা উপন্যাস । এবার ওর মাথাটা খারাপ হয়ে যাবে , সারাক্ষণ শুধু কম্পিউটার আর কম্পিউটার মা-বাবা, বড়ভাই-বোন কিংবা বড়দের কাছ থেকে আর এমন মন্তব্য শুনতে চাই না । চাই না শুধুমাত্র অন্যের সৃষ্ট কোন নতুন প্রযুক্তির আলোচনা সমালোচনা করতে । আমরা নিজেরাও প্রযুক্তি বহির্ভূত নতুন কিছু সৃষ্টি করতে চাই। আমি জানি আমার এই লেখাটি এখানে একেবারে মানানসই নয় বরং সম্পূর্ণ অপ্রাসঙ্গিকও বটে টেকটিউনসের জন্য ।
তারপরও বলব , আমার এই লেখার পক্ষে ও বিপক্ষের সবাই আপনার বা আপনাদের নিজেদের মতামত জানালে খুবই আনন্দিত  হবো । আর পুরাতন মানে অভিজ্ঞ টিউনার ভাইদের প্রতি বিশেষ অনুরোধ , আপনারা এ বিষয়ে যৌক্তিক যে কোন মন্তব্য করতে কৃপণতা করবেন না। কারণ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমরা যারা নতুন , তাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করবে ইনশাল্লাহ্ ।

মোহাম্মদ রেজাউল করিম মনি
জেদ্দা , সৌদি আরব ।
[email protected]

Level 2

আমি Mohammad Rezaul Karim moni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Very Simple Person . But Also, allways I try to deeply understand psychology of human being at different situation, though most of the time I didn't get any success.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এই বিষয়ে একমত না। কারণ এখানে প্রযুক্তি বাদে অন্য বিষয় আসলে জগা খিচুড়ি পাকিয়ে যাবে। সামুতে দেখেন না কম্পিউটার বিভাগে প্রেমের কবিতা।
টেকটিউনস্ একটা পরিচ্ছন্ন প্রযুক্তি ব্লগ সাইট তাকে এভাবেই থাকতে দিন। অনেক সাইট পাবেন মনের মাধুরী মিশিয়ে লেখার জন্য। সেখানে লিখুন। ধন্যবাদ।

ভাইজান আপনাকে ধন্যবাদ।আমি আর কথার সাথে দ্বিমত পোষন করছি।সাহিত্য আর কবিতার জন্য অনেক জনপ্রিয় সাইট আছে সামু ,প্রথম আলো ,আমার ব্লগ আরও কত সাইট।
টেকটিউনসে শুধু টেকি বিষয়ক লেখা চাই আর কিছু না।

প্রযুক্তির সাইটে প্রযুক্তি বহির্ভূত লেখা চান? আপনার মাথা ঠিক আছে? ইসলামিক সাইটে কোনদিন হিন্দু বিষয়ক লেখা মানবে কিংবা হিন্দু ধর্মীয় সাইটে ইসলামিক লেখা মানবে? টেকটিউন্স ভাল না লাগলে সামু বা প্রথম-আলোতে যান। সেখানে আপনার মনের শুধু মাধুরী না দিপিকা, ক্যাতরিনা বা প্রিয়াংকাদের নিয়েও লিখলে কেউ কিছু বলবে না। 🙂

Level 0

শাকিল ভাইয়ের কথা শুনে আমার হাসি পাচ্ছে । এদের কিছু বলার মত ভাষা আমার জানা ছিল না ।তাই আগে মন্তব্য করি নি ।

আমার মনে হয় ধর্ম প্রচারের জন্য বাংলায় ভাল কোন প্লাটফর্ম নেই। একটা প্লাটফর্ম দরকার সাইট রিভিওর জন্যও যেখানে বাংলা ভাষায় তাদের বিজ্ঞাপনগুলো দেবে। তবে সেটা কতটা জনপ্রিয় হবে তা বলা মুশকিল।
আরেকটা কথা, টেকটিউনস যদি সাহায্য পোস্টগুলোর আলাদা একটা লিঙ্কে প্রকাশ করতো এবং প্রথম পাতায় না আসতো তাহলে ভাল হতো। বসটিউনাররা সহায়তা করতে চায় সবসময়, প্রথম পাতায় না আসলেও চলে।
আরও কিছু ….থাক…. পড়ে পোস্ট দিয়েই বলবো নে…..
——————
comment re-post

টেকটিউন্সের একটা বড় বৈশিষ্ট্য হল এটা সম্পুর্ন তথ্য ও প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইট। এখানে যদি অন্য কিছু মেশানো হয় তা হলে এটাকে আর টেকটিউন্স বলা যাবে না। তাই এটা না করাই ভালো।
@ টিউটো আপনি ঠিকই বলেছেন যে ধর্ম প্রচারের জন্য বাংলায় ভালো কোন প্লাটফর্ম নেই। তাই Linkinworld কর্তৃপক্ষ একটি ব্লগ বানোর উদ্যেগ নিয়েছে এবং এটা পরীক্ষামুলক ভাবে চালু করাও হয়ছে যদিও শুধু মাত্র ইসলাম ধর্মের জন্য।ইচ্ছা করলেই ব্লগটি তে ভিজিট করতে পারেন…………… http://www.Islam.Linkinworld.com

Level 0

@শাকিল আরেফিন
আমি আপনার সাথে সম্পূর্ন একমত৷ টেক টিউনসে প্রযুক্তি ব্যতিত অন্য কোন রকম লেখা আশা করি না৷

Level 2

@ ইবনে ইসমাইল (মনি) – প্রযুক্তি বিষয়ক সাইটে প্রযুক্তি বহির্ভূত বিষয় অন্তর্ভূক্ত না করার ব্যাপারে প্রায় সকল টিউনারই একমত। সুতরাং আপনি যা বললেন, এখানে কেউ তা মেনে নেবে না। আপনি যা চাইছেন তার জন্য http://www.somewhereinblog.net সাইট ব্যবহার করতে পারেন।