অনলাইনের ডলার কেনাবেচায় খুব সাবধান… আপনার কষ্টার্জিত ডলার হাতিয়ে নিতে ওঁৎ পেতে আছে প্রতারকের দল!

সকালে ব্লগে দেখলাম পেপাল, এলার্টপে ডলার মোবাইলে রিচার্জ আকারে পাওয়ারএকটা সাইট নিয়ে পোস্ট করেছেন জনৈক ব্লগার। পোস্ট পড়েই মনে হল কোথাও একটা কিন্তু আছে B:-) সাইটায় ঢুকেই ৯৫% নিশ্চিত হয়ে গেলাম যে স্ক্যাম সাইট। ফ্রডিং এর প্রমাণ খুঁজতে নেমে পড়লাম...

পোস্ট লেখক সাইটটি দাবী করেছেন- "সাইটটি আমেরিকার একটি স্বনামধন্য টেলিকম কোম্পানীর" ভালো কথা...কিন্তু একি! who.is এর সাইট রিপোর্টে এগুলান কি বলে :-/

আম্রিকান টেলিকম কোম্পানি ( তাও আবার স্বনামধন্য) বাংলাদেশী মুবাইল (বাংলালিঙ্ক) ব্যবহার করে? আরেকটু নিচে স্ক্রল মেরে আরও অবাক-

ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছে PrivacyProtect.org নামের একটা ওয়েবসাইটের নামে যার দ্বারা রেজিস্ট্রেশনকারী তার আসল নাম, ঠিকানা লুকিয়ে রাখতে পারেন। উদাহরণস্বরূপ-

তা ভাই, টেলিকম কোম্পানির এত কাঠখড় পুড়িয়ে নিজেদের পর্দার আড়ালে লুকিয়ে রাখার দরকার কি? তারা কি হিজবুত তাহরীরের মত জঙ্গী সংগঠন?

সবচাইতে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এরা ব্যবহার করছে ফ্রি ওয়েবহোস্টিং। এত বড় কোম্পানির হোস্টিং স্পেস কেনার জন্য সামান্য কয়টা ডলারও কি নেই?

_________________________________________

১০০% নিশ্চিতভাবেই বলে দেয়া যায়, ডলার হাতিয়ে কেটে পড়াই এই সাইটির হোতাদের মূল লক্ষ্য। সাইট মালিক হয় নিজে একাই ফ্রড অথবা চোরদলের একজন।

 

পোস্টদাতার গতিবিধিও সন্দেহজনক। কারণ সাইটেএতসব অসংগতি থাকা সত্ত্বেও তিনি টাকা পাওয়ার যে গল্প শুনিয়েছেন তা কোনভাবেই বিশ্বাসযোগ্য ঠেকছেনা। তাছাড়া এই একই লেখা প্রায় একইসাথে তিনি আজ পোস্ট করেছেন- সামু, টিউনারপেজ আর টেকটিউন্সে  (প্রশ্ন ওঠার কারণে টিটির এডমিনরা খুব সম্ভব লেখাটি সরিয়ে নিয়েছেন)  সামুতে "পথিক ভাই"নিক এর সমস্ত পোস্ট অনলাইনে ডলার বিক্রি নিয়ে। আর টিউনারপেজ ও টেকটিউন্স এ পোস্টদাতার নিক "শোভন" : যা কিনা শুধু এই একটি পোস্ট দেয়ার জন্যই খোলা। ডালমে কুছ কালা হ্যায়...

অপরাধী যেই হোক তাকে/তাদেরকে ট্রেস করে এইগুলারে মাইরা তক্তা বানানোর কাম X( কানপট্টি বরাবর দুইটা থাপ্পর মারলেই থলের বিড়াল বের হয়া আসবে :|

___________________

পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত

Level 0

আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ জানানোর জন্য । সকলের সাবধান থাকা দরকার ।

Level 0

best investigation tune. thanks a lot.

আমি এখানে দিছিলাম ! পাই নাই ! এইটা কি আসল নাকি নকল ?? http://www.flexiload.biz.ly/

    দিয়েই যখন ফেলেছেন তখন আর কিছু করার নাই। ভাবিয়া করিও কাজ…করিয়া ভাবিওনা। আপনার টাকা যদি না পাঠায় তাহলে বাটপারের পাল্লায় পড়েছেন এটা তো বলে দিতে হবেনা…

    সমবেদনা রইল…

আমার মনে হয় এ জাতীয় ভুয়া টিউন গুলু না মুছে BLACKLIST নামক Category তে পাঠানো উচিৎ, এতে কোন টিউন গুলু ভুয়া তা বুঝতে সকলের সুবিধা হবে। কারন tt এ জাতীয় মুছে দেয় ফলে এর আগে যারা এসব পড়তে পারে তারাই কেবল বুঝে কোনগুলো ভুয়া টিউন, বাকিরা নয়। কি বলনে সবাই?

খুব সচেতনতা মূলক পোস্ট । বিষয়টি সত্যিই সকলের ভেবে দেখা উচিত । আর অনলাইনের ইনকাম ফেস টু ফেস হয়ে বিক্রি করা উচিত ।

    হুম, ফেস টু ফেস কেনাবেচায় প্রতারিত হওয়ার সুযোগ নেই। আমি নিজেও সরাসরি দেখা করে ডলার লেনদের করি…

এটা তাদের ওয়েব সাইটের লেখা দেখলেই বোঝা যায়। তাদের ভাষায় ১ ডলারের আজকের বাজার দর ৭৬.৮৫ টাকা হলে আপনি এক ডলার দিলে তারা আপনার মোবাইলে ৭৬.৮৫ টাকা রিচার্জ করে দিবে!!!!!!! তাদের লাভটা কোথায়????? আপনাকে অসংখ্য ধন্যবাদ ময়না তদন্ত করার জন্য। 🙂

    অনলাইনে নির্লজ্জ, মিথ্যুক আর বাটপারদের আনাগোনা দিনদিন বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে ব্লগগুলো একদিন স্প্যামার আর ফ্লাডিং কারীদের স্বর্গে পরিণত হবে। সব ব্লগগুলোর মডারেটরদের কঠোর হওয়া ছাড়া এই প্রবণতা বন্ধ করা যাবেনা।

Level 0

Lots of thanks elebele bro

kon sitta valo bolban ki and kivabe bozbo valo site

আমি কোনদিন অনলাইন এ টাকা ফ্লেক্সি লোড করিনাই আর কোনদিন করবো বলেও মনে হয়না। আপার পোস্ট দেখে এখন আরও সচেতন তাই দূরে থাকব….

ভাই আপনি কি আমাকে এক্তা বিষয়ে হেল্প করতে পারেন? আমার মানি বুকারস এ ১০০০ ডলার দরকার। কিভাবে পেতে পারি? আপনি কি কোন ভাবে হেল্প করে পারেন? খুব উপকার হয়। [email protected]