সকালে ব্লগে দেখলাম পেপাল, এলার্টপে ডলার মোবাইলে রিচার্জ আকারে পাওয়ারএকটা সাইট নিয়ে পোস্ট করেছেন জনৈক ব্লগার। পোস্ট পড়েই মনে হল কোথাও একটা কিন্তু আছে সাইটায় ঢুকেই ৯৫% নিশ্চিত হয়ে গেলাম যে স্ক্যাম সাইট। ফ্রডিং এর প্রমাণ খুঁজতে নেমে পড়লাম...
পোস্ট লেখক সাইটটি দাবী করেছেন- "সাইটটি আমেরিকার একটি স্বনামধন্য টেলিকম কোম্পানীর" ভালো কথা...কিন্তু একি! who.is এর সাইট রিপোর্টে এগুলান কি বলে
আম্রিকান টেলিকম কোম্পানি ( তাও আবার স্বনামধন্য) বাংলাদেশী মুবাইল (বাংলালিঙ্ক) ব্যবহার করে? আরেকটু নিচে স্ক্রল মেরে আরও অবাক-
ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছে PrivacyProtect.org নামের একটা ওয়েবসাইটের নামে যার দ্বারা রেজিস্ট্রেশনকারী তার আসল নাম, ঠিকানা লুকিয়ে রাখতে পারেন। উদাহরণস্বরূপ-
তা ভাই, টেলিকম কোম্পানির এত কাঠখড় পুড়িয়ে নিজেদের পর্দার আড়ালে লুকিয়ে রাখার দরকার কি? তারা কি হিজবুত তাহরীরের মত জঙ্গী সংগঠন?
সবচাইতে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এরা ব্যবহার করছে ফ্রি ওয়েবহোস্টিং। এত বড় কোম্পানির হোস্টিং স্পেস কেনার জন্য সামান্য কয়টা ডলারও কি নেই?
_________________________________________
১০০% নিশ্চিতভাবেই বলে দেয়া যায়, ডলার হাতিয়ে কেটে পড়াই এই সাইটির হোতাদের মূল লক্ষ্য। সাইট মালিক হয় নিজে একাই ফ্রড অথবা চোরদলের একজন।
পোস্টদাতার গতিবিধিও সন্দেহজনক। কারণ সাইটেএতসব অসংগতি থাকা সত্ত্বেও তিনি টাকা পাওয়ার যে গল্প শুনিয়েছেন তা কোনভাবেই বিশ্বাসযোগ্য ঠেকছেনা। তাছাড়া এই একই লেখা প্রায় একইসাথে তিনি আজ পোস্ট করেছেন- সামু, টিউনারপেজ আর টেকটিউন্সে (প্রশ্ন ওঠার কারণে টিটির এডমিনরা খুব সম্ভব লেখাটি সরিয়ে নিয়েছেন) সামুতে "পথিক ভাই"নিক এর সমস্ত পোস্ট অনলাইনে ডলার বিক্রি নিয়ে। আর টিউনারপেজ ও টেকটিউন্স এ পোস্টদাতার নিক "শোভন" : যা কিনা শুধু এই একটি পোস্ট দেয়ার জন্যই খোলা। ডালমে কুছ কালা হ্যায়...
অপরাধী যেই হোক তাকে/তাদেরকে ট্রেস করে এইগুলারে মাইরা তক্তা বানানোর কাম কানপট্টি বরাবর দুইটা থাপ্পর মারলেই থলের বিড়াল বের হয়া আসবে
___________________
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
ধন্যবাদ জানানোর জন্য । সকলের সাবধান থাকা দরকার ।