বাংলাদেশে পেপাল চাই ?

১. প্রথমে বলে নেই পেপাল কি ?
পেপাল দ্রুত নিরাপদ ও বিশ্বাসযোগ্য অনলাইন ব্যাংকিং সিষ্টেম ।
ক. আমি উদ্যেগ নিয়েছিলাম দেশের অবহেলিত শিশুদের ভাগ্য উন্নয়নে কাজ করার, কিন্তু বাংলাদেশে পেপাল সার্ভিস না থাকায় সব পন্ড হয়ে গেছে ।
খ. বাংলাদেশে বেকারত্ব দুর করতে পারে ও দেশের অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারে পেপাল ! উদাহরনস্বরপ আমি বলবো ফ্রিল্যান্সিং থেকে মাসে ৫০হাজার থেকে ১লক্ষ টাকা আয় করা সম্ভব ।কিন্তু সব পন্ড হচ্ছে পেপাল না থাকায় . যেমন আমার জীবনের ফ্রীল্যান্সিং আয় প্রায় ১০০ ডলার লিমিট করে দিয়েছিল পেপাল কারন বাংলাদেশে সার্ভিস নেই .শুধু আমি নয় আমার ফান পেজের অনেকের প্রথম প্রথম ১০০০ থেকে ২০০০ ডলার পর্যন্ত লিমিট করে রেখেছে পেপাল ।

.বাংলাদেশে পেপাল না থাকায় অনেক কোম্পানি আছে তারা বাংলাদেশে কাজ দেয়না ও যারা দেয় তাদের টাকা উঠাতে উচ্চ কমিশন ও অনেক ঝামেলা পোহাতে হয় ।

২.সরকার ডিজিটাল বাংলাদেশ করবে বলে গলা ফাটাচ্ছে ! অথচ ডিজিটাল বাংলাদেশ পুর্বশর্ত পেপাল সাভির্স তা সরকারের ৯৫%মন্ত্রী এমপি আমলারা জানেন না ।কারন ডিজিটাল মানে সবকিছুতে অনলাইন ও আধুনিকতার ছোয়া । পেপাল বাংলাদেশে আসার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছে তা সমাধান করে যদি সরকার আবেদন করে তবেই পেপাল বাংলাদেশে সম্ভবনা রয়েছে । আমরা ডিজিটাল বাংলাদেশ চাই তবে ইকমার্সে পেপাল ছাড়া কেন পিছিয়ে থাকবো বিশ্ব থেকে ?
খুশির খবর হল বাংলাদেশে তাড়াতাড়ি পেপাল চালুর সম্বভনা আছে ,

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই লিখেছেন। 🙂

চরম লিখছেন… 🙂

পেপালের জন্য আমরা ভারচুয়াল আন্দোলন অনেক দিন থেকে করছি । ধন্যবাদ

Level 0

চাই চাই………… দিতে হবে………।

তাও কারো কী চোখ নাই। এই সেবা গুলো দিলে কি হবে সরকারের

Level 0

"খুশির খবর হল বাংলাদেশে তাড়াতাড়ি পেপাল চালুর সম্বভনা আছে" তাই নাকি!!!!

mona hoyna ja paypal ato taratari asba

"খুশির খবর হল বাংলাদেশে তাড়াতাড়ি পেপাল চালুর সম্বভনা আছে"
কই থেকে জানলেন?

Kintu bangladesher shonir akhray akta pay pall ar office ache jara account khule dey and money transfr korte shohayota kore.