Facebook তাদের সাইটে Google+ এড ব্যান করে দিচ্ছে

ফেসবুকে গুগল প্লাস এর বিজ্ঞাপন নিষিদ্ধ। ফেসবুক কর্তৃপক্ষের কাছে ব্যাপারটা এমনি। ওয়েব ডেভেলপার মাইকেল লি জনসন ফেসবুক এর এই মনোভাবের প্রকাশ দেখতে পেয়েছেন সম্প্রতি।

মাইকেল সম্প্রতি একটি ফেসবুক বিজ্ঞাপন দেন যেখানে তিনি গুগল প্লাসে তাকে সার্কেলে এড করার জন্য তার বন্ধুদের অনুরোধ করে একটি বিজ্ঞাপন দেন। কিন্তু দেখা গেল, ফেসবুক তাকে ওদের সাইট ছাড়া অন্য কোথাও তার সোস্যাল নেটওয়ার্ক বিস্তৃত করতে দেয়ায় বেশ একটা আগ্রহী নয়।

এর মাধ্যমে প্রমাণিত হল ফেসবুক গুগল প্লাসকে তার শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছে। এবং সেই লক্ষ্যে খুব বেশি দেরি হয়ে যাবার আগেই পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে ইন্টারনেটের দুনিয়ায় ফেসবুক যে জোয়ার এনেছে তা অস্বীকারের উপায় নেই। আমাদের দেশে অনেকেই একমাত্র ফেসবুক ব্যবহারের জন্যেই ভাল মোবাইল/ নেট বুক এবং ইন্টারনেট কানেকশন নিয়েছে।

যাই হোক মাইকেল গুগল প্লাসে লিখেছেনঃ

I recently ran a Google+ advertisement on Facebook that got all of my campaigns suspended. – Great.

ফেসবুক ভালই শুরু করল। তবে টেকক্রাঞ্চের মত আমারো একই জিজ্ঞাসা, গুগল প্লাসের বন্ধুর জন্যে এখন আমরা কোথায় যাব?

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগল প্লাস ফেসবুকের মাথা খেয়ে ফালাইতেছে। 😛

গুগোল + ফেসবুকের কখনো ১২ টা বাজাতে পারবে না

    মনে হয় তাই

    Level 0

    ৩-৪ বছর। এর পর ফেসবুক শুধুই HISTORY

    ভাই গুগল+ Facebook-কে " Once upon a time " এর লিস্ট এ পাঠায় দিবে …। 🙂

    এত সহজ না ভাই যে ৩-৪ বছর। এর পর ফেসবুক শুধুই HISTORY

টিউনের মান দিন দিন কমে যাচ্ছে কেন টিউনার ভাইয়েরা??মাইক্রো টিউন হয়ে যাচ্ছে সবাই……………।

তেনারা এক অসম যুদ্ধে নেমেছেন বলিয়া মনে হইতেছে… তবে গুগল পিলাস এর ফেসবুক এর মতো অবস্থানে আসতে বহুত যুদ্ধ অতিক্রম করতে হইবেক।

    মনে হয় না, গুগলের আছে সেরা সার্চিং অপশন আর বিশাল এড সেন্স! দেখা যাক

    সহমত @ দিহান

    Level 0

    ফেসবুক গুরু ভাই, আপনি ফেসবুক এই থাকেন। ইদানিং আপনার ফেসবুক জা শুরু করসে তাতে আমি বাধ্য হয়ে G+ এ account খুলসি। ইনশাল্লাহ এক সময় ফালতু ফেসবুক leave করতে পারব।

    facebook ইচ্ছেমত ইন্টারফেইস চেঞ্জ করে গ্রাহকদের উপর চাপিয়ে দিচ্ছে। আর অ্যাপের যন্ত্রনায়!! সব অফও করতে পারি না কারন আমার টুইটার আর RRS grafitti, পোকার লাগে !

আমি নিউজ টা আগেই পড়েছি। আমার মনে হয় অল্প কিছু দিনের মধ্যেই ফেসবুককে টক্কর দিতে সমর্থ হবে গুগল প্লাস। আর ফেসবুকের ভয় টা হচ্ছে কিছু দিনের মধ্যেই গুগল প্লাস ১ কোটি ইউজার। যাক এখন সময়ই বলবে কি হবে…

    Level 0

    ফেসবুক এর আর বেশি দিন নাই। 3-4 year এর মধ্যে একটা বাশ খাবে।

    1 crore ইউজার তাও শুধুমাত্র ইনভাইটেশনের মাধ্যমে!

Level 0

Facebook Theke Google+ Akdom E Onnorokom R Amar Janamote Google+ Akhono Mono Hoy Oficially Open Hoi Ne…

গুগল প্লাস রকস !