আসুন গুগল বাংলা অনুবাদের মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করি

বহু প্রতিক্ষার পর গুগল অনুবাদে বাংলা ভাষা যুক্ত হয়েছে। এটি নিঃসন্দেহে বাংলা ভাষাভাষীদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। ভাষা সমস্যার কারনে এতদিন হয়ত অনেকেই অনেক জ্ঞানার্জন কিংবা সাহিত্য রস আস্বাদন থেকে নিজেকে বঞ্চিত করেছেন। তবে এখন গুগল বাংলা অনুবাদ বিশ্বকে আমদের হাতের মুঠোয় এনে দেবার একেবারে দ্বারপ্রান্তে উপস্থিত। কিন্তু গুগল বাংলা অনুবাদ এখনও ভূমিষ্ঠ শিশু মাত্র, অনেক চড়াই উত্রাই পার হওয়া যে বাকি। গুগল বাংলা অনুবাদকে পরিপূর্ণ রুপ দান করতে আমাদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

গুগল অনুবাদে এখন আলফা ভার্সন চলছে। ফলে অনুবাদের মান তেমন ভালো নয়। প্রচুর উল্টা পাল্টা অনুবাদ আসছে। গুগল কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে শুরুতে এই ধরনের ভুল অনুবাদ আসবে। যেহেতু গুগল স্ট্যাটিসটিক্যাল মেশিন ট্রান্সলেশন পদ্ধতি অনুসরণ করে তাই একটি বাক্যের একদমই ভিন্ন একটি অনুবাদ আসতে পারে। তাই ভুল অনুবাদের জন্য গুগলকে দোষারোপ না করে আমাদের উচিত অনুবাদের মান উন্নয়নে সহায়তা করা। ব্যবহারকারীরা যাতে অনুবাদের মান উন্নয়নে সহায়তা করতে পারেন সেই পথ খোলা রেখেছে গুগল।

গুগল ট্রান্সলেশন ব্যবহার করে অনুবাদ করলে দুই ধরনের ভুল অনুবাদ হতে পারে।

  • এক. বাক্যের অর্থ ভুল আসা,
  • দুই. বাক্যের গঠন ঠিক না হওয়া।

অনুবাদ ঠিক করার জন্য দুইভাবে সাহায্য করা সম্ভব।

প্রথমত, বাক্যের অর্থ ঠিকমতো না হলে সঠিক অর্থ করে দেওয়ার মাধ্যমে সহায়তা করা সম্ভব। অনুবাদকৃত বাক্যের শব্দগুলোর উপর কার্সর রাখলে হলুদ দেখাবে। তাতে ক্লিক করলে বিকল্প শব্দের প্রস্তাব আসবে। বিকল্প শব্দ পছন্দ না হলে নতুন করে শব্দ দেওয়া যাবে।

১.

২.

৩.

৪.

দ্বিতীয়ত, বাক্যের গঠন ঠিকমতো না হলে তা ঠিক করে দেওয়ার মাধ্যমে সহায়তা করা সম্ভব। বাক্যে শব্দের বিন্যাস ঠিক করতে হলে 'শিফট' কী চেপে ধরে যেকোন একটি শব্দ নির্বাচন করুন, তারপর তা টেনে সঠিক স্থানে বসিয়ে দিন। তাহলেই বাক্যের বিন্যাস ঠিক হয়ে যাবে। আপনার ঠিক করা অনুবাদ গুগল ট্রান্সলেটর স্বয়ংক্রিয়ভাবে মনে রাখবে। পরবর্তীতে ব্যবহারকারীরা সঠিক অনুবাদ দেখতে পারবেন। তবে অনেক সময় সঙ্গে সঙ্গে সঠিক অনুবাদ কাজ নাও করতে পারে। কারণ গুগল ট্রান্সলেটরের সফটওয়্যার ব্যবহারকারীদের করা অনুবাদ মনে রাখে। পরে সময় নিয়ে সঠিকভাবে উপস্থাপন করে থাকে।

১.

২.

৩.

আমরা যা যা করতে পারি :

  • ১.অনলাইনের বিভিন্ন স্যোশাল নেটওয়ার্কিং সাইট এবং ব্লগগুলোতে অনেক বাংলা ভাষাভাষি ব্যবহারকারী রয়েছে। সবাই যদি প্রিয় বাংলা ভাষার কথা ভেবে অনুবাদের মান উন্নয়নে সহায়তা করে তাহলে অল্প সময়ের মধ্যেই গুগল বাংলা অনুবাদের মান সন্তোষজনক পর্যায়ে পৌছাবে।
  • ২.অনুবাদ ঠিক করার জন্য একটি সহজ উপায় হতে পারে উইকিপিডিয়ার ভূক্তিগুলো অনুবাদ করা। ইংরেজি উইকিপিডিয়া থেকে ভূক্তিগুলো গুগল ট্রান্সলেটর ব্যবহার করে বাংলায় অনুবাদ করলে প্রাথমিকভাবে কিছু ভুল দেখাবে। সেই ভুলগুলো ঠিক করে করে সঠিক অনুবাদ আসবে। এতে দুই ধরনের লাভ হবে। এক. গুগল বাংলা অনুবাদের মান উন্নত হবে, দুই. বাংলা উইকিপিডিয়ার ভূক্তিসংখ্যা বাড়বে।
  • ৩. বাংলা ভাষা সম্পর্কে যাদের ভাল জ্ঞান আছে তাদেরকে এই ব্যপারে উৎসাহী করব।
  • ৪. যতটুকু সঠিক অনুবাদ জানেন সেটুকুই অনুবাদ করুন , কারন ভুল অনুবাদ বার বার ঠিক করা সহজসাধ্য কাজ নয়।
  • ৫.বিভিন্ন ব্লগ/সাইটে এ ব্যপারে লিখতে হবে, যাতে করে সবাই ব্যপারটার গুরুত্ব অনুধাবনপূর্বক আরও বেশি সাহায্য করতে পারে।

(আরও কোন পরামর্শ থাকলে কমেন্টে লিখুন, আমি টিউনে যোগ করে দেব)

গুগল ট্রান্সলেশন টুলকিটে উইকিপিডিয়ার জন্য সহজে নিবন্ধ অনুবাদ

এক্ষেত্রে বাংলা উইকিপিডিয়ার এডমিন বেলায়েত হোসেনের এই লেখাটি (http://goo.gl/OpvRu) দেখতে পারেন। এখানে ছবিসহ অনুবাদ পদ্ধতি বর্ণনা করা হয়েছে।

বাংলা গুগল ট্রান্সলেশন সার্ভিস চালু হওয়ার পর থেকেই একটা বিষয় লক্ষ্য যাচ্ছে- অনেকেই মজা করার জন্য ভুল অনুবাদ ইনপুট দিচ্ছেন। অনেকেই আবার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ভুল অনুবাদ ইনপুট দিচ্ছেন। এরকম উদ্দেশ্যপ্রণোদিত ভুল অনুবাদ আমাদের ভাবমূর্তিই নষ্ট করবে। মনে রাখা দরকার গুগল স্ট্যাটিসটিক্যাল মেশিন ট্রান্সলেশন মেনে চলে। প্যারাট্রান্সলেশনগুলো গুগল ট্রান্সলেটর স্বয়ংক্রিয়ভাবে মনে রাখে। ফলে ব্যবহারকারীদের মজা করে করা অনুবাদগুলোও গুগল ট্রান্সলেটর মনে রাখে। এভাবে মজা করে ভুল অনুবাদ ইনপুট দিলে মানসম্মত বাংলা অনুবাদ পাওয়া দূরহ হয়ে পড়বে। যারা এসব করছেন তারা ভাষাকে ভালোবাসেন কিনা এ ব্যপারে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তাই আসুন সততার সাথে কাজ করে গুগল বাংলা ট্রান্সলেশনকে একটি ভাল অবস্থানে নিয়ে যাই। এতদিন আমরা ভাষাগত সমস্যার জন্য অনেক জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হয়েছি , আর নয়। আমরাও এগিয়ে যাব বিশ্বের সাথে সমান তালে । একবার ভেবে দেখুন হ্যরি পটারের ইংলিশ বইটা দেখে ভাবতেন, ইস যদি এটার বাংলায় অনুবাদ পেতাম! কিংবা প্রযুক্তির কোন ইংলিশ সাইট দেখে ভাবতেন এটা যদি বাংলা সাইট হত ! এরকম সব অপূর্ণ আশাই পূর্ণ হবে এবার ইনশাল্লাহ। আসুন সবাই অল্প অল্প করে কাজ করে আমাদের স্বপ্ন সত্যি করি । ১৯৫২ সালে যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি সেই ভাষাকে ভালবেসে আসুন সবাই একসাথে কাজ করি .........

** তথ্য সুত্র ইন্টারনেট

সবাই ভাল থাকবেন......

আসুন খাবারে ভেজালের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। আজ থেকে প্রতিজ্ঞা করুন যতটা সম্ভব বাসার খাবার খাবেন।

আমার সাইট এখানে

Level 0

আমি বোকা মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি প্রথম থেকেই এই দলে। যখনই কোন ভুল পাই ঠিক করে ফেলি। এভাবেইতো গুগল শিখবে।

    আপনাকে ধন্যবাদ। আরও আরও চেষ্টা করি সবাই মিলে…

Level 0

হ্যা এটা আমাদের দায়িত্ব। আমি আগেও বেশ কিছু শব্দ ঠিক করেছি। 🙂
ধন্যবাদ।

    ঠিক বলেছেন। এটা আমাদের দায়িত্ব। সবাই মিলে কাজ করলে কয়দিনই বা লাগবে পরিপূর্ণ হতে…আপনাকে ধন্যবাদ।

সহমত, যখন গুগল ট্রান্সলেটরে বাংলা অপশন আসেনি তখন একটু কষ্টই লাগত। এখন যখন দেখি বিখ্যাত সাইট গুলো থেকে শুরু করে টেলিভিশন গুলোও বাংলায় সম্প্রচার শুরু করেছে তখন মনটা আশলেই গর্বে ভরে ওঠে। আমাদের সবারই উচিত গুগল ট্রান্সলেটর এর মান উন্নয়নে সাহায্য করা, এটি শুধু আমাদের সাহায্যই করবেনা বরং বিশ্বের দরবারে বাংলা ভাষাকে আরও উচ্চ স্থানে পৌঁছতে সাহায্য করবে বলে আমি মনে করি।

    বাংলা ভাষা বেঁচে থাকুক যুগ-যুগান্তরে। আপনি-আমি আমরা সবাই স্ব-উদ্যোগে গুগল ট্রান্সলেটর এর মান উন্নয়নে সাহায্য করি। তবেই মাতৃভাষার প্রতি ভালবাসা দেখানো হবে। আপনাকে ধন্যবাদ।

ভাই- আমি আপনাদের সাথে একমত। সবারই উচিত এমহৎ কাজে এগিয়ে আসা।

অনেক ধন্যবাদ। গুগল ট্রান্সলেটরে বাংলা আমার অনেক দিনের চাওয়া। চেষ্টাও কম করিনি। অবশেষে এল। যাহোক, এই টিউনটাই ১ম দিন থেকে করা দরকার বলে ভাবছিলাম। কিন্তু গঠন ঠিক করার বিষয়টা জানতামনা এবং সময়ও পাচ্ছিলাম না। আপনি একটা কাজের কাজ করেছেন।

    টিউনটির গুরুত্ব অনেক ছিল, সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটা সম্পূর্ণ কার্যকর হলে সবার যে কত বড় উপকার হবে তা আমি চিন্তাও করতে পারিনা । আশা করি সবাই এর গুরুত্ব বুঝে সততার সাথে কাজ করবেন। আপনাকে ধন্যবাদ।

Level 0

১৯৫২ তে ভাষার জন্য কিছু কতে পারিনি আজ সময় এসেছে ,এসো আমরা সবাই ভাষার জন্য কিছু করি।

    ভাল বলেছেন। ভাষাকে ভালবেসে কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনাকে ধন্যবাদ।

খুবই ভালো লাগল…
আমিও কাজ করছি, আর এই কাজ টি করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি…

    আপনাকে ধন্যবাদ।

ভালো উদ্দ্যগ। আসুন সবাই মিলে গুগল ট্রান্সলেটর কে তথা বাংলা ভাষাকে সমৃদ্ধ করি।

    সহমত………আপনাকে ধন্যবাদ।

হে আমিও করি।

ভাই আমি আমার প্রিয় টিউন দেখতে পারছি না ।
সাহায্য চাই

    সাহায্য করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

জানানোর জন্য ধন্যবাদ………………..

    আপনাকেও ধন্যবাদ।

ভালো …………..ধারুন…………ধন্যবাদ

কিভাবে করতে হবে জানতামনা, এখন জানলাম ,এখন থেকে আমিও ঠিক করে দেব

    ধন্যবাদ। সবাইকে জানানোই আমার টিউনের উদ্দেশ্য ছিল ……

আমি নিজেই এরকম কয়েকটা ঠিক করেছি। আর এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়ে ছিলাম। আপনার এই টিউনটা অজানা ভাই দের কাজে লাগবে। যা আমাদের অনেক উপকারে আসবে গল ট্রান্সলেটরে মূল ভার্সন টা পেতে। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

টিউন টিকে স্টিকি করা হোক ।

চমৎকার, আমি নিজেও চেস্টা করছিলাম প্রথম থেকে এই নিয়মকে কাজে লাগিয়ে ট্রান্সলেটরটাকে সাহায্য করার জন্য । আমরা সবাই যদি একটু একটু করে এভাবে সাহায্য করি গুগলকে, তাহলে কিন্তু বাংলা অনুবাদে পরে আর সমস্যা থাকবে না !

ধন্যবাদ !

aina hole techtunes?akotai bol.asun jatiyo sarthe sobai ak hoi.

Level 0

আজ আপনার টিউন দেখে অনেক গুলো শব্দের সমাধান করেছি । কিন্তু বাক্যের সমস্যা সমাধান অনেক কঠিন ্।

আসুন গুগল বাংলা অনুবাদের মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করি,
টিউনটি নির্বাচিত টিউন হওয়ার পুর্ন যোগ্যতা রাখে,আশা করছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হবে,ধন্যবাদ।

অনেকে মজা করার জন্য গুগল বাংলা অনুবাদ ভুল দিচ্ছে । এটা কি ঠিক ?

টিউনটি স্টিকি করা হোক

Level 0

আসুন আমরা সবাই গুগুলকে বাংলা উন্নয়নে সহায়তা করি। আর টেকটিউন মডারেটরের কাছে অনুরোধ এই টিউনটি নির্বাচিত করা হোক।

টিউনের জন্য ধন্যবাদ।আমাকে কেউ সাহায্য করেন প্লিজ!!!
কেউ যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের (পলিটেকনিক্যাল) স্টাপিং লিস্টের ওয়েব সাইটের ঠিকানাটি জানেন তাহলে আমাকে দিন।

please help me

why i have face some problem to see my favorite tuens?
[email protected]
+8801827740140

যারা বাংলাকে নষ্ট করছেন তারা মানুষরূপী পশু ।

Level 0

আমি দুক্ষিত

বেশ ভাল বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি শুরু করে দিয়েছি এবং অন্যদেরও জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।