৯/১১ ঘটনা: নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করুন

"Only the deluded or the paid-off still believe amateur Arab pilots did it." - John Kaminski

প্রথমত – মনে রাখবেন – ৯/১১ ঘটনার অজুহাতে স্বাধীন দুটি দেশ ইরাক ও আফগানিস্তান আক্রমণ করা হয়েছে। লক্ষ লক্ষ নিরীহ নারী-পুরুষ ও শিশুকে হত্যা করা হয়েছে। মিলিয়ন মিলিয়ন মানুষকে উদ্বাস্তু বানানো হয়েছে। দেশ দুটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে নিদেনপক্ষে একশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত – রামের সাথে শ্যামকে গুলিয়ে ফেলাটা অযৌক্তিক। ৯/১১'র মতো একটি অবিশ্বাস্য ঘটনার সাথে অতর্কীতে কোথাও আত্মঘাতী হামলা, গাড়িবোমা বিস্ফোরণ, কিংবা হোটেল বা পাতাল রেলে বোমা বিস্ফোরণের মতো ঘটনাগুলোর কোন তুলনাই চলে না। পরের ঘটনাগুলো কিছু সাহসী সন্ত্রাসীর পক্ষে করা সম্ভব। কিন্তু ৯/১১ হামলা যেভাবে ঘটানো হয়েছে সেটি স্রেফ কিছু সাহসী সন্ত্রাসীর পক্ষে কোনভাবেই সম্ভব নয় – তাও আবার আমেরিকার মাটিতে।

তৃতীয়ত – ৯/১১ ঘটনার এরোপ্লেনের মধ্যে কে বা কারা ছিল তা কিন্তু আমরা কেউই দেখিনি এবং আর কোন দিনই জানা সম্ভব হবে না।

চতুর্থত – বুশ-চেনী গং দ্বারা নিযুক্ত ৯/১১ কমিশনের তৈরী করা অফিসিয়াল স্টোরির সাথে বাস্তবতার আকাশ-পাতাল ফারাক। ৯/১১ অফিসিয়াল রিপোর্টে অনেক গুরুত্বপূর্ণ তথ্য চেপে যাওয়া হয়েছে।

পঞ্চমত – অফিসিয়াল স্টোরি অনুযায়ী কিছু মুসলিম নামধারী অ্যারাব সন্ত্রাসীর পক্ষে যদি সত্যি সত্যি ৯/১১'র মতো একটি অবিশ্বাস্য ঘটনা ঘটানো সম্ভব হতো তাহলে শত শত অমুসলিম বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, জার্নালিস্ট, আইনজীবী, রাজনীতিবিদ, ও স্কলাররা এ নিয়ে সংশয়-সন্দেহ করতেন না কিংবা অফিসিয়াল রিপোর্টকে মিথ্যা-বানোয়াট বলে উড়িয়েও দিতেন না; ৯/১১ ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য তারা বছরের পর বছর ধরে সময় নষ্ট করে সভা-সেমিনার করতেন না; কষ্ট করে লেখালেখি ও ভিডিও তৈরী করতেন না। ভেবে দেখুন। যেমন ইরাক-আফগানিস্তান আক্রমণ নিয়ে কেউ কিন্তু সংশয়-সন্দেহ করে না। কারণ ইরাক-আফগানিস্তান আক্রমণ কারা করেছে সেটা সবাই জানে। একইভাবে, বাবরী মসজিদ ধ্বংস এবং হত্যাকান্ড নিয়েও কেউ সংশয়-সন্দেহ করে না। কেননা এই ঘটনাও দিনে-দুপুরে পুরো পৃথিবীবাসীর সামনে ঘটেছে। অনুরূপভাবে, হিরোশিমা-নাগাসাকি আক্রমণ নিয়েও কেউ সংশয়-সন্দেহ করে না। কিন্তু ৯/১১ হামলা সম্পূর্ণ ভিন্ন। ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই যে কারো পক্ষে বোঝা সম্ভব।

১. আর্কিটেক্ট রিচার্ড গেজ – যিনি স্টিল-ফ্রেম ও ফায়ার-প্রুফ বিল্ডিং নিয়ে বিশ বছর ধরে কাজ করেছেন – বৈজ্ঞানিক যুক্তি-প্রমাণের সাহায্যে ৯/১১ অফিসিয়াল স্টোরি নিয়ে যথেষ্ট সংশয়-সন্দেহ প্রকাশ করে টুইন টাওয়ার যেভাবে ধ্বংস হয়েছে তাকে নিয়ন্ত্রিত ধ্বংস (Controlled demolition) বলেছেন এবং সেই সাথে নতুন করে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন।

২. বিবিসি সাংবাদিক অ্যালান হার্ট প্রমাণ সহ দাবী করছেন যে সাম্রাজ্যবাদী চক্রের সংশ্লিষ্টতা ছাড়া এই কাজ সম্ভব না, এবং বাস্তবায়নকারী হিসেবে তিনি মোসাদের কথা জোরের সাথে দাবী করেছেন।


3. 9/11 Inside Job Proof

4. Laws of Physics on 9/11: See the Controlled Demolition

http://www.youtube.com/watch?v=8n-nT-luFIw

5. 9/11: Loose Change 2nd Edition (a must see video)
http://www.youtube.com/watch?v=1Yx9NRX37SM
6. 9/11: The Myth and the Reality - by Dr. David Ray Griffin

7. Scientific and Ethical Questions – by Prof. Steven Jones

Steven E. Jones, Professor of Physics, asks both Scientific and Ethical Questions and looks at the evidence that the 9-11 attacks were not solely the work of the supposed Al-Qaeda.


8. Only the deluded or the paid-off still believe amateur Arab pilots did it.

9. Enough 9/11 evidence exists to hang Bush, imprison thousands.

10. Air Force Fighter Pilot and Instructor Comes Out for 9/11 Truth:

Every day, additional military and government people come out for 9/11 truth. The latest is Lt. Col. Guy S. Razer. Lt. Col. Guy S. Razer, MS, U.S. Air Force (ret) – Retired U.S. Air Force fighter pilot (F-111, F-15E, F-16, B-1, F-18, Mig-29, and Suu-22). Flew combat missions over Iraq. Former instructor at the USAF Fighter Weapons School and NATO’s Tactical Leadership Program.

Statement to this website 3/25/07: "After 4+ years of research since retirement in 2002, I am 100% convinced that the attacks of September 11, 2001 were planned, organized, and committed by treasonous perpetrators that have infiltrated the highest levels of our government. It is now time to take our country back."

The "collapse" of WTC Building 7 [570 feet tall, 47 stories, and not hit by an airplane] shows beyond any doubt that the demolitions were pre-planned. There is simply no way to demolish a 47-story building (on fire) over a coffee break. It is also impossible to report the building’s collapse before it happened, as BBC News did, unless it was pre-planned. Further damning evidence is Larry Silverstein's video taped confession in which he states "they made that decision to pull [WTC 7] and we watched the building collapse."

11. Architects and Engineers for 9/11 Truth: 1297 verified architectural and engineering professionals and 9594 other supporters including A&E students have signed the petition demanding of Congress a truly independent investigation. The petition is open to everyone.

12. Top 40 Reasons to Doubt the Official Story of 9/11.

13. Scientists - Journal of 9/11 Studies.

14. The 9/11 Truth Movement: Firefighters for 9/11 Truth. Intelligence Officers for 9/11 Truth. Lawyers for 9/11 Truth. Media Professionals for 9/11 Truth. Medical Professionals for 9/11 Truth. Patriots Question 9/11. Political Leaders for 9/11 Truth. Religious Leaders for 9/11 Truth. Scholars for 9/11 Truth & Justice.

15. Bombshell from London: The report, presided over by the former deputy director of Britain's foreign intelligence agency, MI-6, says the threat from al-Qaeda and Taliban has been "exaggerated" by the western powers.

Level 0

আমি এস. এম. রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৯/১১ নিয়ে আমারব্লগে ‘দেশে-বিদেশে’র একটা লেখা:

যে চারটি প্লেন হাইজাক হয়েছিল সেগুলোর Black Box কোথায়? ১৭ জন হাইজাকারের মধ্যে ৭ জন এখনো জীবিত কেনো? ৯/১১ এ সালমান রুশদীর ফ্লাইট কেনো স্কটল্যান্ড ইয়ার্ড বাতিল করে? তাহলে কি তারা আগের থেকেই জানত এমন হতে যাচ্ছে? এমন অনেক প্রশ্নের উত্তর এখনো অমিমাংশিত বা বলতে পারেন US. Govt. এগুলোর সমাধান দিতে পারে নাই। আমার আপনার মতো সাধারন মানুষ যদি এ প্রশ্নগুলো করতো তাহলে জনগন থোরাই কেয়ার করত, কিন্তু সমস্যা হলো রবার্ট ফিস্ক, গ্রিফিন ট্রাপলে – ডেভিড রে গ্রিফিন এর মতো অসাধারন প্রতিভাবান journalist- মনে করেন ৯/১১ আমেরিকার উচ্চ পদস্হ কর্মকর্তাদের করা inside job. এমন আরো কতোগুলো অমিমাংসিত প্রশ্ন গুলো নীচে দেয়া হলো:

পেন্টাগন:

১) পেন্টাগনের যে অংশে প্লেন হিট করেছে তার কোনো ভিডিও নেই কেনো ? অথচ ঐ মুহুর্তে সেই অংশে ৫টি ভিডিও ক্যামেরা ছিল?

২) পেন্টাগনে হিট করার কোনো বোয়িং এর ছবি নেই কেনো?

বুশ এবং War on Terror:

৩) বুশকে যখন প্রথম কানে কানে খবর দেয়া হয়েছিল (যেটার ভিডিও হয়ত আপনারা দেখে থাকবেন) তখন বুশের ভাষ্য অনুযায়ী তাকে বলা হয়েছিল America Under Attack. অথচ যারা Leap Reader Expert তারা বলেছিল এধরনের কোনো কথা তার কানে বলা হয়নি। তাহলে কি বলা হয়েছিল?

৪) বুশ এটাকের সংবাদ পাবার পরে কিভাবে স্কুল ভিজিট চালিয়ে গেলো? এবং এরপরে কিভাবে তার হাস্যরত ছবির পোজ দিয়েছিলো?

হাইজাকার এনালিসিস:

৫) ১৭ জন হাইজাকারের মধ্যে অন্ততপক্ষে ৭ জন এখনো জীবিত আছে বলা যায়, যারা বিভিন্ন দেশ থেকে দাবী জানিয়েছে? এ সম্বন্ধে US Govt. নীরব কেনো বা কোনো উত্তর দেয় না কেনো?

৬) বলা হয়, মোহাম্মদ আতা ছিল পাইলট এবং সে-ই বোয়িং ৭৫৭ চালিয়ে World Trade Center আঘাত করে। এরকম কোনো প্রুফ আছে কি যে মোহাম্মদ আতা efficient pilot? তদন্তে যেটা পাওয়া গেছে, যে aviation company থেকে আতা ট্রেইনিং নিয়েছে সেটা False. তাহলে একজন অদক্ষ পাইলটের পক্ষে কি সম্ভব এমন নিখুতভাবে World Trade Center হিট করা?

৭) ১৭ জন মুসলমান ৩টা এয়ারপোর্ট থেকে প্লেন হাইজাক করে নিয়ে যায় … এখন প্রশ্ন হলো ২০০-৩০০ জন যাত্রীর মধ্যে ঠিক ১৭ জন হাইজাকার ছিল এই নেটওয়ার্ক কিভাবে বের করা হলো?

৮) ১৭ জন হাইজাকারের মধ্যে মোহাম্মদ আতা টিম লিডার এটা কিভাবে বের করা হলো?

৯) মোহাম্মদ আতার এয়ারপোর্টের ভিডিও তে সি,সি ক্যামেরার যে ছবি পাওয়া যায় সেটা মুভিং ভিডিও কেনো? সি,সি ক্যামেরার ভিডিও কি দর্শকের পিছু পিছু মুভ করে?

১০) হাইজাকার সকলেই Credit Card এর মাধ্যমে টিকিট পারচেজ করেছে। এটার কোনো প্রুফ আছে কি? এই ১৭ জনের এমন কোনো প্রুফ নেই কেনো যে তারা টিকিট পারচেজ করেছে?

১১) কেউ কোনো প্লেনে ফ্লাই করলে বোর্ডিং লিস্টে তাদের নাম থাকে। যে ১৭ জন হাইজাকার ছিল তাদের বোর্ডিং লিস্ট নেই কেনো?

বোয়িং এবং ফ্লাইট এনালিসিস:

১২) প্লেনে হাইজাক হবার পরে যারা যাত্রি ছিল , বলা হয় তাদের কেউ কেউ মোবাইল ফোনে তাদের আত্নিয় স্বজন দের সাথে কথা বলেছে। পরবর্তিতে তদন্ত করে দেখা গেছে সেই সব কলের কোনো বিল চার্জ করা হয় নাই। কেনো?

১৩) ৪টি প্লেনের ব্লাক বক্স কোথায়? কিছু কিছু উদ্ধার কর্মি বলেছে এগুলো FBI seize করেছে, তাহলে সেগুলো কেনো পাবলিশ করা হলো না।

১৪) আমেরিকান ফ্লাইট কন্ট্রোল করে FFA, আর কোনো সমস্যা হলে সেটা হ্যন্ডেল করে NORAD। Flight 77 আকাশে ওড়ার পর 8:46 – ডিরেকশন change করল অথচ FFA, NORAD কে জানালো 9:24 মিনিটে। এখন প্রশ্ন হলো ৩৮ মিনিট FFA-র বুঝতেই লাগলো শুধুমাত্র notification পাঠানোর জন্য? এটার জন্য কারা দায়ী? সেই সব অফিসারদের বিরুদ্বে কোনো case হয়েছে কি?

১৫) প্লেন হিট করেছে WTC1 এবং WTC2 কে। WTC7 তার থেকে অনেক দুরে অবস্হান করা সত্বেও সেটা ভেংগে পড়ল কিভাবে?

১৬) আসলে কি কোনো বোয়িং হিট করেছিল? তাহলে ক্লোজ ক্যামেরার সাহায্যে যে বিমান গুলো দেখা যায় সেটা US Airforce plane এর মতো দেখা যায় কেনো?

১৭) বোয়িং ৭৫৭ WTC হিট করার পর এত তারাতারি ভেংগে পড়ে কিভাবে? যারা WTC আর্কিটেক্ট তারা বলেছে এই বিল্ডিং গুলো বোয়িং প্রুফ ছিল অর্থ্যাত ৮৬ হাজার গ্যালন তেলে যে তাপ উতপন্ন হয় সেটাতে স্টিল গলার কথা নয়, এমনকি এত তারাতাড়ি কোনো মতেই সম্ভব নয়। তদুপুরি আশেপাশে সেই মুহুর্তে যারা ছিল তারা ডিনামাইট বিস্ফোরনের শব্দ শুনেছে। তাহলে কি Control Demolotion?

১৮) উদ্বার কাজে কারা ছিল? যে ধংশস্তুপ ছড়িয়ে ছিল সেটা উদ্ধার কার্যে যারা ছিল তাদের কেনো O গ্রাউন্ডে স্বাধিনভাবে কাজ করতে দেয়া হয়নি।

অন্য কেউ কি জড়িত ছিল? কোনো প্রমান?:

১৯) Flight 175, Flight 11 যেদুটো প্লেন টুইন টাওয়ারে হামলা করে সেটার এয়ারপোর্টের দায়িত্বে ছিল ICTS নামক Jewis company। এবং এই কম্পানির দায়িত্বে ছিল Ezra Harel নামক ব্যক্তি যে Mosad এর একজন বিখ্যাত ব্যক্তিত্ব। সবই coincidence?

২০) ইসরাইলি কম্পানি odigo কিভাবে WTC attack এর ২ ঘন্টা আগে জানতে পারলো .. দেখুন প্রুফ

৯/১১ এবং নিরপেক্ষ তদন্ত:

২১) ৯/১১ নিয়ে যেসকল সাংবাদিক তদন্ত করতে চায় তাদের কেনো U.S Govt. স্বাধীনভাবে কাজ করতে দেয় না। কেনো Cristofer bollyn ৯/১১ নিয়ে কাজ করতে যেয়ে হুমকির সম্মুখিন হয়েছে?

২২) ৯/১১ commision report বের হবার আগে কেনো আফগানিস্হান আক্রমন করা হলো। তদন্তের রিপোর্ট বের হবার আগে কি একশনে যাওয়া যায়?

২৩) যে সব কম্পানি উদ্ধার কার্যে (Engine 331) ছিল তারা কেনো এখন কোনো তদন্ত টিমকে interview দেয় না (Referencethepowerhour.com) তারা কি লুকাতে চায়?

উপসংহার:

অনেকে হয়ত বলতে পারেন মাস মিডিয়ায় কেনো এসব আসে না? এটাও একটা প্রশ্ন যেটার উত্তর আপনি সহজে পাবেন না। আসলে করপোরেট গ্রুপ যাদের গ্রেটার ইন্টারেস্ট- এ এবিষয়টি জড়িত ছিল তারা কখনও চায় না সবাই আসল ব্যাপারটা জানুক। আর মাস মিডিয়া CNN, Fox News, New york Times এগুলোতে না পেলেও অসংখ্য গবেষনামুলক লেখা, বই, নেট এ প্রচুর রেফারেন্স পাবেন যেটা আসলে কি হয়েছিল তা জানার জন্য যথেষ্ঠ।

http://deshebideshe.amarblog.com/posts/71299/

9/11’s Ten Amazing Reasons Why The Hijackers Were Fake:

http://www.youtube.com/watch?v=_Kop4nR_UVc

গবেষনামুলক পোস্ট। ডা. জাকির নায়েকও এই রকম বলেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

সামুতে পড়েছিলাম। বোধহয় আপনারই লেখা তাইনা? ধন্যবাদ

Level 0

সুন্দর তথ্য বহুল পোস্ট

AS-SALAMUALIKUM ,……To all….

Onek kisu janlam & aga-0 kisu jantam…..Kintu vai Amra bortomane fesibadi society te bash kori… R jar khomota ase se oitar opobebohar sobshomoi e kore……& amara muslim ra eto nijeder enemy…nahole kivabe pakistan & onno Muslim country gula tader help kore….R amar-amader ei sonar Bangla 0 kintu kom dekhai ni(pura nirob dorshok silo–jodio small desh,poor population)…..Jahok……….INSHA-ALLAH abar Islam-muslim tar harano gowrob Fere pabe….Thanks to u…for wonderful information…….ALLAH-HAFIZ.

Level 0

সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার সাধারন জনগন মুসলিম হয়ে এর জবাব দিবে। নতুন আমেরিকার জন্ম দিবে।

Level 0

দারুণ।

Level 0

অসাধারণ তথ্যবহুল টিউন। ধন্যবাদ। আমি নিয়মিত নোয়ান চমস্কির লেখা পড়ি। আপনারাও পড়ে দেখতে পারেন।

আমেরিকাকে উচিত জবাব দেয়ার জন্য সবার মুসলিম হওয় কি জরুরি ??? নতুন আমেরিকা কি সব ধর্ম,বর্ণ, জাতি মিলে গড়ে তোলা যায় না ??

    Level 0

    matrixboy8আমেরিকাকে উচিত জবাব দেয়ার জন্য সবার মুসলিম হওয় কি জরুরি ??? এ কথাটা বলার কারণ হল তারা তো শুধু মুসলিমদের দোষ দিল? অথছ কোন তথ্য তো বলছেনা যে মুসলিম রাই দায়ী। আপনি কি বলেন?

অনেক তথ্যবহুল টিউন। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Thanks for the Tune.
Amar mone ekta proshno uki marchhe — seta holo ei je: USA nije jodi ei 9/11 er pichhone thake ba er sathe jorito thake,ta hole ei attack ta Sunday ba onyo kono chhutir dine korlo na keno ?Ta hole to oder nijer desher eto lok mara porto na !!!!!

    একটা ব্যাপার আপনাকে পরিষ্কার করে বুঝতে হবে। আমেরিকা বলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রায় তিরিশ কোটি জনসংখ্যার বিশাল একটি দেশ বুঝায়। ফলে আমেরিকা টুইন টাওয়ার আক্রমণ করতে পারে না, যেমন পারে না বাংলাদেশ সংসদ ভবন আক্রমণ করতে। যারা টুইন টাওয়ার আক্রমণ করেছে তারা অবশ্যই আমেরিকার শত্রু। কিন্তু আক্রমণ করা হয়েছে ক্ষুদ্র এক মহল থেকে, আর দোষ চাপানো হয়েছে অন্য একটি মহলের উপর।

Level 0

I am waiting for this tune.have gotten.Thank you so much Mr.Raihan.

Level 0

আমি শুধু একটা কথাই জানি যে, যা কিছুই হোক এর জন্যে কোন নির্দোষ সাধারন মানুষ কেন মরবে? আর যদি এমন ই হয় যে {আমেরিকা বা অন্য কোন চক্র (নন মুসলিম) যা আপনাদের বিশ্বাস } এটা করে খাকে তাহলে আজ এই যে গত কয়েকটি বছর ধরে পাকিস্তানে যে এত বোমা হামলা হচ্ছে তা কারা করছে? এখানে কি নির্দোষ মানুষ মারা যাচ্ছে না? মসজিদের মত পবিত্র জায়গায় বোমা হমলা হয়ে মারা যাচ্ছে কত সাধারন মানুষ তারা কি আমেরিকার শিকার ?

কথা বললেই তো হবে না । বিশ্বাস হতো যে কি কেন কিভাবে (আরও অনেক কিছু) ।কিন্তু নিজের দেশেই যার নিজের ভাইদের (এক মুসলিম আরেক মুসলিমের ভাই) প্রতি কোন কপর্নতা নেই তারা যে আমেরিকা তে হামলা চারায় নাই তা বিশ্বাস কে করবে ?

নিজের ধর্ম, পরিবার, সম্পত্তি এর খারাপ দিক অথবা এর অনুসারীদের খারাপ দিক গুলো চোখে পড়বে না এটাই স্বাভাবিক। কিন্তু নিরীহ/ সাধারন মানুষ গুলোর হত্যার পেছনে যারা দায়ী তাদের আমি ঘৃণা করি। ছি এবং ধিক্কার তাদের জন্য।

আর হ্যা আমারা বাঙ্গালীরা আসলেই বেশী বুঝি। উন্নত বিশ্বের এত কিছু খাকতে এসব ফাউল জিনিস নিয়ে আলোচনা করি।

এখন এইটা প্রতিষ্ঠিত সত্য যে এমেরিকা,বুশ ও ইহুদিরা নিজেই এই নেক্কার জনক ঘটনাটা ঘটিয়েছে শুধুমাত্র তাদের আধিপত্য এবং তেল সমৃদ্ধ দেশ গুলুকে লুট ও শোষন করার জন্য।

ভাইজান ভালো লিখেছেন

তথ্যপূর্ন। ধন্যবাদ

কি লিখলেন ভাই, মাথা ঘুরতেসে। অনেক ধন্যবাদ।