টিটি, বাংলাদেশের জনপ্রিয় একটি টেকি সাইট, এবং একথা বলার অপেক্ষা রাখে না যে, এটি বাংলাদেশের মধ্যে প্রথম স্থান বিশিষ্ট টেকি সাইট। যতই দিন যাচ্ছে, ততই বাড়ছে এর ভিজিটর সংখ্যা, সেই সাথে টিউনার ও টিউমেন্টার সংখ্যাও, যার ফলশ্রুতিতে সার্ভারের উপর লোড সংক্রান্ত সমস্যা,একথা আমরা সবাই জানি। সবার তখন একটাই চাওয়া হয়ে দাঁড়ায় টিটির কাছে, সার্ভার সমস্যার যাতে সমাধান করা হয়। অবশেষে টপটিউনার কনক্লেভে অতি সত্বর এই সমস্যা সমাধানের ঘোষনা দেয়া হয় যারই প্রেক্ষিতে আজ টিটি সম্পূর্ণ নতুন রূপে আবির্ভূত হল।
কিন্তু, নতুন এই টিটির আবির্ভাবের পরে দেখা দিল নতুন আরেক সমস্যা, আগের সমস্যার মত বিরক্তিকর না হলে একেবারে কম বিরক্তিকর নয়। সমস্যাটি হল
"যখন কোনো টিউনে কেউ কোনো কমেন্ট করে তা সাবমিট করে ঠিক তখনই টিউনের পেজের সব লেখা উধাও হয়ে যায়, এক কোণায় থাকে শুধুমাত্র ঐ কমেন্টারের কমেন্ট যা এইমাত্র করা হয়েছিল,আর এরই নিচে থাকে reply লেখা। এই লেখাতে ক্লিক করলে দেখা যায় কমেন্টও উধাও হয়ে যায় আর লেখা আসে "duplicated comment detected", আর reply এ ক্লিক না করলে কমেন্ট পোষ্টই হয় না, অর্থাৎ উভয় সংকট।"সমস্যাটি আসলেই যে সবাইকে ভোগাচ্ছে তার প্রমান সাইফ ভাইয়ের
এই টিউনে করা আমার একটি কমেন্ট।
ও,আরেকটা কথা, ইদানিং আরেকটা সমস্যার মধ্যে পড়ছি, তাহল, মাঝে মাঝে তাড়াতাড়ি কমেন্ট করে সাবমিট করলে লেখা আসে
"আপনি খুব দ্রুত মন্তব্য প্রদান করছেন। ধীরে বৎস ধীরে।"
এটা কি সমস্যা নাকি কোনো জোক তাও বুঝতে পারছি কারণ প্রথমবার দেখে হাসি পেয়েছিল। আপনাদের ও এ সমস্যা হয় কিনা তা অবশ্য জানি না।
আশা করি এ সমস্যার দিকে টিটির এডমিন প্যনেলের দৃষ্টি নিবদ্ধ হবে। এবং এ সমস্যার আশু সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।
তবে এ কথা অস্বীকার করার উপায় নেই, টিটি এখন অনেক সুন্দর সাবলীল এবং অনেক আরামদায়কও বটে, এর জন্য টিটি কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথাঃ পিটিসি নিয়ে অনেকে অনেক লেখা লেখি করে যা আসলেই সবার কাছে অনেক বিরক্তি কর। কিন্তু যারা লেখে তারা কিন্তু এসবের ধার ধারবে না, বরং লিখতেই থাকবে।এদের টিউন করার উদ্দেশ্য আর কিছুই না,শুধুমাত্র রেফারেল সংগ্রহ।তাই তারা নিরুতসাহিত হয়ে লেখা বন্ধ করবে তখনই যখন আপনি এদের রেফার করা লিঙ্ক অনুসরন করবেন না। এর ফলে এরা আয়ও করতে পারবে না। টিউন করাও বন্ধ করবে। মডারেটর তো আর সারাদিন বসে থেকে সব টিউন মডারেট করতে পারবেন না। তাই আমাদেরও এগিয়ে আসা দায়িত্ব,এর জন্য কিছুই করতে হবে না,শুধু তাদের টিউনের রেফারেল লিঙ্ক ফলো না করলেই হলো,ব্যস।আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব পেজ উধাও হয়ে গেলে যখন শুধু কমেন্ট দেখায়, তখন ব্যাক করে এসে রিলোড দিলে দেখবেন কমেন্ট দেখাচ্ছে। আমি সেরকমই দেখলাম