নয়া টেকটিউন্সে সবার নয়া সমস্যার আবির্ভাব,অল ওয়ান্ট সমাধান টু এডু/মডু

টিটি, বাংলাদেশের জনপ্রিয় একটি টেকি সাইট, এবং একথা বলার অপেক্ষা রাখে না যে, এটি বাংলাদেশের মধ্যে প্রথম স্থান বিশিষ্ট টেকি সাইট। যতই দিন যাচ্ছে, ততই বাড়ছে এর ভিজিটর সংখ্যা, সেই সাথে টিউনার ও টিউমেন্টার সংখ্যাও, যার ফলশ্রুতিতে সার্ভারের উপর লোড সংক্রান্ত সমস্যা,একথা আমরা সবাই জানি। সবার তখন একটাই চাওয়া হয়ে দাঁড়ায় টিটির কাছে, সার্ভার সমস্যার যাতে সমাধান করা হয়। অবশেষে টপটিউনার কনক্লেভে অতি সত্বর এই সমস্যা সমাধানের ঘোষনা দেয়া হয় যারই প্রেক্ষিতে আজ টিটি সম্পূর্ণ নতুন রূপে আবির্ভূত হল।

কিন্তু, নতুন এই টিটির আবির্ভাবের পরে দেখা দিল নতুন আরেক সমস্যা, আগের সমস্যার মত বিরক্তিকর না হলে একেবারে কম বিরক্তিকর নয়। সমস্যাটি হল

"যখন কোনো টিউনে কেউ কোনো কমেন্ট করে তা সাবমিট করে ঠিক তখনই টিউনের পেজের সব লেখা উধাও হয়ে যায়, এক কোণায় থাকে শুধুমাত্র ঐ কমেন্টারের কমেন্ট যা এইমাত্র করা হয়েছিল,আর এরই নিচে থাকে reply লেখা। এই লেখাতে ক্লিক করলে দেখা যায় কমেন্টও উধাও হয়ে যায় আর লেখা আসে "duplicated comment detected", আর reply এ ক্লিক না করলে কমেন্ট পোষ্টই হয় না, অর্থাৎ উভয় সংকট।"

সমস্যাটি আসলেই যে সবাইকে ভোগাচ্ছে তার প্রমান সাইফ ভাইয়ের

টেকটিউন্স এখন আগের থেকে অনেক দ্রুতগতির! ধন্যবাদ টেকটিউন্স প্যানেলকে!

এই টিউনে করা আমার একটি কমেন্ট।

ও,আরেকটা কথা, ইদানিং আরেকটা সমস্যার মধ্যে পড়ছি, তাহল, মাঝে মাঝে তাড়াতাড়ি কমেন্ট করে সাবমিট করলে লেখা আসে

"আপনি খুব দ্রুত মন্তব্য প্রদান করছেন। ধীরে বৎস ধীরে।"

এটা কি সমস্যা নাকি কোনো জোক তাও বুঝতে পারছি কারণ প্রথমবার দেখে হাসি পেয়েছিল। আপনাদের ও এ সমস্যা হয় কিনা তা অবশ্য জানি না।

আশা করি এ সমস্যার দিকে টিটির এডমিন প্যনেলের দৃষ্টি নিবদ্ধ হবে। এবং এ সমস্যার আশু সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।

তবে এ কথা অস্বীকার করার উপায় নেই, টিটি এখন অনেক সুন্দর সাবলীল এবং অনেক আরামদায়কও বটে, এর জন্য টিটি কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
আরেকটি কথাঃ পিটিসি নিয়ে অনেকে অনেক  লেখা লেখি করে যা আসলেই সবার কাছে অনেক বিরক্তি কর। কিন্তু যারা লেখে তারা কিন্তু এসবের ধার ধারবে না, বরং লিখতেই থাকবে।এদের টিউন করার উদ্দেশ্য আর কিছুই না,শুধুমাত্র রেফারেল সংগ্রহ।তাই তারা নিরুতসাহিত হয়ে লেখা বন্ধ করবে তখনই যখন আপনি এদের রেফার করা লিঙ্ক অনুসরন করবেন না। এর ফলে এরা আয়ও করতে পারবে না। টিউন করাও বন্ধ করবে। মডারেটর তো আর সারাদিন বসে থেকে সব টিউন  মডারেট করতে পারবেন না। তাই আমাদেরও এগিয়ে আসা দায়িত্ব,এর জন্য কিছুই করতে হবে না,শুধু তাদের টিউনের রেফারেল লিঙ্ক ফলো না করলেই হলো,ব্যস।
ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সব পেজ উধাও হয়ে গেলে যখন শুধু কমেন্ট দেখায়, তখন ব্যাক করে এসে রিলোড দিলে দেখবেন কমেন্ট দেখাচ্ছে। আমি সেরকমই দেখলাম

    Level 0

    হ্যাঁ ভাই,তা ঠিক। কিন্তু তাই বলে যদি সমাধান থাকে তবে তা কি সমাধানের চেষ্টা করা উচিত না। আর যারা P6 ইউজার তাদের তো এমনিতেই হিসেব করে পেজ ব্রাউজ করতে হয়,তার উপর যদি দুবার ব্যাক করা লাগে,তাহলে তাদের জন্য জিনিসটা অবশ্যই কাম্য নয় এক্সট্রা ব্যান্ডউইথ খরচের জন্য।

Level 0

আমার তো পেজ লোড নিতে আগের চেয়ে অনেক বেশী সময় নেয় । এখনো কি উন্নয়নের কাজ চলছে ?

    Level 0

    আপনার স্পীড হয়ত কম, আমার তো ভালোভাবেই লোড হয়।

    Level 0

    40-60 KB/sec ..on Qubee..এর চেয়ে বেশী স্পীড লাগে যদি পেজ করতে, তাহলে হয়ত আমাকে আরও অপেক্ষা করতে হবে ।

আমিও একই সমস্যার মধ্যে আছি।

ছোট্ট মুখে একটা বড় কথা বলছি কেউ তাই বলে কেউ আমাকে……..

আমার মনে টেকটিউনস এ if Ajax Comment নামের একটা প্লাগিন ব্যবহার করা আছে যে প্লাগিন এর কাজ পেজ না লোড করেই মন্তব্য দেয়া যায়। সেই প্লাগিন টা যদি Deactivate করা হয় তাহলে হয়ত এই সমস্যার সমাধান হতে পারে। আমি আমার সাইট নিয়ে এই ধরনের ঝামেলায় পড়েছিলাম তাই আমি এই ব্যাপারে বললাম।

দেখি TT কি কই।

    Level 0

    এই প্লাগ ইন এর কথা আপনার মুখে প্রথম শুনলাম, শুনে তো ভালই মনে হচ্ছে,তাহলে আর এত সমস্যা ক্রিয়েট হয় কেন?

    সম্ভবত এটা if Ajax Comment একটিভ থাকাকালীন থিম চেঞ্জ করার কারনে এই সমস্যা হয়।

    হুম। AJAX এর কারণেই হয়ত সমস্যা।

সেম সমস্যা।

Level 0

এ পর্যন্ত ৭ টি মন্তব্য করেছি এটাই প্রকাশ হ্ল। আর আপনি খুব দ্রুত মন্তব্য প্রদান করছেন। ধীরে বৎস ধীরে। দেখায় ।

    Level 0

    হ্যাঁ ভাই,আমার টিউনে আমি এই সমস্যার কথাও উল্লেখ করেছি।

এটা যে একটা বিরক্তিকর সমস্যা তাতে সন্দেহ নেই। এর একটা সাময়িক প্রতিকার হল:

কমেন্ট সাবমিট করার পর শুধু কমেন্ট লেখা নতুন যে পেজটা আসবে, সেখানকার তারিখ লেখা অংশটিতে ক্লিক করুন, আপনার কমেন্ট সম্বলিত পেজটা চলে আসবে।

আশা করই সমস্যাটির আশু সমাধান হবে।

    *আশা করি সমস্যাটির আশু সমাধান হবে।

    Level 0

    দাড়ান,দেখি।

    Level 0

    হুমমম,তাও মন্দের ভালো

Level 0

তাই তো, দারুন ব্যাপার…….

আপগ্রেড যখন করলোই তো আরো দু/তিন দিন টাইম নিয়ে বাগ টেস্ট করে মুক্তি দিবে না? এটা কি ধরনের আনপ্রফেশনালিটির পরিচয়? এসব কারণে কিছু বলতেও ভাল লাগে না। টেটি'র এমন অনেক দোষ আছে যেগুলো দেখলে একজন মোটামুটি ইউজাররাই হাসবে। আর একটু এডভান্স ইউজারদের কথা বাদই দিলাম।

নতুন nginx সার্ভারে ইন্সটল দেওয়া হয়েছে। ভাল সংবাদ। কিন্তু সেটা ঠিকমত কনফিগার করা হল সেটি একটু তারা চেক করবেন না? 502 Bad Gateway সমস্যা কীজন্য হয় মানুষ এটা জানবে না এটা ভাবা কী বোকামি নয়?

তমেন্ট দিলে অরজিনাল পোস্টে রিডাইরেক্ট না করে আলাদা পেজে নিয়ে যাচ্ছে এটাকি কারও নজর এড়াচ্ছে?

গাদাগাদা ইমেজ লোড করে পেজ হেভিওয়েট করে কি এমন বিশ্বজয় করছে টেটি?

ধুর! ভাল্লাগে না আর এসব সম্পর্কে বলতে। 🙁 বলেছি তো কয়েকবার। কর্তৃপক্ষ কানে না নিলে তো কিছু করার নাই।

    Level 0

    502 Bad Gateway এই সমস্যাও কমন।

"আপনি খুব দ্রুত মন্তব্য প্রদান করছেন। ধীরে বৎস ধীরে।" এটা পড়ে প্রথমে আমিও হেসেছিলাম। 😆 এখন জিনিসটা আসলেই বিরক্তিকর লাগে।এখন ডিজিটাল যুগ…পোস্টে ঢুকব,পড়ব,কমেন্ট করব যত তাড়াতাড়ি পারি… 8)

    Level 0

    এক সমস্যার দুঃখ ভুলতেই মনে হয় এ ধরনের আরেক সমস্যার উদ্ভাবন করা হয়েছে।

"আপনি খুব দ্রুত মন্তব্য প্রদান করছেন। ধীরে বৎস ধীরে।" এইটা নিয়ে প্রথমে অবাক হয়েছিলাম তারপর হেসেছিলাম।

Level 0

সমস্যা থাকলে তার সমাধানের উপায়ও থাকবে, আশা করি টিটি দ্রুত তার সৌন্দর্য ফিরে পাবে

    Level 0

    আমারও তাই প্রত্যাশা।

    Level 0

    আরে বাহ সমাধান হয়ে গেল মনে হচ্ছে। ধন্যবাদ, এডমিনকে।

আরেকটি সমস্যাঃ প্রিয় পোষ্টগুলো যেন সব হাওয়া হয়ে গিয়েছে। প্যানেল-এ যাওয়ার পর প্রিয় টিউনস এর সংখ্যা দেখা যায় ঠিকই কিন্তু টিউনগুলো দেখা যায়না। পেজ ব্ল্যাংক থাকে।

    ওহ! এ সমস্যারও সমাধান হয়েছে দেখি!!!! কমেন্ট দেয়ার পর ভাবলাম আরেকবার চেক করি, এখন দেখি ঠিক আছে।

    তবে পোষ্ট এবং কমেন্টের সময় এখনও GMT Time দেখাচ্ছে!!!…এর প্রতিও মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।

বাহ কি মজা। সব সমস্যার সমাধান।

manus joto paibe toto tar chaoar asa bere jabe.atai niom but ata thik na.TT er speed onek high hoiche.amora 4 din TT use korte pari nai.tai onek kosto paichi se ta ki admin panel buge na?????buge bhai buge.tai to khub tara tari notun sage TT pire aslo.r tara tari kag korle aktu problem thakbei.tai amader sobar uchit TT panel k aktu time deoa jate kore TT te r kono problem na thake.

we know all the TT panel member thinking advanced and working hart and soul for upgrading this site more than us.

so we should pray for her.
pls take it easy.i never want to hart anyone

    মানুষ কষ্ট পাবে দেখে সাইটে ত্রুটি রেখে চালু করে দেয়ার পক্ষে আমি নাই। এবং দুনিয়ার প্রায় সবাই এটা সমর্থন করবে না। কারণ ত্রুটিমুক্ত হয়ে আসলে পরে আবারো সাইট বন্ধ করার প্রয়োজন পড়বে না।

    Level 0

    @শরিফঃ ভাই,আপনি কি পুরো টিউনটা পড়েননি? আমি যে সবশেষে টিটি কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলাম তা কি দেখেননি? তাড়াতাড়ি করায় টিটি সমস্যা থাকাটা স্বাভাবিক,তা সমস্যাটা শুধু কতৃপক্ষলে জানালাম,ব্যস। এটা কি অনেক বড় অপরাধ হয়ে গেল। আমরা কেউ তো আর বলছি না যে,এখনই সমাধান চাই,না হলে রক্ষা নাই। আমরা শুধু তাদেরকে অবগত করে রাখলাম,তারা যেনো "যদি পারে,যখন পারে" তবে তখন যেনো সমাধান করে,এখানে কেউতো খারাপভাবে কোনো কথা বলেনি। আর টিটি নিজেই তো বলছে "সমস্যা থাকা স্বাভাবিক,তাই সমস্যা থাকলে জানাবেন"। মনে রাখবেন,যে চুপ থাকে তার কাছ থেকে কোনো পরামর্শ পাওয়া যায় না যা ফলো করে উন্নতি করা যাবে। কিন্তু যে ভুল ধরিয়ে দেয়,তার ধরিয়ে দেয়া ভুলগুলো ঠিক করেই উন্নতি করা যায়। আপনিই বলুন এবার প্রকৃত বন্ধু কে?

আমারো একই সমস্যা হচ্ছে

    Level 0

    সমাধান হয়েছে।

হুম সমস্যার সমাধান হয়েছে দেখে ভাল লাগল। ধন্যবাদ ম্যানেজমেন্ট টিমকে।

    Level 0

    সহমত।

Level 0

tnx solv korar jonno!!!

Level 0

ame noton user !! kibabe tunes korte hoy jane na akto help korben plz pz ………………….

    Level 0

    টিউনার সাইফুলের এ নিয়ে একটি টিউন আছে, একটু কষ্ট করে খুঁজে দেখুন

"আপনি খুব দ্রুত মন্তব্য প্রদান করছেন। ধীরে বৎস ধীরে।"
এই সমস্যাটার সমাধান করা হউক। এই মেসেজটা হাস্যকর ছাড়া আর কিছু। যেমন আগে ছিল "Server to much busy press reload button" এর মতো।

এসব মেসেজ ব্যবহার করে টিটি ম্যানেজমেন্ট আবারো হাসির পাত্রে পরিণিত হবেন। তাই যাতে কেউ এসব নিয়ে আর হাসাহাসি করতে না পারে সে ব্যবস্থা করা হউক।

    Level 0

    এর মধ্যে মনে হয় সমাধান হয়ে গেছে

    আমি যখন এই কমেন্টটি করি তার কয়েক সেকেন্ড আগে এই সমস্যার সম্মুখীন হয়েছি।

    Level 0

    টিটি কতৃপক্ষ কত একটিভ!!!! এক টিউনেই প্রব্লেম সলভ হয়ে গেল? ধন্যবাদ টিটি প্যানেলকে।

    এটার সমাধান আগেই হইছে তোঁ… 🙂

সমাধানটা দেখার জন্য কমেন্ট করলাম

সাইফের লেখায় টিউন উধাও হওয়া আর শুধু মাত্র কমেন্টের দেখা পাওয়ার ব্যাপারে আমিও কমেন্ট করছিলাম… কিন্তু কাল রাতে দেখলাম এই প্রবলেম টা নাই… দেখি এখন কি অবস্থা, এটা করলেই বুঝা যাবে…

কাজের জিনিস তুলে ধরেছেন….ধন্যবাদ

    Level 0

    ধন্যবাদ। আর সমাধানও হয়ে গেল।

টিটি আগের যে কোন সময় হতে এখন অনেক ফার্স্ট। ধন্যবাদ টিটি প্যানেলকে।

টেস্ট কমেন্ট 😉

টিটির অবস্থা এখন দারুন!! খুবই মজা পাচ্ছি। ইচ্ছামতো পড়ে নিচ্ছি না পড়া টিউনগুলো। ধন্যবাদ পোস্টের জন্য। ভালো থাকুন। শুভ কামনা।

    Level 0

    🙂 হে হে হে

"আপনি খুব দ্রুত মন্তব্য প্রদান করছেন। ধীরে বৎস ধীরে।''
এই সমস্যাটা আগেও ছিল এখনো আছে,চোখে পড়ার মতন কোন উন্নয়ন দেখি নাই এখনো।
টেকটিউন্সের জন্য অনেক অনেক শুভ কামনা,আশা করছি এডমিন গন অতি দ্রুতার সাথে সকল সমস্যা গুলুর সমাধান করবেন।