আমেরিকান সামরিক কর্তাব্যক্তিরা এখন নেট খুজে হন্য হচ্ছেন । কারণ তারা দেখতে চান সামরিক স্থাপনার ঠিক কি ধরনের ফটো ইন্টারনেটে পাওয়া যায়। অবশ্য সামরিক কর্তাব্যক্তিরা রাস্তা থেকে তোলা ফটো নেট থেকে সরানোর ক্ষমতা রাখেন না। ইন্টারনেটে মানচিত্র দেখানোর জনপ্রিয় দুটি সাইট হলো গুগল এবং স্ট্রিটভিউ। এর ব্যবহারকারীরা নেটের মধ্য দিয়ে দেখতো আমেরিকার শহর বা কোন জায়গায় কি আছে। এ সাইটগুলো একেবারে মাটির কাছে তাদের নিয়ে যায়। নেটে রয়েছে গুগল আর্থ। এই আর্থ পুরোপুরি আকাশ থেকে তোলা সারা বিশ্বের ত্রিমাত্রিক ফটো দেখানোর ব্যবস্থা করে দিয়েছে। এর ব্যবহারকারীরা বিশ্বের যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো প্রান্তের ফটো দেখতে পাবে। স্ট্রিট ভিউতে যে ফটো দেখানো হয় তা এখন সরকার এবং ব্যক্তি উভয়ের মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে। সরকার এবং ব্যক্তি উভয়ই এখন এ সাইট সম্পর্কে অভিযোগ করেছে। ব্যক্তির অভিযোগ ফটো নিয়ে আর সরকারের অভিযোগ সাইটটির আকাশ থেকে তোলা ফটো নিয়ে। কারণ এসব ফটো ব্যক্তি ও সরকারের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে।
আমেরিকার উত্তর অঞ্চলের সামরিক কর্মকর্তা গ্রে রস এএফপিকে বলেন, যদিও এ ধরনের ফটো কাজে লাগে, তবে এর ব্যবহারে ভারসাম্য বজায় রাখতে হবে। এর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন, এগুলো দিয়ে যেন কারো নিরাপত্তা ক্ষুণ না হয়। মি. ইয়ু বলেন, গুগল মানুষের ব্যক্তিগত বিষয় ও সরকারের নিরাপত্তা নিয়ে সচেতন। গুগল তাই নেট থেকে ফটো অপসারণের এক নীতি করতে চাইছে। এ অপসারণ কেবল সামরিক বিষয় নিয়ে কাজ করবে তা নয়, এটি গ্রাহক বা ব্যক্তির অধিকার নিয়েও কাজ করবে। বলা হয়েছে, যদি কোনো লোক এ ব্যাপারে সচেতন হয় তাহলে তারা যেন গুগলের সঙ্গে যোগাযোগ করে।
আমি শাহজালাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কত কিছুই করব। (!)