প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাই টেকটিউন এর এই নতুন ধারাই পদার্পণে!!! আমরা চাই দিনে দিনে টেকটিউন আরো উন্নত হবে!! আজ টেকটিউনের উন্নতি এবং কিছু অসামাঞ্জস্যতা এবং কিছু ভিন্ন সম্ভাবনা নিয়ে কথা বলব!!
!!! আশা করি টে্কটিউন কতৃপক্ষ, সকল মডারেটর এবং সচেতন টিউনারগন এদিকে দৃস্টি দিবেন !!!!
প্রথমেই কথা বলি কিছু সমস্যা নিয়ে!! যার জন্য টেকটিউন অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে!!
১। টেকটিউনে অনেকেই দেখা যায় যারা আগেই থাকা কোন বিষয় বস্তুর উপর আবারো টিউন করে!! এমন ও আমি দেখেছি এক বিষয় এর উপর খুভ ভাল পরিপূর্ণ টিউন অনেক আগেই কোন ভাল টিউনার করে ফেলেছেন! তারপর ও অনেকি না দেখেই একই বিষয়ের উপর আবারো টিউন করে যার মধ্যে পুরো বেপার টা উঠে আসে না! এর ফলে হইকি অনেকে সার্চ অপশনটি ব্যবহার করে একই বিষয়ের উপর অনেক টিউন দেখে বিব্রত হন! যদিও বা একটি টিউন পড়ার চেষ্টা করেন! যদি সঠিক সমাধান না পান তবে টেকটিউনকেই গালি গালাজ করেন! যদিও সঠিক সমাধান আছেই এখানে!
সমাধান হতে পারেঃ যদি এরকম কোন সিস্টেম করা যায় যে , টিউন করার আগে টিউনের নামটি সাবমিট করা!! যদি এটা এপ্রুভড হই তবে টিউনটি করতে অনুমতি দেয়া! এতে করে মোডারেটরগন টিউনটি আগেও করা হয়েছে কিনা সেটা জেনে নিতে পারেন! আর টিউনারগনের করণিও হলো তারা টিউন করার পূর্বে সারচ অপসন ব্যবহার করে জেনে নেয়া যে বেপার টা সম্পর্কে আগে কোন টিউন আছে কিনা! থাকলে না করা! আর যদি করে ফেলাও হয়! সেটা মোডারেটর কতৃক মুছে দেয়া WARNING এর সাথে!
২। টেকটিউন কোন AD ওয়েবসাইট না! এখানে টিউনাররা নিজেরা অন্যকে সাহায্য করার সাথে নিজের সাইট টা একটা বা দুইটা লিঙ্ক এর মাধ্যমে সবাইকে জানাতে পারেন! তবে অনেক টিউনার দেখা যায় তাদের টিউন দিয়ে সাহায্য করার চেয়ে তাদের সাইটের AD এ বেশি করেন! এর চেয়েও বড় কথা আমি নিজেই দেখেছিলাম একজন টিউনার তার ১৫ লানের একটি টিউনে ১১ বার AD দিয়েছেন তার সাইটের! তা সেটা প্রযুক্তি সাইট নয়! সেটা তে ঢুকলে ৩০ সেকেন্ড পর একটা ভুয়া অর্থ উপার্জনের সাইটে ট্রান্সফার করা হয়! এরকম টিউনারকে ব্যান করা উচিত!
৩। অনেকেই তাদের নামের মধ্যে তাদের সাইটের লিঙ্কিং করে!! এর ফলে তার টিউন গুলো খুজে পেতে সমস্যা হয়! এটা বন্ধ করা উচিত!
৪। অনেকেই অপ্রযুক্তিক টিউন করে টেক টিউনের মান কমিয়ে দিচ্ছে! এদিকে লক্ষ রাখা!
৫। টিউনার গণের প্রতি বলছি! একটা কাজ আমরা সবাই করি! টিউনের পর কন্ট্যাক্ট ডিটেইল দেই! এতে করে আমি নিজেই দেখেছি সবাই কোন সমস্যা দেখলেই তা ফেসবুক নাহই ইমেইল করেন অই সমস্যা সমাধান পাবার জন্য! এবং সমাধান পান ও! কিন্তু দেখা যায় একই সমস্যা বার বার জিজ্ঞাসা করা হচ্ছে! আমার কথা হল যদি এই সমস্যার কথা টিউমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করা হত একবার উত্তর করলে সবাই জানতে পারত! এবং অনেকের অজানা টাও জানা হত! তাই যাতে কেও টিউনের শেষে কন্ট্যাক্ট না দেন!
৬। টিউনার রা বেশির ভাগ ই সঠিক নাম ব্যবহার করেন না!! অগ্রহনযোগ্য নাম ও ব্যবহার ক্করেন অনেকে! এটা ঠিক করতে বলা উচিত কর্তৃপক্ষকে!
৭। বিভিন্ন বিভাগ গুলো দেখে একই টপিকে বারবার লেখা টিউন মুছে দেয়া উচিত! এবং অপ্রয়োজনীয় গুলো ও মুছে দেয়া উচিত!
এবার বলি কিছু নতুন ভাবনার বেপারে! যা যোগ করলে টেক টিউন অনেক উন্নত হবে!
১। প্রথমত দরকার প্রত্যেকজন টিউনার এর একটি করে পুরনাঙ্গ প্রোফাইল! যেমন ফেসবুকের মত! যেখানে কন্ট্যাক্ট ডিটেইল থেকে শুরু করে টিউনার সম্পর্কে সবই থাকবে!
২। তারপর দরকার ফ্রেন্ড বানানোর সিস্টেম! যার দরুন ভাল ভাল তিউনারদের সাথে নতুন টিউনার রা সরাসরি যুক্ত হতে পারবে!! প্রযুক্তি নিয়ে আলচনা করতে পারবে!! এতে টেক টিউনের অনেক ক্ষেত্রে উন্নতি হবে! যেমন নতুন টিউনাররা টিউন করার পুর্বে সব বেপার তার নতুন হওয়া কোন পুরোন টিউনার এর কাচ থেকে জেনে নিতে পারবে! পরামর্শ নিতে পারবে! এতে করে টেক টিউনে অনাকাঙ্খিত টিউন কমবে!
৩। টেক টিউনে দিনে একই সময়ে অনেকে অনলাইন থাকেন! [একটা কাউন্টার যোগ করা দরকার] তাই যদি একটা ইন্সট্যান্ট চেটিং সিস্টেম থাকে তবে অনেক সুভিদা হত! ফলে টেক টিউনে নতুন মাত্রা যোগ হত! টেক টিউন বাংলাদেশে অন্যতম প্রযুক্তি ভিত্তিক নেটওয়ারকিং সাইট বলে গন্য হতে পারে! [যদিও সার্ভারের বেপার থাকতে পারে! আমি সেটা জানিনা]
৪। টেক টিউনে প্রতিদিন একটা করে জরিপ হয়! এমন ই করে যদি একটা প্রযুক্তি ভিত্তিক কুইজ প্রতিযোগিতা হয়! তবে একটা সুন্দর উপভোগ্য মাত্রা যুক্ত হবে! পুরষ্কারের দরকার নেই! যারা বিজয়ী হবেন তাদের নাম হও পেজের উপরের দিকে ফ্লাশিং এর মাধ্যমে রান হবে! এটাই অনেক বড় খুশির বেপার!! এরকম ও করা যেতে পারে অনলাইনে বেশ কয়েকটি টপিক এর উপর সপ্তাহ ব্যপী প্রতিযোগীতা! এসব বেপার গুলা অনেক সুন্দর করে তুলতে পারে টেক টিউনকে!
৫। কোন একটা টপিকে টেক টিউন কর্তৃক মাঝেমাঝে নির্দিষ্ট সময়ে একটা টিউন করা যায়! যেখানে আলোচনা হবে টেক টিউনের উন্নতি সাধন নিয়ে! আমরা সকলে অংশগ্রহন করবো!
...................................................................................................................................................................
.....................................আপাতত এতুকুই! আরও যা আছে পরে তা জানাব! সবার বুদ্ধিদিপ্ত মতামত চাই....................................
আমি ফেসবুকেঃ http://www.facebook.com/seban.alam
ইমেইলঃ [email protected]
আমি Shanjidul Alam Seban Shaan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার মতামত গুলো দেখে ভালো লাগলো।
আর ভাই নতুন ভাবনার ব্যপারে টেকটিউনস প্যানেল ই ভালো বলতে পারবে।
ধন্যবাদ আপনাকে।