মার্কিন বৈজ্ঞানিকরা আগামী প্রজন্মের সেনা তৈরিতে সেনা রোবট প্রযুক্তি নিয়ে বর্তমানের কাজ করছেন। তবে এরই মধ্যে এই রোবটগুলোর মৃতদেহ খাওয়ার যে গুজব উঠেছে তা সম্পূর্ণ অস্বীকার করেছেন বৈজ্ঞানিকরা। তারা বলেছেন কোনো মৃতদেহ নয়, গাছপালা বা জৈব পদার্থ খাবে তাদের তৈরী রোবট।
ইটার রোবট
বিগ ডগ রোবট
সাইক্লোন পাওয়ার টেকনোলজিসের প্রধান নির্বাহি হ্যারি স্কোয়েল বলেছেন, এনার্জিটিকালি অটোনোমাস ট্যাকটিকাল রোবট সংক্ষেপে ইটার বা ইএটিআর নামের এই রোবটের কোনো জ্বালানী প্রযোজন নেই। বরং এই সব রোবট ‘জৈব রাসায়নিক’ পদার্থ খেয়ে স্বয়ংক্রিয় ভাবেই প্রয়োজনীয় জ্বালানী তৈরি করবে। তারা কখনোই মৃত সেনাদের দেহ ‘খাবে’ না। আমাদের মূল লক্ষ্য এমন রোবট তৈরি করা যারা সহজলভ্য এবং প্রচুর পাওয়া যায় এমন উদ্ভিদ থেকে তাদের জ্বালানী তৈরি করতে সক্ষম। পেন্টাগনের আর্থিক সহায়তায় চলা এই প্রকল্পটি নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
সংগ্রহ - আমাদের সময়
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
সুদুর অতিত থেকে এ পর্যন্ত প্রায় সব আবিষ্কারেরই প্রথম সুবিধাভোগ করছে সামরিক বাহিনী। পৃথিবীকে শান্তিময় রখতে এসব বন্ধ করা উচিত। কি বলেন?….