আমি কিছুদিন পূর্বে প্রজন্ম ফোরামে এই টপিকের জন্ম দিই নিতান্ত ক্ষোভবশত। টেকটিউনসের মত একটি উচ্চ ভিজিটর সম্পন্ন সাইটের এরকম সমস্যা হবে কেন? টেকটিউনস নিয়ে অনেকেই হাস্য তামাসা করেন, কিন্তু আমার হাস্য তামাসার উদ্দেশ্য ছিল টেকি কে কিছু সাজেশন দেয়া। তবে, হিতে বিপরীত হল। লোকজন বলা শুরু করল, এসব নাকি সাজানো নাটক, আমি নাকি টেকটিউনসের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছি, ইত্যাদি ইত্যাদি। এ নিয়ে আমার ব্যাপক সমালোচনা করেছনে টিউনারগণ।
আসলেই কি তাই, প্রিয় পাঠক, আপনিই বলুন, টেকটিউনসের মত একটি জনপ্রিয় সাইটের বিরুদ্ধে একজন নবম শ্রেণির ছাত্রের কি বিদ্বেষ থাকতে পারে? টেকটিউনসের ক্ষতি হলে আমার কি লাভ হবে? কোন লাভ হবে না। প্রজন্ম ফোরামে লেখা ওই টপিককে কেন্দ্র করে আমি এখন একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে টেকটিউনসে চিহ্নিত হয়েছি। কিন্তু, আমার মোটিভটা কি ছিল? টপিকটিতে আমি টেকটিউনসের যে সকল ত্রুটি চিহ্নিত করেছি, তা নিম্নরুপঃ
১। টাকা আয় এবং বাক্স সাইট সংক্রান্তঃ কয়েকদিন আগেও টেকটিউনসে টাকা আয় এবং বাক্স সাইট নিয়ে অনেক মাতামাতি হচ্ছিল। আমার বিশ্বাস, এই ওয়েবসাইটে তখন যদি কেউ আসত, সে নিশ্চিত মনে করত এটা পোলাপানদের আড্ডাখানা। প্রিয় পাঠক, আপনি না রেগে কথাটা বোঝার চেষ্টা করুন। বাক্স সাইট কেন ক্ষতিকর? প্রথমত, অধিকাংশ বাক্স সাইট টাকা দেয় না। দ্বিতীয়ত, বাক্স সাইটগুলি মানুষের সৃজনশীলতা নষ্ট করে দেয়।
২। পাইরেসি সংক্রান্তঃ হ্যাঁ, এ কথা ঠিক যে, আমরা পাইরেসির বিরুদ্ধে যতই কথা বলি না কেন, জীবনে কমবেশি করতেই হয়। কিন্তু, পাইরেসি ধুমছে না করে যদি আস্তে আস্তে কমিয়ে দিই, তাহলে কি খুব একটা সমস্যা? অনেকেই বলেন ওপেনঅফিস ভালো না, লিনাক্স দেখতে কেমন জানি লাগে! কিন্তু, উইন্ডোজের সঙ্গে মিল নেই বলেই কি লিনাক্স খারাপ? জগতের সবকিছুকেই কি উইন্ডোজের "মত" হতে হবে? তার থেকে ভালো জিনিস হতে পারবে না?
৩। সার্ভার সংক্রান্তঃ এ ব্যাপারে টেকটিউনস কর্তৃপক্ষকে ঝেড়ে বলার কিছু নেই। কারণ, টাকা একটা ফ্যাক্টর। টেকটিউনসের কেবল মাত্র সার্চ পেজে এ্যাডসেন্সের এ্যাড সার্ভ করা হয়। সুতরাং, তার থেকে খুব বেশি রেভিনিউ আসার কথা নয়। এ ক্ষেত্রে যা করা যায়, ভালো মানের একটি ভিপিএস সার্ভারে স্যুইচ করা যায়। তাছাড়া, ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলোও একটি সমস্যা। মিডিয়াটেম্পল থেকে স্যুইচ করে ভালোমানের সার্ভারে যাওয়া উচিৎ বলে আমি মনে করি।
৪। "হ্যাকিং" সংক্রান্তঃ আমি জানি, অনেকেই বলবেন, এই লোক তো হ্যাকিংয়ের ব্যাপারটাই বোঝে না! তাদের উদ্দেশ্যে আমি বলি, পুরোপুরি না বুঝলেও, কিছুটা বুঝি। হ্যাকিং ভালো খারাপ সবরকম হতে পারে। কিছু টিউন আছে ফিশিং সংক্রান্ত। ফিশিং কি খুব ভালো কাজ হবে? তবে, আপনারাই বিচার করে দেখুন, অন্যকে ক্ষতি করা যায়, এমন কোন টিউনকে অনুমোদন দেয়া টেকটিউনসের উচিৎ হবে?
৫। অসম্পূর্ণ অনুবাদ সংক্রান্তঃ টেকটিউনসের ওয়ার্ডপ্রেস ইঞ্জিনের অনুবাদ সম্পন্ন হয় নি। কিছু কিছু স্থানে ইংরেজি রয়ে গেছে। যা দৃষ্টিকটু বলে মনে হয় (যেমনঃ ড্যাশবোর্ডের সাইডবার)। এ দিকে কর্তৃপক্ষ নজর দিবেন বলে মনে করি।
৬। নতুন টিউনার সংক্রান্তঃ আমরা জানি, অনেক নতুন টিউনারই টেটি তে এসে বাক্স নিয়ে পোস্ট করে দেয়। আমার মতে, যারা নতুন, অর্থাৎ, টিউন ৫-৬ টির কম, তাদের টিউন প্রকাশিত হবার পূর্বে মডারেটর কর্তৃক যাচাই হয়ে আসা উচিৎ।
যাই হোক, আশা করি, আমার ব্যাঙ্গাত্বক পোস্টের জন্য যদি কেউ সমর্থ হন, ক্ষমা করে দেবেন। তবুও যদি মনে হয় আমি টেটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, আমার আর কিছু বলার নেই।
আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।
অনিরুদ্ধ তোমার (বয়সে অ-নে-ক ছোট হবে তাই) লেখাটি আমি আগেই পড়েছি তাই কোন নতুন তর্কে না গিয়ে বলব যদি তুমি টেটির শুভাকাঙ্খী হতে তাহলে ঢাকঢোল পিটিয়ে এভাবে মনের কথা জানানো কি ঠিক ছিল? আমরা সবাই জানি আলোচনা-সমালোচনা না থাকলে কোন মানুষ বা কোন কিছুই পরিশুদ্ধ হয়না। তোমার কিছু মন্তব্য ছিল গঠনমূলক সেগুলি থেকে টেটি হয়তো কিছুটা (সম্পূর্ণ) সংশোধিত হবে।
এই সাইটে তারা একটা এ্যাড পর্যন্তও দিচ্ছে না (এবং তাদের কাছে অনেক অফার আসে)।– জনৈক ইমরান আহমেদ ফোরাম সদস্য।
এ কথাটি পড়ার পর টেটির উপর কেন জানি আলাদা ভালোবাসা জমে গেল। দোষেগুনে মানুষ বিধায় টেটির মডারেশন টিমকে আরো একটিভ হওয়ার অনুরোধ জানাচ্ছি। টেটির মডারেশন টিম ও অনিরুদ্ধ উভয়কেই শুভেচ্ছ।