টেকটিউনসকে কেন্দ্র করে আমার হতাশা (কিছু সাজেশন)

আমি কিছুদিন পূর্বে প্রজন্ম ফোরামে এই টপিকের জন্ম দিই নিতান্ত ক্ষোভবশত। টেকটিউনসের মত একটি উচ্চ ভিজিটর সম্পন্ন সাইটের এরকম সমস্যা হবে কেন? টেকটিউনস নিয়ে অনেকেই হাস্য তামাসা করেন, কিন্তু আমার হাস্য তামাসার উদ্দেশ্য ছিল টেকি কে কিছু সাজেশন দেয়া। তবে, হিতে বিপরীত হল। লোকজন বলা শুরু করল, এসব নাকি সাজানো নাটক, আমি নাকি টেকটিউনসের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছি, ইত্যাদি ইত্যাদি। এ নিয়ে আমার ব্যাপক সমালোচনা করেছনে টিউনারগণ।

আসলেই কি তাই, প্রিয় পাঠক, আপনিই বলুন, টেকটিউনসের মত একটি জনপ্রিয় সাইটের বিরুদ্ধে একজন নবম শ্রেণির ছাত্রের কি বিদ্বেষ থাকতে পারে? টেকটিউনসের ক্ষতি হলে আমার কি লাভ হবে? কোন লাভ হবে না। প্রজন্ম ফোরামে লেখা ওই টপিককে কেন্দ্র করে আমি এখন একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে টেকটিউনসে চিহ্নিত হয়েছি। কিন্তু, আমার মোটিভটা কি ছিল? টপিকটিতে আমি টেকটিউনসের যে সকল ত্রুটি চিহ্নিত করেছি, তা নিম্নরুপঃ

১। টাকা আয় এবং বাক্স সাইট সংক্রান্তঃ কয়েকদিন আগেও টেকটিউনসে টাকা আয় এবং বাক্স সাইট নিয়ে অনেক মাতামাতি হচ্ছিল। আমার বিশ্বাস, এই ওয়েবসাইটে তখন যদি কেউ আসত, সে নিশ্চিত মনে করত এটা পোলাপানদের আড্ডাখানা। প্রিয় পাঠক, আপনি না রেগে কথাটা বোঝার চেষ্টা করুন। বাক্স সাইট কেন ক্ষতিকর? প্রথমত, অধিকাংশ বাক্স সাইট টাকা দেয় না। দ্বিতীয়ত, বাক্স সাইটগুলি মানুষের সৃজনশীলতা নষ্ট করে দেয়।

২। পাইরেসি সংক্রান্তঃ হ্যাঁ, এ কথা ঠিক যে, আমরা পাইরেসির বিরুদ্ধে যতই কথা বলি না কেন, জীবনে কমবেশি করতেই হয়। কিন্তু, পাইরেসি ধুমছে না করে যদি আস্তে আস্তে কমিয়ে দিই, তাহলে কি খুব একটা সমস্যা? অনেকেই বলেন ওপেনঅফিস ভালো না, লিনাক্স দেখতে কেমন জানি লাগে! কিন্তু, উইন্ডোজের সঙ্গে মিল নেই বলেই কি লিনাক্স খারাপ? জগতের সবকিছুকেই কি উইন্ডোজের "মত" হতে হবে? তার থেকে ভালো জিনিস হতে পারবে না?

৩। সার্ভার সংক্রান্তঃ এ ব্যাপারে টেকটিউনস কর্তৃপক্ষকে ঝেড়ে বলার কিছু নেই। কারণ, টাকা একটা ফ্যাক্টর। টেকটিউনসের কেবল মাত্র সার্চ পেজে এ্যাডসেন্সের এ্যাড সার্ভ করা হয়। সুতরাং, তার থেকে খুব বেশি রেভিনিউ আসার কথা নয়। এ ক্ষেত্রে যা করা যায়, ভালো মানের একটি ভিপিএস সার্ভারে স্যুইচ করা যায়। তাছাড়া, ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলোও একটি সমস্যা। মিডিয়াটেম্পল থেকে স্যুইচ করে ভালোমানের সার্ভারে যাওয়া উচিৎ বলে আমি মনে করি।

৪। "হ্যাকিং" সংক্রান্তঃ আমি জানি, অনেকেই বলবেন, এই লোক তো হ্যাকিংয়ের ব্যাপারটাই বোঝে না! তাদের উদ্দেশ্যে আমি বলি, পুরোপুরি না বুঝলেও, কিছুটা বুঝি। হ্যাকিং ভালো খারাপ সবরকম হতে পারে। কিছু টিউন আছে ফিশিং সংক্রান্ত। ফিশিং কি খুব ভালো কাজ হবে? তবে, আপনারাই বিচার করে দেখুন, অন্যকে ক্ষতি করা যায়, এমন কোন টিউনকে অনুমোদন দেয়া টেকটিউনসের উচিৎ হবে?

৫। অসম্পূর্ণ অনুবাদ সংক্রান্তঃ টেকটিউনসের ওয়ার্ডপ্রেস ইঞ্জিনের অনুবাদ সম্পন্ন হয় নি। কিছু কিছু স্থানে ইংরেজি রয়ে গেছে। যা দৃষ্টিকটু বলে মনে হয় (যেমনঃ ড্যাশবোর্ডের সাইডবার)। এ দিকে কর্তৃপক্ষ নজর দিবেন বলে মনে করি।

৬। নতুন টিউনার সংক্রান্তঃ আমরা জানি, অনেক নতুন টিউনারই টেটি তে এসে বাক্স নিয়ে পোস্ট করে দেয়। আমার মতে, যারা নতুন, অর্থাৎ, টিউন ৫-৬ টির কম, তাদের টিউন প্রকাশিত হবার পূর্বে মডারেটর কর্তৃক যাচাই হয়ে আসা উচিৎ।

যাই হোক, আশা করি, আমার ব্যাঙ্গাত্বক পোস্টের জন্য যদি কেউ সমর্থ হন, ক্ষমা করে দেবেন। তবুও যদি মনে হয় আমি টেটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, আমার আর কিছু বলার নেই।

Level 0

আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনিরুদ্ধ তোমার (বয়সে অ-নে-ক ছোট হবে তাই) লেখাটি আমি আগেই পড়েছি তাই কোন নতুন তর্কে না গিয়ে বলব যদি তুমি টেটির শুভাকাঙ্খী হতে তাহলে ‍ঢাকঢোল পিটিয়ে এভাবে মনের কথা জানানো কি ঠিক ছিল? আমরা সবাই জানি আলোচনা-সমালোচনা না থাকলে কোন মানুষ বা কোন কিছুই পরিশুদ্ধ হয়না। তোমার কিছু মন্তব্য ছিল গঠনমূলক সেগুলি থেকে টেটি হয়তো কিছুটা (সম্পূর্ণ) সংশোধিত হবে।
এই সাইটে তারা একটা এ্যাড পর্যন্তও দিচ্ছে না (এবং তাদের কাছে অনেক অফার আসে)।– জনৈক ইমরান আহমেদ ফোরাম সদস্য।
এ কথাটি পড়ার পর টেটির উপর কেন জানি আলাদা ভালোবাসা জমে গেল। দোষেগুনে মানুষ বিধায় টেটির মডারেশন টিমকে আরো একটিভ হওয়ার অনুরোধ জানাচ্ছি। টেটির মডারেশন টিম ও অনিরুদ্ধ উভয়কেই শুভেচ্ছ।

    আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ! টেটি সার্চের সঙ্গে এ্যাডসেন্স এ্যাড শো করে। কিন্তু, তাতে রেভিনিউ প্রায় হয় না বললেই চলে। আমার কথা, সকলের সম্মতি নিয়ে সাইটের জন্য যদি এক ব্লক এড বসানো হয়, তাতে সামান্য দৃষ্টিকটু লাগতে পারে, কিন্তু সাইট ভালো করে চলবে তো!

    Level 0

    শাক দিয়ে মাছ ঢেকে কি লাভ?সবাই আপনার লেখা পড়েছে এবং বুঝতে পেরেছে আপনি কি উদ্দ্যেশ্যে লিখেছেন।এখন টেক্টিউনস এর গুনগান গেয়ে কি লাভ? যা ক্ষতি করার তা করে ফেলেছেন।আমার প্রশ্ন হল এতো ছোট বয়সে আপনার মাথায় এমন পাকা /দুষ্ট বুদ্ধি এলো কিভাবে????????????

    মুকুট ভাইয়ের সাথে সহমত।

ধন্যবাদ আপনার টেকটিউনসকে সাজেশন এবং উদ্যেশ্য তুলে ধরার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শুরু থেকেই কি আপনার উদ্যেশ্য একই ছিল? ব্যাক্তিগতভাবে নিবেননা কিন্তু টপিকটা পড়ে কিন্তু তা মনে হয়না। মনে হচ্ছে তেমন একটা সাপোর্ট না পেয়ে এখন ডিফেন্স করছেন। আপনার পয়েন্টগুলোর মাঝে কয়েকটার দূর্বলতার কথা আপনিই স্বীকার করেছেন আর কয়েকটা অন্যরা যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে(উদাহরণঃ বর্তমানে স্টিকি পোষ্ট)। মোটে গিয়ে একটাও টিকেনি। বন্ধুত্বসুলভ ব্যাংগ করে বুঝিয়ে দেয়া আর হেয় করার মাঝে বিস্তর ফারাক।

এব্যাপারে আমার নিজেস্ব মতামতঃ আগে টেটির সম্পর্কে ভালভাবে না জেনে না বুঝে জোসের বসে টপিকটা আপনি শুরু করেছেন। যদিও সেখানে গভির ষঢ়যন্ত্রমুলক কিছুই ছিল না। তবে উপকারের চিন্তা করেননি এটা আমি নিশ্চিত। আসলে আপনি চিন্তাই করতে পারেননি বিষয়টা এতদুর গড়াবে। সুতরাং এখন আপনার উচিত্‍ হবে সেই টপিকেই আপনার কথাগুলো ফিরিয়ে নিয়ে ক্ষমা চাওয়া। এটা আপনাকে আমার সাজেশন। কিছু করা না করে আপনার ব্যাপার।

মোবাইল থেকে মন্তব্য করায় অনেক কিছু লিখতে পারলাম না।

টেকটিউনস এর দৃষ্টি আকর্ষণ করে আপনি এই পোস্ট টা কি টেকটিউনস এ করতে পারতেন না ?
কি প্রয়োজন ছিল অন্য যায়জায় গিয়ে আমাদের বদনাম করার ? আপনি জানেন আপনার এই সামান্য খামখেয়ালীর কারণে টিটি'র কতো ক্ষতি হয়ে গেলো ? আর আপনি বলছেন নিতান্ত ক্ষোভবশত। বুঝলাম যে এটি টিটির বিরুদ্ধে ষড়যন্ত্ নয় কিন্তু আপনার অপরিপক্ক জ্ঞেন ই টিটির মান কমালো।
আপনার এই পোষ্ট টা দেখে সত্যি রাগ লাগছে…

    ১০০% সহমত ।

    অনেকেই এ ধরণের কথা বলেন। পাইরেসী কমানোর কথা বলেন। বিনিময়ে তাদের নন্দলালের কবিতা শুনতে হয়।

    সুমন ভাই, বাদ দেন। ভুলতো মানুষই করে। উনিও করে ফেলেছেন হয়তো নিজের অজান্তে।

    শাওন যদি পারো উনার লেখাটা মনোযোগ দিয়ে আরেক বার পড়ে আসো http://forum.projanmo.com/topic26803.html । দেখো উনি কি কি লিখছিলেন !!!
    ভুলতো মানুষই করে সেটা আমি ও জানি কিন্তু খুব কষ্ট লাগে রে ভাই টেকটিউনস নিয়া কেউ খারাপ মন্তব্য করলে।
    অনিরুদ্ধ অধিকারী আপনাকে শাওনের ভাষায় বলতে চাই টিটি এর পাশে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

    tabe amar katha tomar post ta projanmo te na kore tt te kara uchit chilo.

বস যদিও আমি টেকটিউনের বলতে গেলে কেউ না তবুও আপনার কয়েকটা ভুল ধারনা ভেঙ্গে দিচ্ছি ।

৩ নং পয়েন্ট এর : টিটি বর্তমানে যে সার্ভারে হোস্ট করা আছে তা অনেক ভাল একটি সার্ভার । আর টিটি CDN সার্ভিস ও ব্যবহার করে তাও আবার আমাজন এর মত এতবড় একটি company এর । অর্থাৎ টিটি মনে প্রানে চায় তাদের সাইট যাতে সবাই ভিজিট করতে পারে । আর এজন্য যে তারা অর্থের দিকে তাকাইনি এটাই সবচাইতে বড় কথা । আপনি বলুনতে টিটি এর এডমিন দের সাইটটি থেকে কি লাভ হচ্ছে ?

৪ নং পয়েন্ট এর : ভাইজান হ্যাকিং সম্পর্কে কি জানেন তা আপনিই ভাল জানেন । তবে আমি বলব এখন আর কেউ কুকি লগার বা ট্রোজান ব্যবহার না করে শুধুমাত্র পিশিং এর দ্বারা হ্যাক করতে পারে না । আর হ্যাকিং কি তা না জানলে আপনি হ্যাকার এর হাত থেকে বাঁচবেন কিভাবে ।

৫। আমিও ওয়ার্ডপ্রেস চালাই । http://www.probarta.com এটা আমার সাইটের এড্রেস । ওখানে গেলে দেখবেন টিটি এর থেকে আমার টার অবস্থা আরও খারাপ । অনেক জায়গায়ই english রয়ে গেছে । তাই বলে যে এটা কোনো সমস্যার মধ্যে পরে তা এই প্রথম জানতে পারলাম । কিছু কিছু প্লাগ ইন আছে যেমন ajax comment এসব প্লাগিন বাংলা করতে গেলে তা নস্ট হয়ে যেতে পারে । ajax এর সাবমিট বাটন এখন পর্যন্ত কেউ বাংলা করছে বলে শুনিনি !

৬। বাক্স জিনিসটা আমিও ঘৃনা করি কিন্তু তাই বলে সেইটা নিয়ে সমালোচনা করবেন তা ঠিক নয় । অনেক কেই হয়তবা টাকা পেয়েছেন তাই সেটা সবার সাথে শেয়ার করেছেন এতে খারাপের কি হল ?

    কিন্তু, তার মধ্যে ৯৮% যে ভুয়া? পাশাপাশি, বাক্স সাইট মানুষের প্রোডাক্টিভিটি নষ্ট করে ফেলে!

"ফিশিং কি খুব ভালো কাজ হবে?" আপনার এই কথার উত্তরে আমি বলছি তুমি যদি জানো ফিশিং কিভাবে করা হয়, হ্যাকাররা ফিশিং করার জন্যে কি কি করছে তাহলে কিন্তু নিজেকে ফিশিং এর শিকার হওয়া থেকে বাঁচাতে পারবে… তাই নয় কি? যেহেতু খুব ছোট তুমি- তাই বলছি আনুষঙ্গিক অনেক বিষয় আছে যেগুলো না যেনে সরাসরি সমালোচনা করা উচিত না… সমালোচনা করলে সেটা যেন গঠনমূলক হয়, অবশ্যই যেন কোন পক্ষকে হেয় করে নয়। আমি নিজে তোমাকে টেকটিউনসের নেক্সট মিট-আপের দাওয়াত দিচ্ছি [কবে হবে জানিনা]। মিট-আপে আসো বিস্তারিত সব জানতে পারবে। আমার স্টিকি করা পোস্টটা পুরোপুরি একবার মন দিয়ে পড়ো অনেক প্রশ্নের জবাব পাবে… 😈

হুম আমার কথাগুলো পজিটিভলি নিবে আশা করি…

    আপনার কথার সঙ্গে একমত পোষণ করি। কিন্তু, সেই সঙ্গে PHP স্ক্রীপ্টের কোডও কি উল্লেখ করার প্রয়োজন ছিল? ফিশিংয়ের শিকার তো পিএইচপি কোড দেখতে পাবেন না।

    কেন দেখতে পারবে না? সাইটের কোড দেখা কোন ব্যাপার নাকি? 😉

Level 2

ধন্যবাদ,
টেকটিউনসকে সাজেশন এবং উদ্যেশ্য তুলে ধরার জন্য।
আপনি রসিকতা পছন্দ করেন তাই বলে বাংলাদেশের জাতীয় সংগিত কে ব্যাঙ্গাত্বক করে টিটর নাম টা দেওয়া তা কিন্ত মানায় নি।
( আমার সোনার টেকটিউনস, আমি তোমায় ভালোবাসিইই……) এই লিংকে
http://forum.projanmo.com/topic26803.html

কারন ভিজেটররা কথাটি অন্যভাবে নিবে।
একটা কথা কি- টিটিকে নিয়ে যে যাই বলুক- যতো দিন স্বাধীন বাংলা থাকবে, তোতো দিন টিটি তার আপন গতিতে চলবে,

যেহেতু পাশে আছে:-
* শ্রদ্ধেয় জালাল ভাই।
*মেহেদী ভাই।
*সঠিক কাজে দক্ষ মডারেটর ।
* অতিত,বর্তমান,আগামি দিনের প্রজন্ম টপ টিউনার ।

সকল কে টিটিতে স্বাগতম:-
*সামনে টিটতে ওনেক প্রযুক্তিভিত্তিক টিউন হবে।
(সবাই দেখতে থাকুন।)

যাক ভাই নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক বড়। এখন থেকে নিজে যা পারেন তা দিয়ে টিটিকে ভরিয়ে তুলুন আপন মনে। নিন্দুকরা কি বলে বলুক, টিটি এর পাশে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে। 🙂

Level 3

লেখাগুলো পড়ে বুঝলাম যে, আসলেই এখানকার সবাই টেকটিউনসকে সবাই ভালবাসে। টেকটিউনস এর হয়ত অনেক সমস্যা ছিল বা বর্তমানেও আছে কিন্তু সবাই এর ভালই চাচ্ছে। আমরাও আশা করছি সাইটটি ১ নং সাইট হিসাবে বজায় থাকুক এবং উন্নত মানের টিউন হয় সে ব্যাপারে সকলের সচেষ্ট হওয়া উচিত।

Level 0

ছোট ভাই টিটির নামে যে অপবাদ ছড়িয়েছ সেই অপবাদ একদিন মুছে যাবে । কিন্তু টিটির গায়ে যে দাগ লাগিয়েছ তা কি কখনো মুছবে ? আজ হোক কাল হোক সেই অপবাদ আবার মাথা চড়া দিয়ে ওঠবে ।

    Level 2

    ধন্যবাদ,
    মানুষের যখন অসুক হয়, তখন কিন্তু ঔষুধ খেলে ভালো হয়।একটু সাবধানতা অবলম্বন করলে তাহলে কিন্তু অসুক হয় না।আশা করি সবাই সে ভাবেই চলবো।

অনিরুদ্ধ তুমি আজকে যে সাজেশন গুলো তুমি দিলে সেইদিন যদি প্রজন্মে পোষ্টটি না করে এখানে এই সাজেশন গুলো দিতে তাহলে হয়ত এই বির্তকের শুরু হত না।তুমি লক্ষ্য করেছো তোমার ঐ একটা পোষ্টের কারনে এক কমিউনিটি আরেক কমিউনিটিকে কিভাবে আঘাত করে কথা বলেছে।কেন এমনটা হবে যেখানে আমাদের তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।আমরা কিভাবে আমাদের তথ্যপ্রযুক্তিটাকে এগিয়ে নিয়ে যাবো সেটার কথা চিন্তু করতে হবে।সেটা না করে আমরা একে অন্যেন বিরু্দ্ধে কথা বলতে লেগে গেলাম।একেই কি বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা।যারা ওখানে প্রজন্মের ফোরামিক এখানে তারা টেকটিউন্সের টিউনার।সবি তো আমাদের দেশীয় সাইট ।যেখানে প্রত্যেকে তাদের নিজস্ব অবস্থান থেকে আমাদের তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে।সেখানে এরকম বির্তক কতটা যুক্তিযুক্ত তা বুঝলাম না।হ্যা সমালোচনা হতেই পারেই।কিন্তু সেটা সঠিক জায়গায় করাটাই ঠিক।আর আমাদের মনে হয় আরও একটু লজিক্যাল হতে হবে।কারন আমরা খুব বেশি ইমোশনাল।লজিক দিয়ে চিন্তা খুব কম করি।যাই হোক তোমার ওই আলোচনার মাধ্যমে অনেক কনফিউশন দুর হয়ে গেছে।আশাকরছি আমরা এই সব বাদ দিয়ে একসাথে একত্বা হয়ে আমাদের তথ্যপ্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাব এবং ইনশআল্লাহ আগামীতে আমরা বাংলাদেশকে একটি তথ্যপ্রযুক্তিতে উন্নত দেশ হিসেবে দেখব।সবাইকে অনেক ধন্যবাদ

আপনার লেখাটা একতরফা হয়ে গিয়েছিল।

অনিরুদ্ধ, তোমার লেখাটা তো একদম মোক্ষম ছিল। তুমি কেন স্যরি বলবে? এসব সমস্যা যারা সমাধান করে না তারাই তো সরি বলার কথা।

    আপনার সাথে একমত হতে পারলাম না, বুঝলাম টেকটিউনস নড়েচড়ে বসবে, কিন্তু আমার প্রশ্ন হল এটা কি ঠিক হোল যে অন্য সাইটে গিয়ে এরকম ভাবে টিটিকে নিয়ে লিখতে হবে। দয়া করে আরেক বার পড়ে দেখেন কিভাবে ব্যঙ্গাত্তক ভঙ্গিতে কটূক্তি করা হয়েছে। শুধু মাত্র যদি সার্ভার নিয়া লেখা হত তবে বুঝতাম… কিন্তু ওখানে তো একে বারে মানহানি করা হয়েছে।
    যাই হোক টিটির সমস্যা আছে আমি মানি তাই বলে এগুলো টিটির দুর্বলতা নয়।

    Level 2

    ধন্যবাদ,
    ভাই আপনি দেখেছেন হয়তো টিটি তার ভালো-মন্দো সর্বদা বলে যাচ্ছে এবং টিউনারদের সহযোগিতা চেয়ে টিউনে উল্লেখ করছে।

না না। তোমার সরি বলাটা ভদ্রতা হয়েছে, কিন্তু মোটেও উচিত হয় নি। বরং প্রজন্মতে লেখায়ই এখন টেকটিউন্স একটু কাজ করবে। নইলে এরা জীবনে নড়ে চড়ে বসত বলে মনে হয় ? ?

    Level 0

    বুজেছি আপনি টেক্টিউন্স কে পছন্দ করেন না।আপনি কি একবারো অধিকারির লেখা পড়েছেন?পড়লে এমন মন্তব্য করতে পারতেন না।টেক্টিউন্স এর যে সমস্যা ছিলো সেটা নিয়ে আলোচনা না করে ছোট ভাই তো বদনাম করে ভরে ফেলেছিল।

    """"" যাই হোক, আবার ঘোরা শুরু করলাম। অবাক হলাম যে, সেখানে "হ্যাকিং" নামের একটি বিভাগ আছে! কি সাংঘাতিক ব্যাপার বলুন দেখি! দেশে প্রকাশ্যে হ্যাকার বানানো হচ্ছে! সেখানে দেখি আরও মারাত্মক রকমের সাংঘাতিক ব্যাপার! হ্যাকারদের সিরিজ টিউটোরিয়াল।"""""""

    অবাক হওয়া এখানেই শেষ নয়, সিরিজ চেইন টিউন নামের একটু ব্যাপার আছে। মানে, একজন টিউনার (লেখকের পরিভাষা) সিরিজে অনেকগুলো টিউন(পোস্টের পরিভাষা) করতে পারেন। হঠাৎ করে এরকম কিছু চেইন টিউন চোখে পড়ল, এবার তো পুরাই টাসকি!সবাইকে ফ্রীল্যান্সার বানিয়ে ছাড়বেন "ঘুম চোর" নামক ফ্রীল্যান্সার ভাই! ওনার পোস্ট পড়ে তো পাঠকরা Alpha Digital Team এর সকল প্রজেক্ট হাতিয়ে নিয়ে মামুন ভাইকে পথে বসিয়ে ওনার ঘুম চুরি করে ছাড়বে!

    ওদের ওয়েবসাইটটি হল বাংলাদেশের সেরা ক্র্যাক সাইট। কোন প্রোপ্রাইটারী সফটওয়্যারের ক্র্যাক খোঁজার জন্য গুগল মামার কাছে যাওয়ার আগে টেকটিউনস চাচার কাছে যান, উনি ভালো সমাধান দিতে পারবেন। এই টেকটিউনস এর সার্ভার ওভারলোডেড থাকবে না তো কি প্রজন্মের সার্ভার ওভারলোডেড থাকবে? (মাঝে শুনেছিলাম এডমিনই নাকি বলতে পারে না ওদের সাইট VPS নাকি Dedicated সার্ভারে হোস্ট করা)।

    (অঃটঃ আপনারা দোয়া কইরেন, যদি হ্যাকিং শিখে USA এর সরকারী ওয়েবসাইট ডাউন করে গুয়ানতানামোর ভাত খাইতে পারি…)""""""""""""""""""

    এখন আপনিই বলুন এরকম লেখা দেখলে কার মাথা ঠিক থাকে ????????????????আশা করি বুঝতে পেরেছেন।

    একমত মুকুট আপনার সাথে, ও কিন্তু টিটির এডমিন কে নিয়া ও ব্যাঙ্গ করেছে…
    হিমায়িত দিহান আপনি কিভেবে ঐ লেখাটাকে সাপোর্ট করলেন আমি বুঝলাম না…
    জাতি জানতে চায়… প্লিজ ব্যাখ্যা করবেন…

    দিহান ভাই আপনি বেশ পুরোনো টিউনার, কিন্তু আপনি যেভাবে বললেন তাতে আসলেই কষ্ট পেলাম… আপনি কি কোন মিট-আপে আমাদের সাথে জয়েন করেছিলেন?

    Level 0

    মুকুট ভাই,

    টিটির এডমিন যে টিটি ভিপিএস না ডেডিতে চলে জানেন না কথাটা কিন্তু মিথ্যা না।

    @darknight ,টেকটিউনস মিটাপে টিটি ভিপিএস না ডেডিতে চলে বা ক্লাউড সার্ভারে যেতে এখন কি সমস্যা সেটা সম্পর্কে এডমিন আমাদের জানিয়েছিল তাই আপনার কথা টিকে না।আর যেখানে এগুলা বাচ্ছা পোলাপাইন জানে সেখানে এডমিনের না জানাটা হাস্যকর কথা।উনি একাই সবকিছু করছেন তাই সবকিছু সম্পর্কে উনার একাই জানার কথা।

    Level 0

    @নাইম,

    মিটআপে কি হয়েছে সবাইতো আর জানে না। আর আমিতো দেখলাম একটা পোস্টে টিটি ডেডিতে চলতেছে বলা হলো। তা ভাই টিটি কিসে চলে এবং কনফিগারেশন জানালে ভাল হতো।

    Level New

    হিমায়িত দিহান ভাই, কি বলেন এইসব। ""নড়ে চড়ে বসবে"" কেন??? আপনি কথা টা এমন ভাবে বলছেন যেন টিটি এ্কটি মুনাফালোভী company ।

    mukut ভাই, টেকটিউন্স ছাড়া আর কোথাও তেমন একটা লেখি টেখি না, আপনার যদি মনে হয় পছন্দ করি না এতে কিছু হবে না। তর্ক করতে ভাল লাগছে না।
    ক্র্যাক সাইট বলাটা বাজে লাগতে পারে, কিন্তু তা নিয়ে এত সিরিয়াস হচ্ছেন কেন? ক্র্যাক কিজেন নিয়ে টিউন করলে আমরা সমানে সেই টিউনে যাই, মিথ্যে কথা?
    dj arif ভাই, না জয়েন করি নি। পারি নি। পরীক্ষা ছিল।
    ………………………
    টেকটিউন্সকে নিয়ে বিতর্ক হলেও ক্ষতি কি? মানুষ নাম শুনে আসবে, এসে আর যেতে পারবে না, খারাপ কি? 😀

টেকটিউনসকে অনেকে পছন্দ করে না এটা যেমন সত্য তেমনি টেকটিউনসের হিতাকাঙ্ক্ষীরও কোন অভাব নাই । কিছু কারন আছে , যার কারনে টেকটিউনস আলোচিত সমালোচিত, আমরা যারা নিয়মিত টেকটিউনস ভিসিট করি তারা সবই জানি মোটামুটি। তবে কি, সবকিছুর জন্যই সময় লাগে , আগে ভাল মডারেশন ছিলনা বলে টেকটিউনস কিছুটা সমালোচিত হয়েছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হয়েছে সামনে আরও হবে। টেকটিউনস এডমিন প্যনেলকে অনুরোধ যারা আসলেই মেধাবী তাদের যেন যথাযত মুল্যায়ন করা হয় ( আমি শুনেছি কয়েকজন ভাল টিউনার চলে গেছেন/ ব্যন হয়েছেন), তাতে করে আমাদের টেকটিউনস এর মান আরও অনেক বাড়বে। টেকটিউনসের কারনে অনেক কিছু নতুন শিখেছি। বর্তমানে টেকটিউনসের যেটা সমস্যা : অনেক ছোট/ মানহীন টিউন হচ্ছে। এটার সল্যুশন : নতুন টিউনের আলাদা পেজ থাকবে , যেটা সবার জন্য উন্মুক্ত । আর মেইন পেজ এ বাছাই করে ভাল টিউনকে স্থান দেয়া হবে।
টেকটিউনস এডমিন একটি আলাদা উপদেশ/পরামর্শ বিভাগ খুলুন যেখানে আরও সহজে ( কমেন্টের মাধ্যমে) সবাই বলবে কি কি করা উচিত, সেখান থেকে বাছাই করে টেকটিউনসে প্রয়োগ করা হবে।

সাইফ

    ampni mone hoy na porei suport karchen. Ai ja ami english likchi er samalochana kairen na abar,amar coputer churi hoiche tai mobile dia likhlam.
    R vai ektu doya koiren apnara chortake jeno dharte pari. Ta na hole projukti amare chaira palaibo kintu.

মানুষের খেয়ে দেয়ে কাজ না থাকলে যা হয়, খালি অন্যের ভুল ধরা। কাজ করা বাদ দিয়ে খালি তর্ক-বিতর্ক করা। মানুষকে উপদেশ দেয়া বাদ দিয়ে নিজের কাজ করেন। আর বোঝা উচিত এগুলা ব্লগ। এখানে যেকেউ ইচ্ছামত লেখতে পারে। তাই ভাল লেখার পাশাপাশি খারাপ লেখা আসবে। এতে এডমিনের কি দোষ? আর সাইটের এডমিন কি সারাদিন সাইট পাহারা দিবে নাকি, উনার আর কোন কাজ নাই? এসব ঘৃণ্য রাজনৈতিক মনভাব থেকে বের হয়ে আশা উচিত।

আমার কথা বাজে বকবক মনে হলে মনে কিছু নিয়েন না।

    এটা মডারেশনের দোষ। এডমিনের কাজ সাইটের গঠন, নিরাপত্তা বজার রাখা। মডারেটরের কাজ কন্টেন্ট ফিল্টার করা।

Level 0

৯ম শ্রেণীর ছাত্র!! তার মনে এখন কাচা। Sorry.

Level 0

এইতো লাইনে আসছেন।গাধা পানি খায় তবে ঘোলা করে।টেকটিউনস এর ভালো, মন্দ টেকটিউনসকেই বলুন অন্য কোথাও কেন? পারিবারিক সমস্যায় প্রতিবেশীর কাছে নালিশ করে কোন সমাধান পাওয়া যায়না এই কথাটি আর কত বড় হলে বুজবেন? আপনি ছোট (বয়সে)এবং সাহসী। একটা ভুল করে wanted হয়েও আপনি সামনে এসেছেন এতেই প্রমাণ হয় আপনিও টেকটিউনস প্রেমি ।শুধু এই কারণেই আপনি আমার কাছে গ্রহণযোগ্য যদিও আমি টেকটিউনসের কেউই না শুধু একজন পাঠক মাত্র ।

আমি আর কিছু বললাম না। শুধু আমার নয়, বাংলাদেশের অনেক মানুষেরই টেকটিউনস সম্পর্কে এক ধরণের primitive ধারণা কাজ করে।
"লাদেন মারা বিদ্যার জন্য টেকটিউন্সকে ধন্যবাদ জানালেন সিআইএ প্রধান" নামে আর্টিকেলটি এখানে পাবেনঃ http://ttkontho.wordpress.com/2011/06/04/cia-head-thanks-tech-tunes/

এখন আপনারা আমাকে গ্রহণ করবেন নাকি বর্জন করবেন, সম্পূর্ণ রূপে আপনাদের ইচ্ছে।

ভাই অনিরুদ্ধ অধিকারী,
আপনার এই টিউনের মূল বক্তব্যঃ

"টেকটিউনসের মত একটি উচ্চ ভিজিটর সম্পন্ন সাইটের এরকম সমস্যা হবে কেন? টেকটিউনস নিয়ে অনেকেই হাস্য তামাসা করেন, কিন্তু আমার হাস্য তামাসার উদ্দেশ্য ছিল টেকি কে কিছু সাজেশন দেয়া।"

আপানার পরিবারে সমস্যা। আপনি কি আপানার পরিবারে/অভিভাবককে তা না জানিয়ে কোন পথচারী/অন্য লোককে/মাধ্যমকে জানাবেন?

আপনার এহেন কার্যকলাপ থেকেই স্পষ্ট যে, আপনি টেকটিউনসকে কতটুকু ভালবাসেন বা ভালো চান!

আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্নঃ
আপনি কি টেকটিউনস থেকে নতুন এক লাইনেরও কিছু শিখেননি?

Level New

আপনার লেখা দেখেই বুঝাই যায় যে একজন ক্লাস নাইনের পোলা ই এইরকম উল্টা পালটা লিখতে পারে। আপনি লেখালেখি বাদ দেন, পড়াশোনা করেন, একটু বড় হলে লেখালেখি কইরেন। আপাতত খালি পোস্ট পড়বেন

    হুমম… আপনার কথাই শিরোধার্য। টেকটিউনসে আর টিউন করা উচিৎ হবে বলে মনে হচ্ছে না…।

আফনে বেজন্ম ফোরামের থিকা কত খাইছেন?

    Level 0

    জনাব শাকিল,
    আপনার মন্তব্য কিন্তু অনিরুন্ধের পোস্টে চেয়ে ও খারাপ হয়ে গেল।

    শাকিল ভাই, অনিরুদ্ধ প্রজন্মের নিয়মিত সদস্য বা পুরাতন সদস্য নয় তাই প্রজন্মের বিরুদ্ধে এই অভিযোগ সত্য নয়।অনিরুদ্ধ তার ব্যাক্তিগত ক্ষোভ থেকে লিখছেন এতে প্রজন্মের কোন প্রকার সম্পৃক্ততা নেই।

    প্রজন্ম ফোরামের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য আপনি কত খাইছেন?

আমি এ বিষয় সম্পর্কে আর কথা বাড়াতে চাচ্ছি না, কথা বাড়ালে পানি আরও ঘোলা হবে, যা আমি করতে ইচ্ছুক নই।

অনেকেই আমাকে অনেক কথা বলেছেন, কেউ অপমান করেছেন, কেউ ক্ষমা করে ভুল দেখিয়ে দিয়েছেন। সকলের কাছেই আমি কৃতজ্ঞ। সকলেই আমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন।

এই সাইটের সকল টিউনার, টিউনিজিটর, মডারেটর এবং এডমিনের কাছে ক্ষমা চাচ্ছি।

টেকটিউনসের উন্নতির জন্য দোয়া করে বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকবেন, প্রযুক্তির সাথে থাকবেন।

বিদায়!

    Level 2

    ধন্যবাদ,
    আপনি ছোট বলে '''কথা বাড়ালে পানি আরও ঘোলা হবে'''এই কথার ‌উওর দেওয়া ঠিক হবে না এবং আপনি টিউনের পর ক্ষমা চেয়ে নিয়েছেন।আপনি একটা কথা মনে রাখবেন টিটির সম্যসা টিটির পরিবারের টপটিউনারাই টিটির ভালো -মম্দ বেপার নিয়ে আলোচনা করতে পারে।জিবনে কারো হাত ধরে চলতে শিখেন তাতে কাজে দিবে।করো কথায় আপনি যদি এই লেখাটি'''''কথা বাড়ালে পানি আরও ঘোলা হবে'''' বলে থাকেন তাহলে আমরা সবাই পানি পরিস্কার করে দেব।দোয়া করি আপনি ভালো পড়াশুনা করেন।কোন কিছু করার আগে চিন্তা করে নিবেন।

সজল says:
"পারিবারিক সমস্যায় প্রতিবেশীর কাছে নালিশ করে কোন সমাধান পাওয়া যায়না"

সহমত…

আশ্চর্য! সবাই ওকে বার বার ৯ম শ্রেনি বলে বলে পাগল করে তুলছেন কেন? ও ৯ম শ্রেণীতে বসে যা বলতে পারছে অনেকে ৯০ বছরেও পারছে তা? আশ্চর্য!
ভুলে গেলে হয় না?

প্রজন্ম ফোরামের তোমার পোষ্টটি পড়ে আমি বেশ অবাক হয়েছিলাম।
তবে সম্পূর্ণ ব্যাপারটির পেছনে তোমার কোন ক্ষোভ কাজ করছে বলে মনে হচ্ছে।
যাহোক, কিছু বলার ব্যক্তি স্বাধীনতা তোমার রয়েছে, তবে অপপ্রচার নয়। তোমার পোস্টটি সমালোচনা কেন্দ্রিক নয় বরং কুৎসা কেন্দ্রিক মনে হয়েছিল, সেজন্যই সবাই ভালোভাবে ব্যাপারটা গ্রহণ করেনি।

আশা করছি, বর্তমানের ভুলগুলো কাটিয়ে ভবিষ্যতে ভালো টিউনার হিসেবে স্থান করে নেবে।
শুভকামনা :D!

এখান থেকেই কথাগুলো আবার বলি – http://forum.projanmo.com/post304293.html#p304293

অনেক জায়গায় অনেক সমস্যা আছে। আমি তা মানি। থাকতে দিন সমস্যা। সমস্যা খোজা আমাদের কাজ নয়। আমি আপনি নতুন টপিক পেলে যে কোন ব্লগে বা ফোরামে পোস্ট করব, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। আমাদের সাইট হবে গুগল। অন্তত গুগলে সার্চ করলে মানুষ যেন তার কাক্ষিত কন্টেন্ট পেতে পারে। গুগল না চিনে টেকটিউন্স না চিনে প্রজন্ম। যেখানেই লেখা থাকুক না কেন যে খুজে বের করবে। কোন সাইট টাকা নিয়ে খেলল, না কি করল এটা দেখাও আমাদের কাজ না । আমাদের ভাল পোস্টগুলো সকল খারাপ টিউনগুলোর গ্লানি মুছে দিবে।

তুমি বাছা যা বলেছ তা সবটুকু মিথ্যা কিংবা সত্য বলব না। তবে তুমি যে অণ্পতে বেশি বুঝতে চাও তা প্রমান করেছ। আসলে তুমি সারাদিন হয়ত কম্পিউটার নিয়ে বসে বসে অনেক কিছু জান কিন্তু বাস্তবতার সাথে তোমারেএখনও পরিচয় হয় নি । যখন হবে তখন আশা করি নিজেকে শুধরিয়ে নিতে পারবে। আগে নিজের ভুল দেখ মানুষেরটা নিয়ে লাফালাফি করও না। যা এখানে চেইন টিউন করেন তারা অবশ্যই তোমার থেকে অনেক এক্সপার্ট তাই আমি তোমাকে বলছি অল্প বিদ্যা ভয়ংকর। এত অল্প বিদ্যা নিয়ে এত লাফালাফি কর না। আর শিখ তারপর ভালো টিউনার হবার চেষ্টা কর।