নতুন টিউনারদের দৃষ্টি আকর্ষণ করছি : টেকটিউনস নীতিমালা (টিউনটি সবাইকে ১ বার হলেও পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি)

টেকটিউনস প্রযুক্তি বিষয়ে বাংলাদেশের সেরা সাইট এ বিষয়ে কারো কোন দ্বিমত নেই। কিন্তু কিছু দিন যাবত কিছু নিরবিচ্ছিন্ন ঘটনা টেকটিউনস কে করে তুলেছে প্রশ্ন বিদ্ধ। বাংলাদেশের টপ লেভেলের প্রযুক্তি সাইট হওয়াতে বিভিন্ন মাধ্যম ব্যাবহার করে এর পিছু নিয়েছে কিছু সাইট। কিন্তু টেক টিউনস থামার নয়। আপন গতিতে এগিয়ে যাবে সম্মুখপানে।

বর্তমানে অনেক নতুন নতুন টিউনার কে দেখা যাচ্ছে... আর এটা স্বাভাবিক নতুন রা আসবেই। টেকটিউনস এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে টিউনার এর সংখ্যা ও বাড়ছে (যদিও আমার ও টিউনিং প্রফাইল বেশি দিনের নয়, তবে পাঠক হিসেবে অনেক পুরাতন সেই ২০১০ এর শুরু থেকে)। আর তাই আমি নতুন টিউনার দের টিউন করার আগে নিচের টেকটিউনস এর নীতি মালা গুলা ভালো মত পড়ে নিতে অনুরোধ করছি। যদিও এই নীতি মালা গুলো টেক টিউনস এ দেয়া আছে কিন্তু অনেকে ই এটা লক্ষ্য করেন না...

নতুন টিউনারদের টেকটিউনস নীতিমালা সম্পর্কে স্মরণ করিয়ে দিতে চাই

টেকটিউনস নীতিমালা

সর্বশেষ পরিবর্তনঃ ১ আগস্ট ২০১০
প্রথম পরিবর্তনঃ ১৫ ডিসেম্বর ২০০৮

বাংলা ভাষার প্রথম ও একমাত্র  প্রযুক্তি বিষয়ক দেশীয় ব্লগ টেকটিউনসে আপনাকে স্বাগতম। টেকটিউনসে টিউন ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। টেকটিউনসে নিবন্ধন ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি 'নীতিমালা ও ব্যবহারবিধি' পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রকাশিত লেখা ও মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকটিউনস বহন করে না।

১. টিউন করা সংক্রান্ত

  • ১.১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রধান্য পাবে।
  • ১.২ সকল টিউনের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং টিউনে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে,  ইংরেজি বা অন্য কোন ভাষায় টিউন করা যাবে না। ফোনেটিক ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।
  • ১.৩ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।
  • ১.৪ টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ট্যাকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।
  • ১.৫ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো টেকটিউনস নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.৬ হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই টিউন করা যাবে যেমন হ্যাকিং-ক্র্যাকিং টেকনিকিউ, নিউজ, হ্যাকারদের খবর ইত্যাদি। কিন্তু তা কোন সাইট, সার্ভিস বা গোষ্টিকে কেন্দ্র করে নয়। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.৭ নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা হুবহু কপি পেস্ট করে নিজের নামে টিউন করা যাবে না। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.৮ নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.৯ পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু টিউন করতে পারবে। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ লেখকের ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগে বা একাধিক অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) দিতে হবে। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.১০ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করতে টেকটিউনসের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।
  • ১.১১ অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.১২ অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করার ক্ষেত্রে টিউন অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে।  রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করা যাবেনা। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.১৩ কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে টিউন করা যাবে না। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.১৪ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.১৫ টিউনে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.১৬ জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক টিউন প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে টিউন করা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে।
  • ১.১৭ ডলার কেনা অথবা বেচা উভয় টিউনের টিউনারকে এবং ডলার কেনা বেচা নিয়ে মন্তব্যে কোন প্রকার যোগাযোগের ঠিকানা দিলে সেই টিউমেন্টার কেও কোন রকম কারণ দর্শানো ছাড়াই স্থায়ী ভাবে ব্লক করা হবে।
  • ১.১৮ প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন। (বিশেষ দৃষ্টি দিন)
  • ১.১৯ অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
  • ১.২০ ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে টিউন করা যাবে না বা এধরনের লেখা, টিউনে থাকা যাবে না।
  • ১.২১ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য টিউনে ব্যবহার করা যাবে না। (বিশেষ দৃষ্টি দিন)

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।

২. মন্তব্য করা সংক্রান্ত

  • ২.১ টিউনারদের কিংবা ননটিউনারদের, কাউকে গালিগালাজ করা যাবে না।
  • ২.২ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
  • ২.৩ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
  • ২.৪ মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না।
  • ২.৫ মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না।
  • ২.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।
  • ২.৭ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকটিউনস বহন করে না।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের বা ভিজিটরের মন্তব্য অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।

৩. টিউনার আইডি ও নাম সংক্রান্ত

  • ৩.১ টিউনার আইডি ও নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য টিউনার এর নামকে হেয় করে।
  • ৩.২ বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন টিউনার আইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।
  • ৩.৩ সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন টিউনার আইডি ও নাম ব্যবহার করা যাবে না।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউনার আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।

৪. নীতিমালার পরিবর্তন

৪.১ টেকটিউনস নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করা হতে পারে। তবে তা মূল নীতিমালার খুব একটা পরিবর্তন না করেই। নীতিমালার সর্বশেষ পরিবর্তনের তারিখ এই পাতার একদম উপরে প্রকাশ করা হবে। নীতিমালা বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে।

ধন্যবাদ সবাইকে সময় নিয়ে টিউনটি পড়ার জন্য। ভালো থাকবেন। আর প্লিজ লেখাটা লাইকের মাধ্যমে ফেসবুকে শেয়ার করে দিন।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্মরন করিয়ে দেয়ার জন্য ধন্যযোগ। আশা করি নতুন টিউনাররা নিয়মগুলো অনুসরন করবেন। 🙂

    তোমাকেও ধন্যবাদ ভাই।
    যে অবস্থা শুরু হইছে যে আইজকা নতুন টিটিতে পেরথম হেয় ও টিউন করা শুরু করে… আরে ভাই দু একটা দিন সময় নেন হাল চাল বুইঝা সময় নিয়া টিউন করেন। আরে আপনি কি চান না নিতিমালা গুলো বজায় রাইখা আপনার ভালো টিউনটা থেকে লোকেরা কিছু শিখুক, বেশি বেশি পড়া হোক আর বেশি বেশি মন্তব্য পান ??? ( এই নতুন অধম টিউনারের মতো : ৬টা টিউন, পড়া হয়েছে ৪৭১০ বার, ১৩৫ মন্তব্য, প্রিয়তে ৯৬ বার, ফেসবুক লাইক ৯৭ বার )

Level 0

আসাধারন।এই পোস্ট টি স্টিকি করার জন্য সাইফুল ভাইকে অনুরোধ করছি।কারন এই নীতিমালা পড়লে সবার একটু হলেও হুশ হবে এবং অহেতুক টিউন হবেনা।

    মুকট ভাই ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
    সাইফুল ভাই বললেন… " এই টিউনটি আমরা স্টিকি করার প্রয়োজন মনে করছি না। কারণ অফিসিয়াল ভাবে আপনাদের জন্য এইরকম একটি ঘোষণা দেওয়া হবে। আমি দুঃখিত। "

আপনি দেখি আমার সোনার বাংলা ব্লগের পোস্ট করা লেখার ছবিটি এই টিউনের থাম্বনাইলে ব্যবহার করেছেন। পুলকিত হইলাম। কি সুন্দর মিলে গেল !
http://www.sonarbangladesh.com/blog/onekpora/4152
আর আপ্নের থাম্বনাইলে ব্যাবহার করা ছবির ইমেজের লিঙ্ক http://dnc.techtunes.io/tDrive/tuner/taher-chowdhury-sumon/73931/onekpora201008181282098787_44301_145832822105957_100000377193654_300048_6469761_n-75×75.jpg

আর আমার ছবির লিঙ্ক http://www.sonarbangladesh.com/blog/uploads/onekpora201008181282098787_44301_145832822105957_100000377193654_300048_6469761_n.jpg

onekpora201008181282098787_44301_145832822105957_100000377193654_300048_6469761 = এই অংশটা মিলে গেছে !
কই পাইলেন এই ছবি?

    ধন্যবাদ ভাইজান। আপনার এই আধ্যাতিক বিশ্লেষণে আমি ও কিছুটা পুলকিত। এই টিউনে যে দুইটি ছবি ব্যাবহার করা হয়েছে তা আনা হয়েছে গুগল ইমেজ থেকে। আমি ও হতোভাগ শেষের অংশ কীভাবে মিলে গেলো !!!
    আপনি কোথা থেকে নিয়েছিলেন ছবিটা ?
    ধন্যবাদ আপনাকে।

    @ মাসপি ভাইয়া এবং তাহের ভাইয়া।
    আসলে এই ছবিটা ফেসবুকের টেকটিউনস গ্রুপ এর । 😀
    (https://www.facebook.com/group.php?gid=56099542259)

    ধন্যবাদ সাইফুল আপনাকে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।আমি একজন নতুন টিউনার আগে কখনো ব্লগে লিখি নাই ।এই নিয়মগুলো পড়ে ব্লগিং বিষয়ে জানতে পারলাম ।

    আপনার কমেন্ট টা পাওয়ার আগ পর্যন্ত ও আমার মনে হচ্ছিলো আমি ব্যর্থ।
    আমার এই টিউনটা হয়তো কারো কাজে ই লাগলো না। কারন নতুন দের থেকে কোন রেসপন্স পাচ্ছিলাম না…
    আপনি কমেন্ট করলেন খুব ভালো লাগছে… শান্তি অনুভব করছি।
    আপনাকে আসংঙ্খ্য ধন্যবাদ নীতিমালা গুলো পড়ে নেয়ার জন্যে ।
    আসুন আমরা সবাই মিলে টেকটিউনস কে আরও উঁচুতে নিয়ে যাই।

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা টিউন করার জন্য । আমার মতে সকলের একবার হলেও পড়া উচিৎ ।

    আপনাকে ও ধন্যবাদ ভাই সময় নিয়ে টিউনটা পরার জন্য।
    ভালো থাকেন।

Level 0

আমার মত নতুন টিউনার এর জন্য এমন টিউন খুব ই উপকারী। ধন্যবাদ আপনাকে link Suggest করার জন্য 🙂

    ধন্যবাদ ভাই। আপনি টিউনটা পড়লেন, বেস ভালো লাগলো।
    ভালো থাকবেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

উপকৃত হলাম।

vai profile pic add kamne korbo tt te?