৯ লাখ ফেসবুক বাঙ্গালী বনাম ৪ লাখ ব্যাগ রক্ত সংকট (কে জিতবে ???)

অনুগ্রহ করে টিউনটি মনোযোগ সহকারে পড়ুন

একব্যাগ ( ৩৩০মিলি ) রক্ত একজন মানুষের জীবন রক্ষা করতে পারে । আর একজন মানুষের জীবন রক্ষা একজন মানুষকে নিয়ে যেতে পারে চিরস্থায়ী জান্নাতে ।

বর্তমানে বাংলাদেশে প্রতি বছর রক্তের প্রয়োজন মাত্র ৪ লাখ ব্যাগ। এ রক্তের বড় অংশ আসে পেশাদার রক্ত বিক্রেতার কাছ থেকে, যা দূষিত রক্ত হিসেবে চিহ্নিত। এসব দূষিত রক্ত গ্রহণ করে আমাদের নিকটাত্মীয়রা জটিল রোগে আক্রান্ত হয়। অনেকে মৃত্যুবরণও করে থাকেন। তাই নিজে রক্ত দিন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন।

রক্তদানের উপকারিতা

১. রক্তদান স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ রক্তদান করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা জন্ম হয়ে এই ঘাটতি পূরণ করে। আর বছরে ৩ বার রক্তদানকারীর শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে দেয়।

২. রক্তদানের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার স্পৃহা জন্মে।

৩. নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।

৪. সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগ-ব্যাধি থেকে প্রায়ই মুক্ত থাকেন।

৫. নিয়মিত রক্তদানকারীর হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম ।

৬. মুমূর্ষু মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানসিক তৃপ্তি। কারণ, এত বড় দান যা আর কোনোভাবেই সম্ভব নয়।

৭. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩২ নং আয়াতে আছে, ‘একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ।’

রক্তদানের যোগ্যতা

১. ১৮-৬০ বছর বয়সী সব সুস্থ মানুষ রক্তদান করতে পারেন।

২. ৪৫ কেজির বেশি ওজনের সব মানুষই রক্তদান করতে পারেন।
৩. যিনি গত ৪ মাসের মধ্যে রক্তদান করেননি তিনি রক্তদান করতে পারেন।

বাংলাদেশ বদলানোর প্রথম পদক্ষেপ ফেসবুকে (রক্ত দাও ,জীবন বাঁচাও)

ফেসবুকে বাঙ্গালী আছে ৯ লাখের মত । তার মধ্যে মাত্র ১০% মানুষ যদি রক্ত দান করে তাহলে রক্তদাতার সংখ্যা হবে ৯০,০০০জন । আসুন দেশকে বদলানোর আগে দেশের মানুষের জন্য কিছু করি । আপনার এই ক্ষুদ্র ত্যাগে হয়ত একটি মানুষের জীবন বাঁচবে । আপনি কি এই সামান্য ত্যাগটুকু করতে পারবেন না ?

ফেসবুকে বদলে দাও বাংলাদেশের প্রথম মিশন শুরু হল আজ (রক্ত দাও ,জীবন বাঁচাও) এই স্লোগান নিয়ে ।
আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ।

যারা রক্ত দিতে ইচ্ছুক তারা ফেসবুকের পেজটিতে (যার লিঙ্ক নিচে দেওয়া আছে)

  • রক্তের গ্রুপ
  • স্থান যেমন (ঢাকা ,চট্টগ্রাম ,কমিল্লা ইত্যাদি)
  • এবং ফোন নাম্বার (যে টাতে আপনাকে সবসময় পাওয়া যাবে)

যারা privacy রক্ষার্থে এখানে ফোন নাম্বার দিতে চান না তারা [email protected]                  এখানে ফোন নাম্বার ইমেইল করুন ।

কোটি কোটি অসুস্থ মানুষের মাঝে যে আমরা যে সুস্থ আছি, এর কৃতজ্ঞতা স্বরূপ আমাদের উচিত অন্যকে আমাদের রক্ত দিয়ে জীবন বাঁচানো

যদি আমাদের এই উদ্যোগ ভাল লাগে  তাহলে সবাই এই টিউনটি ফেসবুক, ইয়াহু সহ বিভিন্ন ব্লগে শেয়ার করুন ।
দেশ বদলানোর এই প্রথম পদক্ষেপে আমরা সবার সহযোগিতা কামনা করছি । ধন্যবাদ সবাইকে

Level 0

আমি বদলে দাও বাংলাদেশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ৃৃৃআাa

    Level 0

    এটি একটি ভালো উদ্যোগ। সাধুবাদ জানাই।

আমি পাশে আছি, ইনশাল্লাহ থাকব।

আমি টিটিতে নতুন লেখক তাই অনেক টপ টিউনার হয়ত আমার লেখাকে অবজ্ঞা করবে ।
কিন্তু আমি লেখক টিউনার হিসেবে যতই ছোট হই না কেন ?

আমি আপনাদের কাছে যে আবেদনটি করেছি সেটি মোটেও ছোট নয় । দেশের মানুষের জন্য আপনার এগিয়ে আশা উচিত ।

আরেকটি অনোরোধ করছি সামু তে আমার কোন অ্যাকাউন্ট নেই । তাই ওখানে আমি এই টিউনটি করতে পারছি না ।

আমরা আপনাদের সবাইকে অনুরোধ করছি যাদের সামুতে অ্যাকাউন্ট আছে কেউ একজন এই লেখাটি সামুতে কপি পেস্ট করুন ।

দেশের জন্য দেশের মানুষের জন্য ।
রক্ত দিতে না পারুন মানবতার খাতিরে অন্তত এই কাজটি করুন …… প্লীয

    আপনার টিউনটি আমি আমার ফেসবুক পেজে আপডেট করে দিয়েছি । আমি মনে করি সবার তা করা উচিত ।
    একটা ইনজেকশনের ভয়ে কিছু বাঙ্গালী রক্ত দিতে ভয় পাই । ওরা কাপুরুষের দল ।

    আমি আমার ফোন নাম্বার লোকেশন আর ব্লাড গ্রুপ আপনার পেজে দিয়েছি ।
    ধন্যবাদ

    Level 0

    আমার এক বন্ধুর সামুতে একাউন্ট আছে সে তার একাউন্টে টিউনের লিংক সহ কপি পেষ্ট করে দিয়েছে । আমি ঢাকায় থাকি কোথায় রক্ত দিতে হবে জানালে ভাল হত

ভাল উদ্যোগ ভাই। আমি নিয়মিত রক্ত দেই।আসা করি সবাই সারা দেবে।