টেকটিউনস সম্বন্ধে অপপ্রচার বন্ধে রুখে দাঁড়ান, প্রতিহত করুন এখনই! এবং টিটির বিরুদ্ধে কতিপয় অভিযোগের উত্তর…

টেকটিউনস... বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের সবচেয়ে বড় মিলনমেলা। এলেক্সা অনুযায়ী দেশের ৪ নং দেশীয় সাইট এবং বাংলাদেশে ১৫নং সাইট। হয়তো এর পাশাপাশি আরো অনেক টেকনোলজী ভিত্তিক সাইট আছে এবং হচ্ছে... কিন্তু এখন অবধি তাদের মধ্যে কোনটিই টেকটিউনসের মত মানসম্মত হয়নি, তাদের কোনটিই টেকটিউনসের সাথে পাল্লা দেয়ার যোগ্যতা লাভ করে নি।

টেকটিউনস কখনোই বাংলাতে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট বা ব্লগকে নিরুৎসাহিত করবে না এবং করেছেও না। নতুন প্রযুক্তিভিত্তিক যেকোনো ব্লগকে স্বাগতম জানানো হচ্ছে। টেকটিউনস চায় তারা টেকটিউনস থেকে ধারণা নেক, শিখুক অতঃপর এর মত ওয়েবসাইট বা ব্লগ তৈরি করুক কিন্তু কখনোই তা যেন টেকটিউনসকে হেয় করে না করা হয়। প্রযুক্তি ভিত্তিক কোন ব্লগ যদি টেকটিউনস এর মত বা টেকটিউনসের চেয়ে ভালো হয় তাতে টেকটিউনস কখনোই কোনভাবেই সেটার বিরোধিতা করবেনা। বরং তা আমাদের বাঙ্গালীদের জন্যে গর্বের বিষয় তথা টেকটিউনসের জন্যে গর্বের বিষয়।

বাংলাদেশ তথা দুই বাংলাতেই ইউনিকোডভিত্তিক সর্বপ্রথম টেকনোলজি বা প্রযুক্তি বিষয়ক ব্লগ টেকটিউনস। বাংলাদেশে ব্লগিং এর জনক সামহোয়ারইনব্লগ কে যেমন অস্বীকার করা সম্ভব না, তেমনি বাংলাদেশের প্রযুক্তি ব্লগের প্রতিষ্ঠাতা টেকটিউনসকেও পাশ কাটিয়ে যাওয়া সমীচীন না। প্রযুক্তি বিষয়ক ব্লগগুলোর দিকদিষারী আমাদের এই টেকটিউনস, সুতরাং এরকম আরো হাজারখানেক বাংলা ব্লগ হলেও আমাদের কোন আপত্তি নেই, সেটা আমাদের গৌরবের বিষয় হবে।

টেকটিউনসের পাশাপাশি আরো যেসব প্রযুক্তি বিষয়ক ব্লগ রয়েছে সেগুলোর কোনটিই তেমন মানসম্মত কন্টেন্ট এর অধিকারী নয়, আশা করি সেগুলোও একসময় মানসম্মত হবে। আজকাল নানান প্রযুক্তি বিষয়ক ব্লগে বা ফোরামে টেকটিউনস নিয়ে কটুক্তি করা হচ্ছে, টেকটিউনসের টিউনারদের বাজে মন্তব্য করা হচ্ছে, এডমিন পক্ষের দোষ দেয়া হচ্ছে, সারভার ডাউন থাকার কথা বলা হচ্ছে। আরো বলা হচ্ছে টেকটিউনস নাকি মানুষকে ক্ষতিসাধনের উদ্দেশ্যে হ্যাকিং শিক্ষা দেয়, কিছুক্ষেত্রে মডারেটরদেরও দোষ দেয়া হচ্ছে... আবার কিছু ব্লগে নিজেরাই নিজেদের ব্লগে ব্লগ করছে আবার নিজেরাই কমেন্টের মাধ্যমে  টেকটিউনসের নামে অপপ্রচার চালাচ্ছে।

তাদের সকল অভিযোগের বিরুদ্ধে আমার কথাঃ

টেকটিউনসে এখন অবধি কি কোন ব্লগ বা ফোরামের নামে কটুক্তি করা হয়েছে? অবশ্যই তা হয়নি, তবে কেন টেকটিউনস কে নিয়ে আপনারা এরকম কটুক্টি করছেন? কাঁদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করুন। ছেলে খেলা না খেলে মানুষের মত করে চিন্তা ভাবনা করুন, আপনাদের অনেক অভিযোগের উত্তর এমনিই পেয়ে যাবেন।

সার্ভার ডাউনঃ

অনেকেই অনেক ভাবে এর বিরুদ্ধে কথা বলছেন। এমনকি টিটির অনেকেই এর জন্যে এডমিন পক্ষকে কটুক্টি করছেন, যা কোনভাবেই উচিত না। সার্ভার ডাউন থাকার প্রধান কারণ অতিরিক্ত ট্রাফিক। গড়ে প্রতিদিন টেকটিউনসে ছয় হাজারেরও অধিক ভিজিটর ভিজিট করেন এবং প্রত্যেকেই গড়ে ২-৩টি টিউন বা এর চেয়েও বেশি টিউন পড়েন, তাহলে ভাবুন পেজভিউ সঙ্খ্যা কত... এমতাবস্থায় সার্ভার ডাউন থাকা স্বাভাবিক ঘটনা। ক্লাউড সার্ভারে হোস্ট করা বেশ ব্যয়সাধ্য। যেহেতু টেকটিউনস একটি নন-প্রফিট সাইট তাই টেকটিউনসের জন্য যাবতীয় খরচ কর্তৃপক্ষের নিজের বহন করতে হয়। আর এতো বিশাল সাইটকে ক্লাউড সার্ভারে হোস্ট করা বেশ ব্যয় এবং সময় সাপেক্ষ। হুট করেই করে ফেলা সম্ভব না। সার্ভার ডাউন নিয়েও অনেক কটুক্তি হচ্ছে। টেকটিউনস পক্ষ যে হাত গুটিয়ে বসে আছে এমনটি নয়, তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এরজন্যে যেমন অর্থ দরকার তেমনি দরকার সময়। প্রতিমাসে নূন্যতম ৩৫০-৪০০ ডলার করে খরচ হবে ক্লাউড সার্ভারে গেলে। যার পুরোটাই বহন করছেন আমাদের শ্রদ্ধেয় জালাল ভাই। এরজন্যে তাকে অনেক ধন্যবাদ। আর সার্ভার ঠিক ঠাক করার জন্যে এবং টিটিকে লাইটিং ফাস্ট এবং স্কেল করার জন্যে মেহেদী ভাই নতুন সার্ভার আর্কিটেকচার নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন। সব কিছু ঠিক থাকলে এই মাসেই হয়তো আমরা টেকটিউনসকে ক্লাউড সার্ভারে দেখতে পাবো। তখন টেকটিউনস হবে লাইটিং ফাস্ট। তখন হয়তোবা সার্ভার ডাউনের অভিযোগে কেউ টিটির দিকে আঙ্গুলে তুলবেনা।

সবার ক্ষতির উদ্দেশ্যে টেকটিউনসে হ্যাকিং শিক্ষা দেয়া হচ্ছেঃ

আসলেই কি কথাটি যুক্তিযুক্ত? টেকটিউনস কখনোই আপনাকে বলেনি আপনি হ্যাকিং শিখুন আর সবার ক্ষতি করুন। মূলত হ্যাকিং বিষয়ে যেসকল টিউন হচ্ছে সেগুলো হ্যাকিং সম্পর্কে ধারণা দেয়ার জন্যেই করা হচ্ছে। আপনি যদি না জানেন কিভাবে হ্যাকিং হয়, কিভাবে পিশিং বা ফিশিং হয় তবে কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখবেন? সুতরাং নিজেকে সুরক্ষিত রাখার তাগিদেই সকলের হ্যাকিং সম্পর্কে ধারণা লাভ করা উচিত, যাতে নিজেকে হ্যাকিং এর শিকার হওয়া থেকে রক্ষা করা যায়।

হ্যাকিং প্রধাণত দুই ধরণেরঃ ১.হোয়াইট হ্যাট ২. ব্ল্যাক হ্যাট

হোয়াইট হ্যাট হ্যাকিং মানে ইথিক্যাল হ্যাকিং, এটা কখনোই অবৈধ না। বিশ্বের সকল দেশের আইন শৃঙ্খলা বাহিনিরই নিজস্ব হ্যাকারদল রয়েছে সুরক্ষার জন্যে, এখন হ্যাকিং যদি খারাপই হতো তাহলে কি তারা হ্যাকারদল রাখতো? নিশ্চই না। তবে আপনি যদি হ্যাকিং করেন অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে তখন তা নিশ্চই খারাপ হবে। টেকটিউনস খারাপ উদ্দেশ্যে হ্যাকিং তথা ব্ল্যাক হ্যাট হ্যাকিং শিক্ষা দেয় না। হোয়াইট হ্যাট তথা ইথিক্যাল হ্যাকিং শিক্ষা দেয় যাতে করে প্রতিটা ইউজার নিজেকে সুরক্ষিত রাখতে পারে। যদিও টিটিতে কিছু গ্রে হ্যাট টিউটোরিয়ালও আছে যার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে হ্যাক করতে হয় এবং আপনি যদি নিয়মটা জানেন তাহলে ওই একই নিয়মে আপনাকে কেউ হ্যাক করতে চাইলে আপনি নিশ্চই বুঝে যাবেন যে কেউ আপনাকে হ্যাক করার চেষ্টা করছে। তাই হ্যাকিং শিক্ষারও দরকার আছেন। হ্যাকিং বিভাগের কতিপয় পোস্ট দেখলেই যেকেউ নিজেকে কিভাবে হ্যাকিং থেকে রক্ষা করতে হবে সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। যেমনঃ

কিছু ক্ষেত্রে মডারেটরদের দোষ দেয়া হচ্ছেঃ

হ্যা টিটিতে কিছুদিন আগেও সঠিক মডারেশনের অভাব ছিলো, এখনো খানিকটা আছে, এর পিছনে মূল কারণ মডারেশন প্যানেল এক্টিভ না, নতুন সার্ভারে যাওয়ার পরপরই মডারেশন প্যানেল একটিভ হবে আশা করা যাচ্ছে। তখন হয়তোবা সঠিক মডারেশনের জন্যে কাউকে দোষারোপ করা হবে না।

উপরের কথাগুলো পড়ার পর আশা করি কারোই উচিত হবে না টেকটিউনসের বিরুদ্ধে অপপ্রচার চালানো। মানুষের মত করে ভাবুন, একটা নন-প্রফিট সাইট যা কিনা আমাদের দেশের প্রযুক্তি ব্লগগুলোকে লিড দিচ্ছে তাকে নিয়ে অপপ্রচার চালানো কি ঠিক? অবশ্যই ঠিক না।

পিটিসি এবং আয় বিষয়ক ভুয়া টিউনঃ

এই বিষয়টি অস্বীকার করার কিছুই নেই। টেকটিউনসে বেশ কদিন এরকম বাজে টিউন হয়েছে। যদিও এখন সেগুলোর নাম গন্ধও খুজে পাবেন না, কারণ মোটামুটী ফুল টাইম মডারেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে মডারেটররা প্রায় সারাদিনই অনলাইনে থাকেন, এতে করে এরকম টিউন দেখামাত্রই পেন্ডিং করে দেয়া হচ্ছে।

তবে টেকটিউনস এ আয় বিষয়ক ভালো টিউনও হয়, আপনি নিয়মিত পাঠক হলে সেগুলো হয়তো খেয়াল করে থাকবেন। তবে যাই হোক আয় করতে নামার আগে ভেবে শুনে চিন্তা ভাবনা করে তারপর নামুন। এই টিউনটির সহায়তা নিতে পারেন- "অনলাইনে আয় করতে চান… কেউ আপনাকে রুখবে না, তবে সবকিছু বিবেচনা করে সঠিক পথে এগিয়ে যাওয়াটাই কি বাঞ্ছনীয় নয়?"

অপপ্রচার রুখতে আপনার করণীয়ঃ

  • যে যাই বলুক সেটাকে ঠাণ্ডা মাথায় নিয়ে, সঠিক উত্তরটাই দেয়ার চেষ্টা করবেন।
  • কোন কারণে বিতর্কে জড়ানোর প্রয়োজন নেই, তবুও যদি জড়িয়ে পরেন তবে উগ্র মনোভাব ত্যাগ করে শালীনতার সাথে যুক্তি দিয়ে কথা বলুন।
  • আপনি যদি সঠিক উত্তরটি না জানেন তবে যথাসম্ভব চুপ-চাপ থাকাটাই শ্রেয় হবে।
  • অপপ্রচার হওয়ার অন্যতম কারণ কতিপয় ইউজার স্প্যামিং করছেন, তারা যদি চান টিটি নিজের মান মর্যাদা অক্ষুন্য রাখুক তবে উচিত হবে স্প্যামিং বন্ধ করা।
  • কেউ যদি খুবই বাজে মন্তব্যও করে অনুগ্রহ করে আপনি বাজে কিছু করা থেকে বিরত থাকুন। সুকুমার রায়ের কিছু কবিতার লাইন নিজের মনে পোষন করুন, এতে ধৈর্য বাড়বে... "কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়?"

ভালো থাকুন সবাই... সুস্থ থাকুন, শান্তিতে থাকুন আর নিয়মিতভাবে টেকটিউনসকে আপনার সেরা প্রযুক্তি বিষয়ক লেখাগুলো শেয়ার করুন, যাতে টিটি আরো সমৃদ্ধ হয়। সমস্যা থাকবেই কিন্তু সেটা নিয়ে ব্যঙ্গ আর কটাক্ষ আর অপপ্রচার না করে গঠনমূলক সমালোচনা করা উচিত এবং সেটাই কাম্য

আমার টিউনার পেজ

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বড়ই আনন্দের কথা। 😀 😀

    কোন কথা পড়ে আনন্দ পেলেন হাসান ভাই? 😛 😛

    ভাই টেকটিউনস কে ভালবাসি তাই টিউন পরি ও করি ! কিন্তু টেকটিউনস এ কি সফটওয়্যার এর ক্র্যাক শেয়ার করা যাবেনা ? যদি না যায় তাহলে আর করব না ! ডিজে ভাইয়া ভাল হয়েছে । ওই পোস্ট টা দেখে মাথায় আগুন উঠে গেছে ~ কিছুই করতে পারলাম না । ওইখানে অ্যাকাউন্ট নাই তাই কমেন্ট করতে পারি নাই । আর ওইরকম সাইট এ অ্যাকাউন্ট খুলে নিজের কাছে টেকটিউনস এর মান কমাইতে চাই নাই তাই অ্যাকাউন্ট ও খুলি নাই !……

    সবার দোয়ায় টেকটিউনস আরও অনেক আগাবে ~ কারো হিংসা টেকটিউনস এর কিছু করতে পারবে না !

    Level 0

    আরীফ ভাই………এই লিঙ্ক টা দেখুন http://www.alexa.com/siteinfo/techtunes.io

    টেক্টিউন্স আলেক্সা তে ৫৮৬৯ এ এবং বাংলাদেশে ১৫ তে।যা কিছুদিন আগেও ১৭ তে ছিলো।

    Level 0

    টেক্টিউন্স নীতিমালা নিয়ে যে টিউন হয়েছে এবং এই টিউন,এই ২ টি স্টিকি করা হোক যাতে সবাই ঢুকেই পড়তে পারে।ডিজে ভাই কে অসাধারন ধন্যবাদ।চোক্ষাস লিখেছেন।

    ধন্যবাদ মুকুট ভাই… "চোক্ষাস" 😉

    Level 0

    একটা জনপ্রিয় সাইটের যেমন শুভাকাঙ্খি থাকে তেমনি অনেক অনাকাঙ্খি ও থাকে। তেমনি এই সাইটের ও অনেক অনাকাঙ্খি জন্ম নিয়েছে । যারা কোলের উপর বসে ধিরে ধিরে কাপড় ছিড়তে চাই এবং এই সাইটের অমঙ্গল চাই । তবে, আমাদের কতৃপক্ষ যদি নিয়ম কানুনের মাধ্যমে সবাই কে সতর্ক করে দেন তবে আর কেহ কোলের উপর বসে ধিরে ধিরে কাপড় ছিড়তে সাহস পাবে না । টেকটিউনের নিয়ম বর্হিভূত যদি কোন টিউন হয় তবে কতৃপক্ষ যেন কোন পূ্র্ব নটিশ ছাড়া সঙ্গে সঙ্গে টিউনার অথবা টিউনের বিরুদ্ধে ব্যাবস্হা নেন। এই শুভ কামনা আমার প্রিয় সাইটের প্রতি।

    মহা গুরুত্বপুর্ন পোষ্ট , ধন্যবাদ ডিজে আরিফ…।।

গুরুত্বপূর্ণ

গুরুত্বপূর্ণ টিউন সবার লেখা টা পড়া উচিত……..

Level 0

আসলে এবেপারে প্রজন্মকে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল
যথোপযুক্ত পোষ্ট হয়েছে 🙂 ডিজে

    আসলেই সতর্ক হওয়া উচিত ছিল তাদের, সমস্যা থাকবেই কিন্তু সেটা নিয়ে ব্যঙ্গ আর কটাক্ষ আর অপপ্রচার না করে গঠনমূলক সমালোচনা করা উচিত এবং সেটাই কাম্য। ধন্যবাদ লাকি ভাই 😛

    আমার অভিমত হচ্ছে প্রজন্ম কিভবে এমন একটা পোস্টকে পাবলিশ করল তাদের তো উচিৎ ছিলো পোস্টটাকে ডিলিট করে দেয়া। আমি নিজেই দেখছি টিটিতে এমন পোষ্ট হলে টিটির এডমিন রা পোস্টটাকে ড্রাফট করে দেয়।

    Level 2

    কথায় যুক্তি আছে।@Taher Chowdhury Sumon

এলেক্সা অনুযায়ী দেশের ৪ নং দেশীয় সাইট – কথাটা বুঝলাম না ।
টিউনটির জন্য ধন্যবাদ ।

    অ্যালেক্সা র‍্যঙ্কিং এ বাংলাদেশের শীর্ষস্থানীয় বাংলাদেশী মালিকানাধীন সাইটগুলোর মধ্যে টেকটিউনস বাংলাদেশের ৪ নং সাইট।

খুব সুন্দর হইয়েছে আপনার লেখা।

I love techtunes

Level 2

টেকটিউন্স হল আগামী প্রজন্মের তথ্য সেবা দেওয়ার কারি প্রতিষ্ঠান ।টেকটিউন্স কে বলছি,টিউনার ও টিউনারের টিউন -এই দুইটা কে যেন প্রাধান্য দেওয়া হয়। কারন মানসমত্য টিউন না হলে ভিজিটর আশবে না ।টেকটিউন্স এর এডমিন কে বলছি ,প্রতেক টিউনাদের কে সমান চোখে দেখা উচিৎ।মডারেটরদের ভুলের কারনে টিটির জনপ্রিয়তা কমতে পারে।পাশে থাকার চেষ্টা করবো।সঠিক কাজ সঠিক সময়ে না হলে কোন কিছু হয় না।

    "মডারেটরদের ভূলের কারণে টিটির জনপ্রিয়তা কমতে পারে" দিয়ে কি বুঝালেন? 🙄

Level 0

ninduk-e ra nidda korbei. . .bt sob potikul badha peri-e jabe techtune inshallah.

Level 0

ডিজে ভাই চমৎকার লিখেছেন।

কিছু নতুন পাখা গজানো তথাকথিত টেকি সাইট ভিসিটর পাবার আশায় টেকটিউনকে জড়িয়ে নানা আপপ্রচার চালাচ্ছে। এসবে কান দিলে কি চলে??? এতে তাদের কথার প্রতি গুরুত্ত দেয়া হয়। ভাড়াটে টিউনার দিয়ে কিংবা অ্যাডমিন একাধিক আইডি বানিয়ে যেসব সাইট চালায় তাদেরকে গুরুত্ত দেয়ার কোন মানে হয় না। টেকটিউনস সবসময় তার নিজের জায়গাতেই থাকবে।

    হুম… :mrgreen:

    @ হিমু… সহমত

    Level 0

    হুম…।ঠিক বলেছেন।টিউনার পেইজ তাদের ভিসিটর বারানোর জন্য টেক্টিউন্স টিউন করেছিলো।এখন তারাই টেক্টিউন্স এর নামে তাদের ওয়েবসাইট এ বদনাম করছে।আর মজার ব্যপার হল যারা বদনাম করছে তারা সবাই টেক্টিউন্স এ কোনো না কোনো ভাবে পচা টিউন অথবা বাজে মন্তব্য করে বিতারিত হয়েছেন।

    ঠিক বলেছেন মুকুট ভাই। আমি লক্ষ্য করেছি ব্যাপার টা যারা ঐ বদনাম গুলাইন করছে ওঁরা সবাই কিন্তু টেকটিউনস থেকে ব্যান হওয়া অথবা কারো টিউন ডিলিট করা (আর টেকটিউনস তো সাধে কারো টিউন ডিলিট করে না, কোন না কোন কারণ থাকে)।

    এক্সকিউজ মি! আমি কিন্তু প্রজন্মে টেকটিউনসকে নিয়ে ঐ আর্টিকেলটি লিখেছিলাম। তবে, আমি ব্যানও হয় নি বা আমার লেখাও সরানো হয় নি।

    @অনিরুদ্ধ অধিকারী এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, আপনাকে ব্যান করা উচিৎ ছিল। তাহলে অন্য সাইটে গিয়ে দালালী করে এইখানে আবার বড় গলায় কমেন্ট করতে আসতেন না। যাদের কাছে টাকা খাইছেন, সেখানে যান। টেকটিউনে আসতে কইছে কে??

    জনাব হিমু,

    আপনার একটু বুঝে শুনে কথা বলা উচিত। প্রজন্ম ফোরাম একটা পুরাতন এবং বাংলা ফোরামগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফোরাম। প্রজন্ম ফোরাম কোয়ান্টিটির কথা চিন্তা করে না। সব সময় কোয়ালিটির কথা চিন্তা করে। অনিরুদ্ধ প্রজন্ম ফোরামের কেউ না যে সে প্রজন্ম ফোরামের জন্য কাজ করবে। অনিরুদ্ধ না বুঝে যেভাবে প্রজন্ম ফোরামে পোস্ট করেছে ঠিক সেই ভাবে আপনি ও না বুঝে উত্তর দিলেন।

সঠিক সময়ে সঠিক টিউন 🙂

Level 0

টিটি কে হেলথিফুল রাখতে আমাদের সবাই কে এগিয়ে আশা উচিৎ।অনেক গোছানো টিউন।ভাল লাগলো।

    সকলের সম্মিলিত প্রেচেষ্টাই পারে টিটিকে আগামীর জন্যে আরো পরিণত করতে…

Level 0

টিটির মডেরটরদের বিরুদ্ধে কোন সময় অভিযোগ ছিল না ভবিশ্যতেও থাকবেনা । আপনার টিউনটি পড়ে টিটি কতৃপক্ষের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে । টিটিকে খুব ভালবাসি তাই যে টিটির বিরুদ্ধে কেউ কিছু বলবে তাকে ছেড়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় ।

    আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো… তবে "টিটির বিরুদ্ধে কেউ কিছু বলবে তাকে ছেড়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়" এই মনোভাব থাকা ভালো তবে অবশ্যই সংঘর্ষে জড়াবেন না, ঠাণ্ডা মাথায় যুক্তি সহকারে প্রতিবাদ করতে পারেন।

অনেক ভালোবাসি টিটি কে…….

শুধুমাত্র ঈর্ষনীয় সাইটগুলোর বিরুদ্ধেই এমন অপপ্রচার চালানো হয়। টিটি বাংলাদেশের ঈর্ষনীয় সাইটগুলোর মধ্যে প্রধান। এজন্য টিটিকে নিয়ে আমি গর্ববোধ করি।

    ডিজে ভাইকে আমি অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি, এরকম একটি সময় উপযোগী টিউন করার জন্য।

    ক্ষুদে টিউনার – আপনার কথায় ডিজে ভাই প্রসন্ন হয়েছে…

গুরুত্বপূর্ণ টিউন। ভালো লাগলো টিউন টা দেখে।
" কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়? "
এই কথার পর আর কথা থাকতে পারে না। টেকটিউনস অবশ্যই স গৌরবে এগিয়ে যাবে, কেউ এটাকে দাবিয়ে রাখতে পারবেনা।
টেকটিউনস ইজ দ্যা বেষ্ট।
ধন্যবাদ ডিজে যুক্তিভিত্তিক গুছানো একটা টিউনের জন্য।

    ধন্যবাদ সুমন ভাই, গত বেশ কয়েকদিনে আপনি বেশ একটিভ ছিলেন,এরকম একটিভ ইউজার টিটিকে অবশ্যই সগৌরবে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে…

    হুম ঠিক কইচো ডিজে 🙂

    ডিজেকে আরেক বার ধন্যবাদ। ইনশাআল্লাহ্‌ টেকটিউনস আরও অনেক অনেক এগিয়ে যাবে।

    জিহবা বাইর করার ইমো ওয়ারডপ্রেসে দেয়া যায় না দেখে তোমারে মিস্টার গ্রিনই দিলাম… লও দেহো আমার মিস্টার গ্রিন এর দাঁত কত পরিষ্কার… ই ই ই ই ই :mrgreen:

    কে কইছে ওয়ার্ডপ্রেস জিহব্বা বাইর করার ইমো দেয় না?
    এই দেহ 😛 দেহ দেহ ! 😛 লাল জিহব্বা।

    😆

    আরে ইহা লাল জিহ্বা বাইর করলেও দেখে মনে হয় হাসতেসে দাঁত অনুপস্থিত এখানে… 😛

    মনে হয় 😉

    আমারও সেটাই মনে হয়। হা হা হা টেকটিউনসে ভেঙ্গিয়ে শান্তি নাই। আফসুস। 😆 😆 😆 😆

লোকে না বুঝে অনেক কথাই বলবে… 🙄

    তা ঠিক, কিন্তু যখন বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার উদ্দেশ্যেই এরকম করে তখন? :shock :

অনেক ভালোবাসি টিটি কে

    আরে বাদ দেন, এরকম ডিজিটাল ছাগুর বেইল দেয়না টেকটিউনস…

    এটা ২০০৯ সালের পোস্ট।তখন কিছু সমস্যা ছিল টিটির।এখন আলহামদুলিল্লাহ্‌ এগুলো কাটিয়ে উঠতে পেরেছে।

    ছাগু আর ফাগু, মুখে করে দেন হাগু 😛 😉

    উরে খাইসে… শাওন ভাই দেহি পুরাই ইন একশন…

    আবার জিগায় 😉

দারুন খবর

24,500 Tk পার মানথ!
2,94,000 TK প্রতি বছর? এটা কি সত্য না কি কাল্পনীক কথাবার্তা?
আর বছরে 3 লাখ টাকা ডোনেট করতেছে কে??

    প্রতিমাসে নূন্যতম ৩৫০-৪০০ ডলার করে খরচ হবে ক্লাউড সার্ভারে গেলে। যার পুরোটাই বহন করছেন আমাদের শ্রদ্ধেয় জালাল ভাই।

আরিফ ভাই নিঃসন্দেহে প্রশংসার দাবিদার একটি টিউন। এরকম টিউন নিয়মিত করা উচিত। ধন্যবাদ

ভালো লিখেছেন। পাশে আছি…

টিউনটির জন্য আন্তরিক ধন্যবাদ…

    আপনাকেও আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ…

এই রকমই একটা টিউনের দরকার ছিল

চরম হইচেরেররররররররর ডিজে 😀

    শাওন, আপনাকে আমি অনেকদিন পর টেকটিউনসে দেখলাম। আপনি এখন আর টেকটিউনসে টিউন করেন না কেন ভাই?

    প্রতিদিনই তো ভিজিট করি, মন্তব্য করি ভাই। বাট, টিউন করা হয় না কারনবশত। শেষ টিউন গত বছর আগষ্টে করেছি সম্ভবত। আবারো টিউন নিয়ে ফিরবো শিগ্রই। দোয়া রাখবেন 🙂

    কেনযে শাওন ভাই রংপুরে থাকে… ঢাকায় থাকলে আমাগো লেগা টিউন না করার অপরাধে তারেই ব্যান করে দিতাম… অপেক্ষায় থাকলাম… টিটিতে আবার নিয়মিত হবেন আশা করি… নাইলে কইলাম কারফিউ জারি করুম… 😈

    হেহ হেহ হেহ …. ধীরে বৎস ধীরে 😛 😉

কে কী কইল না কইল তাতে কিছুই আসে যায় না। এইটাকে অপপ্রচার না বলে প্রচারও বলতে পারেন। যে আগে টেকটিউনসে আসত না, সে যদি এই কারনেও একবার শুধু টিটিতে আসে তাইলে নিশ্চিত সে পরের বার থেকে নিয়মিত আসা শুরু করব। এবং সহজেই বুঝতে পারবে সে যা শুনেছিল সব আসলে ভুল! টেকটিউনস ইজ দ্য বেস্ট।

টিউনটা ভাল হয়েছে। কিন্তু এই পোষ্ট এর মাধ্যমে একটা কথা শেয়ার করতে চাই। আমরা টেটি তে আসি টিউন আপডেট দেখতে নতুন কোন টিউন আছে কি না? আর সেই সময়টা খুব কম, আমাদের প্রযুক্তির সাথে যারা যুক্ত তারা অনেক বিজি। আর সেই সময় এসে যদি সার্ভার ডাউন দেখে তাহলে একটু খারাপ লাগারই কথা। একটা পাওয়ারফুল ডেডিকেটেড সার্ভার নিয়ে পরিচালকগন যদি কিছু add দেন সহজে সার্ভারের খরচ উঠে যাবে। এলেক্সা অনুযায়ী দেশের ৪ নং দেশীয় সাইট এবং বাংলাদেশে ১৫নং সাইট। এই সাইটটে add দিলে প্রতি মাসে ৫০-৬০ হাজার টাকা সহজে পাওয়া যায় যেটা সার্ভার এর জন্য যথেষ্ট।

    এড… আপাতত যেসকল সমস্যা আছে সেগুলো কাটিয়ে ঊঠে নিই আমরা… নইলে এই এডের জন্যেও অনেক কথা শুনতে হবে, হ্যা টিটির এরকম চিন্তা-ভাবনা আছে… সকল প্রকার সমস্যার উপযুক্ত সমাধান হলে টিটি নিজেকে সাপোর্ট দেয়ার জন্যে কিছু একটা করবে ঈনশাল্লাহ।

যারা সার্ভার সার্ভার করে চিল্লায় তারা উন্নত সার্ভার চালনোর খরচ দিলেই হয়………

    😆 এরিও হাঁচা কথা কইসেন তো… হেতেগো কওয়ন লাগবো যাতে সার্ভার কোস্ট তারা দেয়… 😉

    সার্ভার নিয়া চিল্লাবে না তো কি নিয়া চিল্লাবে? মাথায় সমস্যা থাকলে ঘুরে দাড়ান। যাদের সাইট তারা সার্ভার এর খরচ দেবে। আর যারা সার্ভার নিয়া চিল্লায় তারা সার্ভার খরচ দিলে সাইট টা তাদের নিকট হস্তান্তর করে দেন।

আমার কাছে মজা লাগে যখন কেও বদনাম করে টেকটিউন্সের ব্যাকলিঙ্ক বাড়ায়। আরো বদনাম করতে দেন। তাইলে টেকটিউন্সের ব্যাকলিঙ্ক নারো বাড়ব আর গুগলে আরো উপরে উঠব।

Level 0

দেরিতে হলেও ধন্যবাদ জানাই টেকটিইউনস্ কে এরকম পদক্ষেপ এর জন্য……………… আর হ্যাঁ আরিফ টিউনটি খুব দরকার ছিল এ মুহুর্তে টেকটিইউন্সের জন্য……………
ধন্যবাদ…………..

Level 0

ক্র্যাক,কীজেন নিয়ে যে সমালোচনা করা হয়েছে তা নিয়েও কিছু লেখা উচিত ছিল।

    অপেক্ষায় থাকেন, টিটি উইল বি ইন ফুল একশন… 😈

ধন্যবাদ ডিজে আরিফকে মূল্যবান সময় ব্যয় করে টিউনটি করার জন্য। তবে সার্ভার সংক্রান্ত যে অংশটুকু লিখেছেন তা নিয়ে আমার দ্বিমত রয়েছে। যেমন ৬০০০ ভিজিটরকে অনেক বেশি ভিজিটর মনে করে বললেন এতো ভিজিটর হলে সার্ভার ডাউন থাকতেই পারে। এর চেয়ে অনেক ভিজিটর নিয়েই অনেক সাইট বাংলাদেশেই চলতেছে। বার বার ডাউন হয়ে যাচ্ছে না। শুধু মাত্র সার্ভার লোডের ক্ষেত্রে ভিজিটরই ফ্যাক্টর না। তার সাথে স্ক্রীপ্ট, প্লাগিইন ইত্যাদির ও সম্পর্ক রয়েছে। অনেক সাইট আছে যেগুলোর প্রতিদিনের ভিজিটর ৪০ থেকে ৫০ হাজার এবং সেগুলো ডেডিকেটেড সার্ভারে ভাল মতোই চলতেছে। আর টেকটিউন একটা ভাল মানের ভিপিএসে সুন্দর ভাবেই চলবে। তবে হোস্টিং মার্কেটে একটা কথা আছে যেমন পে করবেন তেমন সার্ভিস পাবেন। এখন যদি আপনি ১০ ডলার দামের ভিপিএসকে ভাল মানের করেন তাহলে আর কিছু বলার নাই। ভাল মানের ম্যানেজড ভিপিএসের দাম পড়বে ৫০-১০০ ডলার প্রতি মাসে। এবং টিটি ৮৯ -১১০ ডলারের হাইব্রিড ভিপিএসে ভাল মতোই চলবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মাসে ৩০০-৪০০ ডলার ব্যয় করা লাগবে না। আর হোস্টিং খরচের কথা যা বললেন তা ইচ্ছে করলেই উঠানোর ব্যবস্থা করা যায়।

আরেকটা কথা বলতে চাচ্ছি দয়া করে আমার কথাকে খারাপ ভাবে নিবেন না। মিডিয়া টেম্পল ডেডিকেটেড সার্ভার বিক্রি করে না। কিন্তু বলা হয় টিটি নাকি ডেডিকেটেড সার্ভারে চলে। তাই কিছু লোক এটা নিয়ে ব্যঙ্গ করার সাহস পায়। আপনি https://www.techtunes.io/review/tune-id/34620/ এই পোস্টে দেখুন। টিটি মিডিয়াটেম্পলে ভিপিএস নেয়ার পর এডমিন ডেডিকেটেড সার্ভার ম্যানেজ করার মানুষ খুজেন।

    আহহা ভুল বললেন… ভাই যেহেতু ওই কথাটি লিখেছি তাই আপনার বোঝা উচিত ছিল না বুঝে লিখিনি। ইউনিক ভিজিটরই হয় ৬০০০-৮০০০ আর মোট মাট পেজভিউ মিলিয়ে দিনে সাইটটাকে ২০০০০ বারেরও অধিক দেখা হয়… তাই সার্ভার চাপ সাধারণ… এই সমস্যা মেটানোর জন্যেই আমরা ক্লাউড সার্ভারে যাচ্ছি… 😈

    আপনার হোস্টিং সম্পর্কে ধারণা নাই লেখা থেকেই বুঝা যায়। ২০ হাজার পেজ ভিউ ও কিন্তু বেশি না।

    একমত DHmart.info

    আরেহ সালেহ ভাই যে 😀
    আমার সাইটও ( http://comicz.co.cc) কিন্তু সালেহ ভাইয়ের সার্ভারে হোস্ট করা, ব্যপুক স্পীড 😀 মনে বড় আশা আমার সাইটেও একদিন টেকটিউনসের মত ভিসিটর আসবে (day dream) !

    আমার হিসাব হয়তো বা ভূল থাকতে পারে…

টেকটউনকে ভালবাসি টেকটউনের সাথে আছি থাকব, আরিফ ভাইকে ধন্যবাদ।

mama apni Kub Valo liksen
Thanks

    আরে ভাগ্নে যে… এইতো লিখে ফেললাম আরকি… 😀

😆 😆 😈 😈 😈 😈 😈 😈 😈 😈 😈 😈 😆 😆

"হ্যাকিং প্রধাণত দুই ধরণেরঃ ১.হোয়াইট হ্যাট ২. ব্ল্যাক হ্যাট" গ্রে হ্যাট কৈ গেলো ? http://en.wikipedia.org/wiki/Grey_hat

    প্রধাণত দুই ধরণের… গ্রে হ্যাট এই দুইয়ের মাঝামাঝি…

বাজে কথায় কান দিতে নেই। অপপ্রচারকারীরা তাদের কাজ চালিয়ে যাক, আর তাদের অপপ্রচারের কথায় হয়ত অনেকেই এই ফালতু(!) সাইটে আসবে; অতঃপর তাদের সামনে সত্য প্রকাশিত হবে….. সাইটটি ফালতু কিনা??

Level 0

আরিফ ভাই, ভাল কাজে বাধা আসবেই, তবুও এগিয়ে যেতে হবে। সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যাবে মায়ের ভাষায় কথা বলার টেকটিউনস্। কারন আমরা মন থেকে মন থেকে ভালবাসি………………ধন্যবাদ।

যারা সার্ভার নিয়া বড় বড় কথা বলে তাদের ভাবা উচিত তারা নিজেরা কখন চিন্তা করবে কিনা বিনা লাভে প্রতি মাসে ৪০০ ডলার ব্যয় করা অপরের জন্য। তাদের উচিত বড় বড় কথা না বলে জালাল ভাইকে যথোপযুক্ত সম্মান দেয়া।

    ৪০০ ডলার ব্যয় প্রয়োজন কেন? আর সাইটে বিজ্ঞাপন এর ব্যবস্থা করলেই তো টাকা উঠে যাওয়ার কথা। সাইটে বিজ্ঞাপন দিলে তো কোন ভিজিটর এর ক্ষতি হবে না।

    অতিরিক্ত এক জন আপনি কমেন্ট করেছেন কিন্তু নিজে কিছু জানেন না। জালাল ভাই কে সম্মান দেওয়া উচিত আর সেটা সবায় দেয়। ৪০০ ডলার বুঝেন? ৪০০ ডলারের সার্ভার কিনলে টেটির মত ৪-৫ টা সাইট চালান যায়। হোষ্টিং কি জিনিস জানে না আবার সার্ভার নিয়া কমেন্ট করে। অদ্ভুত সব……………………

    আমার হিসাবে হয়তো ভুল আছে। সঠিক ইনফু বোধহয় দিতে পারিনি তাই বলে কি সবার সাথেই ঝগড়া করবেন নাকি। দরকার ছাড়া টেকটিউনস ক্লাউড হোস্টীং এ যাবে না… দরকার আছে বলেই যাচ্ছে, আর DHmart.info বুঝলাম আপনি মহাজ্ঞানি লোক, তাই অনুগ্রহ করে টেকটিউনসে আপনার ধারণা শেয়ার করেন না কেন? পোস্ট করেন আর বিস্তারিত বুঝিয়ে দেন কি করা উচিত কি না করা উচিত…

    আরিফ ভাই,

    আমি মহাজ্ঞানী নই। আমি কম বুঝি, তবে যা বুঝি ভাল করেই বুঝি। আরেকটা স্বভাব আছে আমার অলসতা। এজন্য আমি টপিক দিতে পারি না। তবে ছোট ছোট মন্তব্য দিতে আলসেমি লাগে না। টিটির ক্লাউডের দরকার আছে কি নাই আমি নির্ধারণ করার কেউ না। আমি শুধু আমার মতামত মন্তব্যের মাঝে দিয়েছি।

    আপনাকে ধন্যবাদ, ভাল থাকুন।

কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়?" er por r keco bolar takena

    ……………………………………… কেন বাংলা আর জানেন না? হাতি হাটবে পিছনে কুকুর ঘেও ঘেও করবে। হাতির কি আর পিছে ফেরার সময় আছে?

টেকটিউনসকে অনেকে পছন্দ করে না এটা যেমন সত্য তেমনি টেকটিউনসের হিতাকাঙ্ক্ষীরও কোন অভাব নাই । কিছু কারন আছে , যার কারনে টেকটিউনস আলোচিত সমালোচিত, আমরা যারা নিয়মিত টেকটিউনস ভিসিট করি তারা সবই জানি মোটামুটি। তবে কি, সবকিছুর জন্যই সময় লাগে , আগে ভাল মডারেশন ছিলনা বলে টেকটিউনস কিছুটা সমালোচিত হয়েছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হয়েছে সামনে আরও হবে। টেকটিউনস এডমিন প্যনেলকে অনুরোধ যারা আসলেই মেধাবী তাদের যেন যথাযত মুল্যায়ন করা হয় ( আমি শুনেছি কয়েকজন ভাল টিউনার চলে গেছেন/ ব্যন হয়েছেন), তাতে করে আমাদের টেকটিউনস এর মান আরও অনেক বাড়বে। টেকটিউনসের কারনে অনেক কিছু নতুন শিখেছি। বর্তমানে টেকটিউনসের যেটা সমস্যা : অনেক ছোট/ মানহীন টিউন হচ্ছে। এটার সল্যুশন : নতুন টিউনের আলাদা পেজ থাকবে , যেটা সবার জন্য উন্মুক্ত । আর মেইন পেজ এ বাছাই করে ভাল টিউনকে স্থান দেয়া হবে।

সাইফ
এডমিন [www.comicz.co.cc]

    ভালো টিউনারদের কখওই ব্যান করা হয়নি ….. প্রমান দিতে পারলে টিটি থেকে আমি আমার নিজের আইডি ব্যান করব ….. পারবেন?

    শোনা কথায় আর কান দিয়েন না দয়া করে ….. আমাদের সাথেই থাকেন…

    ধন্যবাদ

পুরো মাখন!!!! মাখন!!!!!

Level 0

এই অপপ্রচারে কারনে টিটির ভিজিটর বেড়ে গেলো, যারা আগে টিটিতে আসেনাই, তারাও এসেছে। আমার মনে হয় এই নতুন ভিজিটার গন বার বার ফিরে আসবে।

Level 0

আমার মনে হই Techtunes ছাড়া আমি ভাচুম না …………………………………
…………………………………..
Techtunes ছাড়া আমি ২ মিনিট থাকতে পারবো না ……………যে যতো কথাই বলোক……..আমি বলি Techtunes একটি পাঠশালা …….আর আমি এ পাঠশালা ছাড়া আমি থাকবো না…………………………………………… না………………………………………………………. না ……………………………………………ok

এজন্যই টেকটিউনস আজ ধীরে ধীরে বাংলাদেশের শেষ্ট টেক ব্লগে পরিনত হয়েছে। এই সাইট টি যে কতটা ঊপকারি তা আসলেই না দেখলে বোঝা যাবে না। এরকম একটা সাইট আমাদের জন্য গর্ব বলে মনে করি।

সঠিক সময়ে, সঠিক টিউন ডিজে। আমার যতটুকু শিখতে পারতেছি শুধুমাত্র এই টিটির জন্য।

Level 0

খুব সুন্দর বলেছেন। ভালো লাগলো। ধন্যবাদ………

Level 0

ভাই কোন হস্টিং কোম্পানি প্রতিমাসে ৩৫০-৪০০ ডলার রাখে কস্ট করে বলবেন কি? এবং ক্লাউড সার্ভার কোনটা বলবেন কি? বাংলাদেশ এর ১নাম্বার সাইট হল http://www.prothom-alo.com ওদের ভিজিটর আপনাদের থিকে অনেক অনেক বেশি। ওরা hostgator.com থিকে ওদের সাইট হস্টিং করে। আর আমার জানামতে ওয়ার্ল্ড এর বেষ্ট হস্টিং কোম্পানি হলও hostgator. hostgator এ কখনো সারভার ডাউন থাকে না। hostgator এর hosting er price gula holo ———– Reseller Hosting ( $19.96/month) . VPS Hosting ( $15.96/mo ) Dedicated Servers ( $139/month ). আর অনেক প্রশ্ন আছে এখন আর বললাম না।

    আপনাদের তো সারা বছর পাওয়া যায়না …. এখন কোথা থেকে উদয় হলেন …. আমরা টেক সাইটের Ranking নিয়ে কথা বলছি …. প্রথমালু কি টেক সাইট?

    Level 0

    ভাই আমি ত টেক সাইট এর কথা বলতাসি না। আমি হস্টিং এর কথা বলতাসি। আর আমি প্রতিদিন টিটি তে থাকি। কিন্তু পোস্ট করা হয় না। এত টাইম থাকে না। আপনি ইচ্ছা করলে আমার আগের পোস্ট গুলা দেখতে পারেন আমি আগে অনাক ভাল ভাল পোস্ট করতাম। আর এখন মাজে মাজে খালি কমেন্ট করি। তাই আপ্নারাও কমেন্ট করার আগে ভাল মত বুজে নিবেন কি বলতাসেন।

    আমাদেরকে বুঝিয়ে একটা টিউন করেন ….. আমরা কম বুঝি ….. আপনার মত বুঝলে তো রিপ্লাই করতাম না 🙁

    @টিনটিন,

    প্রথম আলু টেকি সাইট না দেখে যতই ভিজিটর হোক কোন সমস্যা না।আর টিটি টেকি সাইট হওয়াতে ৬০০০ ভিজিটরের চাপ সহ্য করতে পারে না। ভালই বুঝালেন দেখছি।

    টিনটিন ভাইয়ের সাথে সহমত… DHmart.info আপনার কথার উত্তরে বিস্তারিত লিখে টিউন করা হবে… ওয়েট করুন আপাতত…

    টেকটিউনস একটা সোসিয়াল ব্লগিং প্ল্যাটফরম… টেকটিউনসে প্রতিনিয়ত অসংখ্য কমেন্ট আর টিউনরের জন্য এর database এ ডিস্ক I/O (read/write) রেট অনেক বেশি থাকে সেই সাথে ডাইনামিক কনটেন্ট সার্ভিং তো আছেই। তাছাড়া স্ট্যাটিক কনটেন্ট সার্ভের জন্য টেকটিউনসে Amazon S3 ব্যবহার করা হয় যেহেতু টেকটিউনসে প্রচুর ইমেইজ আপলোড হয়, যার খরচ আলাদা। প্রথম আলো অনান্যা পত্রিকার সাইটে DB write, read এর তুলনায় খুব কম তা ছাড়া ইমেইজ কনটেন্টও আপলোড ও লিমিটেড। Hostgator এর disk I/O লিমিটেড, এছাড়া compute cycle ও অনেক কম। তা ছাড়া VPS আর Cloud এক নয়। যা টেকটিউনসের মত ব্লগ সাইটের জন্য নয়। টেকটিউনসের বর্তমান সার্ভার আর্কিটেকচারে DB I/O অপটিমাইজড ও DB ক্যাশিং implement এ লিমিটেশন থাকায় সার্ভার ওভারলোডে অতিরিক্ত ভিজিরট ঠুকতে সমস্যা হয়। তবে টেকটিউনসের নতুন cloud সার্ভার এ সার্ভার আর্কিটেকচার সম্পূর্ণ ভিন্ন। যেহেতু টেকটিউনসের নতুন আর্কিটেকচার ক্লাসটারিং, তাই খরচ বেশি হলেও Scale, Faster এবং Optimized. টেকটিউনসের নতুন সার্ভার আর্কিটেকচার নিয়ে কাজ চলছে। আর নতুন সার্ভার আর্কিটেকচারে সিফট হবে খুবই শ্রীঘ্রই।

    Level 0

    ভাই আপ্নারা বেশি কথা বলেন। আমি খালি জিগাস করসিলাম আপ্নারা কোন সারভার এ ৩০০-৪০০ $ দিয়ে হস্টিং করেন। এত কথা বলেন দেইখা এখন আর পোস্ট করতে ইচ্ছা করে না। পোস্ট করা সাইরা দিসে।

    @মেহেদি হাসান,

    ডিস্ক I/O রেট ভিপিএসে কম হবে তা ঠিক। কিন্তু এজন্য সার্ভার ওভারলোড হবে কেন? ভিপিএসে সার্ভার ওভার ভিপিএস মালিক ও কন্ট্রোল করতে পারবে না। কারণ আপনি পিজিকাল সিপিউ পাচ্ছেন না। সব কিছুই ভার্চয়াল, এখন হোস্টিং কোম্পানি যদি তার ডেডি ওভারসেলিং করে এই সার্ভারের অন্য ভিপিএস ব্যবহারকারী সব রিসোর্স দখল করে নেয় তাহলে আপনার ভিপিএস ও ওভারলোড সমস্যার সম্মুখীন হবে। আর মাহবুব৭৮, এর শেয়ার্ড হোস্টিং ব্যবহারের সাজেশনটা ও বাস্তব সম্মত না। ক্লাউডে নিয়ে যাচ্ছেন ভাল। আমি এটা নিয়ে কিছু বলছি না। কিন্তু আপনারা যে ভিপিএস ব্যবহার করছেন তা খুব ভাল মানের নয়। দুনিয়ার সবচেয়ে ভাল ভিপিএস প্রোভাইডার হচ্ছে Known Host। এদের আপটাইম ৯৯.৯৮% hyperspin এর মনিটরিং ফলাফল অনুযায়ী। এবং এদের hybrid VPS এর Disk I/O রেট অনেক ভাল। আর ডিস্ক I/O রেটের সাথে হার্ডডিস্কের সম্পর্ক রয়েছে। SAS হার্ডড্রাইভে ভাল ডিস্ক I/O পারফরমেন্স পাওয়া যায়। তারপরেই ভিপিএস প্রোভাইডারে মধ্যে রয়েছে Future Hosting , দাম যেমন সার্ভিসও তেমন। এখন একটাই আশা থাকবে ভাল ক্লাউড প্রোভাইডার নির্বাচন করবেন।

দায়িত্ববানের মত কাজ করেছেন
ধন্যবাদ

    করার চেষ্টা করেছি… ধন্যবাদ শাহেদ ভাই।

Level 0

ধন্যবাদ! হতাস হওয়ার কিছু নেই! ওরা এটুকুও বুঝে না যে, অপপ্রচারেই বেশি প্রচার হয়।

কিছু হিসাবে ভুল আছে আরিফ, বাট ইউ হ্যাভ কনক্লুডেড উইথ পারফেক্ট মোরাল 🙂

    জানি সেকারণেই কয়েকজন কমেন্টে অন্যরকম কথা বলছে, সঠিক হিসাব টা জানালে আপডেট করে দিতাম… 😀

    হিসাব কিতাব করে লাভ নাই। যা সত্য তা চলে এসেছে।

    আর প্রোফাইলে ঢুকে ডিসপ্লে নেম টা পরিবর্তন করা যায় না। ইমেইল পরিবর্তন করা যায় না। এসব সমস্যা তো বহু দিনের।

    আপনি প্রোফাইলে ঢুকে আপনার ডিসপ্লে নেম পরিবর্তন করতে পারবেন। আর ইমেইলও পরিবর্তন করতে পারবেন, আসলে আপনি পারছেন না সেটা বললেই হতো, এটা কখনোই সমস্যা ছিলো না… https://www.techtunes.io/wp-admin/profile.php এখানে গিয়ে সব পাল্টাতে পারবেন… আর আমি আবারও বলছি সঠিক হিসেব আমার জানা ছিলো না, আর মেহেদী ভাই উপরে আপনার কমেন্টের জবাবে জানিয়েছেন কেন কি হয়েছে…

    @ ডিজে আরিফ,

    আপনি আমাকে কিভাবে পরিবর্তন করতে হয় শেখানো লাগবে না। আমি অনেকবারই চেষ্টা করেছি। আপডেট দেয়ার পরও আগেরটাই দেখায়। আর মেহেদি যে জ্ঞান জাহির করছেন আমি দেখেছি। এবং আমি রিপ্লাই ও দিয়েছি দেখে নিয়েন।

    ভুল বললেন ভাই, চেঞ্জ করা যায় না এটা কোন কথা হলো? আমি এইমাত্র কমেন্ট করার আগেই পরিখামূলক চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ পরিবর্তন সফল ভাবেই হয়েছিল…

    আরিফ ভাই,

    আমি অনেক ট্রাই করলাম, কিন্তু ডিসপ্লে নেমটা পরিবর্তন হচ্ছে না। ইমেইল পরিবর্তন ঠিকই হয়েছে। আর আমি ভুল বলব কেন বুঝলাম না।

ভাল লিখেছেন।

আরিফ একটু লক্ষ্য কর-

<b>'উত্তম ও অধম' এর লেখক শেখ সা’দী আর অনুবাদ করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ।

শেষের পঙক্তিগুলো হবে……

"কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা' বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?"</b>

{আর টিউনে ব্যাকরণ ও বানানের শুদ্ধতা সম্পর্কেও সতর্ক থাকা আমাদের কর্তব্য}

    আর হ্যাঁ….. টেটির মোবাইল সাইট কবে হবে?…..

জয় বাংলা
জয় টেকটিউন্স

৥ডিজে আরিফ ভাইয়া,
টিউনটির জন্য প্রথমে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। তারপর বলছি, টেকটিউনস আমার অনেক প্রিয় জায়গা। আমার সব ধরণের টেক বিষয়ক জ্ঞানের প্রথম এবং অনন্য পাঠশালা হচ্ছে এই টিটি। টিটির বিরুদ্ধে যেকোন ধরণের অপপ্রচারের কঠোর জবাব দিতে আমরা টিটির ভক্তরা প্রস্তুত আছি। টিটি এগিয়ে যাবে আরো বহুদূর। সব বাঁধা ডিঙিয়ে আমাদের নিয়ে যাবে আমাদের স্বপ্নের প্রিয় বাংলাদেশের খুব কাছে। যে বাংলাদেশ প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থান দখল করে থাকবে। জানি, আমার কথা শুনে হয়তো কেউ পাগলের প্রলাপ বলবেন, কেউ আবার হেসে উঠবেন। যে যাই করুন, মনে রাখবেন, স্বপ্ন যতো অবান্তরই হোক, যদি আপনি স্বপ্নের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা ধরে রাখতে পারেন। তাহলে আপনার স্বপ্ন একদিন সফলতার নতুন ভোর অবশ্যই দেখতে পাবে। আমি সে অপেক্ষায় থাকি। টেকটিউনসের জন্য অনেক অনেক শুভ কামনা। কর্তৃপক্ষের কাছে অসম্ভব শ্রদ্ধা জানিয়ে রাখছি। সবাই ভালো থাকুন। এই প্রিয় দেশটার ভালো একদিন হবেই।