টেকটিউনস... বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের সবচেয়ে বড় মিলনমেলা। এলেক্সা অনুযায়ী দেশের ৪ নং দেশীয় সাইট এবং বাংলাদেশে ১৫নং সাইট। হয়তো এর পাশাপাশি আরো অনেক টেকনোলজী ভিত্তিক সাইট আছে এবং হচ্ছে... কিন্তু এখন অবধি তাদের মধ্যে কোনটিই টেকটিউনসের মত মানসম্মত হয়নি, তাদের কোনটিই টেকটিউনসের সাথে পাল্লা দেয়ার যোগ্যতা লাভ করে নি।
টেকটিউনস কখনোই বাংলাতে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট বা ব্লগকে নিরুৎসাহিত করবে না এবং করেছেও না। নতুন প্রযুক্তিভিত্তিক যেকোনো ব্লগকে স্বাগতম জানানো হচ্ছে। টেকটিউনস চায় তারা টেকটিউনস থেকে ধারণা নেক, শিখুক অতঃপর এর মত ওয়েবসাইট বা ব্লগ তৈরি করুক কিন্তু কখনোই তা যেন টেকটিউনসকে হেয় করে না করা হয়। প্রযুক্তি ভিত্তিক কোন ব্লগ যদি টেকটিউনস এর মত বা টেকটিউনসের চেয়ে ভালো হয় তাতে টেকটিউনস কখনোই কোনভাবেই সেটার বিরোধিতা করবেনা। বরং তা আমাদের বাঙ্গালীদের জন্যে গর্বের বিষয় তথা টেকটিউনসের জন্যে গর্বের বিষয়।
বাংলাদেশ তথা দুই বাংলাতেই ইউনিকোডভিত্তিক সর্বপ্রথম টেকনোলজি বা প্রযুক্তি বিষয়ক ব্লগ টেকটিউনস। বাংলাদেশে ব্লগিং এর জনক সামহোয়ারইনব্লগ কে যেমন অস্বীকার করা সম্ভব না, তেমনি বাংলাদেশের প্রযুক্তি ব্লগের প্রতিষ্ঠাতা টেকটিউনসকেও পাশ কাটিয়ে যাওয়া সমীচীন না। প্রযুক্তি বিষয়ক ব্লগগুলোর দিকদিষারী আমাদের এই টেকটিউনস, সুতরাং এরকম আরো হাজারখানেক বাংলা ব্লগ হলেও আমাদের কোন আপত্তি নেই, সেটা আমাদের গৌরবের বিষয় হবে।
টেকটিউনসের পাশাপাশি আরো যেসব প্রযুক্তি বিষয়ক ব্লগ রয়েছে সেগুলোর কোনটিই তেমন মানসম্মত কন্টেন্ট এর অধিকারী নয়, আশা করি সেগুলোও একসময় মানসম্মত হবে। আজকাল নানান প্রযুক্তি বিষয়ক ব্লগে বা ফোরামে টেকটিউনস নিয়ে কটুক্তি করা হচ্ছে, টেকটিউনসের টিউনারদের বাজে মন্তব্য করা হচ্ছে, এডমিন পক্ষের দোষ দেয়া হচ্ছে, সারভার ডাউন থাকার কথা বলা হচ্ছে। আরো বলা হচ্ছে টেকটিউনস নাকি মানুষকে ক্ষতিসাধনের উদ্দেশ্যে হ্যাকিং শিক্ষা দেয়, কিছুক্ষেত্রে মডারেটরদেরও দোষ দেয়া হচ্ছে... আবার কিছু ব্লগে নিজেরাই নিজেদের ব্লগে ব্লগ করছে আবার নিজেরাই কমেন্টের মাধ্যমে টেকটিউনসের নামে অপপ্রচার চালাচ্ছে।
টেকটিউনসে এখন অবধি কি কোন ব্লগ বা ফোরামের নামে কটুক্তি করা হয়েছে? অবশ্যই তা হয়নি, তবে কেন টেকটিউনস কে নিয়ে আপনারা এরকম কটুক্টি করছেন? কাঁদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করুন। ছেলে খেলা না খেলে মানুষের মত করে চিন্তা ভাবনা করুন, আপনাদের অনেক অভিযোগের উত্তর এমনিই পেয়ে যাবেন।
অনেকেই অনেক ভাবে এর বিরুদ্ধে কথা বলছেন। এমনকি টিটির অনেকেই এর জন্যে এডমিন পক্ষকে কটুক্টি করছেন, যা কোনভাবেই উচিত না। সার্ভার ডাউন থাকার প্রধান কারণ অতিরিক্ত ট্রাফিক। গড়ে প্রতিদিন টেকটিউনসে ছয় হাজারেরও অধিক ভিজিটর ভিজিট করেন এবং প্রত্যেকেই গড়ে ২-৩টি টিউন বা এর চেয়েও বেশি টিউন পড়েন, তাহলে ভাবুন পেজভিউ সঙ্খ্যা কত... এমতাবস্থায় সার্ভার ডাউন থাকা স্বাভাবিক ঘটনা। ক্লাউড সার্ভারে হোস্ট করা বেশ ব্যয়সাধ্য। যেহেতু টেকটিউনস একটি নন-প্রফিট সাইট তাই টেকটিউনসের জন্য যাবতীয় খরচ কর্তৃপক্ষের নিজের বহন করতে হয়। আর এতো বিশাল সাইটকে ক্লাউড সার্ভারে হোস্ট করা বেশ ব্যয় এবং সময় সাপেক্ষ। হুট করেই করে ফেলা সম্ভব না। সার্ভার ডাউন নিয়েও অনেক কটুক্তি হচ্ছে। টেকটিউনস পক্ষ যে হাত গুটিয়ে বসে আছে এমনটি নয়, তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এরজন্যে যেমন অর্থ দরকার তেমনি দরকার সময়। প্রতিমাসে নূন্যতম ৩৫০-৪০০ ডলার করে খরচ হবে ক্লাউড সার্ভারে গেলে। যার পুরোটাই বহন করছেন আমাদের শ্রদ্ধেয় জালাল ভাই। এরজন্যে তাকে অনেক ধন্যবাদ। আর সার্ভার ঠিক ঠাক করার জন্যে এবং টিটিকে লাইটিং ফাস্ট এবং স্কেল করার জন্যে মেহেদী ভাই নতুন সার্ভার আর্কিটেকচার নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন। সব কিছু ঠিক থাকলে এই মাসেই হয়তো আমরা টেকটিউনসকে ক্লাউড সার্ভারে দেখতে পাবো। তখন টেকটিউনস হবে লাইটিং ফাস্ট। তখন হয়তোবা সার্ভার ডাউনের অভিযোগে কেউ টিটির দিকে আঙ্গুলে তুলবেনা।
আসলেই কি কথাটি যুক্তিযুক্ত? টেকটিউনস কখনোই আপনাকে বলেনি আপনি হ্যাকিং শিখুন আর সবার ক্ষতি করুন। মূলত হ্যাকিং বিষয়ে যেসকল টিউন হচ্ছে সেগুলো হ্যাকিং সম্পর্কে ধারণা দেয়ার জন্যেই করা হচ্ছে। আপনি যদি না জানেন কিভাবে হ্যাকিং হয়, কিভাবে পিশিং বা ফিশিং হয় তবে কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখবেন? সুতরাং নিজেকে সুরক্ষিত রাখার তাগিদেই সকলের হ্যাকিং সম্পর্কে ধারণা লাভ করা উচিত, যাতে নিজেকে হ্যাকিং এর শিকার হওয়া থেকে রক্ষা করা যায়।
হ্যাকিং প্রধাণত দুই ধরণেরঃ ১.হোয়াইট হ্যাট ২. ব্ল্যাক হ্যাট
হোয়াইট হ্যাট হ্যাকিং মানে ইথিক্যাল হ্যাকিং, এটা কখনোই অবৈধ না। বিশ্বের সকল দেশের আইন শৃঙ্খলা বাহিনিরই নিজস্ব হ্যাকারদল রয়েছে সুরক্ষার জন্যে, এখন হ্যাকিং যদি খারাপই হতো তাহলে কি তারা হ্যাকারদল রাখতো? নিশ্চই না। তবে আপনি যদি হ্যাকিং করেন অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে তখন তা নিশ্চই খারাপ হবে। টেকটিউনস খারাপ উদ্দেশ্যে হ্যাকিং তথা ব্ল্যাক হ্যাট হ্যাকিং শিক্ষা দেয় না। হোয়াইট হ্যাট তথা ইথিক্যাল হ্যাকিং শিক্ষা দেয় যাতে করে প্রতিটা ইউজার নিজেকে সুরক্ষিত রাখতে পারে। যদিও টিটিতে কিছু গ্রে হ্যাট টিউটোরিয়ালও আছে যার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে হ্যাক করতে হয় এবং আপনি যদি নিয়মটা জানেন তাহলে ওই একই নিয়মে আপনাকে কেউ হ্যাক করতে চাইলে আপনি নিশ্চই বুঝে যাবেন যে কেউ আপনাকে হ্যাক করার চেষ্টা করছে। তাই হ্যাকিং শিক্ষারও দরকার আছেন। হ্যাকিং বিভাগের কতিপয় পোস্ট দেখলেই যেকেউ নিজেকে কিভাবে হ্যাকিং থেকে রক্ষা করতে হবে সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। যেমনঃ
হ্যা টিটিতে কিছুদিন আগেও সঠিক মডারেশনের অভাব ছিলো, এখনো খানিকটা আছে, এর পিছনে মূল কারণ মডারেশন প্যানেল এক্টিভ না, নতুন সার্ভারে যাওয়ার পরপরই মডারেশন প্যানেল একটিভ হবে আশা করা যাচ্ছে। তখন হয়তোবা সঠিক মডারেশনের জন্যে কাউকে দোষারোপ করা হবে না।
উপরের কথাগুলো পড়ার পর আশা করি কারোই উচিত হবে না টেকটিউনসের বিরুদ্ধে অপপ্রচার চালানো। মানুষের মত করে ভাবুন, একটা নন-প্রফিট সাইট যা কিনা আমাদের দেশের প্রযুক্তি ব্লগগুলোকে লিড দিচ্ছে তাকে নিয়ে অপপ্রচার চালানো কি ঠিক? অবশ্যই ঠিক না।
এই বিষয়টি অস্বীকার করার কিছুই নেই। টেকটিউনসে বেশ কদিন এরকম বাজে টিউন হয়েছে। যদিও এখন সেগুলোর নাম গন্ধও খুজে পাবেন না, কারণ মোটামুটী ফুল টাইম মডারেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে মডারেটররা প্রায় সারাদিনই অনলাইনে থাকেন, এতে করে এরকম টিউন দেখামাত্রই পেন্ডিং করে দেয়া হচ্ছে।
তবে টেকটিউনস এ আয় বিষয়ক ভালো টিউনও হয়, আপনি নিয়মিত পাঠক হলে সেগুলো হয়তো খেয়াল করে থাকবেন। তবে যাই হোক আয় করতে নামার আগে ভেবে শুনে চিন্তা ভাবনা করে তারপর নামুন। এই টিউনটির সহায়তা নিতে পারেন- "অনলাইনে আয় করতে চান… কেউ আপনাকে রুখবে না, তবে সবকিছু বিবেচনা করে সঠিক পথে এগিয়ে যাওয়াটাই কি বাঞ্ছনীয় নয়?"
ভালো থাকুন সবাই... সুস্থ থাকুন, শান্তিতে থাকুন আর নিয়মিতভাবে টেকটিউনসকে আপনার সেরা প্রযুক্তি বিষয়ক লেখাগুলো শেয়ার করুন, যাতে টিটি আরো সমৃদ্ধ হয়। সমস্যা থাকবেই কিন্তু সেটা নিয়ে ব্যঙ্গ আর কটাক্ষ আর অপপ্রচার না করে গঠনমূলক সমালোচনা করা উচিত এবং সেটাই কাম্য।
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
বড়ই আনন্দের কথা। 😀 😀