ফোরামে টিটিকে নিয়ে ……

প্রজন্ম ফোরামের আমি কয়েকদিন আগে জয়েন করেছি। গতকাল ঘুরতে ঘুরতে একটি পোষ্ট দেখলাম। পোষ্টটির শিরনাম ছিল "আমার সোনার টেকটিউনস, আমি তোমায় ভালোবাসিইই......"। ভাবলাম কেও বোধহয় টিটিকে তেল দিবে। পড়ার পরতো মাথা খারাপ হয়ে গেল। এতো টিটি বাঁশ দিল। যদিও আমি টিটিতে নিয়মিত না, তারপরও আমি টিটির একজন ভিজিটর হওয়াতে অপমানিত বোধ করেছি। আমি এর প্রতিবাদ করেছি। একবার দেখে নিন কি লেখা ছিল তাতে।

আমি মানুষটা অনেক রসিক। প্রতি মাসে ২০ টাকা খরচ করে উন্মাদ কিনি আর প্রতি সোমবার একটা করে প্রথম আলো (সঙ্গে রস+আলো ফ্রী)। জোকস পড়তে অনেক ভালো লাগে। রম্য রচনা, রিয়েল লাইফ বোকামি, কোলাজ দেখতেও ভালো লাগে। আবার, টেকনোলজিও প্রিয় বস্তু। প্রযুক্তি বিষয়ক রম্যও আমার অনেক পছন্দ।

এতদিন ভেবেছি, প্রতি মাসে এত টাকা খরচ করি, কোন ওয়েবসাইট নেই, যাতে বিনামুল্যেই মজার মজার আর্টিকেল, রম্য রচনা পাওয়া যাবে? অনেক খুঁজেছি, অবশেষে পেয়ে গেলাম সেরকম একটি সাইট। প্রজন্ম ফোরামকে ধন্যবাদ সাইটটির সন্ধান দেয়ার জন্য। সাইটটির নাম টেকটিউনস।

আমার প্রথম ভিজিটেই আমি ইম্প্রেসড হয়ে যাই, কি জটিল একটা সাইট, কি অসাধারণ ডিজাইন, এডমিনের কত বুদ্ধি! প্রথম ভিজিটেই আমি যা দেখতে পাই, তা হল কিছুটা এরকমঃ

Oops! Too much load on server

Please press Reload button.......

আমি সার্ভার, ক্লাউড কম্পিউটিং নিয়ে যে একেবারেই জানি না, তা নয়। তবে, ক্লায়েন্টে সুপার রিফ্রেশ করলে সার্ভার কিভাবে লোডমুক্ত হবে, তা আজও আমার গোবর মাথায় ঢোকেনি। ghusi

তারপর যাই হোক, কিছুক্ষণ পর তাদের "সার্ভারকে লোডমুক্ত" করার জন্য আমি রিফ্রেশ করলাম। বাহ! ম্যাজিকের মত পেজ লোড হল। আমি তো পুরাই টাসকি খেলাম! বাপরে বাপ! টেকির এডমিন ভাইরে মাইক্রোসফটে চাকরি দিল না কেন?

যাই হোক, সাইটটির ডিজাইন নেহাৎ খারাপ নয়। তবে, ভিজিট করে আবার টাসকি খাই! প্রথম আর্টিকেলটি দেখিঃ "সহজে bux.to থেকে টাকা আয় করুন"। প্রিয় পাঠক, bux.to হল একটি চিহ্নিত ভুয়া পিটিসি সাইট। hairpull

সেখানে দেখলাম অনেক লিনাক্স এক্সপার্টও রয়েছেন। লিনাক্স, ওপেনসোর্সের জন্য পৃথক বিভাগ পর্যন্ত রয়েছে! মাশাল্লাহ! thumbs_up

অবাক হওয়া এখানেই শেষ নয়, সিরিজ চেইন টিউন নামের একটু ব্যাপার আছে। মানে, একজন টিউনার (লেখকের পরিভাষা) সিরিজে অনেকগুলো টিউন(পোস্টের পরিভাষা) করতে পারেন। হঠাৎ করে এরকম কিছু চেইন টিউন চোখে পড়ল, এবার তো পুরাই টাসকি!

সবাইকে ফ্রীল্যান্সার বানিয়ে ছাড়বেন "ঘুম চোর" নামক ফ্রীল্যান্সার ভাই! ওনার পোস্ট পড়ে তো পাঠকরা Alpha Digital Team এর সকল প্রজেক্ট হাতিয়ে নিয়ে মামুন ভাইকে পথে বসিয়ে ওনার ঘুম চুরি করে ছাড়বে!

ভয় পেয়ে বেরিয়ে পড়লাম। আবার কিছু চেইন টিউন চোখে পড়ল। সেখানেও টাকার খেলা। টাকা বাতাসে বাতাসে ওড়ে। ইন্টারনেট হল সেই টাকা ধরার জাল, এমনই মনে হচ্ছিল অনলাইনে আয় সংক্রান্ত পোস্টগুলো দেখে। পিটিসিকে সালাম।

অবশ্য, সেখানে C++, WordPress এর মত জরুরী জিনিসের টিউটোও রয়েছে। এর জন্য ধন্যবাদ।

যাই হোক, আবার ঘোরা শুরু করলাম। অবাক হলাম যে, সেখানে "হ্যাকিং" নামের একটি বিভাগ আছে! কি সাংঘাতিক ব্যাপার বলুন দেখি! দেশে প্রকাশ্যে হ্যাকার বানানো হচ্ছে! সেখানে দেখি আরও মারাত্মক রকমের সাংঘাতিক ব্যাপার! হ্যাকারদের সিরিজ টিউটোরিয়াল। surprised

ওদের ওয়েবসাইটটি হল বাংলাদেশের সেরা ক্র্যাক সাইট। কোন প্রোপ্রাইটারী সফটওয়্যারের ক্র্যাক খোঁজার জন্য গুগল মামার কাছে যাওয়ার আগে টেকটিউনস চাচার কাছে যান, উনি ভালো সমাধান দিতে পারবেন। এই টেকটিউনস এর সার্ভার ওভারলোডেড থাকবে না তো কি প্রজন্মের সার্ভার ওভারলোডেড থাকবে? (মাঝে শুনেছিলাম এডমিনই নাকি বলতে পারে না ওদের সাইট VPS নাকি Dedicated সার্ভারে হোস্ট করা)।

(অঃটঃ আপনারা দোয়া কইরেন, যদি হ্যাকিং শিখে USA এর সরকারী ওয়েবসাইট ডাউন করে গুয়ানতানামোর ভাত খাইতে পারি...) wink

লিঙ্ক: http://forum.projanmo.com/topic26803.html

এর সাথে কিছু কমেন্ট:

ঢেউটিনে গেম রিভিউ দিয়েছিলাম,পোলাপাইন "ডাউনলোড লিংক কই" কইয়া চেচাইতে চেচাইতে কান ঝালাপালা কইরা ফালাইছে,কয়েকজন দেহি বেশ পুরান পাবলিক,হেরাও দেখি আমারে "ডাউনলিংক লিংক না দিয়া গেম রিভিউ লেখা যায় না"-এইসব হাবি-জাবি ডায়লগ মারে।এতদিন নেটে থাইকাও এই বেহাল দশা।ঢেউটিন সবগুলারে এই শিখাইতাছে।আফসুস lol

অনেকদিন যাইনা ওখানে
তবে আমার টেকটিউন্স ছাড়ার প্রধান কারন বাজে মডারেশন।

আমাকে বহুত আগেই টেটিতে ব্যান করছে

ভাই, হাততালি দেন। আমারে যে ক্যান ব্যান করে না! (এ্যাকাউন্টও ক্লোজ করতে পারি না)

আপনি কি ভাবছেন এটি নিয়ে। পোষ্টটি যে করেছে, সে কি সত্যিই ভূল বলেছে। মডারেটরদের কাছে অনুরোধ, মান রক্ষাধে কঠোর হোন।

আমার ব্লগ: http://www.techncom.net for Google AdSense Account, SEO, Blogging

Level 0

আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এডসেন্স, এস.ই.ও, ব্লজ্ঞিং সম্পকে জানতে ভিজিট করুন http://www.techncom.net তে। আশা করুন নতুন কিছু পাবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গত কাল রাতে ই পোস্ট টা পড়েছিলাম। আরে নিদুকেরা এমন অনেক কিছু ই বলে।
সেসব কথায় কান দিয়া আমাদের লাভ নাই। টেকটিউন ইজ দ্যা বেস্ট।
ধন্যবাদ আপনাকে।

    কেও যখন আপনার সমস্যাগুলো নিয়ে কটাক্ষ করে, তখন শুধু তাকে নিন্দুক বললেই সবশেষ হয়ে গেল না। সমস্যাগুলো সমাধান করতে হবে। মডারেটরদের আরো কঠোর হতে হবে।

    রাজিব ভাই আমি মানলাম আপনার কথা কিন্তু এর পাশাপাশি এটা ও লক্ষ্য রাখতে হবে টিটি একাটা সেবামূলক টেক বিষয়ক সাইট যেখানে বনিজ্যকতা নাই। আর নিজেদের থেকে তো অনেক করছে ভাই ( Techtunes Panel ) । ফোরামের পোস্ট টাতে যেসব বিষয় হাইলাইট করা হয়েছে সেই সমস্যা থাকতেই পারে (তাও আবার সামান্য মাত্রায়)… আর আমাদের ভুলে গেলে চলবেনা না যে প্রায় ৬০০০ ইউনিক ভিজিটর টেকটিউনে আসে প্রতিদিন।
    আর আপনি হয়তো লক্ষ্য করবেন যে পোষ্ট টা দিছে তাকে কিন্তু টেক টিউন থেকে ব্যান করা হয়েছে। আর শুধু শুধু ই কি তাকে ব্যান করা হয়েছিলো !!! জাতি ভালো ভাবে ই জানে…

    Level 0

    সবাইকে সালাম! টিটি আমার একটি পছনদের একটি সাইট। টিটি এডমিনকে অনেক ধনবাদ। আসলেই কি বাকস টু ভু্আ পিটিসি সাইট। কেউ কি আসল কিছু আইএর পদধতি বলবেন?

    Level 0

    a request to every experts of TT, plz n plz give some real tunes to earn by internet.

    regards

    asif

প্রথমত " এই পোস্ট টি করার মুল কারন হচ্ছে বাজে টেকটিউনের হোস্টিং সার্ভিস এবং মডারেশন প্যানেল । '
আরেকটি হচ্ছে 'পাইরেসি তে প্রবনতা তৈরি করা'।
তৃতীয়ত 'পোস্টের মান "
আর কিছু বললাম না । এই ৩টাই আগে ঠিক করেন ।

    আমি আপনার সাথে একমত। সমস্যা দূর করার পর প্রতিবাদ করা উচিৎ।

Level 0

কথায় আছে চেনা বামুনের পৈত্রা লাগে না। বাংলাদেশে আর কয়টা সাইট আছে যে ভিজিটরদের চাপ সামলাতে না পেরে সার্ভার এ সমস্যা হয়। প্রায় ৬০০০ ইউনিক ভিজিটর টেকটিউনে আসে প্রতিদিন। alexa র‌্যাঙ্ক এ টেকটিউন কত নম্বরে? আর অন্য টেকি সাইটগুলো কত নম্বরে? আত্নদহনের জ্বালা মেটানোর জন্য তো একটা রাস্তা চাই। পোলাপানের কথায় টেকটিউনের মানইজ্জত কমবো না 🙂

    পোষ্টটিতে কিছু সত্য কথা লেখা আছে। আর কিছু টিটিকে ছোট করার জন্য বাড়িয়ে লিখেছেন। আমার মনে হয়, সমস্যাগুলো দূর করলেই এই বদনামের জবাব দেয়া যাবে।

    Level 0

    Alexa Ranking: 5880
    Bangladesh Alexa : 17.

    projonmo: 32462
    Bangladesh Alexa:106.
    Now compare……..who is better.

    যারা ব্যর্থ হয়েছে…।।তারাই এসব লিখেছে,
    কিন্তু একটা সমস্যা আমার কাছে ঠিক লেগেছে।সেটা হলো সার্ভার ওভারলোড।

    মুকুট ভাই যায়গামত ঢিল মেরেছেন।

    @Mukut,

    আমি একটা তুলনা মুলক চিত্র দেখাচ্ছি। আপনি দেখুন-
    Techtunes.com.bd
    Alexa Ranking: 5880
    Bangladesh Alexa : 17.

    Somewhereinblog.net
    Alexa Ranking: 3,822
    Bangladesh Alexa : 10

    ভাই মুকুল,
    দেখুন সামহোয়্যার ইন ব্লগের র‌্যাংক টিটি থেকে এগিয়ে। তাই বলে স্যামহোয়্যার ইন ব্লগে

    Oops! Too much load on server

    Please press Reload button…….

    আর ব্রাউজারের রিলোড বাটন চাপলেই সার্ভার লোড সমস্যার সমাধান হয়ে যায় না। তাই এই ম্যাসেজটা কৌতুক ছাড়া আর কিছু না। মিডিয়াটেম্পল এর ভিপিএস শুধু মাত্র মাঝারি মানের সাইটের জন্য। অধিক ট্রাফিকের জন্য মিডিয়াটেম্পল না। একটা ভাল মানের ভিপিএস সার্ভারেএই ট্রাফিক কোন ব্যাপারই না। সমস্যাকে পাশ না কাটিয়ে সমস্যা সমাধান করার ব্যবস্থা করা হোক। এলেক্সা র‌্যাকিং দিয়ে শুধু একটা সাইটের মান পরিমাপ করবেন না। কারণ একটু ট্রিকস ব্যবহার করলে এলেক্সা র‌্যাংকিং বাড়ানো যায়।

    Level 0

    @DHmart.info: ১০০% সহমত।

এই পোস্টটি করার উদ্দেশ্য ছিল টেটির লোকদের টনক নড়ানো। মানোন্নয়নমূলক কোন টিউন করলে তো কিছুই হয় না! তাতে ব্যান হবার সমূহ সম্ভবনা।
এইখানে আমি টেকটিউনসের কয়েকটি বিষয়ের নিন্দা করেছিঃ
* সার্ভার
* টাকা আয় সংক্রান্ত ভুয়া পোস্ট
* পাইরেসিকে উৎসাহিত করা।
ফাঁকে ফাঁকে তার গুনগানও গেয়েছিঃ
* লিনাক্স বিষয়ক বিভাগ
* ব্লগ, প্রোগ্রামিং শেখার সিরিজ টিউটো

আশা করি, কেন পোস্টটি করা হয়েছে বুঝাতে পেরেছি।

    আমি আপনার সাথে একমত। সাথে নতুন যুক্ত হয়েছে হ্যাকিং।

    পাইরেসি আর টাকা আয় নিয়ে যেসব টিউন আছে সেগুলো নিয়ে আসলেই অনেকের আপত্তি আছে। সবাই ঠিক হয়ে গেলে সমস্যা থাকার কথা না। সবাই যদি ক্র্যাকড সফট নিয়ে টিউন করতে থাকে আর বাক্স কামানো নিয়ে লিখে তাহলে সমালোচনা হওয়ার কথা। যাইহোক।

    আপনি ঠিক কথাই বলেছেন।

    আমি প্রথম ৫ পাতায় টেকটিউনসে টাকা আয় সংক্রান্ত কোন টিউন খুঁজে পেলাম না। আরএস ফিড দেখলাম। সেখানেও আপনার উল্লেখ করা শিরোনামের কোন টিউন খুঁজে পেলাম না। পিটিসির কোন টিউনই এখন আর টেকটিউনসে স্থায়ি হয় না। আমরা যারা নিয়মিত ভিজিটর তাঁরা এটা খুব ভাল করে জানি। এটা আপনার দৃষ্টি শক্তি জনিত ত্রুটি আর মিথ্যাচারের মানবীয় গুনাবলি বোধ হয় 😉

    টেকটিউনসে প্রথমে ঠুকলেই তো আইফোন এপস ডেভেলপমেন্ট এর চেইন চোখে পড়ে সেটা আপনার চোখে পড়ল না কেন বুঝতে পারলাম না। এটাও আপনার দৃষ্টি শক্তি জনিত ত্রুটি বোধ হয় 😉 হার্ডওয়্যার সমগ্র নামে ও চমৎকার চেইন টিউন আছে। সেটাও আপনার চোখে পড়েনি। সেটাও আপনার দৃষ্টি শক্তি জনিত ত্রুটির জন্যই বোধ হয় 😉

    ঘুম চোর তাঁর টিউনে কোথাও লেখেনি যে তার টিউন পড়ে Alpha Digital Team বা কোন বিশেষ কোন টিমকে টক্কর দেবার জন্য তিনি এই টিউন করেছেন। নতুনদের জন্য খুবই সাজিয়ে গুছিয়ে তার টিউনের প্রতিটি টিউন তিনি জনস্বার্থে প্রকাশ করেছেন। এখানেও আপনার দৃষ্টি শক্তি জনিত ত্রুটি ও বোধ জ্ঞানের ত্রুটি রয়েছে বলে মনে হয় 😉

    হ্যাকিং নিয়ে মেহেদি ভাইয়ের টিউন গুলো সবই ইথিকাল হ্যাকিং এর বিষয়। এসব হ্যাকিং টিউন কারও ক্ষতি সাধনের উদ্দেশ্যে নয় বরং হ্যাকিং বিষয় কী তারই জানান দেয়। আপনার জন্য আমার পরামর্শ হল হ্যাকিং শব্দ শুনলেই আতঁকে না উঠে হ্যাকিং বুঝুন। টেকটিউনসের কোন হ্যাকিং টিউনই কারও ক্ষতি সাধনের জন্য হয় না হ্যাকিং ও জানার বিষয়। এটা খুব সম্ভব আপনার হ্যাকিং শব্দের প্রতি আতংকের বহিঃপ্রকাশ।

    টেকটিউনস এডমিন নাকি জানে না টেকটিউনস VPS না ডেডিকেটেড এ হোস্ট করা 🙂 আপনার ভাই ঠাট্টা জ্ঞান ও মনে হয় অভাব। বাংলাদেশের শীর্ষ স্থানীয় একটা সাইট তাও আবার টেকি সাইটের এডমিন কী আমার আপনার মত VPS আর ডেডিকেটেড শব্দের মধ্যে সীমাবদ্ধ। আপনার ধারনা আছে টেকটিউনসে প্রতিদিন কী পরিমান ট্রেফিক হ্যান্ডেল হয়। নিজের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে অন্যকে এভাবে বিচার মনে হয় আপনার জ্ঞানহীনতারই অভাব। 😉

    টেকটিউনসে যে পরিমান মানসম্মত টেকি টিউন হয় তার তুলনায় এসব ক্র্যাক নিয়ে টিউন পরিমান গ্রহনযোগ্য নয়। কিন্তু আপনার কথায় মনে হল টিউনারা ক্র্যাক নয় যেন পর্নো বিতরণ করছে। টেকটিউনেস যরা সটওয্যার নিয়ে রিভিউ করে আপনি তাদের রিভিউ না পড়েই শুধু ক্র্যাক ক্র্যাক করছেন। টেকটিউনসে যারা ভাল সফট রিভিউ টিউনার আছেন তার একটা সফটওয্যার নিয়ে অসারণ রিভিউ লিখেন এবং তার কাছে কালেকশনে থাকা সফটের লিংক টিউনে দেন। উল্লেখ্য এখানে ভাল রিভিউয়ারদের কথা বলা হয়েছে। টেকটিউনস কোন বিশেষ গষ্ঠির জন্য সাইট না। এটা একটা মুক্ত ব্লগিং প্লাটফরম। এটা কোন লিনাক্স বোদ্ধা, উইন্ডোস প্রীতি লোকজনের সাইট না। এটা একটা মুক্ত প্ল্যাটফরম।

    আপনার দৃষ্টি শক্তি জনিত ত্রুটি, সীমাবদ্ধ জ্ঞান আর বিশেষ শব্দাবলির প্রতি আতংক নিয়ে টেকটিউনসের প্রতি এসব মিথ্যাচার না করে। জ্ঞান চর্চা আর সুন্দর মানসিকতা ও উদারতার সাথে সঠিক বিষয়ে সমলচনা করে টেকটিউনস কমিউনিটিকে সাহায্য করুন।

    শফিউল ভাই চরম বলছেন।

    @শফিউল, এইসব কথা কাকে বলছেন? যাকেই বলুন – "এটা আপনার দৃষ্টি শক্তি জনিত ত্রুটি আর মিথ্যাচারের মানবীয় গুনাবলি বোধ হয়" এইসব বলা কি ঠিক? অন্যকে ছোট করার মন মানুষিকতা বাদ দিন। আপনাদের মত লোকদের জন্যই আজ টিটির এই অবস্থা।

    কথা গুলো আমি অনিরুদ্ধ অধিরারীকেই বলেছি যেহেতু তার কমেন্টে রিপ্লাই দিয়েছি এবং যেহেতু তিনি ফোরামে পোস্টটি করেছেন। টেকটিউনস কমিউনিটি দেশের অন্যতম সাইট যেখানে রাজনীতি আর কাদা ছোড়াছোড়ি কাজ নয়। সম্পূর্ণ আন্তরিক ও উন্নত মানের কমিউনিটি এটি। এখানে সবাই একটি পরিবারের মত। তাই টেকটিউনস কমিউনিটিতে না থেকে না জেনে এরকম মিথ্যাচার কী ঠিক? এভাবে এই বিশাল কমিউনিটিকে ছোট করা ঠিক? "এটা আপনার দৃষ্টি শক্তি জনিত ত্রুটি আর মিথ্যাচারের মানবীয় গুনাবলি বোধ হয়" একথা বাদেও আমি আরও কথা বলেছি।

    আর আপনার কথা একদম ঠিক আমার মত লোক টেকটিউনসে আছে বলেই টেকটিউনস আজকে শুধু দেশের ১ম প্রযুক্তি সাইটই নয় দেশের প্রথম সারির উন্নত মানের সাইটের মধ্যে একটি।

    @ শফিউল

    জ্ঞানহীনতার অভাব? তার অর্থ তো জ্ঞান পরিপূর্ণ…।

    শফিউল ভাইয়ের এই জবাবের পর আর কিছু বলার ইচ্ছা পোষন করছি না। 😀 😆

    আপনার জ্ঞান সত্যিই পূর্ণ। আর তাঁর পূর্ণতা দিয়েছেন বদ্ধ জ্ঞান দিয়ে। লিনাক্স আছে বলেই, টেকটিউনসের ভাল দিক। উন্ডোজের রিপ্লসমেন্ট লিনাক্স নয়। আর লিনাক্স উইন্ডোসকে রিপ্লেসের জন্য আসেও নি। সার্ভার সাইডে লিনাক্সের বিকল্প যেমন নেই ঠিক তেমনি বিলিয়ন ডলার উইন্ডোজে খরচ হয় উইজার এক্সপেরিয়েন্সের জন্যই। এন্ড্রোয়েডের জন্মও লিনাক্স থেকেই এবং তা স্মার্ট ফোনের জন্য। কিন্তু তা কখনই iOS এর বিকল্প নয়। লিনাক্স ও ওপেন সোর্স ফিলোসফি বাণিজ্যিক সফটওয়্যারের বিকল্পে ব্যবহারের জন্য নয়। বরং উন্মুক্ত জ্ঞান, উন্মুক্ত পরিসর আর যে কারও অংশগ্রহণ। আগেই বলেছি টেকটিউনস কোন বিশেষ গষ্ঠির জন্য সাইট না। এটা একটা মুক্ত ব্লগিং প্লাটফরম। এটা কোন লিনাক্স বোদ্ধা, উইন্ডোস প্রীতি লোকজনের সাইট না। এটা একটা মুক্ত প্ল্যাটফরম। আপনার মনে হয় আপনার এ জ্ঞানের পরিপূর্ণতা প্রয়োজন।

    শফিউল ভাই যা বলেছেন তারপরে আর কিছু বলার নাই। 🙄

    @শফিউল
    আমার পোস্টটি ভালো করে পড়ে দেখতে পারবেন যে, আমি আমার প্রথম টেকটিউনসের ভিজিট এবং পোস্ট লেখার দিনের ভিজিট, দুই দিনের কথা তুলে ধরেছি। টেকটিউনস আমার কোন রাইভ্যাল সাইট নয় যে আমি বানিয়ে কথা লিখে মজা পাব।

    ১। সত্যিই কিন্তু প্রথম টেকটিউনসে এসে এরকম মেসেজ দেখেছি এবং প্রথম পাতাতেই bux.to এ লিংক দেখেছি। আপনি আমার প্রোফাইল দেখতে পারেন, আমি টিটিতে কয়েক মাস আগেই রেজিস্টার করেছি এবং আমার কিছু টিউনও আছে।

    ২। আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি উল্লেখ করেছি, "প্রোগ্রামিং সংক্রান্ত টিউটোরিয়ালের জন্য ধন্যবাদ।"

    ৩। আপনি যে সকল কথা লিখছেন, তাতে নিজের ক্ষীণ বোঝার ক্ষমতাকেই প্রকাশ করছেন। আমার লেখাটি আমার পড়ে দেখুন। আমি কোথাও উল্লেখ করিনি যে ঘুম চোর ভাই এ কথা বলেছেন। রসিকতা ব্যাপারটা না বুঝলে আমার কিছু করার নাই।

    ৪। যেহেতু, আমি লিনাক্স সার্ভার এডমিনিস্ট্রেটর হিসেবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ক্ষণকালীন দায়িত্ব পালন কয়েছি, হ্যাকিং কাকে বলে তা আমার জানার কথা। সেখানে যেসকল ফিশিং সাইট বানানো দেখানো হয়েছে, তাকে আপনি ক্ষতিকারক বলছেন না? আপনি ফিশিং মানে জানেন?

    ৫। আপনি টেকটিউনসের অনেককেই জিজ্ঞেস করে দেখতে পারেন, এ কথা বাতাসে ভেসে বেড়ায়। আমার বিশ্বাস সকলেই এ গুজব সম্পর্কে জানেন। (এজন্য "নাকি" শব্দটি যুক্ত করে দিয়েছি)

    ৬। ব্যক্তিগতভাবে, আমার কাছে পর্ণের থেকে ক্র্যাক অধিক ঘৃণার পাত্র। পর্ণ অতিমাত্রায় খারাপ জিনিস। ক্র্যাকিং তো খারাপ বটেই, সেই সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক অপরাধ। পর্নওলাদের রেভিনিউ দেয়ার প্রয়োজন নেই। সফটওট্যার ডেভেলপারদের রেভিনিউ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

    ৭। আমার ফোরামের "স্বপ্নীল" ভাই একটি গেম রিভিউ লিখেছিলেন। সেখানে সবাই ডাউনলোড লিংক কোথায় বলে চেচামেচি শুরু করে দিল। এমনকি টেটির কয়েকজন সিনিয়র সদস্য।

    ৮। আপনি অন্যকে সরাসরি গালাগাল না দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। না পারলে সমস্যা নাই। ব্যর্থতা আমার, আমার ভাষা "টেকি" ভাইয়েরা বুঝতে পারেন না।

    যদি আপনি আমার বক্তব্য না-ই বুঝতে পারেন, তাহলে আমি ক্ষমা চাচ্ছি। আসলেই তো! টেটি তো আমার সাইট না, আমি তো নিয়মিতও না। অন্য সাইট নিয়ে মাথাব্যাথার দরকার কি? আসলেই, সুখে থাকলে ভুতে কিলায়। চরম এক শিক্ষা পেলাম। মানুষের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি অনেকবার হয়েছে। কিন্তু, এবার পেলাম একগাদা অপমান। আপনাদের সকলকে ধন্যবাদ।

সেখানে যা যা বলা হয়েছে সেগুলোর জবাব শীঘ্রই পাবেন…

    অপেক্ষায় রইলাম।

    @ডিজে আরিফ আরিফ ভাই আমি আপনার ড্রাফট পরে নিয়েছি। কবে প্রকাশ করবেন ভাইজান।

    আমিও কিন্তু পড়েছি। ভূলে গেছিলাম।

    ডিজে আরিফ আপনার সাথে আমি একমত। 😉

প্রথমেই একটা বিখ্যাত উক্তি স্মরন করিয়ে দিতে চাই সকলকে….."যখন দেখবে প্রতিপক্ষ তোমার সমালোচনা করবে , তখন বুঝবে তুমি ঠিক পথেই এগুচ্ছো।"
তার পরও কথা থেকে যায় আর তা হচ্ছে , যা রটে, তার কিছুটা তো বটে। লেখাটিতে যা বলা হয়েছে তা যে একবারেই মিথ্যা তাও নয়। বুদ্ধিমানরা সবসময় সমালোচক দের পছন্দ করে কারণ, সমালোচকের সমালোচনা থেকে নিজের আত্নশুদ্ধি ঘটাতে বুদ্ধিমানেরা কখনই কাল বিলম্ব করে না। আমাদের সকলের প্রত্যাশাও টেকিটিউন্স এর কাছে এর ব্যতিক্রম নয়।

    এই প্রত্যাশা সকলেরই।

টিটি আমার প্রিয় একটি সাইট। আমি টিটি তখন থেকে নিয়মিত ভিজিট যখন এটাতে মাএ ১০ থেকে ১২ টা লিখা ছিল এখন তো হাজার হাজার লিখা জমা আছে, আর টিটির খবর টা আমি পেয়েছিলাম Biggani.com নামের একটি সাইট থেকে। আর এই সাইটা নিয়ে Biggani.com-এ সম্ভবত মেহেদী ভাই টিউন করেছিলেন। টিটি হচ্ছে সবার মনের মিলন মেলা এখানে অনেকে অনেক কিছু বলতে পারে সেটা নিয়া মন খারাপ করার কিছু নাই। টিটি আমাদের সবার প্রিয় সাইট, আশা করি আগামীতেও প্রিয় হয়ে থাকবে। টিটির জয় হোক*********** ধন্যবাদ সবাইকে

বেশি জ্ঞানী হলে যা হয় আরকি 🙂 সাবাস জবাব লিখার জন্য । জ্ঞানিদের মনে রাখতে হবে সাধারণ মানুষের চাওয়া পাওয়াটা

Level 0

আসলে এখানে যুদ্ধ না করে সমস্যাগুলো ঠিক করলে মনে হয় ভাল হবে। নিজের সমস্যা থাকলে মানুষ সেদিকে আঙ্গুল তুলবেই। তাই নিজের সমস্যার সমাধান করা উচিত। কেন সমস্যাটা নিয়ে আলোচনা হল তা বন্ধের চেয়ে সমস্যা ঠিক করলে তার যথাউপযুক্ত জবাব হবে। আশাকরি মডারেটররা তা সমাধান করবেন।

ব্যাপারটা যার কাছে যেমন। সবাই কিন্তু টিটির বিরুদ্ধে বলেনি। ওখানে আমার নিজের ও কমেন্ট আছে। টেকটিউনসে দুইটা জিনিস আমার কাছে বাজে লাগে। ১। সার্ভার সমস্যা, ২। অনলাইনে আয় করুন শিরোনামে কিছু প্রতারনা মূলক টিউন। আশা করি মডারেটর ও এডমিনরা যথাযথ ব্যাবস্থা নিবেন।

    টেকটিউনসের গত ৫-৬ পাতার মধ্যও আপনি আর আয় সংক্রান্ত টিউন পাবেন না। অনেক আগেই এগুলোর প্রতি ব্যবস্থা নেয়া হয়েছে। একটা পুরনো বিষয়কে পুঁজি করে ভিত্তিহীন কথা বলা ঠিক নয়। আর সার্ভার সমস্যা আসলেই এখন একটি বড় সমস্যা তবে তা খুবই তাড়াতাড়ি ঠিক হবে বলে জানা গেছে। তবে ফোরামে লেখক নিজের অজ্ঞ জ্ঞান নিয়ে যেভাবে টেকটিউনস কমিউনিটি নিয়ে ভিত্তিহীন ভাবে লিখেছেন তা কোন ভাবেই কাম্য নয়। তা আমি এখানে তুলে ধরেছি। https://www.techtunes.io/reports/tune-id/73544/#comment-184199

টেকটিউনস আমার প্রিয় একটা সাইট। আমি টেকটিউনস এর সাথে আছি অনেক দিন ধরে। প্রায় ৩ বসর। তখন এটার ডোমেইন নেম ছিল techtunes.io.cc । আর এই সাইটের জন্য এমন খারাপ টিউন করাটা আমার মনে হয় ঠিক হয়নাই। আমাদের বাংলাদেশ এর সব
মানুষ প্রায় গরিব। হাজার হাজার টাকা দিয়ে সফটওয়্যার কিনে ব্যাবহার করা আমাদের মত মানুষদের সম্ভব নয়। তাই আমাদের দরকারি সব কিছুর জন্য বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে হয়। আর আমি Anto ভাই এর কথার সাথে একমত। আমাদের নিজেদের আগে ভালভাবে বুঝতে হবে, ভালভাবে জানতে হবে। তবেই আমরা ভাল মানুষ হিসেবে বিশ্ব দরবারে মাথা উচু করে দারাতে পারব। যুদ্ধ করে কোনো কিছুর সমাধান করা যায়না।
সমস্যা থাকলে আগে তা খুজে বের করতে হবে। তারপর তার সমাধান করার চেষ্টা করতে হবে। টেকটিউনস আমার প্রিয় সাইট, আশা করি টেকটিউনস আগামীতেও প্রিয় হয়ে থাকবে। টিটির জয় হোক।

আরে ভাই দেন এগুলো।ওরা না বুঝে অনেক কথাই বলবে।আমি নিজেও একটা টপিকে কয়েকজনের সাথে তর্ক করেছি টিটির হিট সংখ্যা নিয়ে।এগুলার দিকে না তাকিয়ে বরং সাইটের উন্নয়নের জন্য গঠনমূলক আলোচনা করুন এবং টেকটিউনস এর সাথে থাকুন। 😀

টেকটিউন ইজ দ্যা বেস্ট।

ওয়ার্ডপ্রেসের সাইট একটু স্লো হবেই, এটা মেনে নেয়াটাই বুদ্ধিমানের কাজ।

Header are:
HTTP/1.1 200 OK
Date: Thu, 02 Jun 2011 13:31:51 GMT
Server: Apache/2.2.3 (CentOS)
Vary: Cookie,User-Agent,Accept-Encoding
X-Powered-By: W3 Total Cache/0.9.1.3
X-Pingback: https://www.techtunes.io/xmlrpc.php
Last-Modified: Thu, 02 Jun 2011 13:31:53 GMT
Connection: close
Transfer-Encoding: chunked
Content-Type: text/html; charset=UTF-8

MediaTemple এ ডেডিকেটেড হোষ্ট না করাটা বোকামী যদি আপনি শেয়ার্ড হোষ্ট নিয়ে থাকেন। ওদের শেয়ার্ড ও ভিপিএর এর মান খুব খারাপ। আমাদের এ্যাপলের প্রডাক্টগুলোর সাইট ওদের হোষ্টে ছিল, পরে সফটলেয়ার ও লাইমষ্টোনে সরিয়েছি।

স্পেসরিচ ট্রাই করতে পারেন।

আর যারা টিট নিয়ে ট্যাটু ট্যাটি করে আপনাদের ধরে নিতে হবে টিটিকে তাদের প্রতিযোগী নয়তো অন্য কোন কারনে পোষ্ট করছে।

শফিউল ভাইয়ের সাটে একমত , hati jokon samner dike agai tokon tiktiki teke soro kore kokor porjonto citkar kore. r tai bole to r hati teme take na.hati samner dike agate take.ke ke bollo ta sonar dorkar nai tt ege jabe tar nejosso gotete.segroe tt 10 er modhee asbe InsahALLAH Amin

Level 0

যারা টিটির দুর্নাম করে তাদের প্রতি আমার চ্যলেন্জ আপনারা টিটির মত একটি সাইটে বানিয়ে জনপ্রিয় করে দেখান । ডোমেইন ও হোস্টিং কিনতে ও ডিজাইন করতে যা খরচ লাগে আমি দেব । তার পর এসে টিটির দুর্নাম করবেন । টিটির জয় হোক । সামুর কথা বলছেন ওখানে সব আজে বাজে পোষ্ট ভরা । টিটির জয় হোক ।

    সামু যেমন ধরনের ব্লগ তেমন পোস্টই আছে। ওটা সব ধরণের লেখার জায়গা। আর এটা টেকনোলজি সম্পর্কিত ব্লগ। আর এখানে সামু ভাল আর টিটি খারাপ বলা হয়নি। এখানে টিটির সমস্যার কথা বলা হয়েছে। টিটি তার ভুল ত্রুটি শোধরিয়ে সমালোচকদের মুখে চুন-কালি লেপে দিবে বলে আশাকরি। আর যদি মনে করেন সমালোচকরা ঈর্ষার বষবর্তী হয়ে সমালোচনা করেছে, টিটিতে কোন সমস্যা নাই। তাহলে আমার আর কিছু বলার নাই।

ধুর বাদ দেন। এরা চিল্লাক। তবে প্রজন্মতে অনেক রিয়েল টেকিরা আছেন। উন্মাতাল তারুন্য, জামাল দের অনেক পোস্ট আছে

    প্রজন্মতে অনেক ভাল মানের ফোরামিক আছেন। তারাও এখন ঠিক মতো আসেন না।

অনেক সীমাবদ্ধতার পরেও টেকটিউনস ইজ দ্য বেস্ট। এখানে অন্তত: অন্যন্য বাংলা ব্লগের মত অকথ্য গালিগালাজ, নিন্দার ঝড়, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি, অন্যকে অপমান/হেয় করা আর মাথা ধরানো অসহ্য আতলামী নেই।
টেকটিউনসের সাথে আছি – থাকব।

Level 0

আমি বলছিনা টিটিতে কোন সমস্যা নেই । আমার কাছে প্রধান সমস্য যা মনে হয় টিটির সার্ভার এ ছাড়া আর কোন সমস্যা আমি দেখিনা ।

Level 0

@Mr. Shafiul vai, @ mr. champ, @ Mr. odrishwa, @ Mr. nishachor naim, @ Mr. Abdul malek @Mr. Taher @ Mr. Mamun
Assalamualaikum shobaike. vai asholei ki online e income kora jai? jodi jai tahole sheta kivabe? guideline dile upokrito hobo. shobaike shuvechcha.