প্রজন্ম ফোরামের আমি কয়েকদিন আগে জয়েন করেছি। গতকাল ঘুরতে ঘুরতে একটি পোষ্ট দেখলাম। পোষ্টটির শিরনাম ছিল "আমার সোনার টেকটিউনস, আমি তোমায় ভালোবাসিইই......"। ভাবলাম কেও বোধহয় টিটিকে তেল দিবে। পড়ার পরতো মাথা খারাপ হয়ে গেল। এতো টিটি বাঁশ দিল। যদিও আমি টিটিতে নিয়মিত না, তারপরও আমি টিটির একজন ভিজিটর হওয়াতে অপমানিত বোধ করেছি। আমি এর প্রতিবাদ করেছি। একবার দেখে নিন কি লেখা ছিল তাতে।
আমি মানুষটা অনেক রসিক। প্রতি মাসে ২০ টাকা খরচ করে উন্মাদ কিনি আর প্রতি সোমবার একটা করে প্রথম আলো (সঙ্গে রস+আলো ফ্রী)। জোকস পড়তে অনেক ভালো লাগে। রম্য রচনা, রিয়েল লাইফ বোকামি, কোলাজ দেখতেও ভালো লাগে। আবার, টেকনোলজিও প্রিয় বস্তু। প্রযুক্তি বিষয়ক রম্যও আমার অনেক পছন্দ।
এতদিন ভেবেছি, প্রতি মাসে এত টাকা খরচ করি, কোন ওয়েবসাইট নেই, যাতে বিনামুল্যেই মজার মজার আর্টিকেল, রম্য রচনা পাওয়া যাবে? অনেক খুঁজেছি, অবশেষে পেয়ে গেলাম সেরকম একটি সাইট। প্রজন্ম ফোরামকে ধন্যবাদ সাইটটির সন্ধান দেয়ার জন্য। সাইটটির নাম টেকটিউনস।
আমার প্রথম ভিজিটেই আমি ইম্প্রেসড হয়ে যাই, কি জটিল একটা সাইট, কি অসাধারণ ডিজাইন, এডমিনের কত বুদ্ধি! প্রথম ভিজিটেই আমি যা দেখতে পাই, তা হল কিছুটা এরকমঃ
Oops! Too much load on server
Please press Reload button.......
আমি সার্ভার, ক্লাউড কম্পিউটিং নিয়ে যে একেবারেই জানি না, তা নয়। তবে, ক্লায়েন্টে সুপার রিফ্রেশ করলে সার্ভার কিভাবে লোডমুক্ত হবে, তা আজও আমার গোবর মাথায় ঢোকেনি। ghusi
তারপর যাই হোক, কিছুক্ষণ পর তাদের "সার্ভারকে লোডমুক্ত" করার জন্য আমি রিফ্রেশ করলাম। বাহ! ম্যাজিকের মত পেজ লোড হল। আমি তো পুরাই টাসকি খেলাম! বাপরে বাপ! টেকির এডমিন ভাইরে মাইক্রোসফটে চাকরি দিল না কেন?
যাই হোক, সাইটটির ডিজাইন নেহাৎ খারাপ নয়। তবে, ভিজিট করে আবার টাসকি খাই! প্রথম আর্টিকেলটি দেখিঃ "সহজে bux.to থেকে টাকা আয় করুন"। প্রিয় পাঠক, bux.to হল একটি চিহ্নিত ভুয়া পিটিসি সাইট। hairpull
সেখানে দেখলাম অনেক লিনাক্স এক্সপার্টও রয়েছেন। লিনাক্স, ওপেনসোর্সের জন্য পৃথক বিভাগ পর্যন্ত রয়েছে! মাশাল্লাহ! thumbs_up
অবাক হওয়া এখানেই শেষ নয়, সিরিজ চেইন টিউন নামের একটু ব্যাপার আছে। মানে, একজন টিউনার (লেখকের পরিভাষা) সিরিজে অনেকগুলো টিউন(পোস্টের পরিভাষা) করতে পারেন। হঠাৎ করে এরকম কিছু চেইন টিউন চোখে পড়ল, এবার তো পুরাই টাসকি!
সবাইকে ফ্রীল্যান্সার বানিয়ে ছাড়বেন "ঘুম চোর" নামক ফ্রীল্যান্সার ভাই! ওনার পোস্ট পড়ে তো পাঠকরা Alpha Digital Team এর সকল প্রজেক্ট হাতিয়ে নিয়ে মামুন ভাইকে পথে বসিয়ে ওনার ঘুম চুরি করে ছাড়বে!
ভয় পেয়ে বেরিয়ে পড়লাম। আবার কিছু চেইন টিউন চোখে পড়ল। সেখানেও টাকার খেলা। টাকা বাতাসে বাতাসে ওড়ে। ইন্টারনেট হল সেই টাকা ধরার জাল, এমনই মনে হচ্ছিল অনলাইনে আয় সংক্রান্ত পোস্টগুলো দেখে। পিটিসিকে সালাম।
অবশ্য, সেখানে C++, WordPress এর মত জরুরী জিনিসের টিউটোও রয়েছে। এর জন্য ধন্যবাদ।
যাই হোক, আবার ঘোরা শুরু করলাম। অবাক হলাম যে, সেখানে "হ্যাকিং" নামের একটি বিভাগ আছে! কি সাংঘাতিক ব্যাপার বলুন দেখি! দেশে প্রকাশ্যে হ্যাকার বানানো হচ্ছে! সেখানে দেখি আরও মারাত্মক রকমের সাংঘাতিক ব্যাপার! হ্যাকারদের সিরিজ টিউটোরিয়াল। surprised
ওদের ওয়েবসাইটটি হল বাংলাদেশের সেরা ক্র্যাক সাইট। কোন প্রোপ্রাইটারী সফটওয়্যারের ক্র্যাক খোঁজার জন্য গুগল মামার কাছে যাওয়ার আগে টেকটিউনস চাচার কাছে যান, উনি ভালো সমাধান দিতে পারবেন। এই টেকটিউনস এর সার্ভার ওভারলোডেড থাকবে না তো কি প্রজন্মের সার্ভার ওভারলোডেড থাকবে? (মাঝে শুনেছিলাম এডমিনই নাকি বলতে পারে না ওদের সাইট VPS নাকি Dedicated সার্ভারে হোস্ট করা)।
(অঃটঃ আপনারা দোয়া কইরেন, যদি হ্যাকিং শিখে USA এর সরকারী ওয়েবসাইট ডাউন করে গুয়ানতানামোর ভাত খাইতে পারি...) wink
লিঙ্ক: http://forum.projanmo.com/topic26803.html
এর সাথে কিছু কমেন্ট:
ঢেউটিনে গেম রিভিউ দিয়েছিলাম,পোলাপাইন "ডাউনলোড লিংক কই" কইয়া চেচাইতে চেচাইতে কান ঝালাপালা কইরা ফালাইছে,কয়েকজন দেহি বেশ পুরান পাবলিক,হেরাও দেখি আমারে "ডাউনলিংক লিংক না দিয়া গেম রিভিউ লেখা যায় না"-এইসব হাবি-জাবি ডায়লগ মারে।এতদিন নেটে থাইকাও এই বেহাল দশা।ঢেউটিন সবগুলারে এই শিখাইতাছে।আফসুস lol
অনেকদিন যাইনা ওখানে
তবে আমার টেকটিউন্স ছাড়ার প্রধান কারন বাজে মডারেশন।
আমাকে বহুত আগেই টেটিতে ব্যান করছে
ভাই, হাততালি দেন। আমারে যে ক্যান ব্যান করে না! (এ্যাকাউন্টও ক্লোজ করতে পারি না)
আপনি কি ভাবছেন এটি নিয়ে। পোষ্টটি যে করেছে, সে কি সত্যিই ভূল বলেছে। মডারেটরদের কাছে অনুরোধ, মান রক্ষাধে কঠোর হোন।
আমার ব্লগ: http://www.techncom.net for Google AdSense Account, SEO, Blogging
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এডসেন্স, এস.ই.ও, ব্লজ্ঞিং সম্পকে জানতে ভিজিট করুন http://www.techncom.net তে। আশা করুন নতুন কিছু পাবেন।
গত কাল রাতে ই পোস্ট টা পড়েছিলাম। আরে নিদুকেরা এমন অনেক কিছু ই বলে।
সেসব কথায় কান দিয়া আমাদের লাভ নাই। টেকটিউন ইজ দ্যা বেস্ট।
ধন্যবাদ আপনাকে।