আজকের টিউন টা একটু অন্যধরনের।সাধারণত এ ধরণের টিউন খুব কম দেখা যায় টেকটিউনে।বাংলা ভাষা দিন দিন সমৃদ্ধ হচ্ছে ভাল লাগে ভালবাসি আর শ্রদ্ধা জানাই তাদের যাদের অক্লান্ত নিবেদিত পরিশ্রমে অনলাইনে বাংলা সমৃদ্ধ হচ্ছে।তেমনি কিছু টিউনার আমাদের টেকটিউনস কে উজ্জল করে রেখেছে তাদের কথা বলবো আজ।আমরা প্রতি দিন হাজার বার টেকটিউনস ভিজিট করি প্রতিদিনই তাদের ছবি টিউন আমাদের চোখর সমনে বাসে তাদের সম্পকে হয়তো কোন দিন এ ভাবে ভাবিনি।যারা চেইন টিউন করে থাকে আমি তাদের কথা বলছি এই টিউন গুলো হতে আমরা একটা বিষয়ে পুরাপুরি জ্ঞান আজন করতে পারি।চলুন তাদের চেইন টিউন সম্পকে জানি।
.এই হচ্ছে আমাদের শিমুল ভাই যিনি আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে চেইন টিউন করছে এখান থেকে আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট সম্পকে বিস্থারিত জানতে পারবেন।
.এই হচ্ছে আমাদের মেহেদি হাসান ভাই ১১টি হ্যাকিং লার্নিং নিয়ে টিউন করেছেন হ্যাকিং মাষ্টার হতে চাইলে সবগুলো টিউন দেখে নিন।
.আমার প্রিয় একজন টিউনার মিনহাজুল হক শাওন ভাই হার্ডওয়্যার সমগ্র নিয়ে চেইন টিউন করছেন হার্ডওয়্যার এর সবকিছু জানতে পরেন গুরে আসুন উনার ভুবন থেকে।
এসে গেছে ফটোশপ গুরু মিঠু ভাই ফটোশপ জোন নিয়ে ৩০ টি চেইন টিউন করছেন ফটোশপে নাড়িভুড়ি জেনে নিন ।
আমার অতি প্রিয় সার ছাএ শিক্ষক ভাই ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখি ৯ টি চেইন টিউন করছেন।বিজ্ঞান সম্মধে ভালো কিছু জিনিস জানতে পারবেন আনেক মজার টিউন।
আমাদের ঘুম চোর ভাই আসুন ফ্রীলান্সিং করি। কামাই করি USD চেইন টিউন করছেন যারা অনলাইনে ইনকাম করতে চান উনার টিউন গুলো তাদের খুব উপকার হবে।
ব্লগ নাই এখানে এমন কোন লোক খুজে পাওয়া যাবেনা আমাদের নিশাচর নাইম ভাই ব্লগারে সম্পুর্ণ একটি ব্লগ তৈরির টিউটোরিয়াল নিয়ে ১১ টি চেইন টিউন করছে ব্লগনারদের ব্লগ তৈরি করতে কোন স্যমসা হবেনাআশাকরি।
ওয়ার্ডপ্রেস নিয়ে চেইন টিউন করছেন তাওহিদুল ইসলাম ভাই ৭ পর্বের। ওয়ার্ডপ্রেস সম্পকে ভালো ধরনা পাবেন তাওহিদুল ইসলাম ভাই এর টিউনে।
খুবই গুরুত্বপুন বিষয় html হাতেখড়ি নিয়ে চেইন টিউন করছে মোহাম্মদ রকিবুল হায়দার ভাই প্রাথমিক আলোচনা সহ ১২ টি টিউন আছে যারা ওয়েব ডিজাইন করেন তাদের কাজে লাগবে।
আমাদের চেষ্টায় সাইদ ভাই আমার প্রিয় বিষয় ভিডিও এডিটিং নিয়ে চেইন টিউন করছেন যারা প্রফোশনাল ভিডিও এডিটিং করেন তাদের কাজ আনেক সহজ হবে টিউন গুলো দেখলে।
আমাদের জাকির ভাই আমার এক জন প্রিয় টিউনার। C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন নিয়ে চেইন টিউন করেছন ১৭ টি ।টিউন গুলো পড়ে C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আপনার কাছে আনেক সহজ মনে হবে।
আরো কিছু চেইন টিউন চলছে।এক নজরে সেই চেইন টিউন গুলো দেখে নিন
সজীব রহমান ভাইয়ের করা SEO টিউটোরিয়াল A to Z ১০ টি চেইন করেছেন।
swordfish ভাইয়ের করা SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ১৫ টি চেইন টিউন আছে।
সাইফুল ইসলাম ভাইয়ের করা আইফোন সমগ্র নিয়ে ৭ টি আসাধারন চেইন টিউন।
টিউনার সাবিহার করা আসুন শিখি Microsoft Office Word
অল্প সময়ের মধ্যে টিউন টি শেষ করলাম ।ভুল থাকতে পারে তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এতো কষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক ধন্যবাদ……………..
আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট
আসলেই অন্যরকম একটা টিউন।
ধন্যবাদ আপনাকে।