আমি যে সাইট থেকে ফ্রী এসএমএস পাঠানো নিয়ে টিউন করতেছি, এই সাইট টা নিয়ে টিটি তে বেশ কিছু দিন আগে একটা টিউন দেখেছিলাম। যদিও তখন কিছু দিন পর সাইট থেকে ফ্রী এসএমএস পাঠানো যাইনি।
আজ হঠাত সাইট টি তে যেয়ে দেখি ফ্রী এসএমএস পাঠানো যাচ্ছে। সাইট টির সরাসরি ফ্রী এসএমএস পাঠানোর লিঙ্ক হল http://www.wapfamily.com/freesms
এই সাইট থেকে সম্পুর্ন বিনামুল্যে দেশের এবং দেশের বাহিরে ফ্রী এসএমএস পাঠাতে পারবেন। আনেক ফ্রী এসএমএস এর সাইট ই রয়েছে। যদিও এর ইস্থায়িত্ত বেশি দিন থাকে না। এটা যে কয় দিন থাকবে তাও জানা আমার জানা নেই। আমি শেয়ার করলাম মাত্র। আর হা সাইট টির মুল ঠিকানা হল http://www.WapFamily.Com এটা হল মোবাইল ওয়াপ সাইট।
এই সাইট থেকে ফ্রী গান,রিংটোন,গেম,সফটওয়্যার,ওয়ালপেপার,থিম,এনিমেশন
ইত্যাদি ডাউনলোড করার সুবিদা রয়েছে। তাছারা এতে রাশিফল,লাইভ ক্রিকেট, মিউজিক সার্চ,ভিডির
সার্চ,ওয়ালপেপার সার্চ, ইত্যাদি সুবিধা রয়েছে।
আমি সানোয়ার হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হু.. কাজ করছে….