এ মহাবিশ্ব কতই না বিচিত্র, এই বৈচিত্রতা আমাদের মনকে উৎসাহিত করে তুলে আরো বেশি কিছু জানতে৷ মহাবিশ্বের অসংখ্য অগুনিত রহস্যসমূহের মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে সূর্য। যেটি মহাবিশ্বের আলোকবর্তিকা। আদীকাল থেকেই সূর্য পৃথিবীকে আলো দিয়ে যাচ্ছে৷ মানবজাতি এমনকি প্রাণীজগতের জন্যও সুর্যের আলোর কোন বিকল্প নেই। আমরা জানি যে সকালবেলা পূর্ব আকাশে সূর্য উদিত হয় আর দিনের বেলায় সূর্যের আলোতে মানুষেরা মাঠে-ঘাটে কাজ করে আর সন্ধ্যাবেলা পশ্চিমাকাশে সূর্য অস্ত যাওয়ার পর পৃথিবী আঁধার হয়ে আসে তারপর নেমে আসে রাত। আর দিনের বেলায় নিজ নিজ কর্মক্ষেত্রে ক্লান্ত-শ্রান্ত হয়ে রাতেরবেলা ঘুমিয়ে বিশ্রাম গ্রহণ করে পরের দিন আবার কাজে নেমে পড়ে৷ তবে মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সব ক্ষেত্রে এটি সত্য নয়, পৃথিবীর প্রত্যেক দেশেই কিন্তু একইভাবে সূর্যের আলো বিলীন হয়ে যায় না, বরং পৃথিবীতে এমন দেশও আছে যেখানে মধ্যরাতেও সূর্যের আলো দেখা যায়। কি অবাক হচ্ছেন তাইনা? অবাক হওয়ারই কথা। মধ্যরাতে সূর্যের আলো! এতো এক অবিশ্বাস্য ব্যাপার। মধ্যরাতে তো আমরা পূর্ণিমার চাঁদের আলো দেখতে পাই৷ কিন্তু মধ্যরাতে সূর্যের আলো থাকাও কি সম্ভব? হ্যা এটা সম্ভব। আচ্ছা আসুন তাহলে এবার রহস্যময় সে দেশটির পরিচয় এবং মধ্যরাতে সূর্যের আলো বিদ্যমান থাকার কারণ উদঘাটন করা যাক৷ রহস্যময় এ দেশটির নাম নরওয়ে।
ইউরোপ মহাদেশে অবস্থিত এ দেশটির অবস্থান পৃথিবীর সর্বউত্তরে৷ তাই এটিকে পৃথিবীর সর্বউত্তরের দেশ হিসাবে অখ্যায়িত করা হয়ে থাকে। গ্রীষ্মকালে সেই দেশে এমন অবস্থা হয় যে, দিন শেষে সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা হয়ে উঠে, সন্ধ্যাও নেমে আসে ঠিকই কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে রাত আর নামে না৷ এপ্রিলের শেষার্ধ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সে দেশে রাতে পুরপোরি অন্ধকার থাকে না বললেই চলে। সে সময়ে নরওয়ের রাতগুলো হচ্ছে আসলে দীর্ঘায়িত গোধূলিলগ্ন। ঘড়ির হিসাবে যখন নরওয়েতে মাঝরাত, তখনো সেখানে দিগন্তে সূর্যের আবছা আভা দেখা যায়৷ সে জন্য কাব্যিক ভাষায় নরওয়েকে বলা হয় ' মধ্যরাতের সূর্যের দেশ। '
দেশটির সবচেয়ে উত্তরের অংশে গরমকালে প্রায় দুই মাস ধরে সূর্য পুরোপোরি ডুবেনা। এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগবে কেন এরকম হয়? তাহলে এর কারণটাও একটু ব্যাখ্যা করি ; এর কারণ হলো গ্রীষ্মকালে নরওয়েতে সূর্য উত্তর গোলার্ধে চলে আসে। আর নরওয়ের অবস্থানও পৃথিবীর সর্ব উত্তরে। তাই সে সময় দেশটি এমন এক অবস্থায় চলে আসে, যখন সূর্যকে সন্ধ্যার পরও কৌণিক অবস্থান থেকে দেখা সম্ভব হয়।
আবার ঠিক এর বিপরীত চিত্রও দেখা যায় নরওয়েতে। গ্রীষ্মকালে যেমন মধ্যরাতে সূর্যের আলো দেখা যায় শীতকালে আবার দুপুরবেলায়ও সন্ধ্যার আলোই ছেয়ে যায়। এর কারণ হচ্ছে, সূর্য তখন পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে চলে যায়। নরওয়ে থেকে দেখা যায় সূর্য দক্ষিণ আকাশে হেলে পড়েছে। এ অবস্থায় নরওয়ের সবচেয়ে উত্তর লোকালয়ের মানুষ প্রায় দুই মাস সূর্য দেখতে পায় না। দিনদুপুরেও সন্ধ্যার আবছা আলো। গোধূলির আলোতে ওদের মধ্যাহ্নভোজ সারতে হয়।
আমি নূরুদ্দীন শহীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউনটি টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের জন্য ‘ট্রাস্টেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না।
কারণ:
১. টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন নূন্যতম ৪০০ শব্দের হতে হয় এবং প্রতি টিউনে টেকটিউনস কপিরাইট গাইডলাইন অনুযায়ী, নূন্যতম ৩ টি, টিউনে এর সাথে প্রাসঙ্গিক, ছবি যুক্ত থাকতে হয়। আপনার টিউনটি এই বৈশিষ্ট্য সম্পন্ন নয়।
করণীয়:
এই টিউনটি টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী না হওয়ায় এই টিউনটি টেকটিউনস ‘ট্রাস্টেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না। এই টিউনটির পরিবর্তে টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী নতুন টিউন প্রকাশ করুন।
খেয়াল করুন:
যে কোন ধরনের টিউন প্রকাশ করলেই টেকটিউনস থেকে আর্ন করা যায় না। শুধু মাত্র অরিজিনাল, হাই-কোয়ালিটি, ইউনিক ও ইউজার এনগেজিং টিউন প্রকাশ করতে পারলেই টেকটিউনস থেকে আর্ন করা যায়। আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউন গুলোর ফরমেট ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউনের মান ইত্যাদি ফলো করুন। সে মানের ইউনিক টিউন প্রকাশ করতে পারলে আপনি টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন।
টেকটিউনসে কি ধরনের অরিজিনাল, হাই-কোয়ালিটি, ইউনিক ও ইউজার এনগেজিং টিউন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
আপনি আরও বেশি নতুন নতুন এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক নিয়ে স্টার্ডি ও রিসার্চ করুন এবং আপনার পরবর্তি টিউনের টপিক হিসেবে এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক এর উপর টিউন করুন।