”প্রতিটি জীব একদিন মৃত্যুর সা্দ্ গ্রহন করবে” মৃত্যু হওয়ার সময় আমাদের দেহ থেকে কিভাবে প্রান চলে যায়?আমরা তা কি জানি?আসুন সবাই একটু দেখি?

Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

মৃত্যুর সা্দ্

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।সাধারণ মানুষের মধ্যে বিবর্তন সম্পর্কে ভ্রান্তির যেন কোন শেষ নেই। এমনকি প্রচলিত মিডিয়াতেও বিবর্তন সম্বন্ধে অজস্র ভুল ধারণা ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু খেয়াল করে দেখলে তার কারণটা বুঝে ওঠাও তেমন কঠিন নয়। তাকে খুব সহজে মেনে নেওয়া তো কঠিন হওয়ারই কথা।
  • প্রতিটি মানুষের জীবনে মৃত্যু একবার আসবেই৷ তাই খুবই স্বাভাবিকভাবে মৃত্যুকে গ্রহণ করতে হবে৷''আমরা জানি আল্লাহ আমাদের এ পৃথিবী থেকে একদিন নিয়ে যাবে।আমরা কি জানি, আমাদের মৃত্যু হওয়ার সময় দেহ থেকে কিভাবে প্রান চলে যায়?মৃত্যু খুবই স্বাভাবিক একটি ঘটনা৷ জীবনের সঙ্গে মৃত্যু ওতপ্রোতভাবে জড়িত৷
  • সাধারণভাবে মনে করা হয় মৃত্যু প্রাণীর জীবনে আচমকা এসে সবকিছু ল-ভ- করে দেয়; কিন্তু চিকিৎসা শাস্ত্রে বলে মৃত হতে হলে প্রথমে হৃদয়ের কম্পন বন্ধ হতে হবে, ফুসফুস তার ক্রিয়া বন্ধ করবে, যার ফলে মস্তিষ্ক তার সব কাজ বন্ধ করে দেবে।কি ভাবে ঘটে চলুন দেখি?

সরল এককোষী জীব

  • মৃত্যু (Death) বলতে জীবনের সমাপ্তি বুঝায়।  অন্য কথায়, মৃত্যু হচ্ছে এমন একটি অবস্থা  যখন সকল শারিরীক কর্মকাণ্ড যেমন শ্বসন, খাদ্য গ্রহণ, পরিচলন, ইত্যাদি থেমে যায়। জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোন জৈব পদার্থের (বা জীবের) জীবনের সমাপ্তিকে মৃত্যু বলে।কোন জীবের মৃত্যু হলে তাকে মৃত বলা হয়।

  • মৃত্যু বিভিন্ন স্তরে ঘটে থাকে। সোমাটিক মৃত্যু হল সামগ্রিকভাবে কোন জীবের মৃত্যু। নির্দিষ্ট অঙ্গ, কোষ বা কোষাংশের মৃত্যুর আগেই এটি ঘটে। এতে হৃৎস্পন্দন, শ্বসন, চলন, নড়াচড়া, প্রতিবর্ত ক্রিয়া ও মস্তিষ্কের কাজকর্ম বন্ধ হয়ে যায়। সোমাটিক মৃত্যু ঠিক কখন ঘটে তা নির্ণয় করা দুরূহ, কেননা কোমা, অজ্ঞান হয়ে যাওয়া, এবং ঘোর বা ট্রান্সের মধ্যে থাকা ব্যক্তিও একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে থাকেন।
  • সোমাটিক মৃত্যুর পর অনেকগুলি পরিবর্তন ঘটে যা থেকে মৃত্যুর সময় ও কারণ নির্ণয় করা যায়। মারা যাবার পরপরই পার্শ্ববর্তী পরিবেশের প্রভাবে দেহ ঠান্ডা হয়ে যায়, যাকে বলে Algor mortis। মারা যাবার পাঁচ থেকে দশ ঘণ্টা পরে কংকালের পেশীগুলি শক্ত হয়ে যায়, যাকে বলে Rigor mortis, এবং এটি তিন-চার দিন পরে শেষ হয়ে যায়। রেখে দেয়া দেহের নীচের অংশে যে লাল-নীল রঙ দেখা যায়, তাকে বলে Livor mortis; রক্ত জমা হবার কারণে এমন হয়।

  • মৃত্যুর খানিক বাদেই রক্ত জমাট বাঁধতে শুরু করে। আর তারপরে দেহের যে পচন শুরু হয়, তার জন্য দায়ী এনজাইম ও ব্যাক্টেরিয়া।দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন হারে মারা যায়।

মস্তিষ্কের কোষ

  • সোমাটিক মৃত্যুর ৫ মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষগুলির মৃত্যু ঘটে।অন্যদিকে হৃৎপিণ্ডের কোষগুলি ১৫ মিনিট এবং বৃক্কেরগুলি প্রায় ৩০ মিনিট বেঁচে থাকতে পারে।

*এই কারণে অঙ্গ-প্রত্যঙ্গ সদ্যমৃত দেহ থেকে সরিয়ে নিয়ে জীবিত ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা সম্ভব।


কোরআনে আল্লাহ বলছেন : "প্রতিটি জীব একদিন মৃত্যুর সা্দ্ গ্রহন করবে

কালেমা

বাংলায়=(লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌)।

আরবি= ( لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ )

*আল্লাহর এবং হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম নিয়ে মৃত্যু হলে কষ্ট কম হয় ।আশুন এই দোয়া সময় মত মনে মনে পড়ি ।

এই প্রত্যাশা রেখে

“আল্লাহ হাফেজ”।

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসসালামু আলাইকুম
আপনাকে অনেক ধন্যবাদ

    Level 2

    ধন্যবাদ,
    খুব ভালো থাকেন।

Level 0

অনেকদিন পর একটি তথ্যবহুল টিউন পেলাম………..ধন্যবাদ না দিয়ে স্বার্থপরের মত বলব এরকম টিউন আরও আরও চাই……..

    Level 2

    ধন্যবাদ।
    দোয়া করবেন।

Level 0

মন্তব্য করে ছোট করবনা ধন্যবাদ

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য ,

খুব ভালো হয়েছে।

    Level 2

    ধন্যবাদ।
    আপনাদের যেমন চাওয়া,,,,,

Level 0

খুব সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন।

    Level 2

    ধন্যবাদ,
    ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি…..

আগে মরে দেখি, তারপর নিজের অভিজ্ঞতাগুলো নিয়ে বিশাল টিউন করব।

    তাহলে তো porokaltunes.com.bd খুলতে হবে।

    Level 2

    ধন্যবাদ।
    দোয়া করি আপনি অনেক দিন বাচেন।তাহলে আমরা আপনার টিউন দেখতে পাবনা।কথায় আছে স হজে বুঝিনা জিবনটা কি? আর যখন বুজতে পারি তথন আর সুযোগ থাকে না।তাই সুযোগ টাকে কাজে লাগাই দোয়ার মাধ্যমে।@অপরিচিত

চমৎকার টিউন অসংখ্যধন্যবাদ

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য ..

সুন্দর টিউন. ধন্যবাদ.

    Level 2

    ধন্যবাদ,
    ভালো থাকবেন সবসময়।

মাইন্ডব্লোয়িং টিউন। চালিয়ে যান।

    Level 2

    ধন্যবাদ,
    অবশ্যই ।

চমৎকার টিউন! 🙂

    Level 2

    ধন্যবাদ,
    ঠিক আপনের টিউনের মত।আপনি ও ভালো টিউন করেন।

Level 2

doraisi .. 😐

    Level 2

    ধন্যবাদ,
    ভাই ভয় পাইলে চলবে না।আপনি ও ভালো কিছু জানেন?

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ ।
খুব সুন্দর হয়েছে ।

    Level 2

    ধন্যবাদ।
    আমি ও চাই সবাই যেন ভালো টিউন করে।

অনেক চমৎকার টিউন।:D

    Level 2

    ধন্যবাদ।
    ভাই আপনাদের দোয়া 'য়।

Level 2

nijeder somporke socheton hower jonno arokom tune darker. Kothin tune. Tnx

    Level 2

    ধন্যবাদ।
    ঠিক ‌উওর দিছেন।

অনেক চমৎকার টিউন। আমি চাই আপনি সবসময় যেন আরো ভালো টিউন করেন।

মৃত্যুতে আজরাইলের কী ভূমিকা তা কি একটু ব্যাখ্যা করবেন!
সৃষ্টিকর্তার আদেশেই মৃত্যু সম্ভব। তবুও আজরাইলের প্রয়োজন কেন?
প্রশ্নগুলো কোন একজন আমাকে করেছিল। কিন্তু উপযুক্ত জবাব আমারও জানা নেই।

    Level 0

    সৃষ্টিকর্তার আদেশেই মৃত্যু সম্ভব। তবুও আজরাইলের প্রয়োজন কেন?
    সৃষ্টিকর্তার আদেশেই মৃত্যু সম্ভব। …..এখানে "সম্ভাবনা" এই টার্ম বহু দুরের বিবর্জিত শব্দ.
    stay safe . সবাই সুস্থ নেই , যারা নেই জীবনের বাকি দিন গুলো তারা অসুত্থ কাটাবে .

    প্রতি দিনের প্রতি মুহুর্তের শুকরিয়া আদায় করি.
    প্রতিদিন প্রতিমূহুর্ত অদেখা অজানা.!

    dux আপনি কি বুঝাতে চাইলেন?

Level 0

আজারাইলের ভুমিকা ব্যখ্যা দেয়া যাবে আমার জাত ভাইয়েরা আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে তাই দিলাম না ।
বি.দ্র. জাত ভাই বলতে মুসলমান টিউনারদের বুঝিয়েছি ।

    Level 2

    ধন্যবাদ।
    আপনে ব্যখ্যা দিতে পারলে ভালো হত।জাত ভাইদের সুন্দর সুন্দর মতামত জানা যেত।

অনেক চমৎকার টিউন।

    Level 2

    ধন্যবাদ।
    ঠিক আপনের ছবির মত সুন্দর।

Level 0

আল্লাহর ইচ্ছাতেই সব কিছু সম্ভব। এবং আল্লাহর ইচ্ছাতেই, আজরাইল, মানুষ সহ ১৮ হাজার মাখুলাকাত সৃষ্টি হয়েছে।
যারা নাস্তিক তারা তো বেশি জ্ঞানী তারা এসব বুঝবে না । তাদের কাজই হচ্ছে সে যা না বুঝবে তাই তাদের কাছে অবাস্তব এবং অদ্ভুত ধরনের সব প্রশ্ন তৈরী করবে।
আল্লহ সবাইকে সঠিক বিষয়টি বুঝার জ্ঞান দান করুন। – আমিন।

    Level 2

    ধন্যবাদ।
    ঠিক বলছেন।

আমি প্রশ্নটার জবাব জানতে চেয়েছিলাম। কেউ জবাব দিলেন না। আমার এখন জানতে ইচ্ছে হচ্ছে, এই প্রশ্নের আসলে কি কোন উত্তর আছে? থাকলে উত্তরটা কেউ একজন দিন। না থাকলে বলুন, এর কোন উত্তর নেই। আপনারা যে উত্তর দিলেন বা দেয়ার চেষ্টা করলেন, এটাতো কোন উত্তর হলো না। আপনি না জানলে বলতে পারেন, জানি না। "আল্লহ সবাইকে সঠিক বিষয়টি বুঝার জ্ঞান দান করুন" – তাহলে আপনি কি আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করার পর প্রশ্নটির উত্তর দেবেন!

Level 0

ইসমাইল ভাই আপনাকে ধন্যবাদ।
আমার দৃস্টিতে উত্তরটি এরকম:-
আল্লাহ আগে থেকে সবকিছু সাজিয়ে রেখেছেন এবং তিনি নিজ হাতে কোন দায়িত্ব নিতে চান না তাই। সকল কাজগুলি দূত মারফত সমাপ্ত করেন। আর তাই আজরাইলও (আ:) তার দায়িত্ব পালন করেন মাত্র।
চিন্তা করুন:- জীব্রাঈল (আ:), মীকাঈল(আ:), আযরাঈল (আ:) ও ইস্রাফিল (আ:) এরা সবাই তো আল্লাহর হুকুম পালন করছেন মাত্র। এমন একদিন আসবে যখন আযরাঈল(আ:)কেও তার জানটি কবজ করে আল্লাহ'র হাতে সোপার্দ করবেন। জানিনা আপনি আপনার উত্তর পেয়েছেন কি না?

আল্লাহ্ আমাকে মার্জনা করুন; যদি কোন ভুল হয়ে থাকে। আমীন।