আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আমি ভাল আছি । ট্রেনিং এর ব্যস্ততার কারেণ অনেক দিন টেকটিউনসে আসা হয়নি । আজ আসলাম আমাদের প্রিয় টেকটিউনসের একটু খবর নিতে । খালি হাতে আসিনি । আজ আপনাদের সাথে একটি প্রয়োজনীয় সাইটের কথা শেয়ার করব । সাইটটির কথা হয়ত অনেকের জানা । যারা জানেননা তাদের জন্য । তাহলে চলুন সংক্ষেপে সাইটির বর্ণণা দেখি -
সাইটটি হল জাতীয় ই-তথ্যকোষ । এই সাইটটি সাইটটি থেকে আমরা আমাদের প্রয়োজনীয় অনেক কিছু জানতে পারব । একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি পরিচালিত হয় ।
এই ওয়েব সাইটটি মূলত আমাদের বাংলাদেশের বিভিন্ন তথ্যের এক বিশাল ভান্ডার । চলুন দেখি এটিতে কি কি বিষয় আছে -
এছাড়াও আছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিংক ।
মনে করুন আপনি কম্পিউটারের টিপস সম্পর্কে জানতে চান । তাহলে সার্চ বক্সে কম্পিউটার লিখে সার্চ করুন । কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন টিপস চলে আসবে ।
আবার আপনি নির্দিষ্ট বিষয়ের বা ক্যাটাগরির উপর জানতে চাইলে নির্দিষ্ট বিষয়ে ক্লিক করুন -
এই ওয়েবসাইটটি সরকারি ভাবে পরিচালিত হলেও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এখানে নানাভাবে অবদান রাখছে । এই ওয়েবসাইটের সদস্য তালিকা দেখুন এখান থেকে । এদের মধ্যে সিটিশপবিডি.কম, বইমেলা, টেকনোলজি টুডে, ডি.নেট ও এই ওয়েবসাইটের সদস্য প্রতিষ্ঠান । আমাদের টেকটিউনস এক্ষেত্রে কোন অবদান রাখতে পারে কি ? আমার একটি প্রস্তাব হল যদি সম্ভব হয় তবে টেকটিউনস ও এ ওয়েবসাইটের একটি গর্বিত সদস্য হোক । টেকটিউনস কর্তৃপক্ষ ভেবে দেখবেন কি ?
সদস্য হওয়ার জন্য সদস্য ফরম পূরণ করুন এখান থেকে।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
WELL STEP…………