এল্যার্টপে ডলার কিনবেন নাকি? প্রতি ডলার মাত্র ৫ টাকা! (সতর্কতামূলক টিউন)

এত কম দামে এল্যার্টপে ডলার দেখে নিশ্চয় অবাক হচ্ছেন?? অবাক হওয়ারই কথা। তবে তার থেকে বেশি অবাক লাগবে যখন আমি আমার মোবাইল নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টা দিয়ে বলবো যে আমাকে আগে টাকা পাঠাতে হবে। তারপর আপনাদের কে দেবো তা হলে আপনারা নিশ্চয় এত কম দামে ডলার কেনার জন্যে আগেই টাকা পাঠিয়ে দিবেন??? হ্যাঁ আপনারা অনেকেই এই ধরনের বোকামী করছেন!

এবার মুল কথায় আসি।আপনারা যারা অনলাইনে আয় বিষয়ক কাজের সাথে জড়িত আছেন তারা নিশ্চয় জানেন যে এল্যার্টপে ডলারের কেমন চাহিদা। এমনিতেই বাংলাদেশ থেকে এল্যার্ট পে অ্যাকাউন্ট এ টাকা ভরার সহজ কোন উপায় নেই তাই সাধারন মানুষের এল্যার্ট পে ডলার ম্যানেজ করতে অন্যের কাছ থেকে কিনতে হয়। কিন্তু আজকাল আয় করার জন্যে বিভিন্ন রকম সাইট রয়েছে যেখানে ইনভেস্ট করা লাগে। তার জন্যে এল্যার্টপে ডলার এর প্রয়োজন হয়। (যদিও এই সব ইনভেস্টমেন্ট সাইট গুলোর মধ্যে ৯০% ই ভুয়া এবং তাদের উদ্দ্যেশ্য খারাপ) আবার যেহেতু বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না। তাই সবাই কে এল্যার্ট পে অ্যাকাউন্ট এর উপর ডিপেন্ড করতে হয়। আর ঠিক এই সমস্ত সুযোগ গুলো কে কাজে লাগিয়ে কিছু ডলার ব্যাবসায়ী অনেক চড়া মুল্যে ডলার বিক্রি করছে। এখানেই শেষ নয়! এর মধ্যে যারা কম দামে ডলার বিক্রির কথা বলছে তাদের মধ্যে অনেকেই ঠকাচ্ছে। অর্থাৎ ডলার দেওয়ার কথা বলে আর দিচ্ছে না।

আমি মুলত ডলার ব্যাবসায়ী নই তবে গত কয়েক সপ্তাহে আমার আয় বিষয়ক পোস্ট এর সুত্র ধরে অন্তত ২০-২৫ জনের মতন লোক আমার কাছ থেকে ডলার কিনেছেন। বাংলাদেশের বেশির ভাগ ডলার বিক্রেতা আমার পরিচিত তাই তাদের কাছ থেকে কিনে বিক্রি করেছি মাত্র। তো এরকম অন্তত ৫/৬ জনের সাথে কথা হয়েছে যারা এর আগে ডলার কিনতে গিয়ে ঠকেছেন। আর সব থেকে দুঃখজনক ব্যাপার হলো তার মধ্যে ৩ জনের সাথে কথা বলে জানতে পারলাম তারা নাকি টেকটিউন্স থেকে ভিভিন্ন পোস্ট এর কমেন্ট থেকে মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস সংগ্রহ করে তাদের কাছ থেকে ডলার কেনার টাকা পাঠিয়ে আর ডলার পাননি। এর মধ্যে একজন টেকটিউন্সের টিউনারও আছেন।

আজকাল দেখা যায় অনেকেই বিভিন্ন পোস্ট এ বিভিন্ন ভাবে কমেন্ট করে ডলার বিক্রির কথা বলেন। আবার কেউ কম দামে ডলার বিক্রির অফার দেন। যারা ডলার কিনেন তারা অল্প দাম দেখে হয় তো অনেক সময় না চিনে না জেনে আগেই ডলারের টাকা পাঠিয়ে দেন। একটা বার যাচাই করেও দেখেন না যে টাকা টা কোথায় দিলেন। তবে এটা ঠিক হয় তো সামান্য লাভে ডলার কেনার জন্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয় তো সবার পক্ষে সম্ভব হয় না। তারপরেও একটু সতর্ক থাকা ভালো।

যারা ডলার কিনছেন তাদের অন্যে আমার কিছু পরামর্শ হচ্ছেঃ

  • ১। প্রথমে অবশ্যই চেষ্টা করবেন ফেস টু ফেস দেখা করে ডলার কিনতে।
  • ২। যদি এটা সম্ভব না হয় তা হলে একটু ভালো জেনে শুনে রেগুলার যারা ডলার বিক্রি করছে তাদের কাছ থেকে কিনুন। যেহেতু আপনাকে অবশ্যই আগে টাকা পে করতে হবে।তার উপর যদি আপনি ফেস টু ফেস দেখা না করতে পারেন তো আপনাকে হয় তো ব্যাংক এর মাধ্যমে দিতে হবে।
  • ৩। যেখানে সেখানে মোবাইল নাম্বার দেখে ডলার কেনার অন্যে যোগাযোগ না করাই ভালো। ( অবশ্য আজকাল ডলার অনেকের কাছেই আছে। তাই অনেকেই হয় তো টাকার অন্যে ডলার বিক্রি করতে চান অনেক কম দামে। তবে তাদের কাছে হয় তো অল্প কিছু ডলার থাকে তাই কেউ যদি খুব কম দামে বেশি ডলার দিতে চাই তা হলে বুঝবেন যে নিশ্চয় কিছু একটা আছে। তাই একটু যাচাই করে নিবেন)
  • ৪। বেশি লোভ করা ঠিক না। কম দামে কিনতে গিয়ে ঠকার থেকে বেশি দামে কেনা অনেক ভালো।
  • ৫। যদি মনে করেন যে কম দামেই কিনবেন তা হলে তাদের সাথে দেখা করে ফেস টু ফেস কিনে নিন। (যদিও দূরত্ব বেশি হলে আবার যেতে খরচ ও অনেক)

সবই বিশ্বাস এর ব্যাপার। তো এখন আপনি কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার।

তবে যেহেতু অনেকেই ঠকছে তাই অপরিচিত দের কাছ থেকে ডলার কেনার আগে একটু সতর্ক থাকবেন।

বিঃদ্রঃ আমি কোন সৎ ডলার ব্যাবসায়ী কে আঘাত করার জন্যে পোস্ট টি করিনি। আমি জানি হয় তো সবার উদ্দেশ্য ঠকানো নয়। তারপরেও কিছু লোক তো নিশ্চয় আছে যারা ঠকানোর ফাঁদ পেতে রাখে। আমি সেই সব অসৎ লোক দের উদ্দেশ্যে এই পোস্ট টি করেছি। আমার কাছে অনেকেই এটা নিয়ে অভিযোগ করেছেন।

পুর্বে প্রকাশ এখানে

Level 0

আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সচেতন করার জন্য ধন্যযোগ। 🙂

    ধন্যযোগ?! নতুন শিখলাম 🙂
    আপনাকেও ধন্যযোগ 🙂

    হে হে ,, বাদ দিবো কেন বলেন .. তাই যোগ দিলাম 😉

    তাও ঠিক! সত্যিকারের মুল্যায়ন করার জন্যে আপনাকে আবারও ধন্যবাদ 😉

Level 0

সুন্দর পোস্ট । আমারও ডলার বিক্রয়ের ইচ্ছা আছে । এ বিষয়ে কিছু পরামর্স চাই ।

    ধন্যবাদ আপনাকে। আসলে এখন ডলারের বেশ চাহিদা। বিশেষ করে এল্যার্টপে ডলারের। যদিও এই মুহুর্তে দাম একটু বেশি তবে আপনি কম দামে দিলে তা অনেকেই নিবে। তবে বিক্রয় করার খুব প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

    আপনারা কি শুরু করলেন? এখানে ডলার লেনদেন এর ব্যাপার টা আলোচনা না করলেই ভালো হত। যাই হোক কি আর করা…

Level 0

আমি টেকটিউনসে নতুন ।

Level 0

আপনার মোবাইল নম্বরটা দিলে খুব খুশী হব। আমি এ সম্পর্কে কিছু জানতে আগ্রহী।

    গুগল এ সার্চ করলেই আমার নাম্বার পেয়ে যাবেন। তারপরেও দিচ্ছি। (+88) 01912955006

একজন অনেক পরিচিত ( নেটে পরিচয় ) ব্যক্তি আমার ১৫ ডলার মেরে দিয়েছে । এই দুঃক্ষ এখন ভুলতে পারি না ।

    আমার তো ৯৯% লোকই নেট এ পরিচয়। যেহেতু এই লাইনেই আছি। তারপরেও একটু ভেবে চিনতে করতে হয়।
    আপনার অ্যাডসেন্স ডিজেবল হলো কেন? ইনভ্যালিড ক্লিক নাকি অন্য কারন??

    আমি ভাবতেও পারি না যে উনি এমন করতে পারে । তাকে আমি ১০০% বিশ্বাস করে দিয়েছি । কিন্তু সে বিশ্বাস রাখে নি ।
    এডসেন্স যে কেনো ডিজেবল করেছে তাইতো বুঝতে পারতেছি না । একটা মেইল দিল আর ডিজেবল
    মেইলটা হলো…

    Hello,

    After reviewing our records, we’ve determined that your AdSense account
    poses a risk of generating invalid activity. Because we have a
    responsibility to protect our AdWords advertisers from inflated costs due
    to invalid activity, we’ve found it necessary to disable your AdSense
    account. Your outstanding balance and Google’s share of the revenue will
    both be fully refunded to the affected advertisers.

    Please understand that we need to take such steps to maintain the
    effectiveness of Google’s advertising system, particularly the
    advertiser-publisher relationship. We understand the inconvenience that
    this may cause you, and we thank you in advance for your understanding and
    cooperation.

    If you have any questions or concerns about the actions we’ve taken, how
    you can appeal this decision or invalid activity in general, you can find
    more information by visiting
    http://www.google.com/adsense/support/bin/answer.py?answer=57153.

    Yours sincerely,

    The Google AdSense Team

টেকটিউনস কর্তৃপক্ষ কে ধন্যবাদ। আমি মনে করি এই পোস্ট টি নির্বাচিত টিউন হিসাবে সিলেক্ট করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু যারা ঠকাচ্ছেন তারা ডলার বিক্রির অন্যতম মাধ্যম হিসাবে টেকটিউনস কে ব্যাবহার করছেন।

অতি দরকারি তথ্য। টিউটারকে ধন্যযোগ । নতুন ওয়ার্ড টা ভালো লাগছে ।

আমিও কিনতে আগ্রহী, এখন কত দাম এ দিতে পারবেন?

alertpay র ডলার সহজে আয় করার কোন পথ আছে ভাইয়া।আমি কিছু ডলার আয় ক্রতে চায় ইন্টারনেট থেকে ।সাহায্য করলে খুসি হব।র আয় করা ডলার গুলু ভাঙ্গানর জন্য কি কি করতে হবে।

Level 0

সুন্দর পোষ্ট করার জন্য ধন্যবাদ।

দুঃখিত এই পোস্ট এ এল্যার্টপে ডলারের কথা না বললেই বেশি ভালো হত। যেহেতু পোস্ট টি সতর্ক করার জন্যে লিখেছি। তার উপর আমি নিজেও এল্যার্টপে ডলার বিক্রি করছি তাই এল্যার্টপে ডলার লেনদেন সম্পর্কিত কোন কথা এই পোস্ট এ আলোচনা করবো না।
ধন্যবাদ আপনাকে।

তবে তারপরেও বলি এই মুহুর্তে দাম অনেক বেশি কারন আমাকে প্রতিদিন কিনতে হয় এবং বিক্রি করতে হয়। তাই দুই দিন পরে কিনলে আশা করছি কমে পেতে পারেন। অবশ্যই বিশ্বস্ত লোকের কাছ থেকে কিনবেন।

free দিবেন নাকি টাকা লাগবে ???

গত কাল আমার adsense disable করে দিয়েছে 🙁 কি যে করি

আপাতত এই পোস্ট এ এল্যার্টপে ডলার লেনদেন সম্পর্কিত কমেন্ট না করলে বেশি ভালো হত।