এত কম দামে এল্যার্টপে ডলার দেখে নিশ্চয় অবাক হচ্ছেন?? অবাক হওয়ারই কথা। তবে তার থেকে বেশি অবাক লাগবে যখন আমি আমার মোবাইল নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টা দিয়ে বলবো যে আমাকে আগে টাকা পাঠাতে হবে। তারপর আপনাদের কে দেবো তা হলে আপনারা নিশ্চয় এত কম দামে ডলার কেনার জন্যে আগেই টাকা পাঠিয়ে দিবেন??? হ্যাঁ আপনারা অনেকেই এই ধরনের বোকামী করছেন!
এবার মুল কথায় আসি।আপনারা যারা অনলাইনে আয় বিষয়ক কাজের সাথে জড়িত আছেন তারা নিশ্চয় জানেন যে এল্যার্টপে ডলারের কেমন চাহিদা। এমনিতেই বাংলাদেশ থেকে এল্যার্ট পে অ্যাকাউন্ট এ টাকা ভরার সহজ কোন উপায় নেই তাই সাধারন মানুষের এল্যার্ট পে ডলার ম্যানেজ করতে অন্যের কাছ থেকে কিনতে হয়। কিন্তু আজকাল আয় করার জন্যে বিভিন্ন রকম সাইট রয়েছে যেখানে ইনভেস্ট করা লাগে। তার জন্যে এল্যার্টপে ডলার এর প্রয়োজন হয়। (যদিও এই সব ইনভেস্টমেন্ট সাইট গুলোর মধ্যে ৯০% ই ভুয়া এবং তাদের উদ্দ্যেশ্য খারাপ) আবার যেহেতু বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না। তাই সবাই কে এল্যার্ট পে অ্যাকাউন্ট এর উপর ডিপেন্ড করতে হয়। আর ঠিক এই সমস্ত সুযোগ গুলো কে কাজে লাগিয়ে কিছু ডলার ব্যাবসায়ী অনেক চড়া মুল্যে ডলার বিক্রি করছে। এখানেই শেষ নয়! এর মধ্যে যারা কম দামে ডলার বিক্রির কথা বলছে তাদের মধ্যে অনেকেই ঠকাচ্ছে। অর্থাৎ ডলার দেওয়ার কথা বলে আর দিচ্ছে না।
আমি মুলত ডলার ব্যাবসায়ী নই তবে গত কয়েক সপ্তাহে আমার আয় বিষয়ক পোস্ট এর সুত্র ধরে অন্তত ২০-২৫ জনের মতন লোক আমার কাছ থেকে ডলার কিনেছেন। বাংলাদেশের বেশির ভাগ ডলার বিক্রেতা আমার পরিচিত তাই তাদের কাছ থেকে কিনে বিক্রি করেছি মাত্র। তো এরকম অন্তত ৫/৬ জনের সাথে কথা হয়েছে যারা এর আগে ডলার কিনতে গিয়ে ঠকেছেন। আর সব থেকে দুঃখজনক ব্যাপার হলো তার মধ্যে ৩ জনের সাথে কথা বলে জানতে পারলাম তারা নাকি টেকটিউন্স থেকে ভিভিন্ন পোস্ট এর কমেন্ট থেকে মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস সংগ্রহ করে তাদের কাছ থেকে ডলার কেনার টাকা পাঠিয়ে আর ডলার পাননি। এর মধ্যে একজন টেকটিউন্সের টিউনারও আছেন।
আজকাল দেখা যায় অনেকেই বিভিন্ন পোস্ট এ বিভিন্ন ভাবে কমেন্ট করে ডলার বিক্রির কথা বলেন। আবার কেউ কম দামে ডলার বিক্রির অফার দেন। যারা ডলার কিনেন তারা অল্প দাম দেখে হয় তো অনেক সময় না চিনে না জেনে আগেই ডলারের টাকা পাঠিয়ে দেন। একটা বার যাচাই করেও দেখেন না যে টাকা টা কোথায় দিলেন। তবে এটা ঠিক হয় তো সামান্য লাভে ডলার কেনার জন্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয় তো সবার পক্ষে সম্ভব হয় না। তারপরেও একটু সতর্ক থাকা ভালো।
সবই বিশ্বাস এর ব্যাপার। তো এখন আপনি কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার।
তবে যেহেতু অনেকেই ঠকছে তাই অপরিচিত দের কাছ থেকে ডলার কেনার আগে একটু সতর্ক থাকবেন।
বিঃদ্রঃ আমি কোন সৎ ডলার ব্যাবসায়ী কে আঘাত করার জন্যে পোস্ট টি করিনি। আমি জানি হয় তো সবার উদ্দেশ্য ঠকানো নয়। তারপরেও কিছু লোক তো নিশ্চয় আছে যারা ঠকানোর ফাঁদ পেতে রাখে। আমি সেই সব অসৎ লোক দের উদ্দেশ্যে এই পোস্ট টি করেছি। আমার কাছে অনেকেই এটা নিয়ে অভিযোগ করেছেন।
আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সচেতন করার জন্য ধন্যযোগ। 🙂