এটা আমার চার নাম্বার টিউন যদি কোন ভুল হয় টাহলে ক্ষমা করবেন।
হাতে সময় খুবই অল্প তাই অল্প কথায় বলি আমি জানি এটা আপনারাও পারবেন
আাজ আপনাদের যে জিনিসটির কথা
শিখাব তা আমাদের বাংগালিরা খেতে খুবই পছন্দ করে
কিন্তু অনেকেই এটা বানাতে পারেন না
এর নাম হচ্ছে ''লাচ্ছি'' কি নাম শুনে
জিভে জল এসে গেল
কিছুক্ষনের জন্য সামাল দিন।একটু পর
এটা আপনি নিজেই তৈরি করতে
পারবেন
এটা বানানো খুবই সহজ মাএ পাচ মিনিট এর ভিতর বানানো সম্ভব
আসুন দেখি কিভাবে বাননো যায় নিচে
তা দেখানো হল
উপকরন:
* প্রচন্ড মিষ্টি আধা গ্লাশ চিনির সরবত
* আধা গ্লাস বরফ কুচি
* চার চামচ দই বা একটু বেশি
* রোহ আবজা হলেও চলবে
* একটি BLENDER মেশিন হলে খুব ভাল হয়
* ভ্যানিলা আইস্ক্রিম হলে আর ও সু-
সাধু হবে
যেভাবে বানাবেন:
1 প্রথমে blender মেশিনটি নিন তাতে বরফ কুচি গুলো রাখুন ,
2: তারপর চিনির সরবত গুলো সম্পুন্ ঢালুন3: তারপর চার চামচ দই দিন বা একটু বেশি দিন
৫: দুই চামচ রোহআবজা দিন
৬; শেষে ভ্যনিলা আইস্ক্রিম দিন
এবার মেশিনটি start দিন 30 সে
কেন্ডের মত হলে নামি ফেলুন
এবার একটি গ্লাসে ঢেলে পরিবেশন করুন
আর যাদের blender মেশিন নেই তাহলে
হাতের মাধ্যমে ঘুরানোর tools আছে তা দিয়েও করতে পারেন
টিউনটি কেমন হল দয়া করে কমেনট দিয়ে জানাবেন ।
আগামিকাল আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আজও এই টিউটি করতে বাধ্য করেছে
তো আমি আপনাদের কমেন্ট এর আশায় রইলাম
সামনে আরও সুন্দর আইটেম নিয়ে লিখব
সাথে থাকুন
আমার আগর টিউন
আমি EASIN ARAFAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
”লাচ্ছি” বানাইয়া খেয়ে আসতে একটু তো দেরী হবেই ।জটিল টিউন চালিয়ে যান,আমরা আছি আপনার সাথে ।