এটা আমার 2nd টিউন যদি কোন ভুল হয় টাহলে ক্ষমা করবেন।
আমার একটি ফাস্ট ফুড ইর দোকান আছে আর আমি ট্রেনিং প্রাপ্ত
আাজ আপনাদের যে জিনিসটির কথা শিখাব তা হয়ত অনেকে খেতে খুবই পছন্দ করবেন কিন্তু অনেকেই
বানাতে পারেন না।আজ আপনাদের কে আমি তা বানানো শেখাব
এটা বানানো খুবই সহজ মাএ 20 মিনিট এর ভিতর বানানো সম্ভব
আসুন দেখি কিভাবে বাননো যায় নিচে তা দেখানো হল
উপকরন:
* এক কাপ সাগু দানা
* এক কাপ চিনির সিরা
* পাচ চামচ গুরু দুধ
* পেস্তাবাদাম
* এক কাপ সিদ্ধ নুডুলস
* ভ্যানিলা আইসক্রিম
* আপেল এর কিছু কুচি
* কিছু বরফ এর টুকরো
* দুই চামচ রোহআবজা
যেভাবে বানাবেন:
১: প্রথমে ৫ চামচ গুরু দুধ কে আধা লিটার পানির ভিতর ছেরে চুলোয় গরম করতে থাকুন আধা লিটার পানিকে গরম করতে ১ গ্লাশ এ
নিয়েআসুন । দুধটা যেন খুব ভারি হয় পাতলা হলে আগের মত তাপ দিয়ে ভারি করুন।তারপর সেটি ঠান্ডা স্থানে রাখুন
২: এবার ১ কাপ সাগুদানা কে ঠিক আগের মত আধা লিটার পানির ভিতর গরম করতে যখন দেখবেন সাগুদানা গুলি এক ধরনের পানি
বলের মত আকার ধারন করবে।ঠিক ওই সময় সাগুদানা নামিয়ি ফেলুন মনে রাখবেন সাগু দানা যখন সিদ্ধ করবেন তখন তা বার বার
নারতে থাকবেন।এটি করতে সময় লাগে ৬-৭ মিনিট
৩: ১ কাপ চানির সিরা এটা আপনারাই বানাতে পারবেন
৪: ১ কাপ সিদ্ধ নুডুলস এটাও আপনারাই বানাতে পারবেন
৫: আপেলকে কেটে আপনার পরিমান মত ১ কাপ কুচি করুন
৬: কিছু পেস্তাবাদাম কে ভাল করে ধুয়ে এর উপরের খোসা তুলে ফেলুন তারপর একে কুচি করুন
এবার একটি গ্লাসে দুধ গুলো ডালুন, তারপর আপেল এর কুচি, পেস্তাবা
দাম এর কুচি, সিদ্ধ নুডুলস , সাগুদানা, দুই চামচ রোহআবজা এসব
মিশিয়ে নেরে এরউপর (বরফ আর ভ্যানিলা আইসক্রিম)দিয়ে পরিবেশন করুন
বানিয়ে দেখবেন কিন্তু
টিউন টি কেমন হলো বলবেন।
আমার আগের টিউনে বাবর ভাল টিপস করার জন্য (বাবর) ভাইকে অনেক ধন্যবাদ আর সাথে (আদনান)
ভাইকেউ আরউ আছে যেমন,আলমাস,ইসতিয়াক ইত্যাদি
আমি তাদের মধ্যে বাবর ভাইকে বলছি তিনি যদি আমার ADSENS ACOUNT APROVE করিয়ে
দিলে আমার অনেক উপকার হবে।
আমি আপনাদের কমেন্ট এর আশায় রইলাম।
আমার আগের টিনটি দেখুন।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/65641
লিংটি ভুল হয়েছিল টাই আপডেট করে দিলাম
আমি EASIN ARAFAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জানি যে আমি কোন কমেন্ট পাব না।তবুও আপনাদের সাথে শেয়ার করলাম।
আমি কোন বন্দুদের সাথে চলা ফেরা করি না তাই কারও সাথে কিছু শেয়ার করতে পারি না তাই
আপনাদের সাথে শেয়ার করলাম
আগামিকাল আমার টিউনটি দেখলে আপনারা কমেন্ট অবশ্যই করবেন
কারন ওই টিউনটা একদম ভিন্ন
ধন্যবাদ সবাইকে