প্রচন্ড গরমে চলুন জটপট বানিয়ে ফেলি ”ফালুদা” কেউ হাসবেন না

''বিসমিল্লাহির রাহানির রাহিম''

আশেষ করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করলাম।

এটা আমার 2nd টিউন যদি কোন ভুল হয় টাহলে ক্ষমা করবেন।

আমার একটি ফাস্ট ফুড ইর দোকান আছে আর আমি ট্রেনিং প্রাপ্ত

আাজ আপনাদের যে জিনিসটির কথা শিখাব তা হয়ত অনেকে খেতে খুবই পছন্দ করবেন কিন্তু অনেকেই

বানাতে পারেন না।আজ আপনাদের কে আমি তা বানানো শেখাব

এটা বানানো খুবই সহজ মাএ 20 মিনিট এর ভিতর বানানো সম্ভব

আসুন দেখি কিভাবে বাননো যায় নিচে তা দেখানো হল

উপকরন:

*  এক কাপ সাগু দানা

* এক কাপ চিনির সিরা

* পাচ চামচ গুরু দুধ

* পেস্তাবাদাম

* এক কাপ সিদ্ধ  নুডুলস

* ভ্যানিলা আইসক্রিম

* আপেল এর কিছু কুচি

* কিছু বরফ এর টুকরো

* দুই চামচ রোহআবজা

যেভাবে বানাবেন:

১: প্রথমে ৫ চামচ গুরু দুধ কে আধা লিটার পানির ভিতর ছেরে চুলোয় গরম করতে থাকুন আধা  লিটার পানিকে গরম করতে ১ গ্লাশ  এ

নিয়েআসুন । দুধটা যেন খুব ভারি হয় পাতলা হলে আগের মত তাপ দিয়ে ভারি করুন।তারপর সেটি ঠান্ডা স্থানে রাখুন

২: এবার  ১ কাপ সাগুদানা কে ঠিক আগের মত আধা  লিটার পানির ভিতর গরম করতে যখন দেখবেন সাগুদানা গুলি এক ধরনের পানি

বলের মত আকার ধারন করবে।ঠিক ওই সময় সাগুদানা নামিয়ি ফেলুন মনে রাখবেন সাগু দানা যখন সিদ্ধ করবেন তখন তা বার বার

নারতে থাকবেন।এটি করতে সময় লাগে ৬-৭ মিনিট

৩: ১ কাপ চানির সিরা এটা আপনারাই বানাতে পারবেন

৪:  ১ কাপ সিদ্ধ  নুডুলস এটাও আপনারাই বানাতে পারবেন

৫:  আপেলকে কেটে আপনার পরিমান মত ১ কাপ কুচি করুন

৬:  কিছু পেস্তাবাদাম কে ভাল করে ধুয়ে এর উপরের খোসা তুলে ফেলুন তারপর একে কুচি  করুন

এবার একটি গ্লাসে দুধ গুলো ডালুন, তারপর আপেল এর কুচি, পেস্তাবা

দাম এর কুচি, সিদ্ধ নুডুলস , সাগুদানা, দুই চামচ রোহআবজা  এসব

মিশিয়ে নেরে এরউপর (বরফ  আর ভ্যানিলা আইসক্রিম)দিয়ে পরিবেশন করুন

বানিয়ে দেখবেন কিন্তু

টিউন টি কেমন হলো বলবেন।

আমার আগের টিউনে বাবর ভাল  টিপস করার জন্য (বাবর) ভাইকে অনেক ধন্যবাদ আর সাথে (আদনান)

ভাইকেউ আরউ আছে যেমন,আলমাস,ইসতিয়াক ইত্যাদি

আমি তাদের মধ্যে বাবর ভাইকে বলছি তিনি যদি আমার ADSENS ACOUNT APROVE করিয়ে

দিলে আমার  অনেক উপকার হবে।

আমি আপনাদের কমেন্ট এর আশায় রইলাম।

আমার আগের টিনটি দেখুন।

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/65641

লিংটি ভুল হয়েছিল টাই আপডেট করে দিলাম

Level 3

আমি EASIN ARAFAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি জানি যে আমি কোন কমেন্ট পাব না।তবুও আপনাদের সাথে শেয়ার করলাম।
আমি কোন বন্দুদের সাথে চলা ফেরা করি না তাই কারও সাথে কিছু শেয়ার করতে পারি না তাই
আপনাদের সাথে শেয়ার করলাম
আগামিকাল আমার টিউনটি দেখলে আপনারা কমেন্ট অবশ্যই করবেন
কারন ওই টিউনটা একদম ভিন্ন
ধন্যবাদ সবাইকে

Level 0

Thanx, valo laglo….

    আমার এই টিউন এ প্রথম COMMENT করার জন্য THANKS LOT

Level 0

অনেক ভাল হইছে,ইস যদি আখন খাইতে পারতাম,জিব্বায় পানি আসে গেল
ভাই আমার দারা বানানো কখনো সম্ভবনা,কারন আমি একদিন ডিম ভাজতে গিয়েছিলাম কিন্ত ডিম টা উল্টাতে পারিনাই,
তা হলে কিভাবে বানাব……।।

    ধন্যবাদ
    এটা ভাজাভাজির কাজনা একটু try করলে সম্ভব
    আপনি যদি না পারেন তাহলে আপনি উপকরন গুলো বলবেন
    আর আপনার ঘরে যিনি রান্না করে তাক দিয়েও এ কাজ করতে পারবেন
    thanks for comment

ভাই জিভে জল এনে দিলেন, এটাও তো একপ্রকার টেকনোলজি, তাই না?

    thanks আকাশ ভাই
    সামনে সেনটুস নিয়ে লিখব

সত্যি পারব কিনা জানি না। চেষ্টা করে তারপর জানাব।

    it,s very esy plz try now
    thanks for comment
    সামনে সেনটুস নিয়ে লিখব
    সাথে থাকুন

Level 0

আকাশ ভাই ,ঠিক টাই…………।

Level 0

দারুন জিনিস।সব ঘরে নাই।থাকলে এখন ই বানাইতাম। প্রিয় তে নিলাম পরে বানায়া খামু। আরো রেসিপি চাই জেগুলা ঘরে বানানো যায়

    thanks for comment brother
    সুন্দর comment korar জন্য

Level 3

EASIN ভাই দারুন হইছে । আমি লোভ সামলাতে পারছি না । সামনে আরো কিছু আইটেম নিয়ে টিউন করবেন প্লিজ যদি কিছু মনে না করেন 🙂 সব সময় ভাল থাকবেন 😀

    thanks for comment brother
    সাথে থাকুন

ফালুদা খাওয়ার পর একেবারে ফ্রেশ লাগছে। ভাল টিউন চালিয়ে যান।
[ টি টি তে এটাই আমার প্রথম কমেন্ট। ]

    thanks for comment brother
    আমি ভাবতেও পারি নাই কারও প্রথম কমেন্ট আমি পাব
    thanks brother

খুব ভালো লাগল…………….
হাতের কাছে রান্নাঘরেও বিজ্ঞান থাকে…….যা আপনিই প্রথম এই ভাবে টিউন আকারে তুলে ধরলেন..
একটি প্রশ্ন………এই টিউনটি প্রতিবেদন বিভাগে না বিজ্ঞান ও প্রযুক্তি কোন বিভাগটা সঠিক বলে আপনার মনে হয়……

এই রকম আরোও টিউন চাই…………..
এই রকম টিউনের একটা পর্ব শুরু করলে আমার খুব ভালো লাগবে…………..
আচ্ছা রান্নঘর বলে একটা বিভাগ হলে কেমন হয়…………আপনার কি মতামত…………ধন্যবাদ

    thanks for comment brother
    আমি আপনার কথায় সম্পুন্ একমত
    thanks

আইটির মাঝে মাঝে খাবার-দাবার খুব একটা মন্দ না। ভালো হইছে, চালিয়ে যান। তবে বানানের দিকে একটু সতর্ক থাইকেন। আজ "রুহ আফজা" কে "লুআবজা" বলছেন। কাল যদি "গু'আফজা" বলেন, তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে . . . !! (ডোন্ট মাইন্ড)

    thanks for comment brother
    comment এর মাঝে এসব কথা না তুলা ভাল
    i don;t mind

    😀

good
I will try

অসাধারণ!!!

আচ্ছা ইয়াসিন ভাই, আপনি শেষে যে লিঙ্ক টা দিয়েছেন, তাতে কিন্তু http:// দুইবার হয়ে গেছে। ফলে পেজটা লোড হচ্ছে না। এডিট করে দিন ভাই 🙂

আপনার টিউনটি অসাধারন! আমাকে এটা বানাতেই হবে। বানাবনা! এক সুস্বাধু আইটেম না বানালে চলবে? আর আমি "কলকাতা" ভাইয়ের সাথে একমত। আচ্ছা এখানে গুরু দুধ না ব্যাবহার করে গরুর খাটি দুধ ব্যাবহার করলে চলবে? কারন সে খেত্রে পুষ্টিগুন টা ঠিক থাকত।

    thanks for comment brother
    সব ক্ষেএে পুষটির কথা বিবেচনা করলে চলবেনা
    আপনি গরুর দুধ দিয়ে বানাতে পারবেন but ভাল সাদ পাবেনা
    আম এর সাদ কিনতু আমেই জামে না

Level 2

nice…

জিভেতো পানি এসে গেল

    অশংক্ষ ধন্যবাদ coment করার জন্য

ইয়ামি! বাঃ বাঃ। ভালোই। রেসিপি একটা বিভাগ থাকলে মন্দ হয় না। মাঝে মাঝে কম্পিউটার থেকে উঠে রান্নাঘরেও আসা-যাওয়া হবে। ভালোই। [বানানের ব্যাপারে একটু সতর্ক হলে খারাপ হয় না।] 😀

    thanks for comment
    আমি আপনার সাথে এক মত।আর বানানের বেপারে যা বলছেন বুজতে পারছি
    আমি avro দিয়া টাইপ করছি তাই ভুল হতেই পারে

    এখানে ৯০% মানুষ অভ্র দিয়াই টাইপ করে, কাজেই এইরকম কথা বলা ঠিক হবে না।

    আপনি আস্তে আস্তে শুদ্ধ লেখার চেষ্টা করুন।

ভালো হচ্ছে, এগিয়ে যান 🙂

    thanks for comment
    এবং সাহস দেবার জন্য

Level 0

প্রিয়তে নিলাম, অবশ্যই ট্রাই করবো …..

    thanks for comment
    অশংক্ষ ধন্যবাদ

Level 0

Easin শেষপযর্ন্ত বাবুর্চি….. তোমাদের বাসায় একিদন ফালুদা খেতে যাব ……

    অশংক্ষ ধন্যবাদ coment করার জন্য
    u r invited

জটিল ………..!! http://www.tantrik.tk

Level 0

ভাই জটিল হইছে। খুব গরম থেকে ঘুরে আসার পর এটা ঠাণ্ডা খেলে প্রাণটা জুরিয়ে যাবে।

    অশংক্ষ ধন্যবাদ
    সুন্দর একটি কমেনট করার জন্য

Level 0

আহা জিভে জল টলমল !

    সামাল দিন
    ধন্যবাদ coment এবং হাসানোর জন্য

ভাই আপনার ফাস্ট ফুডের দোকানের এড্রেজটা দেন।একদিন টেস্ট নিয়ে আসব।

    অশংক্ষ ধন্যবাদ
    আপনি চিনবেন কিনা জানি না তবুও বলি
    প্রথমে নারায়নগণ্জ এসে বনদর টারমিনাল ঘাট পার হয়ে একটি রিকসা অথবা টেম্পু নিয়ে শাবদি বাজার চলে আসুন
    সেখানে যে কাওকে বললেয় দোকান দেখিয়ে দিবে
    দোকান এর নাম fast food.com
    মনে রাখবেন girl friend ছারা আসা নিষেদ
    মজা করলাম
    don't mind u

ভাইয়া,
খুব ভালো লেগেছে। আপনার আগের পোস্টগুলিও পড়ে নিচ্ছি। আরো আরো রেসিপি চাই। তবে খুব সহজ হতে হবে। একলা মানুষতো!
ভালো থাকুন প্রতিমুহুর্ত।

vai notun tune koi??opekkha korchi………..