বিশ্বের সবচেয়ে অসাধারণ দশটি কীবোর্ড

কম্পিউটার, মাউস, কীবোর্ড এই তিনটি জিনিস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত । একটি ছাড়া অন্যটি দিয়ে কোন কাজ সুন্দরভাবে ও স্বাচ্ছন্দে করা যায়না । কীবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস । বিভিন্ন ধরনের কীবোর্ড রয়েছে। আজকে আপনাদের কাছে উপস্থাপন করব অসাধারণ দশটি কীবোর্ড সম্পর্কে । চলুন দেখা যাক -

০১। Vartual Laser Keyboard

এই ভার্চূয়াল কীবোর্ডটি মূলত লেজার নি:সরণ করে যা কীবোর্ডের শেপ এর মধ্যে একটি আলোর প্যাটার্ন তৈরি করে এবং পরে আঙ্গুলের মুভমেন্ট দেখে নির্ধারন করে দেয় আপনি কি টাইপ করতে চান ।

Techie Trends Wireless Flexible Keyboard

এটি হচ্ছে ধূলা ও ওয়াটার প্রুফ ফ্লেক্সিবল কীবোর্ড যা আপনি সহজেই মুড়িয়ে যেকোন স্থানে বহন করে নিয়ে যেতে পারবেন ।

Wrist - Mounted Keyboard

এই কীবোর্ডটি আপনি সহজেই হাতের কবজির সাথে আটকিয়ে নিতে পারেবন এবং এক হাতে মেসেজ টাইপ করতে পারবেন ।

Safe Type Keyboard

সেফটাইপ কীবোর্ডটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি একটি স্ট্যান্ডার্ড কীবোর্ডের চেয়ে আরামদায়কভাবে ও স্বাচ্ছন্দে টাইপ করতে পারেবন ।

Maltron Ergonomic Keyboard

হাতের আকৃতি ও আঙ্গুলের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্য রেখে এই কীবোর্ডটি ডিজাইন করা হয়েছে ফলে স্ট্রেস ইনজুরি প্রতিরোধ করা যায় ।

Stowaway Ultra Slim Bluetooth Keyboard

এটি একটি কমপ্যাক্ট ও পোর্টেবল কীবোর্ড যা আপনি আপনার পিডিএ বা ব্লাকবেরী ডিভাইসের সাথে যুক্ত করে সুবিধামত টাইপ করতে পারবেন।

Luxeed Dynamic Pixel LED Keyboard

এই কীবোর্ডটি ইলুমিনেটেড কী সমৃদ্ধ এবং নির্দিষ্ট রং ও ফ্রিকোয়েন্সির আলোর অনুক্রম তৈরি করে ।

My Keyo Organizer Keyboard

এটাকে আপনি ব্রীফকেস কীবোর্ড বলতে পারেন। ছোট প্রয়োজনীয় টুলস এর মধ্যে করে বহন করে নিয়ে যেতে পারবেন ।

DX1 Customizable Keyboard

এই কীবোর্ডটিতে আপনি আপনার ইচ্ছামত কীস্টিক গুলো সাজিয়ে নিতে পারবেন এবং ভাল না লাগলে সহজে সেগুলো রিমুভ করে নতুন করে সাজিয়ে নিতে পারবেন ।

Steampunk - style Keyboard

এই কীবোর্ডটি পিতলের তৈরি এবং এর মধ্যে বিল্ট ইন ট্রাক প্যাড আছে ।

পরবর্তী প্রতিবেদন টিউনে আপনাদের জন্য নিয়ে আসব অসাধারণ দশটি মাউস নিয়ে । আর আপনাদের জন্য উপহার হিসেবে রইল একটি কবিতা ।

বিসর্জন

কে গো তুমি ঐশ্বযিনি ?
তুমি কি রবি ?
এই বেলা কে গো আসিলা
আমার ঘরে ।
আমি জানি তুমি সূর্য !
তুমি তোমার আলোয় সকলকে উজ্জ্বল করে তোল,
তোমার কারণে হয় ভোর,
তোমার বিসর্জনে হয় চাঁদের স্নিগ্ধ আলো ।
আমি জানি তুমি চাঁদকে ভালবাস !
তবে প্রশ্ন কেন ?
তুমি প্রচন্ড তেজে আলো দাও,
তুমি আগুন !
তবে তুমি কিভাবে চাঁদকে ভালবাস ?
কিন্তু আমি জানি তুমি চন্দ্রদেবীকেই ভালবাস ।
কারণ ভালবাসা বিসর্জনের মাঝেই বুঝা যায় ।
তোমার বিসর্জনেই চাঁদ হয় পরিপূর্ণ আলোকিত,
তোমার কারণে চাঁদ ফিরে পায় তার আলোকিত জীবন ।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল লাগল

এক কথায় গ্রেট টিউন,

আপনার বিসর্জনটা কাকে নিয়ে ভাই? 😉

খুব ভাল লাগল

দামগুলো উল্লেখ করলে ভাল হতো। কিনার জন্য টাকা জমাতাম। একটি কীবোর্ড খুব ভাল লেগেছে। ওকে, সুন্দর টিউন।

    টাকা জমাতে থাকেন….
    দেখবেন এরচেয়ে নতুন আরও ভাল আরও সুন্দর মডেল বের হয়ে গেছে ।

Level 0

আমার কাছে তো অসাধারন কিছু মনে হলোনা।keyboard গুলো কি বর্তমান সময়ের?দেখলে তো মনে হয় মান্ধাতার আমলের।হেহেহে।

    এগুলার একটাও কী আপনে use করছেন??আপনার কথা শুনে মনে হচ্ছে এগুলো ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেছেন।হেহেহে।

    আমি আর কি বলব । হা হা হা………
    হা হা হা নাকি ছেলেদের হাসি আর হে হে হে নাকি মেয়েদের হাসি !!!!!!!

    মেয়েদের হাসি হি হি..হে হে না… 😀

    ঠিক আছে হি হি … মেয়েদের হাসি আর হা হা হা.. ছেলেদের হাসি ।
    তবে হে হে হে…. কাদের হাসি ?

    Level 0

    খাইসে আমারে…আপনারা তো দেখি হাসি নিয়া যুদ্ধ শুরু করে দিয়েছেন।

    বিঃ দ্রঃ এটা হলো রহস্যময় হাসি।

২নং কিবোর্ডটা আমার আছে। তবে Wireless টা নাই।

এত কিবোর্ড দিয়া কি করুম ?
টিউনটা ভালো হইছে।
কবিতাটা কার লেখা।

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
    কবিতাটি লিখেছেন কবি ''ফেনল''।

দারুণ, একবার খবরের কাগজে একটি Touch Screen-এর Key Board দেখেছিলাম, দাম লেখা ছিল ৩৫০০/=…
কিন্তু IDB গিয়ে খুঁজেছি, পাইনি…

এলাম, দেখলাম, জানলাম এবং…………………… আবার Back এর ক্লিক করলাম।
ও হাঁ যাবার আগে একটুখানি কমেন্টস………………………..
দারুন হয়েছে।