কম্পিউটার, মাউস, কীবোর্ড এই তিনটি জিনিস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত । একটি ছাড়া অন্যটি দিয়ে কোন কাজ সুন্দরভাবে ও স্বাচ্ছন্দে করা যায়না । কীবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস । বিভিন্ন ধরনের কীবোর্ড রয়েছে। আজকে আপনাদের কাছে উপস্থাপন করব অসাধারণ দশটি কীবোর্ড সম্পর্কে । চলুন দেখা যাক -
এই ভার্চূয়াল কীবোর্ডটি মূলত লেজার নি:সরণ করে যা কীবোর্ডের শেপ এর মধ্যে একটি আলোর প্যাটার্ন তৈরি করে এবং পরে আঙ্গুলের মুভমেন্ট দেখে নির্ধারন করে দেয় আপনি কি টাইপ করতে চান ।
এটি হচ্ছে ধূলা ও ওয়াটার প্রুফ ফ্লেক্সিবল কীবোর্ড যা আপনি সহজেই মুড়িয়ে যেকোন স্থানে বহন করে নিয়ে যেতে পারবেন ।
এই কীবোর্ডটি আপনি সহজেই হাতের কবজির সাথে আটকিয়ে নিতে পারেবন এবং এক হাতে মেসেজ টাইপ করতে পারবেন ।
সেফটাইপ কীবোর্ডটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি একটি স্ট্যান্ডার্ড কীবোর্ডের চেয়ে আরামদায়কভাবে ও স্বাচ্ছন্দে টাইপ করতে পারেবন ।
হাতের আকৃতি ও আঙ্গুলের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্য রেখে এই কীবোর্ডটি ডিজাইন করা হয়েছে ফলে স্ট্রেস ইনজুরি প্রতিরোধ করা যায় ।
এটি একটি কমপ্যাক্ট ও পোর্টেবল কীবোর্ড যা আপনি আপনার পিডিএ বা ব্লাকবেরী ডিভাইসের সাথে যুক্ত করে সুবিধামত টাইপ করতে পারবেন।
এই কীবোর্ডটি ইলুমিনেটেড কী সমৃদ্ধ এবং নির্দিষ্ট রং ও ফ্রিকোয়েন্সির আলোর অনুক্রম তৈরি করে ।
এটাকে আপনি ব্রীফকেস কীবোর্ড বলতে পারেন। ছোট প্রয়োজনীয় টুলস এর মধ্যে করে বহন করে নিয়ে যেতে পারবেন ।
এই কীবোর্ডটিতে আপনি আপনার ইচ্ছামত কীস্টিক গুলো সাজিয়ে নিতে পারবেন এবং ভাল না লাগলে সহজে সেগুলো রিমুভ করে নতুন করে সাজিয়ে নিতে পারবেন ।
এই কীবোর্ডটি পিতলের তৈরি এবং এর মধ্যে বিল্ট ইন ট্রাক প্যাড আছে ।
পরবর্তী প্রতিবেদন টিউনে আপনাদের জন্য নিয়ে আসব অসাধারণ দশটি মাউস নিয়ে । আর আপনাদের জন্য উপহার হিসেবে রইল একটি কবিতা ।
কে গো তুমি ঐশ্বযিনি ?
তুমি কি রবি ?
এই বেলা কে গো আসিলা
আমার ঘরে ।
আমি জানি তুমি সূর্য !
তুমি তোমার আলোয় সকলকে উজ্জ্বল করে তোল,
তোমার কারণে হয় ভোর,
তোমার বিসর্জনে হয় চাঁদের স্নিগ্ধ আলো ।
আমি জানি তুমি চাঁদকে ভালবাস !
তবে প্রশ্ন কেন ?
তুমি প্রচন্ড তেজে আলো দাও,
তুমি আগুন !
তবে তুমি কিভাবে চাঁদকে ভালবাস ?
কিন্তু আমি জানি তুমি চন্দ্রদেবীকেই ভালবাস ।
কারণ ভালবাসা বিসর্জনের মাঝেই বুঝা যায় ।
তোমার বিসর্জনেই চাঁদ হয় পরিপূর্ণ আলোকিত,
তোমার কারণে চাঁদ ফিরে পায় তার আলোকিত জীবন ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
খুব ভাল লাগল