স্কুল কে নিয়ে ৩ টি অসাধারন কবিতা প্রানের স্কুল

এই টিউনে আমরা আজকে লিখব যে স্কুল কে নিয়ে কবিতা। আপনারা হয়ত সবাই কোন না কোন স্কুল এ পড়ে এসেছেন। আর সেই স্কুল এর সাথে রয়েছে অনেক স্মৃতি যা হয়ত আপানাদের কে অনেক কিছু মনে করিয়ে দেয় যে কি ভাবে কেটেছে আপনাদের শৈশব বা স্কুল জীবন। যাকে ঘিরে রয়েছে আপনাদের অনেক আবেগ ভালবাসা। আর আজকের এই কবিতা গুলো লিখেছে আমাদের কিছু বন্ধু যা তাদের আবেগ দিয়ে লিখা। আশা করি আপনাদের আবেগ টুকু এমনি ছিল।

হৃদিয়ের আঙ্গিনায়

মোঃ আমির হামজা

মনের গহিনে একটি নাম একটি প্রেম

থেকে থেকে হানা দেয়

যেখানে আমার শৈশব-কৈশোর

কেটেছে অতি আবেগে-আনন্দে।

সে আর অন্য কিছু নয়

সে আমার প্রানের বিদ্যালয়

যাকে ঘিরে তৈরি আমার সমস্ত

প্রেরনা, চেতনা এবং কলমের শান।

যে আমাকে প্রতি মুহূর্তে জাগিয়ে তুলে

আদর্শ আর সচেতনতার রুদ্রমূর্তিতে

যার ছোঁয়ার শিরা-উপশিরায় বহমান

সত্য নিষ্ঠা ও কর্তব্য  পরায়নতা।

যে আমাকে করে ন্যায়-নীতি প্রতিষ্ঠায়

ইস্পাতের মতো দৃঢ়, বজ্রের চেয়েও কঠিন।

যার ছায়াতলে আমার প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গে জম্নেচে

গণতন্ত্র, মানবতা আর সক্ষমতা

অর্থাৎ, যেখানে পেয়েছি আমার জিবনের

অস্তিত্ব, চাওয়া পাওয়ার সূচনা সঙ্গীত।

এমনিভাবে তার করিডোরে জন্ম নিয়েছে

শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার

সামরিক-বেসামরিক অফিসার সহ প্রেসিডেন্ট পর্যন্ত।

এভাবে সে রুপ নিয়েছে

কুঁড়ি থেকে মুকুল থেকে ফুলে

ফুল থেকে ফলে, ফল থেকে বীজে

অতপর বীজ থেকে গাছে

অর্থাৎ বিশাল বটবৃক্ষে কিংবা হিমালয় পর্বতে।

সে শুধু আমাকে দিয়েই গেছে অকৃপন ভাবে

বড় হওয়ার সঠিক দিক নির্দেশনা

বিনিময়ে তাকে দিতে পারিনি কিছুই

কারন তার তুলনায় আমি রিক্ত, নিঃস্ব, শূন্য।

তারপরও এতটুকু ঘাটতি বা কমতি নেই

তার প্রতি ভালবাসা কিংবা আন্তরিকতার

এক্টু সময়-সুযোগ পেলেই

ছুটে আসি তাকে দেখতে

অথবা দূর থেকে তাকিয়ে থাকি

তার দিকে অপলক দৃষ্টিতে

বলতে পার এটি আমার আবেগ বা দুর্বলতা

না, এটি আমার দুর্বলতা বা শুধু আবেগ নয়

তার প্রতি এটি আমার অকৃত্রিম ভালবাসা

যা পুঞ্জীভূত আছে-থাকবে চিরকাল ব্যাপী

আমার হৃদিয়ের আঙ্গিনায়।


বাকি কবিতা গুলো পড়তে এখানে ক্লিক করুন।

READ More.

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস