আসসালামু আলাইকুম, আমি টেকটিনসে আসার পর টিউন করতে গিয়ে, মন্তব্য করতে গিয়ে, আরও কয়েক ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি । কিছু কিছু সমস্যা নিজে নিজে সমাধান করেছি আর কিছু সমস্যা এখনও ফেস করছি । সমস্যা গুলো নিয়েই আমার এই লেখা -
০১। টিউন করার জন্য তেমন একটা সময় পাইনা যেহেতু আমি একজন চাকুরিজীবি । তাই যখনই একটু সময় পাই তখনই টিউন করার চেষ্টা করি । ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখি (৭ম পর্ব) লিখতে গিয়ে খুব সমস্যা হচ্ছিল । সমস্যাগুলো হল -
# টেকটিউনসে ঢোকার চেষ্টা করলাম কিন্তু ওপেন হল -
আবার চেষ্টা করলাম কিন্তু ফল একই । কয়েকবার চেষ্টা করার পর সফল হলাম । তারপর লেখা শুরু করলাম । কিছুক্ষণ লেখার পর আসল -
তারপর কিছুক্ষন লিখে সেভ করার জন্য ক্লিক করলাম । ব্যাস -
এমন সময় বিদ্যুত চলে গেল । আমাদের এলাকার বিদ্যুত নিয়ে একটি কথা প্রচলিত হয়ে গেছে - " বিদ্যুত যায়না, মাঝে মাঝে আসে ।" যখন বিদ্যুত আাসল তখন ওপেন করে দেখি টিউনের অর্ধেক লেখা আছে আর অর্ধেক নাই । এই সমস্যা নিয়েই টিউন লেখা শেষ করলাম । এর মাঝে অনেক বার এই সমস্যা দেখা দিল । যখন টিউনে ছবি যোগ করব তখন দেখা দিল এক সমস্যা -
এই সমস্যাটা অনেক দিন থেকেই ছিল এখনও আছে । পরে সেট ফিচারড্ ইমেজ অপশন ব্যবহার করে টিউনে ছবি যোগ করলাম । পরে প্রিভিউ দেখে টিউন পোষ্ট করার জন্য ক্লিক করলাম কিন্তু আবার সেই একই সমস্যা । কয়েক বার চেষ্টা করার পর সফল হলাম কিন্তু তখন আবার বিদ্যুত চলে যাওয়ায় বুঝতে পারলাম না টিউন পোষ্ট হল কিনা। তখন ছিল গভীর রাত । বসে না থেকে টেনসন নিয়ে ঘুমাতে গেলাম ।
# সকালে ঘুম থেকে উঠে টিকটিউনসে প্রবেশ করে দেখলাম টিউন প্রকাশিত হয়েছে । খুশি হলাম এবং মন্তব্যের জবাব দিতে গিয়ে আবার সমস্যা -
আমি কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে খুব ভাল জানিনা । এখন আপনাদের (টেকটিউনস কর্তৃপক্ষসহ) কাছে আমার প্রশ্ন এই সমস্যাগুলি কেন হয় ? এই সমস্যা গুলির সমাধান কি করা যায় না ?
০২ । আমার ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখি পর্ব গুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন মডারেটরগণ ।
এখানে প্রত্যেকটি পর্বের টিউন গুলো একটার পার একটা সাজিয়ে এবং টিউনের আন্ডালাইন, বুলেট পয়েন্ট করাসহ সব কাজ সুন্দরভাবে করে দিয়েছেন মডারেটর । কিন্তু আমি এরকম সুন্দর করে সাজাতে পারিনা । আমার মনে হয় অনেকের বিশেষ করে যারা নতুন টিউনার তারাও এরকম করে সাজাতে পারেনা ।
০৩ । অনেক সময় একটি ভাল মানের লেখা অগোছালো উপস্থাপনের কারণে ভাল লাগেনা । তাই একটি টিউন খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য -
যদি এর মেনু, টুলস এবং অন্যান্য সব অপশন গুলোর সঠিক ব্যবহার দেখিয়ে আমার মত কম জানা ও নতুন টিউনারদের জন্য টেকটিউনস কর্তৃপক্ষ বা কোন টিউনার টিউন করত এবং তা স্টিকি করে রাখা হত তবে কেমন হত ?
ছোট্ট একটা গল্প :
সুমাইয়া রহমান, একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী । খুবই চঞ্চল হলেও অসম্ভব মেধাবী । জানার তীব্র আকাঙ্খা আছে তার মধ্যে । স্বাভাবিকভাবেই সকল শিক্ষকগণের নিকট খুবই প্রিয় । একদিন তার মা শ্রেণী শিক্ষকের নিকট তার সম্পর্কে একটা নালিশ করল । নালিশ ছিল এটা যে, সুমাইয়া ফেসবুকে অনেক সময় নষ্ট করে । শ্রেণী শিক্ষক সুমাইয়াকে কিছু না বলার জন্য তার মাকে বললেন এবং তিনি নিজে ব্যাপারটা দেখবেন ।
একদিন শিক্ষক সুমাইয়াকে ঢেকে কথা বললেন -
শিক্ষক : কেমন আছ ?
সুমাইয়া : ভাল, আপনি ভাল আছেন, স্যার ?
শিক্ষক : হ্যাঁ ভাল আছি । তোমার আব্বু আম্মু কেমন আছেন ?
সুমাইয়া : জ্বী স্যার, ভাল আছেন ।
শিক্ষক : তুমি নাকি খুব ভাল ইন্টারনেট ব্যবহার করতে জান ?
সুমাইয়া : একটু একটু পারি ।
শিক্ষক : ইন্টারনেটের কোন সাইটে সময় দাও বেশি ?
সুমাইয়া : ফেসবুকে ।
শিক্ষক : ও! তাই ! আমিও মাঝে মাঝে ফেসবুকে যাই ।
সুমাইয়া : স্যার ! আপনার ফেসবুক আইডি টা দেননা !
শিক্ষক : আচ্ছা দিব । ফেসবুকে কি কর ?
সুমাইয়া : মজার মজার ছবি আপলোড করি, কমেন্টস করি, বন্ধুদের সাথে আড্ডা দেই ।
শিক্ষক : আর কি শিখ ?
সুমাইয়া : ফেসবুক থেকে স্যার তেমন কিছু শেখার নাই ।
শিক্ষক : ও আচ্ছা ! তোমাকে একটা ব্লগ সাইটের ঠিকনা দিব যেখন থকে তুমি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনেক কিছু জানতে পারবে, লিখতে পারবে, কমেন্টস করতে পারবে ।
সুমাইয়া : আচ্ছা স্যার ।
শিক্ষক : ঠিকানাটি হল http://www.techtunes.io
সুমাইয়া : থ্যাংক ইউ স্যার !
শিক্ষক : ওয়েলকাম ।
শিক্ষক : তোমার আম্মুকে এক সপ্তাহ পর স্কুলে এসে একবার আমার সাথে দেখা করতে বল ।
সুমাইয়া : ঠিক আছে স্যার বলব ।
শিক্ষক : আচ্ছা এখন তুমি যাও ।
সুমাইয়া : জ্বী স্যার, আসসালামু আলাইকুম ।
শিক্ষক : ওয়ালাইকুম সালাম ।
দুই দিন পর ......
সুমাইয়া : আসসালামুআলাইকুম স্যার !
শিক্ষক : ওয়ালাইকুম সালাম। কেমন আছ ?
সুমাইয়া : ভাল স্যার ! ব্লগটা দেখেছি স্যার ! আমার খুব খুব ভাল লেগেছে ।
শিক্ষক : তাই!
সুমাইয়া :জ্বী স্যার । লেখা গুলো অনেক ভাল কিন্তু একটা সমস্যা হল ব্লগে ঢুকতে গেলে প্রায়ই লেখা আসে - ওপস্ .....................ট্রাই এগেইন ।
শিক্ষক : তুমি সেখানে লিখতে চাও ?
সুমাইয়া : আমিতো জানিনা কিভাবে লিখতে হয়।
শিক্ষক : সামনে তোমার প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষা শেষ হলে আমি তোমাকে বলে দেব কিভাবে লিখতে হয় । এখন ভাল করে পরীক্ষার প্রস্তুতি নাও ।
সুমাইয়া : ঠিক আছে স্যার ।
এক সপ্তাহ পর সুমাইয়ার মা শিক্ষকের সাথে দেখা করতে এসে বললেন এখন আর সে ফেসবুক নিয়ে সময় নষ্ট করেনা । এজন্য তিনি শিক্ষককে অনেক ধন্যবাদ দিলেন ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন ।
পরিশেষে বলতে চাই টেকটিউনস থেকে আমরা অনেক কিছুই জানতে ও শিখতে পারছি এবং এক অন্যের মধ্যে এক অদৃশ্য বন্ধন গড়ে উঠেছে। আজ যে সমস্যার কথা গুলো উল্লেখ করলাম তা শুধু আমার একার নয় অনেকের । আশা করি সকলের সহযোগিতায় সকল সমস্যার সমাধানের মাধ্যমে টেকটিউনস একটি মডেল ব্লগ হিসেবে গড়ে উঠবে । শেষ কথা হল -
টেকটিউনসকে ভালবাসি বলেই টেকটিউনসে আসি, টিউন করি, মন্তব্য করি । সমস্যা আছে, সমস্যার সমাধানেরও আশা আছে । আশা পূরণ না হলে না হয় সমস্যাগুলোকে ধৈর্য্য শিক্ষার একটি উপায় হিসেবে ধরে নেব
বি: দ্র: টিউনটি এডিট করা হয়ছে তাই নিচের মন্তব্য দেখে বিভ্রান্ত হবেননা ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
vai ami comments a link jog kote parsi na