প্রথমেই সবাই কে শুভ নববর্ষ অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করলাম।নববর্ষ উপলক্ষে হয় তো অনেকেই অনেক কিছু প্লান করেছেন। তবে এখন আমি আপনাদের জন্যে সামান্য কিছু উপহার দেব যা অনেকেরই কাজে আসতে পারে।তবে আমি দুঃখিত যে এটি টেকি বিষয়ক কোন টিউন নয় তারপরেও যেহেতু এটা একটা বাংলা ব্লগ তাই পহেলা বৈশাখ উপলক্ষে এই ধরনের টিউন হলেও বা ক্ষতি কি? যাই হোক এবার আপনাদের উপহার দেওয়ার পালা। 🙂 আশা করছি কেউ নেগেটিভ মন্তব্য করবেন না।
১। প্রথমেই হয় তো আপনাদের ইচ্ছে হবে বন্ধু-বান্ধব দের কাছে এসএমএস পাঠানোর। কিন্তু কি এসএমএস পাঠাবেন? চিন্তা নেই নতুন বছরের কিছু নতুন এসএমএস এর কালেকশান আছে। লাগলে দেখে নিতে পারেন এখান থেকে।
২। এসএমএস পাঠাতে তো একটু খরচ আছেই 😀 তাই ফ্রী এসএমএস যখন পাঠানো যাচ্ছে তাই টাকা খরচ করে পাঠানোর কি দরকার?? যে কোন দেশে যত খুশি ফ্রী এসএমএস পাঠান এখান থেকে।
৩।পয়েলা বৈশাখ উপলক্ষে একটু গান না হলে কি চলে?? তাও যদি সেটা পহেলা বৈশাখ নিয়ে হয় তা হলে তো ভালোই হয়।
* এসো হে বৈশাখ এসো এসো।
* মেলায় যাই রে।
* আইলো আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।
হ্যাঁ এই জনপ্রিয় গান ৩ টি আলাদা আলাদা ডাউনলোড করে নিন এখান থেকে।
৪। এসএমএস হলো, গান হলো, এবার আরও একটা জিনিস বাকি থাকলো। যেটা আপনারা হয় তো ফেসবুকের বন্ধু দের সাথে শেয়ার করবেন। তা হলো গ্রিটিংস কার্ড। অসাধারন কিছু কার্ড ডাউনলোড এবং দেখে নিন। এই গুলো নিচেই দিয়ে দিলাম।
আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বৈশাখী শুভেচ্ছা…