S.S.C. এবং H.S.C. শিক্ষার্থীদের জন্য অনলাইনে ফ্রি M.C.Q. test

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি একটি শিক্ষা বিষয়ক সাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাইটটি ভিকারুন্নিসা, মাইলষ্টোন কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর মত বড় বড় প্রতিষ্ঠান থেকে শিক্ষার ব্যাপারে সনদ প্রাপ্ত । যদিও এক টিউনার ভাইয়ের অনুরোধে টিউনটি করতে যাচ্ছি। আমারও বেশ ভাল লেগেছে সাইটটি।

এই সাইটটি মূলত: ঐ  সকল শিক্ষার্থীদের জন্য যারা তাদের নির্দ্দিষ্ট পাঠ্যসূচী শেষ করার পর পরীক্ষার জন্য প্রস্তুত থাকে ৷ এই প্রস্তুতি হতে পারে নির্দ্দিষ্ট বিষয়ের সম্পূর্ন বই বা ঐ বিষয়ের কিছু অধ্যায়ের উপর ৷সাইটটিতে আপনারা M.C.Q. পরীক্ষা দিতে পারবেন নির্দিষ্ট বিষয়ের উপর। আর বেশী কিছু লিখলাম না কাজে চলে গেলাম।

এখানে ক্লিক করে সাইটটিতে প্রবেশ করেন। new registration বাটন ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করে  submit বাটনে ক্লিক করুন। এবার ID এবং  password দিয়ে লগইন করুন। এবং Exam ক্লিক করুন।
Exam এ প্রবেশের জন্য আপনাকে পিন কোড সংগ্রহ করতে হবে। নিচের ছবি দেখে নিন।

Get pin code বাটনের নিচেই আপনার প্রাপ্ত কোড প্রদর্শন করবে। প্রতিবার পরীক্ষার জন্য নতুন নতুন পিন সংগ্রহ করতে হবে। পিন কোড সংগ্রহ করার পর নিচের ছবির মত সব কিছু পূরণ করতে হবে।

তারপর আপনাকে Start Exam বাটনে ক্লিক করতে হবে।

এখন আপনার পরীক্ষা শুরু। মোট ৫০টি প্রশ্ন থাকবে যার উত্তর দিলে আপনি সংগ্রহ করতে পারবেন ৫০ মার্ক ৩০মিনিটের মধ্যে।


হয়ে গেলে নিচের মত একটি মেসেজ দেখাবে। ওকে বাটন চাপতে হবে।
তাহলেই পেয়ে যাবেন আপনার ফলাফল তথা সার্টিফিকেট।

H.S.C. র ক্ষেত্রে সমস্যা দিতে পারে সম্ভবত সাইটটির কাজ চলছে। সমস্যা হলে জানাবেন সময়ের কারণে আর লিখলাম না।

ধন্যবাদ সবাইকে।

Level New

আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয়তে………………… 🙂

    আমাদের গুরু এখানে মন্তব্য করলেন, আমার বিশ্বাসই হচ্ছে না।

    আমি ধন্য হে বাতাস,
    আমি মহা খুশী হে আকাশ………
    …………..
    ………

Thousand thanks is not enough for u…..

সরাসরি প্রিয়তে, আর কয়েকদিন পরেই কাজে লাগবে এটি আমার… ধন্যবাদ 😆

    টপটিউনার কনক্লেভে আপনার ছবি দেখলাম। দেখতে একেবারে ভদ্র ছেলে…….. 😆

    কেন ভাই আমার অভদ্র রুপও দেখেছেন নাকি কোথাও? 😉

    আমার বলার অর্থ ছিল একেবারেই শান্ত ছেলে।
    I like u 😆
    আপনার জন্য শুভ কামনা রইল।

এই ওয়েবসাইট নিয়ে টিউন করার ইচ্ছা ছিল ।
আপনি করাতে ভালই হল ।
আমাকে বাঁচালেন ।
ধন্যবাদ ।

    ধন্যবাদ আমাদের শিক্ষক ।

    Level 0

    এভাবে মনতোব্ব না লিখলেও পারতেন। নিজের ওহোমিকা ভাব প্রকাস পেলো । এটআ ভালো হোলো না।

    " মম " আপনি কি আমাকে বললেন ?
    যদি আমাকে বলে থাকেন তাহলে উত্তর হল –
    এই সাইটটি অবশ্যই শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে । তাই এই সাইটটির কথা সবাইকে জানানো শিক্ষক হিসেবে আমার নৈতিক দায়িত্ব ছিল এবং তা করার প্রস্তুতিও নিয়েছিলাম । কিন্তু তার আগেই ইখিতয়ার ভাই টিউন করে ফেললেন । এতে করে আমি খুব খুশি হয়ে এ মন্তব্য করেছি । এতে অহমিকা ভাব প্রকাশের কি হল তা বুঝলাম না ।

    মম: যদি আপনি আমাকে বলে থাকেন, তাহলে 'ছাত্র ও শিক্ষক' আমাদের টেকটিউনের শিক্ষক। আমরা তাকে সম্মান করি।
    ভাল থাকুন।

অসাধারণ একটি সাইটের ঠিকানা দিলেন ইখতিয়ার ভাই। আপনাকে অনেক অনেক অনেক…….. ধন্যবাদ!!

অনেকদিন পর একটা নন অ্যাফিলিয়েট লিঙ্ক দিলেন। ভাল লাগল। আমার কাজ দিবে। তবে এখন মনে হয় ডাউন আছে।

Many many thanks for share this site.

এস স সি পরীক্ষার আগ দিয়ে আমার ভালো কাজে দিবে মনে হচ্ছে…. 🙂

Level 0

ভাই ইখতিয়ার আপনাকে অনেক ধন্যবাদ এই সাইট নিয়ে পোস্ট করার জন্য। ভাই যদি পারেন পোস্ট করার নিয়ম যদি আমার ইমেল পাঠাতেন অনেক উপকৃত হতাম। [email protected]

Level 0

H.S.C, J.S.C & B.C.S নিয়ে কাজ চলছে