পৃথিবীর সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর পাঁচটি জলপ্রপাত

আসসালামু আলাইকুম, আমি ভাল আছি । কেমন আছেন আপনারা ? নিশ্চয়ই ভাল । টেকটিউনসে ঢুকলেই প্রথম পাতায় ইন্টানেটে আয় সংক্রান্ত টিউন চোখে পড়বেই । আমি এসব টিউনের প্রতি কোন আগ্রহ বোধ করিনা । কিন্তু হঠাৎ এ বিষয়ের প্রতি একটু আগ্রহ সৃষ্টি হওয়ায় কয়েকটি টিউন পড়ে দেখলাম । এতে যেভাবে আয় করার বর্ণনা দেয়া আছে তাতে আমার কাছে মনে হল আয় করা খুবই সহজ একটা কাজ । তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামি পাঁচ বছর ইন্টারনেটে আয় করে অনেক টাকার মালিক হব । আর সেই টাকা দিয়ে একটি প্রাইভেট প্লেন কিনব এবং সেই প্লেনে চড়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে যাব । প্রথমেই আমি যাব জলপ্রপাত দেখতে । যে কয়টা জলপ্রপাত দেখার জন্য সিলেক্ট করেছি সেগুলো হল বিশ্বের সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর পাঁচটি জলপ্রপাত । চলুন এদের সম্পর্কে একটু জানি -

১। ইগুয়াজু জলপ্রপাত : ইগুয়াজু জলপ্রপাতটি দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে অবস্থিত । এটিতে ১.৬৭ মাইল লম্বা ইগুয়াজু নদী থেকে ২৭৫ টি ধারায় জল পতিত হয় । শক্তিশালী জল পতন সম্বলিত ইউ আকৃতির এ জলপ্রপাতটিকে ' দা ডেভিলস থ্রট ' বলা হয় । আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট এ জলপ্রপাতটি প্রকৃতির এক অসাধারণ উপহার । তুলনামূলকভাবে এটি খুব বেশি উঁচু নয় । এর সবচেয়ে বড় জলপতনের দৈর্ঘ্য ২৬৯ ফুট । সম্প্রতি পৃথিবীর নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য মনোনয়নের ফাইনাল তালিকায় স্থান পেয়েছে ।

২। কাইটার জলপ্রপাত : দক্ষিণ আমেরিকার আমাজোনের গুয়ানা পার্বত্য অঞ্চলে অস্থিত এ জলপ্রপাতটি প্রকৃতির আর একটি সুন্দর উপহার । এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত গুলোর একটি । এর রয়েছে অস্বাভাবিক উচ্চতা এবং চিত্তকর্ষক পানির আধার । পর্যটকরা এর চারপাশ ঘেরা রেইন ফরেস্টের মধ্যকার বিভিন্ন প্রজাতির গাছ ও বন্য প্রাণী দেখেও মুগ্ধ হয় ।

৩। রাইন জলপ্রপাত : এটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত । উত্তর সুইজারল্যান্ডের যেখান দিয়ে রাইন নদী প্রবাহিত এই জলপ্রপাতটি সেখানে অবস্থিত । কথিত আছে প্রায় ১৫০০০ বছর আগে এর উৎপত্তি । এটি ৪৯২ ফুট প্রশস্ত এবং ৭৫ ফুট উঁচু ।

৪। নায়াগ্রা জলপ্রপাত : নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার সবচেয় শক্তিশালী জলপ্রপাত এবং পৃথিবীর সুন্দরতম জলপ্রপাতের একটি । এটি বিশাল জলরাশি নিয়ে আমেরিকার সবচেয়ে পুরেনা পার্ক , ' দা নায়াগ্রা রিজারভেশন পার্কে অবস্থিত যার কিছু অংশ কানাডার ওন্টারিওতে পড়েছে । চারটি বিখ্যাত হ্রদের (সুপিরিয়র, মিশিগান, হারন ও ইরাই) পানি নায়াগ্রা নদীতে পড়ার পর তা ওন্টারিও হ্রদে পতিত হয় । পৃথিবীর ফ্রেস ওয়াটারের পাঁচ ভাগের এক অংশ এখান থেকে সাপ্লাই হয় ।

৫। ইয়োসেমাইট জলপ্রপাত : এটি আমেরিকার সবচেয় উঁচু জলপ্রপাত । এটি ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত । এটি ২৪২৫ ফুট উঁচু এবং সবচেয়ে বড় জলপতন ১৪৩০ ফুট লম্বা ।

আপনারাও এই সুন্দর সুন্দর জলপ্রপাত গুলো দেখে আসতে পারেন । ধন্যবাদ ।

তথ্যসূত্র : ইন্টারনেট

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো

Level 0

ami o jabo age akta plen kine

আমাদের ইনশাআল্লাহ এইসব মনোমুগ্ধকর জলপ্রপাত দেখতে টাকার আর সমস্যা হবে না।আগামি পাঁচ বছর ইন্টারনেটে আয় করে অনেক টাকার মালিক হব । আর সেই টাকা দিয়ে একটি প্রাইভেট প্লেন কিনব এবং সেই প্লেনে চড়ে এই গুলো দেখতে যাব। 😀

Level 0

সুবাহানাল্লাহ।শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫ বছর নয় বরং কিছু কিছু টিউনে মাত্র ২০দিনেই হাজার ডলারের ঐকিক ফমুলা দেয়া আছে। একাই না গিয়ে চলুন সবাই ঘুরে আসি। 😛
ইদানিং টেকটিউনসের এই ধরনের পোষ্টগুলো আসলেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় কি, মেহেদী ভাই সহ যারা মডারেটর আছেন উনারা চরম অথনৈতিক সমস্যায় ভুগছেন। সেজন্যই আমাদের দায়িত্বশীল টিউনার ভাইজানরা মডুদের পাশে দাঁড়ানোর লক্ষে সমানে অথনৈতিক টিউন করে যাচ্ছেন। আর কি জানি হয়তো উনারা সবকিছু বাদ দিয়ে onbux, neobux, mula-bas, kochu-bas, alu-bas e ghurey নিজেদের অথনৈতিক চাকা গড়ানোর চেষ্টা করছেন।

মনোমুগ্ধকর সুন্দর…

নিশাচর নাইম ভাইয়ের সাথে সহমত “আমাদের ইনশাআল্লাহ এইসব মনোমুগ্ধকর জলপ্রপাত দেখতে টাকার আর সমস্যা হবে না।আগামি পাঁচ বছর ইন্টারনেটে আয় করে অনেক টাকার মালিক হব । আর সেই টাকা দিয়ে একটি প্রাইভেট প্লেন কিনব এবং সেই প্লেনে চড়ে এই গুলো দেখতে যাব।”

বেশ তথ্য সমৃদ্ধ টিউন,অনেক কিছু জানতে পারলাম, টিউনকারীকে আন্তরিক ধন্যবাদ।

Thanks

ধন্যবাদ স্যার

আহার! দেখেই অনেক দুঃখ হইল। জীবণে কি কোনদিন এইগুলা জায়গায় যাইতে পারব?
অনেক সুন্দর টিউন। ধন্যবাদ।

    আমারো অনেক দুঃখ লাগতেছে। আফসোস। :'(

    নিরাশ হওয়ার কোন কারণ নাই ।
    যেতেও তো পারেন ।
    দোয়া করি সফল হোন ।
    ধন্যবাদ ।

যা পয়সা দিয়ে সম্ভব নয় তা সম্পূর্ন দেখলাম। আপনাকে ধন্যবাদ।

Level 0

প্রক্রিতি এর উপহার না ভাই……।আল্লাহ তায়ালার দেয়া নেয়ামত।শুকরিয়া আদায় করুন……।\

আল-হামদু-লিল্লাহ

এক পলকেই ঘুরে এলাম পৃথিবীর পাচটি বড় জলপ্রবাত, যা আগে কখনো দেখা হয়নি। অসাধারন হয়েছে । ধন্যবাদ দিয়ে ছোট করব না।

Level 0

দারুন লাগল
ঠাই পেলেন প্রিয়তে…………

আমার প্লেন এর অর্ডার হয়েছে। যে যে আমার সাথে যাবেন আওয়াজ দেন।

ভাল হয়েছে। তবে আমাদের সিলেটের মাধব কুণ্ড জলপ্রপাতটা লিস্টে থাকা দরকার।