সর্বপ্রথম নামটা শুনেছিলাম বিডিকম্পিউটার মারকেট সাইট এ । তারপর খুজতে শুরু করলাম গুগলের সাথে । পেয়েও গেলাম । একটানা প্রায় ৭০ টা পেজ দেখলাম । একরকম প্রেমে পরে গেলাম টেকটিউনস এর । আগে নেটে বসলে ফেসবুক এ না ঢুকে পারতাম না । তখন টেকটিউনস এ না ঢুকে পারতাম না । কয়েক দিন বেশ ঘাটাঘাটি করলাম । এক সময় একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম । কি টিউন করব ? আমি যে কিছুই জানি না । মাত্র ক্লাস ৯ এ পরুয়া এক ছেলে । যাই হোক জা জানতাম তাই নিএ একটা টিউন করে বসলাম । অনেক লাইক, ডিসলাইক পেলাম । অনেক রকম কমেন্ট ও পেলাম । ভাল লাগল আবার কারও কথায় কিছুটা খারাপো লাগল । যাই হোক মন খারাপ করে বসে থাকিনি । নতুন কিছু শিখতে চেষ্টা করলাম । আর কিছু পেলে শেয়ার করতাম । এভাবে একরকম জরিয়ে পরলাম টেক্টিউন্স এর সাথে । অনেক টিউনার এর টিউন গুলো ভাল লাগত । তাদের টিউনের আশায় বসে থাকতাম আর পেজ রিফ্রেশ করতাম । আমার একজন প্রিও টিউনার হল প্রবাসী । তার দেয়া প্রায় সব সফটওয়্যার ডাউনলোড করলাম । হার্ডডিস্ক ভরে গেল । এক সময় টেকটিউন থেকে ব্লগিং শিখতে শুরু করলাম । এভাবে অনেক কিছুই শিখলাম টেকটিউনস থেকে ।
টেকটিউনস বাংলাদেশের অন্নতম একটি সাইট । বর্তমানে বাংলাদেশে এলেক্সা রেঙ্কিং এ ১৮ নম্বরে আছে টেকটিউনস । এবং ওয়ার্ল্ড এ ৮১০৫ নম্বরে । টেকটিউনস এ সকল প্রকার কম্পিউটার এবং মোবাইল সম্পরকিও টিপস, সফটওয়্যার, নিউজ এবং আরও অনেক কিছুই আছে । কিন্তু দুঃখের বিষয় টেকটিউনস এর এত ভিসিটর থাকা সত্তেও এর রিভিও এর সংখা মাত্র ৪০+ এর মদ্ধে অনেকের ক্ষোভ বিভিন্ন সমস্যার কারনে । আমরা সবাই একটি করে রিভিও লিখলেও টেকটিউনস বাংলাদেশের এক নম্বর সাইট থাকত । আশুন সবাই মিলে টেকটিউনস এর জন্য রিভিও লিখি এলেক্সা তে ।
জানিনা কেন জানি টেকটিউনস এ টিউনাররা একটু অসচেতন হয়ে গেছে । সবাই বিভিন্ন ভাবে টাকা কামানোর জন্য টেকটিউনস কে ব্যাবহার করছে । অবশ্য আমিও এর কবলে পরেছিলাম কিন্তু পরে নিজেকে ঠিক করে ফেলেছি । আশুন আমরা সবাই ঠিক হয়ে যাই ।
আপনারা সবাই সবসময় টেকটিউনস এর সাথে থাকবেন । কারন আমি দেখেছি দিন দিন সবাই নিজ নিজ ব্লগ, ওয়েব খুলে টেকটিউনস থেকে বিদায় নিচ্ছে । আমাদের বেশ কিছু জ্ঞানী গুনি টিউনারকে এখন দেখা যাচ্ছে না । অনেকেই বিভিন্ন বিষয়ে টিওটরিয়াল শুরু করে কয়েকটি টিউন করে, চেইন টিউন সম্পন্ন না করে চলে যাচ্ছে । কই যাচ্ছে কেন যাচ্ছে কোনো খবর নাই । হতে পারে তাদের কোনো সমস্যা আছে তবে আমাদের জানালে তো অন্তত আমরা একটা খবর পাই, তার সমস্যা সমাধানের জন্য দোয়া করতে পারি । এভাবে কোনো কিছু অসম্পূর্ণ রাখাটা ঠিক না । যাই হোক আমরা এখন যারা আছি তারা টেকটিউনস এর অপব্যাবহার করব না । এমন কিছু শেয়ার করব জাতে অন্নের ক্ষতির চেয়ে লাভ বেশি হয় । এক্ষেত্রে আমরা বিভিন্ন ইনকাম এর টিউন গুলো পরিহার করব । আমাদের একটি টিউন টেকটিউনস এর মান হানির কারন হতে পারে । আমাদের গর্বিত হউয়া উচিত আমাদের মাঝে টেকটিউনস এর মত একটি সাইট আছে । এটা আমাদের একরকম সৌভাগ্য । অসংখ্য ধন্যবাদ টেকটিউনস এর এডমিন কে আমাদের এরকম একটা সাইট উপহার দেয়ার জন্য । আশা করি টেকটিউনস সামনে আরও উন্নতি করবে এবং আমাদের অনেক উপকারে আসবে । এবং এরজন্য আমদের সবাইকে টেকটিউনস এর জন্য কিছু করতে হবে । সবাই টেকটিউনস এর জন্য ভাল ভাল টিউন উপহার দেব এবং টেকটিউনস কে আরও সমৃদ্ধশালী করে তুলব ইনশাল্লাহ ।
এবার আশুন সবাই মিলে এলেক্সা তে টেকটিউনস এর জন্য রিভিও লিখি । টেকটিউনস কে বাংলাদেশের ১ নম্বর সাইট হতে সাহায্য করি ।
এখানে ক্লিক করে লগিন অথবা সাইনআপ করে রিভিও লিখবেন । নিছের মত করে রিভিও লিখবেন ।
১ নম্বরে আপনি আপনার রিভিও এর হেডলাইন দিবেন । (যেমনঃ It is a very good and use full site) ।
২ নম্বরে আপনি টেকটিউনস কে কয় তারকা দিবেন তা নির্ধারণ করুন (আশা করি সবাই ৫ তারকা দিবেন) ।
৩ নম্বরের প্রথম বক্সে আপনি টেকটিউনস কে কিভাবে ব্যাবহার করেন (যেকোনো দিলে হবে) । দ্বিতীয় বক্সে আপনি কি কি পছন্দ করেন (চাইলে সব সিলেক্ট করতে পারবেন) । তৃতীয় বক্সে আপনি কি কি পছন্দ করেন না (মনে হয় খালি থাকবে) । শেষ বক্সে আপনি কীরকম সময় পরপর টেকটিউনস এ আসেন (আপনার ভিসিট এর উপর নির্ভর করে) ।
৪ নম্বরে আপনার মতামত লিখবেন টেকটিউনস সমন্ধে (যা মন চায় তাই লিখুন কিন্তু ভাল কিছু লিখবেন আশা করি) ।
৫ নম্বরে আপনিকি আপনার কন বন্ধুকে টেকটিউনস এ সাগতম জানাবেন মানে আশার জন্য বলবেন । হ্যাঁ হলে প্রথম টি আর না হলে ২য় টি (মনে হয় সবাই ১ম টি নিরবাচন করবেন) ।
৬ নম্বরে Submit ক্লিক করে শেষ করে দিন ।
টেকটিউনস এ আমার শিক্ষার ফল আমার এই ব্লগ । প্রথমেই বলেছি আমি একটি ৯ম শ্রেণীর ছাত্র । তাই আমার পক্ষে যতটুকু সম্ভব চেস্টা করেছি । কোনো ভুল ভ্রান্তি ক্ষমা করবেন । দোয়া করবেন যেন জীবনে সফল হতে পারি ।
মন চাইলে একবার দেখে আসতে পারেন । জানাবেন কেমন হয়েছে ।
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
টিউনটি করার জন্য ধন্যবাদ। কিন্তু নিচে যে লিংকটি দেত্তয়া হয়েছে???????