বিশ্বে প্রভাব ফেলার জন্য ম্যাচিউর বা “প্রাপ্ত বয়স্ক” হতে হবে এমনটি কিন্তু কোনো কথা না! আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এমন ১৫ জন মানুষের সাথে যারা প্রাপ্ত বয়স্ক হবার আগে থেকেই বিশ্বের বিভিন্ন স্থানে প্রভাব ফেলে আসছেন। জ্বি! আজ কোনো টেকনোলজি বিষয়ে লিখতে বসি নি। আজ একটু অন্যরকম টপিক নিয়ে লেখতে বসলাম। আজ কথা বলবো Milennials প্রজন্মের ১৫ জন শীর্ষ প্রভাবশালীদের কে নিয়ে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে Milennials আবার কি। Milennials হচ্ছে বর্তমান প্রজন্মের ইংরেজি নাম; একে Generation Y বা Gen Y নামেও আখ্যায়িত করা হয়ে থাকে, এই প্রজন্মের সকল মানুষ ১৯৮০ থেকে ২০০০ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন। আর আজকের লিস্টের সকল ব্যক্তি ১৯৮০ থেকে ২০০০ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, এদের মধ্যে অনেকেই সরকারিভাবে, ব্যবসায়গত দিক থেকে এবং সামাজিক কার্যক্রমের জন্য বিশ্বে প্রভাব ফেলে আসছে। তো চলুন ভূমিকায় আর কথা না বাড়িয়ে চলুন এক নজরে দেখে নিন বিশ্বের শীর্ষ প্রভাবশালী ১৫জন Milennials প্রজন্মের তরুণ-তরুণীদের!
আমাদের আজকের লিস্টের ১৫নং স্থানে রয়েছেন ইতালির ছোট একটি রিপাবলিক San Marino এর সাবেক রিজেন্ট এর কো-ক্যাপটেইন Enrico Carattoni। তিনি বিশ্বের প্রভাবশালী Millennialsদের মধ্যে ১৫নং স্থানে রয়েছেন; তার বর্তমান বয়স ৩৩ বছর। তিনি ২০১৭ সাল থেকে এপ্রিল, ২০১৮ পর্যন্ত San Marino এর কো-ক্যাপটেইন হিসেবে কাজ করেছেন।
শুধু নামই যে বড় তা কিন্তু নয়! Oyo Nyimba Kabamba Iguru Rukidi IV তার নামের সাথে অর্থসম্পদের দিক থেকেও কিন্তু কম যান না! উগান্ডার Toro কিংডমের বর্তমান রাজা তিনি! ১৯৯৫ সালে তার বাবা মারা যাওয়ার পর উক্ত কিংডমের রাজা হিসেবে তিনি আছেন। আর আমাদের আজকের বিশ্বের প্রভাবশালী Millennialsদের লিস্টে ১৪ নং স্থানে রয়েছেন ২৬ বছর বয়সীয় উগান্ডার Toro রাজ্যের রাজা Oyo Nyimba Kabamba Iguru Rukidi IV।
মালালাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। পাকিস্তানি এই কিশোরীর নামে এখন বিশ্বে আলাদা ভাবে “মালালা দিবস” পালিত হচ্ছে। এবং সবথেকে তরুণ বয়সে শান্তিতে নোবেল বিজয়ী হচ্ছেন এই মালালা। ২১ বছর বয়সী Malala Yousafzai রয়েছেন আমাদের আজকের লিস্টের ১৩নং স্থানে।
৩৭ বছর বয়সী এই মিউজিশিয়ান তার নামের প্রথম শব্দ Beyonce দিয়েই বিশ্বব্যাপী পরিচিত লাভ করেছেন। তাকে ইতিহাসের অন্যতম ব্যবসায় সফল মিউজিশিয়ান এবং কালচারাল আইকন হিসেবে দেখা হয়। বর্তমানে তিনি মিউজিক জগতের পাশাপাশি সিনেমা এবং রাজনৈতিক জগতের পা রেখেছেন। Beyonce রয়েছেন আমাদের আজকের লিস্টের ১২তম স্থানে।
LeBron James হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী তারকা বাস্কেটবল খেলোয়ার। তার চেহারা দিয়ে টিভি এবং সিনেমাতে বিভিন্ন কমেডিক্যাল শো হয়ে থাকে। এছাড়াও তিনি সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচিত হয়ে থাকেন। ৩৩ বছর বয়সী LeBron James রয়েছেন আমাদের আজকের লিস্টের ১১তম স্থানে।
৩৩ বছর বয়সী আমেরিকান উদ্যোক্তা Sam Altman রয়েছেন আমাদের আজকের প্রভাবশালী Millennialsদের লিস্টের ১০ নং স্থানে। আমেরিকার ইনকিউবেটর উৎপাদনকারী প্রতিষ্ঠান Y Combinator এর প্রেসিডেন্ট তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রের টেকনোলজি ভবিষ্যৎ নিয়ে তিনি বর্তমানে রাজনৈতিক ভাবে বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
ব্রিটিশ রাজপরিবারের রাজপুত্র Prince William রয়েছেন প্রভাবশালী Millennialsদের লিস্টের নবম স্থানে। ৩৬ বছর বয়সী “Duke of Cambridge” খ্যাত প্রিন্স উলিয়ামের সাথে Kate Middleton এর বিয়ের ঘটনাটি পুরো বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল। তিনি বর্তমানে ২ জন সন্তানের পিতা এবং শীঘ্রই আরেকটি সন্তানের পিতা হতে যাচ্ছেন।
অষ্টম স্থানে রয়েছেন ভূটানের রাজা Jigme Khesar Namgyel Wangchuck। তিনি তার দেশে বহুল জনপ্রিয়। ৩৮ বছর বয়সী এই রাজা তার রাজ্য পরিচালনায় ভূটানের অতীত ঐতিহ্য এবং আধুনিক সংস্কৃতির দারুণ এক সংমিশ্রন ঘটাতে পেরেছেন।
আমাদের আজকের প্রভাবশালী Millennialsদের তালিকার সপ্তম স্থানে রয়েছে কাতারের আমির Sheik Tamim bin Hamad Al Thani। ৩৮ বছর বয়সী এই আমির তার লেখাপড়া করেছেন ব্রিটেনে। তিনি তার বাবার পথ অনুসরণ করে ৩৩ বছর বয়সে কাতারের আমির হন।
বিশ্বের প্রভাবশালীদের নিয়ে লিস্ট করা হবে এবং সেখানে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এর কোনো আত্নীয় থাকবেন না এটা কি হয় নাকি! আমাদের আজকের লিস্টের ৬ষ্ঠ এবং পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মেয়ে Ivanka Trump (৩৬) এবং জামাই Jared Kushner (৩৭)। তারা দুজনই বর্তমানে প্রেসিডেন্ট এর কাছের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
৩২ বছর বয়সী অস্ট্রিয়ান পিপলস পার্টি লিডার Sebastian Kurz আমাদের আজকের প্রভাবশালী Millennialsদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে অষ্ট্রিয়া চ্যান্সেলর হিসেবে কর্মরত রয়েছে আর এর মাধ্যমেই বিশ্বের সবথেকে তরুণ ন্যাশনাল লিডার হিসেবে ইতিহাসের পাতায় তার নাম লিখিয়ে ফেলেছেন।
লাখপতি বা কোটিপতি, যেখানেই তাকে বাসানো হোক না কেন বিশ্বের অধিকাংশ মানুষই তাকে একনামে চিনেন। তিনি আর অন্যকেউ নন তিনি হচ্ছেন ফেসবুকের ফাউন্ডার এবং সিইও মার্ক জুকারবার্গ। তার তৈরিকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বর্তমানে বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করছেন এবং ফেসবুককে একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মাধ্যমে মার্ক জুকারবার্গ বর্তমানে বিশ্বের সবথেকে ধনী মানুষের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
৩৩ বছর বয়সী সৌদি আরবের প্রিন্স Mohammad bin Salman রয়েছেন আমাদের আজকের বিশ্বের প্রভাবশালী Millennialsদের তালিকার ২য় স্থানে। তার বাবার সাফল্য তিনি সঠিক ভাবে ধরে রাখতে পেরেছেন এবং বলা হচ্ছে বাবার পরে সৌদি আরবের পরিচালনার দ্বায়িত্ব তিনিই পাবেন। বর্তমানে তিনি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কর্মরত রয়েছেন।
দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের লিস্টের একদম শেষে মানে প্রথম স্থানে আরকি! বিশ্বের শীর্ষ প্রভাবশালী Millennial হচ্ছেন Kim Jong Un। ৩৪ বছর বয়সী এই ব্যক্তি বর্তমানে নর্থ কোরিয়ার লিডার হিসেবে রয়েছেন। তিনি ২০১১ সালে তার বাবার মৃত্যুর পর দেশটির পরিচালনার দ্বায়িত্ব নেন এবং এরপরেই দেশটির পারমানবিক অস্ত্র নির্মাণের প্রোগ্রামকে বেশ এগিয়ে নিয়ে যান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের জন্যেও তিনি বিশ্বব্যাপী আলোচনায় রয়েছেন।
এই ছিলো Ranked ওয়েবসাইটের তথ্য মতে বর্তমানে বিশ্বের ১৫ জন শীর্ষ প্রভাবশালী Millennials প্রজন্মের তরুণ-তরুণীদের তালিকা। দুঃখের বিষয় হচ্ছে এই তালিকায় ভারত এবং বাংলাদেশের কেউই নেই। আশা করবো আজকের ব্যাতিক্রমধর্মী এই টিউনটি আপনাদের ভালো লেগেছে। প্রভাবশালী এই মানুষগুলোকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে চট করে নিচের টিউমেন্ট বক্সে করে ফেলতে পারেন। আগামীতে অন্য টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনসে; ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
অসাধারণ হয়েছে। বরাবর আপনার পোষ্টগুলো ভালো হয়ে থাকে।