আমার এই টিউনের শিরোনাম দেখে হয়তো অনেকেই চমকে গেছেন, চমকানোরই কথা। তবে টিউনটি পড়ার পরই হয়তো এই শিরোনাম দেয়ার কারণ বুঝতে আর অসুবিধা হবে না।
ইদানীং আমরা লক্ষ্য করছি টিটিতে বিভিন্ন ব্লগের পাশাপাশি আরেক ক্যাটাগরির ব্লগ পোষ্ট হচ্ছে যাদের সবগুলোর সারমর্ম একই "অনলাইনে আয় করুন" অথবা "বিনাশ্রমে আয় করুন"। কতটুকু বিনাশ্রমে কতটুকু পরিমান আয় তারা করতে পারবেন তা তারা ভালো জানলেও আমরা যারা এই ব্লগ গুলো দেখেছি তারাও এই সকল ব্লগের উপর বিরক্ত হয়ে অথবা অনুরক্ত হয়ে কমপক্ষে একবার হলেও মনে হয় এগুলো ট্রাই করেছি বা আমাদের বন্ধুদের কাছ থেকেই অভিজ্ঞতা শুনেছি যারা একের পর এক ট্রাই করে গেছেন। হ্যা বন্ধুরা, এগুলোর বেশির ভাগই দেখা যায় ভুয়া, মানে টাকা তো পাওয়া যায়ই না,উপরন্তু সময় নষ্ট। কিন্তু দুঃখজনক ব্যাপার, এর পরেও এই ধরনের সাইট সংক্রান্ত ব্লগ টিটিতে দেখা যায়। মেনে নিলাম এগুলোর কয়েকটি হয়তো ভালো। কিন্তু আমার কথা হচ্ছে,
১) এসব সাইটের নয়ম হচ্ছে, ইনকাম করা তা যেকোনো উপায়ে হতে পারে, রেফারেল তার মধ্যে একটি। এখন যারা রেফারেলের জন্য টিটিতে বিজ্ঞাপন দিচ্ছেন,বলা যায় তারা একরকম টিটির ঘাড়ে উঠেই ইনকাম করছেন। আয়ের উদ্দেশ্যে রেফারেল হিসেবে টিটিকে ব্যবহার কি টেকটিউন্সে নীতিমালা বিরোধী নয়? মডারেটর এদিকে একবার একটূ চোখ বুলাবেন।
২) টেকটিউন্স একটি টেকনোলজিক্যাল ব্লগ সাইট। এভাবে ইনকাম সংক্রান্ত ব্লগ কি টেকি ব্লগের মধ্যে পড়ে,আপনারাই বলুন!!!! আমিতো কোথাও,কোনো ইংলিশ টেকনোলজীক্যাল ব্লগ সাইটে এই টাইপের আয় করুন সংক্রান্ত ব্লগ পাইনি!!!!আপনারাও পাননি নিশ্চয়ই,তাদের টেকি ব্লগ এত উন্নতমানের হওয়ার এটাও একটা কারণ যে, তারা আয় করুন টাইপ নন টেকি ব্লগ প্রকাশ করেনা। টিটির মান সমুন্নত রাখার লক্ষ্যে কতৃপক্ষ এদিকে দৃষ্টি দিবেন বলে আশা করি। নামেই শুধু টেকি ব্লগসাইট নয়, কাজেও তার প্রমাণ রাখা একান্ত জরুরী।
৩) আরেকটি বিষয় হচ্ছে এ সকল পোষ্ট পাঠকদের বিরক্তির উদ্রেক করে। এখন ব্লগার, আপনিই বলুন, সারাদিনের সামান্য কিছু টাকা (হয়তো এতই সামান্য যে দুই অংকের ঘরেও পৌছায় না) আয় করার জন্য আপনি কি হাজার হাজার পাঠকদের বিরক্তির উদ্রেক করবেন? এটা কি উচিত? এটা কি আপনার চরম স্বার্থপরতার পরিচয় দেয় না!!!!
টিটি তে যে হারে প্রতিদিন এ ধরনের ব্লগ পোষ্ট হচ্ছে তা সত্যিই উদ্বেগের বিষয়। কারণ এসকল ব্লগ দেখলে মনে হয় টেকটিউন্স টেকনোলজীর সাইট নয়, টাকা আয় করার সাইট। সেক্ষেত্রে মাননীয় মডারেটর, দুঃখের সাথে আকুল আবেদন এই যে টেকটিউন্সের নাম পরিবর্তন করে আমার দেয়া নাম TKটিউন্স (TK-টাকার সংক্ষিপ্ত নাম) দেয়া যায় কিনা বিবেচনা করে দেখবেন 🙁 ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.exoticbux.com/?ref=meraj07