টেকটিউন্স নাকি TKটিউন্স

আমার এই টিউনের শিরোনাম দেখে হয়তো অনেকেই চমকে গেছেন, চমকানোরই কথা। তবে টিউনটি পড়ার পরই হয়তো এই শিরোনাম দেয়ার কারণ বুঝতে আর অসুবিধা হবে না।

ইদানীং আমরা লক্ষ্য করছি টিটিতে বিভিন্ন ব্লগের পাশাপাশি আরেক ক্যাটাগরির ব্লগ পোষ্ট হচ্ছে যাদের সবগুলোর সারমর্ম একই "অনলাইনে আয় করুন" অথবা "বিনাশ্রমে আয় করুন"। কতটুকু বিনাশ্রমে কতটুকু পরিমান আয় তারা করতে পারবেন তা তারা ভালো জানলেও আমরা যারা এই ব্লগ গুলো দেখেছি তারাও এই সকল ব্লগের উপর বিরক্ত হয়ে অথবা অনুরক্ত হয়ে কমপক্ষে একবার হলেও মনে হয় এগুলো ট্রাই করেছি বা আমাদের বন্ধুদের কাছ থেকেই অভিজ্ঞতা শুনেছি যারা একের পর এক ট্রাই করে গেছেন। হ্যা বন্ধুরা, এগুলোর বেশির ভাগই দেখা যায় ভুয়া, মানে টাকা তো পাওয়া যায়ই না,উপরন্তু সময় নষ্ট। কিন্তু দুঃখজনক ব্যাপার, এর পরেও এই ধরনের সাইট সংক্রান্ত ব্লগ টিটিতে দেখা যায়। মেনে নিলাম এগুলোর কয়েকটি হয়তো ভালো। কিন্তু আমার কথা হচ্ছে,

১) এসব সাইটের নয়ম হচ্ছে, ইনকাম করা তা যেকোনো উপায়ে হতে পারে, রেফারেল তার মধ্যে একটি। এখন যারা রেফারেলের জন্য টিটিতে বিজ্ঞাপন দিচ্ছেন,বলা যায় তারা একরকম টিটির ঘাড়ে উঠেই ইনকাম করছেন। আয়ের উদ্দেশ্যে রেফারেল হিসেবে টিটিকে ব্যবহার কি টেকটিউন্সে নীতিমালা বিরোধী নয়? মডারেটর এদিকে একবার একটূ চোখ বুলাবেন।

২) টেকটিউন্স একটি টেকনোলজিক্যাল ব্লগ সাইট। এভাবে ইনকাম সংক্রান্ত ব্লগ কি টেকি ব্লগের মধ্যে পড়ে,আপনারাই বলুন!!!! আমিতো কোথাও,কোনো ইংলিশ টেকনোলজীক্যাল ব্লগ সাইটে এই টাইপের আয় করুন সংক্রান্ত ব্লগ পাইনি!!!!আপনারাও পাননি নিশ্চয়ই,তাদের টেকি ব্লগ এত উন্নতমানের হওয়ার এটাও একটা কারণ যে, তারা আয় করুন টাইপ নন টেকি ব্লগ প্রকাশ করেনা। টিটির মান সমুন্নত রাখার লক্ষ্যে কতৃপক্ষ এদিকে দৃষ্টি দিবেন বলে আশা করি। নামেই শুধু টেকি ব্লগসাইট নয়, কাজেও তার প্রমাণ রাখা একান্ত জরুরী।

৩) আরেকটি বিষয় হচ্ছে এ সকল পোষ্ট পাঠকদের বিরক্তির উদ্রেক করে। এখন ব্লগার, আপনিই বলুন, সারাদিনের সামান্য কিছু টাকা (হয়তো এতই সামান্য যে দুই অংকের ঘরেও পৌছায় না) আয় করার জন্য আপনি কি হাজার হাজার পাঠকদের বিরক্তির উদ্রেক করবেন? এটা কি উচিত? এটা কি আপনার চরম স্বার্থপরতার পরিচয় দেয় না!!!!

টিটি তে যে হারে প্রতিদিন এ ধরনের ব্লগ পোষ্ট হচ্ছে তা সত্যিই উদ্বেগের বিষয়। কারণ এসকল ব্লগ দেখলে মনে হয় টেকটিউন্স টেকনোলজীর সাইট নয়, টাকা আয় করার সাইট। সেক্ষেত্রে মাননীয় মডারেটর, দুঃখের সাথে আকুল আবেদন এই যে টেকটিউন্সের নাম পরিবর্তন করে আমার দেয়া নাম  TKটিউন্স  (TK-টাকার সংক্ষিপ্ত নাম) দেয়া যায় কিনা বিবেচনা করে দেখবেন 🙁  ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    বেটা ছাগলের বাচ্চা কত বড় বেয়াদব যেটা না করার জন্য টিউন করা হইসে সেটাই করছস অভদ্র শয়তান
    এই মনে রাখিশ আমি শিয়াল পণ্ডিত মূর্খদের জ্ঞান দেবার জন্যই এখানে এসেছি ভাল হয়ে যা ।

    এটা সম্ভবত এই টিউনের সবচেয়ে দামী কমেন্ট। :lol

    (shialpondit)
    Vi ar saty ak mot

    হেহে মজা করার জন্যে দিলাম। আসলে এটা কপি করাই ছিল। তখনই এই টিউন চোখে পড়লো। মজা করার জণ্যে কন্ট্রোল ভি দিলাম।
    শিয়াল পন্ডিত মশাই অভদ্র কে সেটা জনগন জানে।

    কয়লার ময়লা না যায় ধুইলে……………………………@মেরাজ০৭

    উপরের শিয়ালপন্ডিত ভাইকে বলছি, এইটা টেকটিউন্স বাংলা ব্লগ,অন্য কোন সাইটের ভাষা এইখানে ব্যবহার করে সুবিধা করতে পারবেন না।

    Level 0

    মেরাজ০৭ আপনার একটু হলেও লজ্জা পাওয়া উচিত ছিল । আপনারা আসলে এভাবে কতটাকা কামিয়ে ছেন বলতে পারেন।

    Level 0

    @আউয়ালঃ ভাই,উনি এই ভাষা দিয়ে ওনার মনের বিরূপ অবস্থা প্রকাশ করছেন যা অন্যান্য হাজার হাজার টিটি বন্ধুদের মনের অবস্থার বাস্তব চিত্র। ওনাকে বলতে দিন।

    Level 0

    ata ki legal ? taka paiso maraj vai taka paila amra kisu taka neta uplode koro r tumi ai site ta try koro http://www.PaisaLive.com/register.asp?613943-1258635

আয় আয় দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। এখন আয় দেখলেই ভুয়া মনে হয়।

Level New

"টেকটিউন্স একটি টেকনোলজিক্যাল ব্লগ সাইট। এভাবে ইনকাম সংক্রান্ত ব্লগ কি টেকি ব্লগের মধ্যে পড়ে,আপনারাই বলুন " apnar sathe akmot kintu akhane freelancing nam er akta alada department ase ata o vule gele cholbe na.

    সহমত
    ফ্রীল্যান্সিং বিভাগ না থাকলে হয়তবা টেক্টিউন কেই পেতাম না । 😉

এই ধরনের (আয় সংক্রান্ত) টিউন দেখলে পড়া থেকে বিরত থাকি।আর এই ধরনের ভুয়া টিউনের দিকে মডারেটররা একটু নজর দেওয়া উচিত।

সহমত । আপনার টিউন টা সময় উপযোগী । ধন্যবাদ ।

এই টিউন গুলোকে নিয়মিতই ট্র্যাশ করে ফেলা হচ্ছে …… আশা করি এটাও লক্ষ করেছেন 🙂

ধন্যবাদ

    এই না হলে মডারেটর????আসা করছি নিয়মিত এই চিরুনি অভিযান চালু রাখবেন।

    Level 0

    আপনার কথায় আশ্বস্ত হলাম,আসলে এই টিউনগুলো এত ব্যাপক হারে আসছে , আগের টিউন যে ডিলিট করা হয়েছে এটা আর বোঝা যায় না,কারণ সবগুলাই তো একরকম মনে হয়।

    প্রবাসী ভাইয়ের সাথে সহমত 🙂

আয় সংক্রান্ত টিউন আমি কখনও পড়িনা ।

Level 0

ইদানিং ptc সাইটের টিউনগুলো সত্যিই বিরক্তকর।২০০৮ সাল থেকে টেকটিউন্স এ আছি নিরব পাঠক হয়ে আর সারাদিন রাত আমি যতক্ষণ টেকটিউন্স এ বসে থাকি ততক্ষণ মোডারেটরাও থাকেন না। আগে পিটিসি সাইট নিয়ে এতো টিউন হতো না ইদানিং পিটিসি সাইটের টিউনের যন্ত্রনায় আর ভালো লাগে না। কয়েকদিন ধরে অবশ্য মোডারেটররা এইসব টিউন মুছে দিচ্ছেন যা দেখে সত্যিই ভালো লাগছে।

    Level 0

    কিন্তু যে হারে মোছা হয় তার দ্বিগুন হারে এইসব ব্লগ পোষ্ট হয়।

কিছুদিন আগে এডমিন কে ম্যাসেজ করেছিলামঃ

"আমার মনে হয় ফ্রিল্যান্সিং বিভাগটা দেয়া ঠিক হয়নি। এই বিভাগ মুছে ফেলার আবেদন করছি। কারন এখন টিটিতে 'টাকা ভিক্ষা দেন' টিউনের সংখ্যাই বেশি হচ্ছে!"

    Level 0

    আপনার সাথে একমত।

এইসব টিউন আমিও পরিনা তবে যে সমস্ত টিউনগুলো টিউটরিয়াল ভিত্তিক(Freelancer or Odesk related) হয় সেগুলো পড়ি।
তবে দুঃখের বিষয় প্রায় সকল টিউনে একই রকম কথা থাকে শুধু মাত্র ব্যাতিক্রম পেয়েছিলাম ঘুম চোর ভাইয়ের টিউনগুলাতে।

    Level 0

    Freelancer or Odesk related টিউটোরিয়াল ফ্রিল্যান্সিং ক্যাটাগরীতে যায় না,ওগুলা টিউটোরিয়াল ক্যাটাগরীরই।

এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি……….টিটি তে স্পাম ফিল্টার থাকা দরকার……….

Level 0

TKটিউন্সের ব্লগাররা( not টেকটিউন্স) নিশ্চয়ই বুঝতে পারছেন "আয় করুন" ব্লগের প্রতি সবার মনোভাব। আশা করি এ থেকেও তারা এসকল পোষ্ট করা থেকে নিজেদের বিরত রাখবেন।

এসব টিউন রোধে কিছু পদক্ষেপ নেয়া দরকার।আমার কিছু মতামত তুলে ধরলাম।

১। নতুন রেজিস্ট্রেশান করা সদস্যদের জন্য রেফারেল লিঙ্ক দেয়া বন্ধ করা।সেটা কমেন্টে হোক আর পোস্ট আকারেই হোক।

২। যদি তা না করা যায় নতুন সদস্যদের জন্য অন্ততপক্ষে মন্তব্য বন্ধ(Comments Closed) করার নিয়ম তুলে ফেলা।অনেকসময় অনেক ফেক সাইট সম্পর্কে কমেন্ট করে অভিজ্ঞরা অন্যদের জানাতে চেষ্টা করেন কিন্তু মন্তব্য অপশান বন্ধ করে রাখার কারণে মডারেটরের চোখে পড়ার আগেই অনেক ব্যবহারকারী ভুক্তভোগী হয়।

৩।আর না হয় নতুন সদস্যদের লেখা প্রথমেই প্রকাশ না করে আগে মডারেশানের আওতায় নিয়ে চেক করে প্রকাশ করা।

    Level 0

    ৩নং এর ব্যাপারে একমত। অন্য দুটির ব্যাপারে কনফিউজড।

    নিশাচর নাইম ভাইয়ের ৩ নং টা করতে হলে,টিটিতে পর্যাপ্ত জনবল আছে কিনা তাহা ও চিন্তা করতে হবে।

Level 0

নিশাচর নাইম says:
২৭ মার্চ, ২০১১ at 11:37 অপরাহ্ন এসব টিউন রোধে কিছু পদক্ষেপ নেয়া দরকার।আমার কিছু মতামত তুলে ধরলাম।

১। নতুন রেজিস্ট্রেশান করা সদস্যদের জন্য রেফারেল লিঙ্ক দেয়া বন্ধ করা।সেটা কমেন্টে হোক আর পোস্ট আকারেই হোক।

২। যদি তা না করা যায় নতুন সদস্যদের জন্য অন্ততপক্ষে মন্তব্য বন্ধ(Comments Closed) করার নিয়ম তুলে ফেলা।অনেকসময় অনেক ফেক সাইট সম্পর্কে কমেন্ট করে অভিজ্ঞরা অন্যদের জানাতে চেষ্টা করেন কিন্তু মন্তব্য অপশান বন্ধ করে রাখার কারণে মডারেটরের চোখে পড়ার আগেই অনেক ব্যবহারকারী ভুক্তভোগী হয়।
all thing i agree brother with you

প্রতীবাদ, আর আকুতি জানাতে জানাতে ও দেখতে দেখতে ২ বছর পার করেছি আরও ২০ বছর করব (ইনশাল্লাহ) আগে মাথা ব্যাথা ছিল। এখন গলা ব্যাথা!

    😛

    প্রতিবাদ করতে করতে নতুন থেকে পুরাতন পন্ডিত হয়েছেন।তাই না।

মিঠু দোস্ত একেবারে মনের কথা বলছস। ডলার দেখতে দেখতে চোখের জ্যোতি কইমা গেল !!!!!

    Level 0

    দোস্ত তুই!!!! টিটিতে এতদিন কই ছিলি,শালা!!!! চোখের জ্যোতি কইমা গেলে চশমা নিস না কেন 😉

    আমিও তোরে অনেক খুঁজছি

    Level 0

    চশমা না নেয়ার ফল 😉

Level 0

হক কথা বলছেন মিঠু ভাই, যেখানে সেখানে PTC এর বিজ্ঞাপন TTর মানহানি ঘটাচ্ছে । ফলে ভাল টিউনগুলি মার খাচ্ছে ।

    Level 0

    মানহানির দায়ে ১০০কোটি টাকার মামলা করা উচিত 😉

Level 0

টিটি তে অনলাই আয় শীর্ষক পোষ্ট ব্যান করা উচিত।

Level 0

বন্ধুরা দেখেন,ঐসব TKটিউন্স ব্লগাররা এই পোষ্টে সবার বিরূপ মনোভাব দেখার পরেও ঐ টাইপের আরো কিছু ব্লগ পোষ্ট করছে । আমি বুঝলাম না, সামান্য কিছু টাকার জন্য এইভাবে লজ্জা শরমের মাথা খাওয়ার কোনো মানে হয়!!!!একটা ফকিরের ইনকামও তো এর থেকে অন্তত ১০/২০ গুন বেশি!!!!

ভাল বলেছেন ।

টাকা ইনকামের প্রতি সবারই একটা আগ্রহ আছে। তবে কেউ কেউ দেখি অন্যের টিউনে রেফারেল বদলে নকল টিউন দেয়। কেউ জানেইনা তারপরও রেফারেল বিক্রির উদ্দেশ্যে টেকটিউনসকে ইউজ করে। টেকটিউনস কে বিশ্বাস করি চোরের জায়গা না এটা বুঝেই তারা এটা করে মনে থাকে। যারা সত্যিই জানেন অন্যকে জানাতে চান তারা টেকটিউনস-এর ছায়ায় এসে একটা কর্মশালার আয়োজন করেন। সেখানে আমরা আপনাদের কাছ থেকে সম্মানী বিনিময়ে শিখতে রাজি আছি। আর সেই কর্মশালার বিষয়বস্তু নিয়ে আপনারা নন কর্তৃপক্ষ টিউন করুক। কর্তৃপক্ষ আপনারা এখন থেকে আয় বিষয়ক সব টিউন বন্ধ করে দেন। আমরাও একটু বাঁচি। কারন টেকটিউনস থেকে কোন বিষয়ে ধরা খেয়ে কিছুটা রেসপনসিবিলিটি আপনাদেরও তো থেকে যায় নাকি? ধন্যবাদ সবাইকে একটু বিবেচনা করে দেখবেন।

নিরবে চোখের জল ফেলে যায়…

    Level 0

    মাখন ভাই,জীবন মাখনের মত মসৃণ নয়। তাই বলে চোখের জল না ফেলে এগিয়ে আসুন সবাই মিলে,এই কি ভালো নয় ?

এখন আর টিউন ভাল লাগে না এই সব ই ভাল লাগে …… হায় রে ডলার… এত ডলার কই থাকে।

হাসান যোবায়ের ভাই বলেছেন যে ফ্রীলান্সিং বিভাগ টা বন্ধ করে দেয়া উচিত,আমার মনে হয় এটা বন্ধ না করে এই বিভাগের মাধ্যমে টাকা আয়ের পথ টুকু কিভাবে বন্ধ করা যায় সেটা চিন্তা করলে ভাল হয় | আর প্রতিটা বিভাগ হওয়া উচিত এই রকম যাতে সেই বিভাগ সম্পর্কিত বিষয়াদি গুলাতে কিভাবে আরও উন্নতি করা যায় সেই ধরনের টিউন অথবা টিপস থাকবে……আর টিউনার দের টিউন করার ব্যপারে একটু দিল খোলা হওয়া উচিত। তাহলে আমরা যারা নতুন আছি তারা কিছুটা হলেও উপকৃ্ত হব।আর আমরা শিখে যদি কিছু করতে পারি তাহলে তো আপনাদের ই সম্মান বাড়বে। কিন্তু নিজের যৎ সামান্য লাভের জন্য এই টেক্টিউন এর ইমেজ নষ্ট করবেন না।

Level 0

আপনার টিউন টা সময় উপযোগী । ধন্যবাদ ।