ভয়াবহ ভবিষ্যৎ পৃথিবীর সামনে!!!

আমাদের বিশ্বের সামনে রয়েছে খুব কম সময় – সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রসঙ্গে কথাগুলো বললেন আইপিসিসি বা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের প্রধান রাজেন্দ্র পাচাউরি।

এর আগে বিভিন্ন সময়ে করা সমীক্ষা বা গবেষণার পর বলা হয়েছিল ২১০০ সাল নাগাদ পৃথিবীর সমুদ্রপুষ্ঠের উচ্চতা ১৮ থেকে ৫৯ সেন্টিমিটার বা সাত থেকে ২৩ ইঞ্চি বৃদ্ধি পাবে৷ ফলে পৃথিবীর সমুদ্র উপকূলবর্তী বেশীরভাগ এলাকা পানির তলে তলিয়ে যাবে৷ কিন্তু কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশেষজ্ঞ সম্মেলনে সর্বশেষ গবেষণার ফলাফলে জানানো হলো আরও ভয়ঙ্কর তথ্য।

03779237_400.jpg

এই সম্মেলনে বলা হয়েছে, আগের যে গবেষণা তাঁরা করেছিলেন, তার থেকেও ভয়াবহ ভবিষ্যৎ পৃথিবীর সামনে৷ নতুন গবেষণায় দেখা যাচ্ছে,একই সময়ের মধ্যে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৭৫ থেকে ১৯০ সেন্টিমিটার বৃদ্ধি পাবে৷ এমনকী যদি সবকিছু ঠিকঠাকও থাকে এবং গ্রীনহাউস গ্যাস নির্গমন বেশ ভালোমাত্রায় কমানোও হয়, তাহলেও ২১০০ সাল নাগাদ সমুদ্রের উচ্চতা বাড়বে এক মিটার।

এক্ষেত্রে বাংলাদেশ ও ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলো কিংবা আফ্রিকার দেশগুলোই বেশী ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করা হচ্ছে৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে দুই বছর আগের হিসাবটি পাল্টে গেলো কেন? উত্তরে জানানো হলো, মূলত মেরু অঞ্চলের বরফ অতিমাত্রায় গলতে থাকার কারণেই এই ভিন্ন চিত্র।

বিশ্বের প্রায় ৬০ কোটি মানুষ বসবাস করছে সমুদ্র উপকূলীয় নিবিড় অঞ্চলে৷ নতুন এই গবেষণায় দেখা গিয়েছে, দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ৷ প্রায় দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হবে৷ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ জমি পানির তলে ডুবে যাবে।

সূত্র: ডি ডাব্লু ওয়ার্ল্ড

Level New

আমি azad Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানতে পেরে দুঃখিত হয়েছি বটে তবুও আপনাকে ধন্যবাদ(তথ্যটি দেয়ার জন্য)

Level New

vai re r sunte valo lagena….khali sobai voy dekhae…eta theke nistar pawar kono poth dekhae na keu….sesh porjonto amader panite dubei morte hobe…… 🙁

Level New

thank’s for this.aktai somadan ar ta holo allah(creator) er kase porittran chawa(want)

পৃথিবীর জন্য এখন সবচেয়ে বড় হুমকী হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন।এর জন্য মূলত দায়ি উন্নত বিশ্ব কিন্তু এর প্রভাব পড়বে অন্যান্য দেশের ইপর তাই সর্বাগ্রে উন্নত দেশগুলোকে সচেতন হতে হবে।

তথ্যটির জন্য ধন্যবাদ ……

ভয় পাইলাম।আগেই বাংলাদেশ।সব দিক থেকে বাংলাদেশ সবসময় পিছিয়ে থাকে।এইখানে পিছিয়ে থাকলে কি হত।