গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ভিশন’ ২০২১ বাস্তবায়নের লক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ফ্রি-তে ডিজিটালাইড করা।
“৭১ এর স্বাধীন বাংলাদেশ গড়তে ভূমিকা রেখেছিলেন মুক্তিযোদ্ধারা” “২১ এর ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখব আমরা”
▓▓▓▓ শুরু হয়েছে Bangladesh ICT Leveraging মাধ্যমে ‘ডিজিটাল প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন কার্যক্রম। আপনিও রেজিষ্ট্রেশন করে হয়ে যান BDICTL এর একজন সদস্য। ▓▓▓▓ ▓▓▓▓ BDICTL এর সদস্য হলে যে সকল সেবা পাবেনঃ
✪ দ্রুত রেজিষ্ট্রেশন করলে পাবেন আপনার এলাকার কমিটির সভাপতির দায়িত্ব।
✪ নিজেকে ডিজিটাল করতে BDICTL আপনাকে ও কমিটির সকল সদস্যকে সবধরনের ডিজিটাল সহযোগীতা প্রদান করবে। ✪ আপনার নিজ এলাকার স্কুল, কলেজ, দোকানসহ সবধরনের প্রতিষ্ঠান ডিজিটালাইজ করতে BDICTL আপনাকে সবধরনের ডিজিটাল সহযোগীতা প্রদান করবে।
✪ বিভিন্ন ডিজিটাল প্রকল্প BDICTL ‘ডিজিটাল প্রকল্প বাস্তবায়ন কমিটি’র মাধ্যমে বাস্তবায়ন করবে।
✪ ‘ডিজিটাল প্রকল্প বাস্তবায়ন কমিটি’র সদস্য হলে আপনি পাবেন বিশেষ সম্মানি ভাতা। ▓▓▓▓ তাহলে দেড়ি কেন?
আজই BDICTL এর সদস্য হন এবং BDICTL এর সহযোগীতা আপনি ও আপনার চারপাশ ডিজিটাল করুন।
ভূমিকা রাখুন ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়তে। ইতিহাস হয়ে থাকুন আগামী প্রজন্মের কাছে। ▓▓▓▓
রেজিস্ট্রেশন করার পদ্ধতি:
১. প্রথমেই BDICTL এর অফিসিয়াল ওয়েবসাইট এ যান। http://www.bdictl.com/
২. "Registration" এ ক্লিক করুন।
৩. রেজিস্ট্রেশন বক্সটিতে আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
যে যে তথ্যগুলো চাওয়া হয়েছে তা সম্পন্য করে "Submit" এ ক্লিক করুন।
আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্য হয়েছে কিনা তা দেখতে BDITCL এর হোমপেজের Applicients" এ ক্লিক করুন।
সময় এবং পদের সংখ্যা সীমিত তাই দ্রুত রেজিস্ট্রেশন করুন। সারা বাংলাদেশ থেকেই রেজিস্ট্রেশন করা যাবে।
BDICTL এর অফিসের ঠিকানা:
বাড়ি: ৭৫, ফ্লাট: ৬/বি,
শাহ মখদুম এভেন্যু, সেকটর: ১২
উত্তরা-১২৩০, ঢাকা-বাংলাদেশ।
মোবাইল: 01906666111
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ভিশন’ ২০২১ বাস্তবায়নের লক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ফ্রি-তে ডিজিটালাইড করা।
সময় শেষ হওয়ার আগেই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্য করুন।
আমি বিডি আপডেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।