ডিজিটাল বাংলাদেশ গঠনে অংশ নিন আপনিও সাথে থাকছে সম্মানি ভাতা আজি অংশ নিন

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

ডিজিটাল বাংলাদেশ গঠনে অংশ নিন আপনিও। সাথে থাকছে সম্মানি ভাতা। আজি অংশ নিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ভিশন’ ২০২১ বাস্তবায়নের লক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ফ্রি-তে ডিজিটালাইড করা।

“৭১ এর স্বাধীন বাংলাদেশ গড়তে ভূমিকা রেখেছিলেন মুক্তিযোদ্ধারা” “২১ এর ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখব আমরা”

▓▓▓▓ শুরু হয়েছে Bangladesh ICT Leveraging মাধ্যমে ‘ডিজিটাল প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন কার্যক্রম। আপনিও রেজিষ্ট্রেশন করে হয়ে যান BDICTL এর একজন সদস্য। ▓▓▓▓ ▓▓▓▓ BDICTL এর সদস্য হলে যে সকল সেবা পাবেনঃ
▓▓▓▓

✪ দ্রুত রেজিষ্ট্রেশন করলে পাবেন আপনার এলাকার কমিটির সভাপতির দায়িত্ব।

✪ নিজেকে ডিজিটাল করতে BDICTL আপনাকে ও কমিটির সকল সদস্যকে সবধরনের ডিজিটাল সহযোগীতা প্রদান করবে। ✪ আপনার নিজ এলাকার স্কুল, কলেজ, দোকানসহ সবধরনের প্রতিষ্ঠান ডিজিটালাইজ করতে BDICTL আপনাকে সবধরনের ডিজিটাল সহযোগীতা প্রদান করবে।

✪ বিভিন্ন ডিজিটাল প্রকল্প BDICTL ‘ডিজিটাল প্রকল্প বাস্তবায়ন কমিটি’র মাধ্যমে বাস্তবায়ন করবে।

✪ ‘ডিজিটাল প্রকল্প বাস্তবায়ন কমিটি’র সদস্য হলে আপনি পাবেন বিশেষ সম্মানি ভাতা। ▓▓▓▓ তাহলে দেড়ি কেন?

আজই BDICTL এর সদস্য হন এবং BDICTL এর সহযোগীতা আপনি ও আপনার চারপাশ ডিজিটাল করুন।

ভূমিকা রাখুন ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়তে। ইতিহাস হয়ে থাকুন আগামী প্রজন্মের কাছে। ▓▓▓▓
রেজিস্ট্রেশন করার পদ্ধতি:
১. প্রথমেই BDICTL এর অফিসিয়াল ওয়েবসাইট এ যান। http://www.bdictl.com/

২. "Registration" এ ক্লিক করুন।

৩. রেজিস্ট্রেশন বক্সটিতে আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।

যে যে তথ্যগুলো চাওয়া হয়েছে তা সম্পন্য করে "Submit" এ ক্লিক করুন।

আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্য হয়েছে কিনা তা দেখতে BDITCL এর হোমপেজের Applicients" এ ক্লিক করুন।

সময় এবং পদের সংখ্যা সীমিত তাই দ্রুত রেজিস্ট্রেশন করুন। সারা বাংলাদেশ থেকেই রেজিস্ট্রেশন করা যাবে।
BDICTL এর অফিসের ঠিকানা:
বাড়ি: ৭৫, ফ্লাট: ৬/বি,

শাহ মখদুম এভেন্যু, সেকটর: ১২

উত্তরা-১২৩০, ঢাকা-বাংলাদেশ।

মোবাইল: 01906666111

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ভিশন’ ২০২১ বাস্তবায়নের লক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ফ্রি-তে ডিজিটালাইড করা।

সময় শেষ হওয়ার আগেই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্য করুন।

Level 0

আমি বিডি আপডেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস