এডসেন্স ফর কনটেন্ট সম্পর্কে একটু জ্ঞান

আমি এখনো পর্যন্ত অনলাইনে যত আয়ের উৎস দেখেছি তার মাঝে এডসেন্স থেকে আয় করা সবচেয়ে সহজ মনে হয়েছে। অন্যদের ব্যাপার জানি না। ফ্রিল্যান্সিং এ খাটুনি বেশি। সবচেয়ে বড় কথা কষ্ট করলে কেষ্ট মিলবেই।

এডসেন্সের এই আয়ের মূল হচ্ছে সার্চ ইঞ্জিন। যার কোনো বিকল্প নাই। যাই হোক, নিচের ছবিটা দিলাম এডসেন্স থেকে। নতুনেরা কিছুটা ধারনা পাবে আশা করি।

  • পেজ ইম্প্রেশন হইছে ৪৩৪৩৩,
  • ক্লিক পড়ছে ২৪৯ টা,
  • পেজ সিটিআর ০.৫৭%
  • পেজ ইসিপিএম ০.৭৩ $
  • আয় হয়েছে ৩১.৬২ $

এই ৪৩৪৩৩ পেজ ইম্প্রেশন হইছে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে। তাহলে ২৪৯ টা ক্লিক কি খুব বেশি ? মুটেও না। কিন্তু এই ২৪৯ টা ক্লিক থেকেই আয় হয়েছে ৩১.৬২ $।

কিভাবেঃ
আরনিংস = (ইসিপিএম*পেজ ইম্প্রেশন)/১০০০
এটা নিঃসন্দেহে লিগ্যাল আয় যা গুগল একজন পাবলিশারের কাছে আশা করে। ছবির আয়টা হয়ত আপনারই এক সপ্তাহের আয় বা একদিনের আয় কিংবা এক ঘন্টার আয় হতে পারে যদি আপনার সাইট সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ করা থাকে।

পেজ সিটিআর যদি ১০% উপরে যায় তাহলে গুগল সন্দেহের চোখে দেখে এই কথা সবাই জানে। যারা জানে না তারাই ধরা খায়। কয়েকদিন আগে এক টিউনার দেখলাম টিটিতে তার এডসেন্সের স্ক্রিন শট তোলে দিছে। উনার ইসিপিএম ১৫০% এর মত । গুগলের এলগরিদমের কথা বাদই দিলাম, যে কেউ দেখলেই বুঝবে উনি হয় নিজে ক্লিক করেন অথবা অন্য কাউরে দিয়ে ক্লিক করান।

সবার কাছে অনূরোধ দুই নম্বরি কইরেন না। গুগল মামার কাছে ধরা পড়লে জামিন পাবেন বলে মনে হয় না।

সূত্রঃ http://sam.azgor.com/2011/03/lets-know-ads-for-content.html

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো এডসেন্স সমন্ধে সত্য বললেন ?

Level 0

I think it is well tips

but i can some suggesting about adsense

Level New

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ niye shortcut kisu bolle valo hoto…thanx

Level 0

কন্টেন্ট সাইট তৈরী করে গুগল থেকে প্রতিদিন ১০০$ ইনকাম সম্ভব।

https://www.techtunes.io/help-ask/tune-id/58867/

এটা কি একটু দেখা যাবে।

টেকটিউনে এটাই আমার প্রথম কমেন্টস তাও আবার সমস্যা জনিত।

    আপনি ফেসবুক, টুইটার এই ধরনের সাইটে দিয়েন না।
    সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আনার চেষ্টা করেন। সিটিআর কমে যাবে এম্নিতেই।
    সাইটের কাজ চালিয়ে যান। কপি পেস্ট কম করবেন।

    কপি পেস্ট করি নাই 🙁

    এটা তো কথার কথা বললাম।
    আশা করি এডসেন্সে সফল হউন।

আর্নিংস এভাবে হিসাব করে বলে মনে হয় না।কারন রিয়া আপুর একটা পোস্টে পড়েছিলাম কোন এডস এ ক্লিক করলে কত টাকা দিবে সেটা গুগলে যারা এডস দিয়েছেন তারা নির্দিষ্ট করে দিয়েছেন।

    হ্যা এডভার্টাইজারের বিষয়টা তো সেটাই।
    কিন্তু আমার পোস্টের বিষয় সেটা ছিল না। আমি পাবলিশারে প্রসঙ্গে লিখেছি বলে মনে হয়।
    আমি তো এখানে শুধু ২৪৯ টা ক্লিকের আয় দিয়েছি ৪৩৪৩৩ পেজ ইম্প্রেশন থেকে যা গুগল আমাকে দেখাচ্ছে।
    আপনি আয়টাকে গুরুত্ব দিচ্ছেন কেনো ? ক্লিক আর পেজ ইম্প্রেশনকে গুরুত্ব দেন !
    ১ পেজ ইম্প্রেশন এ যদি ২৪৯ টা ক্লিক পড়ে গুগল এফবিআই পাঠায়া দিব খোঁজ দ্যা সার্চ করার জন্য 😛

    #আমার ভুলও হইতে পারে। ভাই আপনি আপনার রিয়া আপুরে জিগায়া আরেকটু সিউর হইয়া আমারে জানায়েন।

পোস্টটা সুন্দর লাগলো। পেজ ইসিপিএম এবং সিটিআর কি? কিভাবে এটা কাউন্ট হয়? বিস্তারিত জানালে খুশি হব।