আমার প্রিয় লেখক (আ নিউ মর্নিং) এভাব শুরু করেছেন
“তোমার ২০ MBPS ইন্টারনেট কানেকশান আছে তাই তুমি মনে কর অনেক কষ্টে আছো। কিন্তু পৃথিবীর গড় স্পিড ২ MBPS তুমি কি তা জান? তুমি নিশ্চয় এও জাননা আজও মানুষ ডায়াল আপ (৫৬KBPS) এ কানেক্ট আছে?”
পৃথিবীর এভারেজ ইন্টারনেট স্পিড হচ্ছে ২ MBPS শুনতে ভালো শুনালেও আসলে ভিতরে কি আছে তা বাংলাদেশীরা ঠিকই বুঝি! যদিও অন্যান্য দেশের মানুষ ৫০- ১০০ MBPS এ কানেক্ট হয়ে মাত্র সামান্য “কিছু পয়সা” বিল প্রদান করে থাকে। সুতরাং আমাদের এখনও অনেক কিছু করার আছে সকল মানুষকে ইন্টারনেটে সমান অধিকার দিতে হলে। তার আগ পর্যন্ত কি আমরা পৃথিবীবাসী পিছিয়ে থাকব না?
আজকে আমার প্রতিবেদন পৃথিবীর শ্রেষ্ঠ ৮ টি দেশ নিয়ে যারা যাদুর বাক্সকে (কম্পিউটার)আলাদিনের আশ্চর্য প্রদীপে পরিণত করতে পেরেছে।
পৃথিবীর গড় স্পিডঃ ২ MBPS
পৃথিবীর গড় ডাউনলোড স্পিডঃ ৭ MBPS
যদি জাপানবাসীদের গড় স্পিড দেখি তাহলে পাব, পৃথিবীর গড় স্পিডের ৩০ গুন গড় হচ্ছে জাপানের। অর্থাৎ জাপানিরা গড়ে ৬০ MBPS স্পিডে সার্ফ করে। আপনার কষ্ট আরও বেড়ে যাবে যখন শুনবেন তাদের প্রতি MBPS এ ২৭ সেন্ট বা ১৯ টাকা প্রদান করতে হয় (মাসিক আনলিমিটেড ১ MBPS মাত্র ১৯ টাকা!!!) যেখানে ইউএসএ তে ৩৩৩০ সেন্ট! কানাডা কিংবা ইউকে তে আরও বেশি।
ছবি সংগৃহীত হয়েছে জনাব OiMax এর কাছ থেকে।
জাপান যদিও গড় স্পিডে এগিয়ে অন্যদিকে দক্ষিণ কোরিয়া ডাউনলোড স্পিডে এগিয়ে। তাদের ডাউনলোড স্পিড গড় ৩৪.৬৬ MBPS হিসেবে দেখা যায় এরা ডাউনলোডই করে আপলোড করেনা। তাই এরা জাপান থেকে পিছিয়ে পড়েছে। এখানে প্রতি ১ MBPS ব্যান্ডইথ পেতে আপনাকে ৪৫ সেন্ট খরচ করতে হবে।
ছবি সংগৃহীত হয়েছে জনাব John Pavelka এর কাছ থেকে।
আপনি যদি হাইস্পিড ডাউনলোডের কথা বলেন তবে, রিগার জনগণ প্রায়ই ২৮ MBPS এ ডাউলোড করবে। যদিও লাইভিয়া এর জাতীয় গড় ২৪ MBPS. সে যাই হোক অনেক চেষ্টা করেও তাদের খরচ সম্পর্কে জানা যায়নি।
ছবি সংগৃহীত হয়েছে অজ্ঞাত ব্যাক্তির কাছ থেকে।
ফিনল্যান্ডবাসীরা জাপানের থেকে প্রায় ১০ গুন খরচ প্রদান করে কিন্তু সে তুলনায় স্পিড পায় অনেক কম। মাত্র ২২ MBPS হচ্ছে তাদের গড়। আপনি হয়ত জেনে থাকবেন ফিনল্যান্ড হচ্ছে প্রথম রাষ্ট্র যারা ইন্টারনেটকে “সকলের লিগ্যাল রাইট” প্রদান করে ছিল।
ছবি সংগৃহীত হয়েছে জনাব John Pavelka এর কাছ থেকে।
এই পূর্ব ইউরোপীয় দেশটি খুব দ্রুতই হাইস্পিড ইন্টারনেটের তালিকায় উঠে এসেছে। তাদের গড স্পিড প্রায় ২১.৪ MBPS যা ফিনল্যান্ডের খুব কাছে। তাদের মূল্য তালিকা সংগ্রহ করা যায়নি।
ছবি সংগৃহীত হয়েছে জনাব spoon এর কাছ থেকে।
যদিও তাদের স্পিড খুব কম কিন্তু ব্যাবহারকারীরা প্রতি ১ MBPS ব্যান্ডইথে মাত্র ৬৩ সেন্ট দিতে পেরে সৌভাগ্যবানই বলতে হবে। কারন এটি ইউরোপের সবথেকে কম মূল্য এবং পৃথিবীরও নিম্ন মূল্যের দ্বিতীয়। তাদের এভারেজ স্পিড ১৮ MBPS
ছবি সংগৃহীত হয়েছে জনাব hector melo এর কাছ থেকে।
ফ্রান্সের ইন্টারনেটের স্পিড হাস্যরকম কম। যদিও তারা সুইডেন থেকে ৩ গুন এবং জাপান থেকে ৮ গুন পে করে। তাদের জাতীয় গড় ১৮ MBPS
ছবি সংগৃহীত হয়েছে জনাব Trodel এর কাছ থেকে।
তাদের জাতীয় গড় প্রায় ৯ MBPS। তবে প্রতি MBPS এ ৪৩০ সেট দিয়ে তারা পশ্চিমের সবথেকে বেশি খরচের খাতায় নাম লিখিয়েছে।
ছবি সংগৃহীত হয়েছে জনাব Eoghan OLionnain এর কাছ থেকে।
উপরের তথ্য থেকে বোঝা যায়, এশিয়া এবং ইউরোপে স্পিড বেশি।
সবথেকে ইউরোপে খরচ বেশি। যার নেতৃত্ব দিচ্ছে পোল্যান্ড ১৩০০ সেন্ট প্রতি MBPS
বাংলাদেশের খরচ ১৬৫৬০ সেন্ট (প্রতি MBPS কোথায় জাপানের ২৭ সেন্ট আর আমাদের ১৬৫৬০ সেন্ট!!! সাধের ডিজিটাল বাংলাদেশ!
নভেম্বরে করা এক জরিপের ফলাফল মাত্র।
প্রকৃত চিত্র ভিন্ন হতে পারে।
মূল্য কম বেশি হতে পারে।
বাংলাদেশের MBPS প্রতি ১২০০০৳ বিটিসিএল নির্ধারিত যা মাস দুয়েক আগেও ১৮০০০৳ ছিল।
এখানে ১ MBPS মানে ১ Mb/s (মেগাবিট পার সেকেন্ড)
আ নিউ মর্নিং এর সাইট থেকে দুটা কমেন্ট তুমে ধরলাম কারন এগুলো দেখে হাসব না কাদব বুঝিনি।
এটি আমার নবম টিউন হলেও টিটিতে আমার ১০০০+ কমেন্ট রয়ে গেছে সকলের আড়ালে........
বিগত দুবছরে অনেক উত্থান পতন দেখেছি। বিখ্যাত টিউনারগন চলে গেছেন। সাক্ষি আছি অনেক প্রতারণার। অনেক উন্নতি দেখেছি। কোন টিটির কোন অবনতি দেখিনি। সে যেন এক সম্রাট এগিয়ে চেলেছে দুর্বার গতিতে। কয়েকমাসেই আলেক্সা র্যাঙ্কিংএ এক বেড়ে ২০ হয়েছে।
আমার ১০০০ তম কমেন্টা ছিলঃ
গঠনমূলক কমেন্ট টিউনারকে উৎসাহী করে। তাই করার চেস্টা করেছি। মাঝে মাঝে মাথা খুব গরম হয়ে গেলে গঠনমূলক থাকতে পারিনি যেমনঃ সাজ্জাদ২৭ এর প্রতারণার বেলায় প্রতীবাদ করে টিউন করি।
বিশ্ব সেরা ১০ সাইট ১০ ধরণের সেরা তা দেখতে এই টিউনে স্ক্রল করুন।
উইন্ডোজ ৮ কেমন হবে? জানতে চান? তাহলে এই টিউনে চোখ বুলান!
হাতে সময় আছে? তাহলে এই টিউনে সচিত্র সায়েন্স ফিকশান পড়ে নিতে পারেন।
লিনাক্সের সাথে আমার প্রম কাহিনী পড়তে পারেন এখানে
আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়
সেই কথা বইলে আর দুঃখ বারাইএন্না ভাই।মাত্র ৮০০ MB use করতাসি ৩২০ টাকায়।১০ দিন ও চালাতে পারিনা।কোন কিছহু download করতে পারিনা।