ফেসবুক অনুবাদ কম্যুনিটেতে এক অনুবাদকের পোস্ট “ফেসবুক অনুবাদ : গ্রামীনফোনের ভাওতাবাজি এবং বাস্তবতা”

এ ধরণের আরো খবরের জন্য চোখ রাখুন http://www.move4world.com

ফেসবুক অনুবাদক কম্যুনিটিতে মূল লেখাটি দেখতে এখানে ক্লিক করুন

Lenin লেনিন
যারা গ্রামীনফোনের বিজ্ঞাপন দেখে অনুবাদ করতে এসেছেন। তাদের জন্য জানা প্রয়োজন কতোগুলো সত্যি:
১. ফেসবুক প্রায় ৩/৪ বছর ধরেই বাংলায় অনূদিত হয়ে আসছিলো।
২. প্রায় ৫শতাধিক নিবেদিতপ্রাণ অনুবাদক প্রতিনিয়তই অনুবাদ করে চলেছেন।
৩. বর্তমানে প্রায় ৭৮% অনূদিত হয়ে আছে ফেসবুক। http://i56.tinypic.com/5ev71s.png প্রমান।
৪. ফেসবুক CrowdSourcing এর মাধ্যমে সবাইকে অর্থাৎ সকল ফেসবুক ব্যবহারকারিকে অনুবাদের অনুমতি দেয় তার নিজের ভাষায়।
৫. বাংলার জন্য ফেসবুকের কোড হচ্ছে bn_IN অর্থাৎ (ইন্ডিয়ান বাংলা)। কেবল বাংলার জন্য bn বা বাংলাদেশের বাংলার জন্য bn_BD কোডের ব্যবস্থা এখনও করেনি ফেসবুক।
৬. ফেসবুক বা গ্রামীনফোন কাউকে এই অনুবাদের জন্য কাউকে কোনো টাকা-পয়সা দেবেনা। আর তাই এটা কোনো চাকুরিও নয়। আপনারা অনুবাদ করলে বাংলাকে ভালোবেসেই অনুবাদ করবেন।
৭. মোবাইলে অপেরামিনি দিয়ে বাংলা সহজেই দেখা যায়। বাংলায় মোবাইলে লিখতে হলে বাংলা ফন্ট থাকতে হয়। এবং লিখনপদ্ধতিও থাকতে হয়।
৮. কম্পিউটারেও বাংলা লিখতে হলে কোনো একটি লিখনপদ্ধতি থাকা চাই। যেমন: http://www.omicronlab.com এর অভ্র-কীবোর্ড। সাথে বাংলা ফন্টও লাগে।(শুধু ফন্ট থাকলেই লেখা যায়না)
৯. ফেসবুকে বাংলা ৭৮% অনূদিত হয়েছে গত ৩/৪বছর ধরে। আর তা এমনকি বাংলাদেশের চেয়ে বড় জনগোষ্ঠীর দেশ ভারতের হিন্দীর চাইতেও তা এগিয়ে (ভারতের হিন্দী এমুহূর্তে মাত্র ৪০% অনূদিত আছে যা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান)। অর্থাৎ বাংলায় অনুবাদ হচ্ছে অনেক অনেক বেশি।
১০. ফেসবুকের প্রায় প্রতিটি পাতা এখন বাংলাতেই আছে। অর্থাৎ খুবই সামান্য অনুবাদ বাকি।

আপনারা সবাই যদি সময় করে কীভাবে বাংলা লিখতে হয়, কীভাবে অনুবাদ করতে হয়, কীভাবে পুরানো অনুবাদের মধ্যে ভোটাভুটি করে ভালো অনুবাদ পছন্দ করতে হয় তা শিখে ফেলেন তবে একটি সুন্দর কাজ হবে।

গ্রামীনফোন হয়তো মিথ্যা প্রচারের মাধ্যমে জনপ্রিয়তা পেতে চাইছে। কিন্তু এর সুফলও আছে। আপনারা যারা এই লেখাটি পড়ছেন, তাদের সিংহভাগই হয়তো এই গ্রামীনফোনের বিজ্ঞাপনটি দেখেই এখানে এসেছেন! অর্থাৎ গ্রামীনফোন আপনাদের ফেসবুকমুখি করেছে। বাংলায় কম্পিউটার তথা ইন্টারনেট চর্চায় আগ্রহী করেছে। সুতরাং এসুযোগকে কাজে লাগান। সবাই মিলে পারবোনা বাকি অনুবাদ শেষ করে ফেলতে? আর মাত্র ১৪হাজার বাক্যাং বাকি।

সেই সাথে আরেকটি কথা আমরা নিজেরা মনে করতে পারি এবং গ্রামীনফোনকে মেসেজ করতে পারি। সেটি হলো: মধ্যপ্রাচ্যের এই যে বিপ্লবের বন্যা চলতে তা কিন্তু ফেসবুকের মাধ্যমেই। উইকিলিকসের মাধ্যমে রাজা আমীরদের গোপন দুর্ণীতির নানান তথ্য জেনে জনগণ তাদের টেনে হিঁচড়ে ক্ষমতাচ্যুত করে দিচ্ছে। গ্রামীনফোন আপনাদের সবাইকে একত্রিত করছে। কিন্তু তার পেছনে আছে দারুণ ফাঁকিবাজি। কী… সবাই মিলে পারবেন না গ্রামীনফোনকে একটা শিক্ষা দিতে? একদিনে হয়তো হবেনা। ফেসবুকে একসঙ্গে সবাই গর্জে উঠতে পারবেন না? শিক্ষা পেয়ে যাবেনা এমন দুষ্টেরা একসময়? মনে আছে নিশ্চয়ই সরকারও একসময় ফেসবুক রুদ্ধ করে দিয়েছিলো। দুষ্টেরা সবসময় ভালোদের একত্রিত সমাবেশকে ভয় পায়। আসুন, একত্রিত হই। একসময় নাহয় জেগে উঠবো সময় হলে….

এ প্রসঙ্গে আরো বিস্তারিত তথ্য পেতে : এখানে ক্লিক করে দেখুন “ফেসবুকের বাংলায় অনুবাদ এবং গ্রামীনফোনের উদ্যোগ”-এর বিভিন্ন পোস্ট

এ ধরণের আরো খবরের জন্য চোখ রাখুন http://www.move4world.com

Level 0

আমি নিশা রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিকই বলেছেন। গ্রামীণ খুব বাজে কাজ করছে। ইন্ডিয়ান হলে কি হবে বেশির ভাগ কৃতীত্ত আমাদেরই।

Level 0

গ্র্রমীণ ফোন ভাওতাবাজি দিয়ে নাম বাগায়ে নিতে চা্চ্ছে।

Level 0

পুরা একদিন দেশের সবার গ্রামীণফোন সিম বন্ধ করে রাখা উচিত

Level 0

ঠিকই বলেছেন। গ্রামীণ খুব বাজে কাজ করছে। ইন্ডিয়ান হলে কি হবে বেশির ভাগ কৃতীত্ত আমাদেরই।