আজ হঠাৎই প্রথমআলোর প্রযুক্তি বিষয়ক পাতার একটি খবরে চোখ আটকে যায় । এমনিতে প্রথম আলোর টেকনোলজি বিষয়ক নিউজ নিয়ে নানান হাস্যরস চালু আছে । কিন্তু ইংরেজী মাধ্যম থেকে নেয়া খবরও যদি সঠিকভাবে অনুবাদ না করতে পারে তবে তা লজ্জাজনকই বলতে হবে ।
প্রথমেই সংবাদটি ভালভাবে পড়ে নিন । এতেই বুঝতে পারবেন প্রতিবেদকের বর্তমান প্রযুক্তি বিশ্ব সম্বন্ধে কোন জ্ঞান নেই । তিনি শুধু চোখ বন্ধ করে অনুবাদ করে দিয়েছেন । প্রতিবেদন মতে, "সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ ইসরায়েল থেকে একটি সফটওয়্যার কিনছে" । আসলে ফেসবুক কয়দিন আগে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে Snaptu নামক মোবাইল এপলিকেশন তৈরীকারী প্রতিষ্ঠানটি কিনে নিয়েছে ।
প্রতিবেদককে জ্ঞাত করার জন্য বলছি, "Startup" (স্টার্টআপ) বলতে উদ্দ্যোগকে বোঝায় । আরো সহজে বলতে নতুন কোম্পানিগুলোকে স্টার্টআপ বলে আর যারা স্টার্টআপ তৈরী করেন তাদের Entrepreneur (উদ্দ্যোগতা) বলে । Snaptu কোন স্টার্টআপ সফটওয়্যার নয়, Snaptu একটি ইসরায়েলী স্টার্টআপ । এই কোম্পানীটাকে ফেসবুক কিনেছে, কোন সফটওয়্যার নয় ।
এখন বুঝতে পারছি কেন স্কুলে ভাষাগত অনুবাদ থেকে ভাবগত অনুবাদ প্রাধাণ্য দেয়া হত । প্রতিবেদক বোধ হয় স্কুলেও মনোযোগী ছিলেন না ।
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্নাপটু নামে মোবাইলে একটা এপ্লিকেশান আছে যেটা দিয়ে আমি আগে ফেসবুক এবং ক্রিকিনফো লাইভ স্কোর দেখতাম।মনে হয় ওইটার কথাই বলা হয়েছে।নিচের লিঙ্কটা থেকে মোবাইলের জন্য এটা ডাউনলোড করা যাবে।
http://www.getjar.com/mobile/18108/snaptu/