বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার কারা? জেনে নিন এখানে!

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

আর কিছুদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে ২১তম ফিফা বিশ্বকাপের। আপনারা ইতিমধ্যেই জানেন যে এবারের আসরটি বসেছে রাশিয়ায়। বিশ্বকাপের উন্মাদনায় এবার জেনে নিন বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার কারা। সম্প্রতি ইউরোপের CIES Football Observatory তাদের পক্ষ থেকে বিশ্বের বর্তমানে সেরা ফুটবল খেলোয়ারের তালিকা প্রকাশ করেছে। আর আমি আজ আপনাদের সামনে সে তালিকাটি নিয়ে আসলাম। তো রিল্যাক্স হয়ে বসুন আর দেখে নিন বর্তমানে কারা কারা বিশ্বের সেরা ফুটবলারের তালিকায় রয়েছেন:

১) Lionel Messi

CIES এর মতে “বার্সেলোনার স্বর্ণ” ৩০ বছর বয়সী লিওনেল মেসি বর্তমানে বিশ্বের সেরা in-form ফুটবল প্লেয়ার! তাই আমাদের লিস্টের একদম প্রথমেই রয়েছেন আর্জেন্টিনার এই তারকা প্লেয়ারটি।

২) Toni Kroos

প্রায় ৯৩% পাসিং একুরেসি নিয়ে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ২৮ বছর বয়সি Toni Kroos রয়েছেন আমাদের আজকের লিস্টের ২য় অবস্থানে।

৩) Cristiano Ronaldo

এই মৌসুমে গড় হিসেবে প্রতি ৬৭ মিনিটে একটি গোল করে ৩৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদের ফরওর্য়াডার Cristiano Ronaldo রয়েছেন বিশ্বের সেরা ফুটবলারের তালিকার ৩য় স্থানে।

৪) Kalidou Koulibaly

CIES এর মতে Napoli ডিফেন্ডার ২৬ বছর বয়সী Kalidou Koulibaly ইতালি দলের তার অবস্থানের সেরা প্লেয়ার বলে আখ্যায়িত করেছে। তিনি রয়েছে আজকের তালিকার ৪র্থ স্থানে।

৫) Mohamed Salah

২৫ বছর বয়সী লিভারপুল Winger Mohamed Salah এই মৌসুমে প্রতি ৬৭ মিনিটে গড়ে একটি গোল করে আজকের তালিকায় ৫তম স্থানে রয়েছেন।

৬) Christian Eriksen

Tottenham Hotspur এর মিডফিল্ডার ২৬ বছর বয়সী Christian Eriksen ২৯টি প্রিমিয়ার লিগ ম্যাচ থেকে ১৫টি গোল করে আজকের তালিকার ৬ নং পজিশনে রয়েছেন

৭) Marek Hamsik

এই মৌসুমে ৪০টি গোল নিয়ে ৩০ বছর বয়সী Napoli মিডফিল্ডার Marek Hamsik রয়েছে দুনিয়ার বর্তমানের সর্বসেরা ফুটবলার লিস্টের ৭ নাম্বারে।

৮) Mousa Dembele

Tottenham Hotspur এর মিডফিল্ডারের প্রাণ হিসেবে খ্যাত ৩০ বছর বয়সী Mousa Dembele রয়েছে ৮ নংয়ে।

৯) Davinson Sanchez

Tottenham Hotspur এর ডিফেন্ডার ২১ বছর বয়সী Davinson Sanchez এ মৌসুমে চমৎকার খেলা দেখিয়ে আজকের তালিকার ৯ তম স্থানে রয়েছেন।

১০) Hakan Calhanoglu

২৪ বছর বয়সী AC Milan এর ফিডফিল্ডার Hakan Calhanoglu প্রতিপক্ষের জন্য সবসময় চিন্তার কারণ হিসেবে রয়েছেন। তিনি রয়েছে আজকের তালিকার ১০তম স্থানে।

১১) Mario Rui

২৬ বছর বয়সী Napoli ফুল ব্যাক প্লেয়ার Mario Rui আজকের লিস্টের ১১ তম স্থানে রয়েছেন তার দক্ষ ট্যাকিং এবং ভালো পাসিং রেঞ্জ নিয়ে।

১২) Nicolas Otamendi

প্রিমিয়ার লিগে ভালো খেলা দেখিয়ে ৩০ বছর বয়সী Manchester City ডিফেন্ডার Nicolas Otamendi রয়েছেন আজকের তালিকার ১২ নং স্থানে।

১৩) Ivan Rakitic

৩০ বছর বয়সী FC Barcelona মিডফিল্ডার Ivan Rakitic ৭২টি লিগ গেমে ৯০% পাস একুরেসি নিয়ে আজকের তালিকার ১৩তম স্থানে রয়েছেন।

১৪) Thiago Silva

Paris Saint-Germain ডিফেন্ডার ৩০ বছর বয়সী Thiago Silva ইউরোপের অন্যতম ভালো খেলোয়ার হিসেবে আজকের লিস্টের ১৪তম স্থানে রয়েছেন।

১৫) Raul Albiol

এ মৌসুমি হাইলি ফোকাস প্লেয়ার হিসেবে ৩২ বছর বয়সী Napoli প্লেয়ার Raul Albiol রয়েছে ১৫ তম স্থানে।

১৬) Gerad Pique

হাওয়া ভেসে নিজের দক্ষতা দেখাতে পটু ৩১ বছর বয়সী FC Barcelona ডিফেন্ডার Gerad Pique রয়েছেন লিস্টের ১৬ তম স্থানে

১৭) Joel Matip

৮৯% পাস রেট নিয়ে ২৬ বছর বয়সী লিভারপুল ডিফেন্ডার Joel Matip রয়েছেন ১৭ তম স্থানে।

১৮) Gonzalo Hiquain

এ বছরের জানুয়ারী থেকে মার্চের মধ্যে টানা ১০টি ম্যাচে ১০টি গোল এবং ৩টি এসিস্ট নিয়ে ৩০ বছর বয়সী Juventus ফরওর্য়াডার Gonzalo Hiquain রয়েছেন ১৮ তম স্থানে।

১৯) Giorgio Chiellini

৩৩ বছর বয়সী Juventus ডিফেন্ডার Giorgio Chiellini রয়েছেন লিস্টের ১৯তম স্থানে

২০) Suso

২৪ বছর বয়সী AC Milan Winger Suso বর্তমানে ইতালির অন্যতম বেস্ট একজন Dribblers হিসেবে আজকের লিস্টের ২০তম স্থানে রয়েছেন।

২১) Heung-Min Son

২৫ বছর বয়সী Tottenham Hotspur Winger Heung-Min Son ফেব্রুয়ারী থেকে মার্চে ৪ টি ম্যাচে ৭টি গোল করে আজকের লিস্টের ২১ নাম্বারে রয়েছে।

২২) Harry Kane

এই মৌসুমে প্রতি ৭৭ মিনিটে একটি গোল করে  ২৪ বছর বয়সী Harry Kane রয়েছেন আজকের লিস্টের ২২ তম স্থানে।

২৩) Andre-Frank Zambo

এক্সপার্ট ট্যাকার এবং পজিশন সম্পর্কে উপস্থিত বুদ্ধি বেশি নিয়ে আমাদের লিস্টের ২৩ তম অবস্থানে রয়েছেন ২২ বছর বয়সী Marseille মিডফিল্ডার Andre- Frank Zambo

পরিশিষ্ট:

এই ছিলো আজকের লিস্টের সকল বেস্ট ফুটবলাররা। লিস্টে নেইমার নেই বিধায় এটা ভাবলে চলবে না যে আমি আজের্ন্টিনার সার্পোটার। এই লিস্টটি সুইজারল্যান্ড ভিক্তিক CIES Football Observatory গত তিন মাসের ইউরোপের বড় ৫টি ফুটবল লীগ - ইংল্যান্ড Premier League, স্পেন La Liga, ইতালি Serie A, জার্মানি Bundesliga এবং ফ্রান্সের Ligue 1 থেকে খেলোয়ারদের পারফরমেন্স ডাটা উপর ভিক্তি করে আজকের লিস্টটি বানিয়েছে।  লিস্টটির সম্পর্কে আপনার মতামত আমাকে জানান নিচের টিউমেন্ট বক্সে টিউমেন্ট করে। আর টিউনটি ভালো লাগলে জোস বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন!

বি:দ্র: আমি কিন্তু ব্রাজিলের সার্পোটার!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you brother…… me too Brazil