গতকালের বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন হিসেবে পিক্সেল ২ এর নাম বলায় অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে তাহলে কি গ্যালাক্সি এস ৯ কি পিক্সেল ২ এর থেকে খারাপ? অবশ্যই না। শুধুমাত্র সব দিক মিলিয়ে এবং দামে কম হওয়ায় পিক্সেল ২ ফোনটিকে বেস্ট এন্ডয়েড স্মার্টফোন হিসেবে আমি নির্বাচিত করেছি। আর আজকে আমি নিয়ে এলাম স্যামসং এস ৯ এবং গুগল পিক্সেল ২ এর মধ্যে সরাসরি ক্যামেরার পার্থক্যকে আপনাদের সামনে তুলে ধরতে। কারণ এই ডিভাইস দুটির মূল পাথর্ক্য হলো এদের ক্যামেরায় এবং এই প্রথম স্যামসং তাদের কোনো ফ্ল্যাগশীপ ফোনের ক্যামেরা নিয়ে এতো হাঁকডাক পিটাচ্ছে।
মুক্তির পর থেকেই গুগল পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল ডিভাইসগুলো ক্যামেরার জগতে সেরা অবস্থান ধরে রেখেছে, পিক্সেল ২ এর ক্যামেরা কোয়ালিটি আইফোন এক্স কিংবা স্যামসং গ্যালাক্সি নোট ৮ এর সাথে পাল্লা দেবার মতোই। কিন্তু শুধুমাত্র সিঙ্গেল ক্যামেরা লেন্স নিয়ে বাজার মাতালেও কিছুদিন আগে মুক্তি পাওয়া স্যামসং গ্যালাক্সি এস ৯ এবং এস ৯ প্লাস এর ক্যামেরা আসলেই স্মার্টফোনের ক্যামেরাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
প্রথমেই আমরা দেখে নেই পিক্সেল ২ এক্স এল এবং এস ৯ প্লাস এর ক্যামেরা স্পেসিফিকেশনটি।
স্যামসং গ্যালাক্সি এস ৯ প্লাস ডিভাইসে রয়েছে ১২ মেগাপিক্সেলের প্রাইমারী সেন্সর যেখানে আপনি 1.4um কোয়ালিটির ডুয়াল পিক্সেল ফ্রেজ ডিক্টেশন অটোফোকাস (PDAF) ফিচারটি পাবেন। আর সাথে পাবেন আরেকটি ১২ মেগাপিক্সেলের সেন্সর মানে এস ৯ প্লাসে আপনি পাচ্ছেন দুটি ব্যাক ক্যামেরা লেন্স। এতে রয়েছে আল্ট্রা ওয়াই f/1.5 ফিচার যেটি রাতের বেলার লো লাইট ছবিগুলোকে জীবন্ত ভাবে ক্যাপচার করতে আপনাকে সাহায্য করবে এবং অন্যদিকে f/2.4 ফিচারটি দিয়ে দিনের বেলার সতেজ ছবি আপনি ডিভাইসটির মাধ্যমে তুলতে পারবেন।
আর সামনের দিকে এস ৯ প্লাসের ফ্রন্ট ক্যামেরায় আপনি পাচ্ছেন ৮ মেগাপিক্সেলের ক্যামেরা যেখানে থাকছে f/1.7 ২৫মিমি লেন্স যাতে অটোফোকাস থাকছে যা গ্যালাক্সি এস৮ এও একই ছিলো।
অন্যদিকে গুগল পিক্সেল এক্সএল ডিভাইসের রয়েছে সিঙ্গেল লেন্সযুক্ত ১২ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা যেখানে পাবেন f/1.8 27mm লেন্স এবং OIS ফিচার। আর সামনে পাবেন ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যেখানে রয়েছে f/2.4 25mm লেন্স।
আমাদের আজকের টেস্টটি শুরু করছি কিছু সাধারণ ছবি দিয়ে। নিচে দিনের বেলার কিছু ছবি দেওয়া হলো। যেগুলো গুগল পিক্সেল এক্সএল ২ এবং গ্যালাক্সি এস ৯ প্লাস এর অটো সেটিংস এর ক্যামেরা দিয়ে তোলা। প্রথম ছবিটি এস ৯ প্লাস এর এবং পরবর্তীটি গুগল পিক্সেল ২ এক্স এল এর:
Galaxy S9+
Pixel 2 XL
প্রথম ছবিটি একটি ওয়াইড এঞ্জেলের ছবি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সে এস৯+ ডিভাইসে বেশি সুক্ষ ওয়াইট ব্যালেন্স রয়েছে। আর অন্যদিকে পিক্সেল ২ এক্সএল ডিভাইসের ছবিতে cold tone রয়েছে কিন্তু এতে পিকচারটি সঠিক ভাবে Exposed হয়েছে। এখানে সর্বপরি বিজয়ী হয়েছে পিক্সেল ২ এক্সএল।
Galaxy S9+
Pixel 2 XL
পরবর্তী ছবিটি সুর্যের আলোর উপর একটি কোর আই ৭ এর বক্সের তোলা হয়েছে। এখানে পরিস্কার দেখতে পাচ্ছেন যে গ্যালাক্সি এস৯+ ডিভাইসের ছবিটিতে বেশি ব্রাইটনেস দেখা যাচ্ছে এবং অন্য দিকে পিক্সেল ২ এক্সএল ডিভাইসের ছবিতে বক্সটিকে আরো সুন্দর এবং পরিস্কার ডিটেইলস দেখা যাচ্ছে। এখানেও বিজয়ী হয়েছে গুগল পিক্সেল ২ এক্সএল।
Galaxy S9+
Pixel 2 XL
পরবর্তী ছবিতেও আপনি দেখতে পাচ্ছেন যে গ্যালাক্সি এস৯+ ডিভাইসের ছবিতে উজ্জলতা বেশি রয়েছে কিন্তু অন্য দিকে পিক্সেল ২ এক্সএল ডিভাইসের ছবিতে জীবন্ত ছবি ফুটে উঠেছে। এই ছবিতেও বিজয়ী পিক্লে এক্সএল।
Galaxy S9+
Pixel 2 XL
এই ছবিটি দিনের বেলায় ইনডোরে তোলা। গালাক্সি এস৯+ এর উজ্জলতার কারণে ছবিতে ক্লিয়ার ভাবে সবর্ত্র আপনি উজ্জল দেখতে পাচ্ছেন কিন্তু অপর দিকে পিক্সেল ২ এক্সএল ডিভাইসের ছবিতে আপনি ন্যাচারাল লুক এবং অত্যাধিক ডিটেইলস পাচ্ছেন।
Galaxy S9+
Pixel 2 XL
এই ছবিতে contrast এর দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গ্যালাক্সি এস৯+ ডিভাইসের ছবিকে বেশি সুন্দর লাগছে কিন্তু অপর দিকে পিক্সেল ২ এক্সএল ডিভাইসের ছবিকে বেশি জীবন্ত দেখাচ্ছে।
Galaxy S9+
Pixel 2 XL
পরবর্তী ছবিতে ইনডোরে কিছু চকলেটের খোঁসার ছবি দেওয়া হয়েছে। এখানে গ্যালাক্সি এস৯+ ডিভাইসে হলুদ বর্ণ বেশি চলে এসেছে এবং এর থেকে পিক্সেল ২ এক্সএল ডিভাইসের ছবিতে বেশি জীবন্ত দেখাচ্ছে।
Galaxy S9+
Pixel 2 XL
এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে পিক্সেল এর থেকে গ্যালাক্সি ডিভাইসের ছবিটিতে বেশি জীবন্ত দেখাচ্ছে।
Galaxy S9+
Pixel 2 XL
এই ছবিতে আপাতত দৃষ্টিতে রংয়ের কারেক্টশনে গ্যালাক্সি এস৯+ এর ছবিটিই সেরা কিন্তু নিচের কাঁচের রিফ্লেশনটি আবার পিক্সেল ২ এক্সএল ডিভাইসের ছবিতে ভালো হয়েছে।
Galaxy S9+
Pixel 2 XL
এখানে জুমিং করলে দেখা যাচ্ছে যে গ্যালাক্সি এস৯ প্লাস এর ডাবল ক্যামেরার কারণে জুমিংয়ে গ্যালাক্সি এস৯+ সেরা।
Galaxy S9+
Pixel 2 XL
আর ফাইনাল ছবিতে আপনার দেখতে পাচ্ছেন যে একটি পড়ন্ত ক্রিকেট বলকে ছবি তোলায় কোন ডিভাইসটি বেশি পারফেক্ট হয়েছে? এটা সম্পূর্ণ আপনাদের হাতেই ছেড়ে দিলাম।
Galaxy S9+
Pixel 2 XL
কিন্তু লো লাইট বা রাত্রের বেলার ছবিতে গ্যালাক্সি এস৯+ ডিভাইসের ছবিটি বেশি দেখা যাচ্ছে।
Galaxy S9+
Pixel 2 XL
দুটি ডিভাইসের ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে কিন্তু পিক্সেল ২ এক্সএল ডিভাইসের ছবিতে আপনি বেশি ডিটেইলস দেখতে পাচ্ছেন।
Galaxy S9+
Pixel 2 XL
আর ব্যাকগ্রাউন্ড ব্লু ইফেক্টেও গুগল পিক্সেল ২ এক্সএল ডিভাইসটির ছবিটিতে বেশি ডিটেইল দেখতে পাচ্ছেন আপনি।
তো দেখতেই পাচ্ছেন কেন আমি গুগল পিক্সেল ২ কে কেন বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন হিসেবে ঘোষনা দিয়েছিলাম গত টিউনে। কিন্তু এজন্য আবার গ্যালাক্সি এস৯ কে হেয় করলে চলবে না। কারণ একমাত্র Galaxy S9 Plus এ আপনি পাবেন DSRL কোয়ালিটির ভিডিও ইফেক্ট। আপনার মতামত কি? সেটা টিউমেন্টে জানান আর টিউনটি ভালো লাগলে অবশ্যই জোস বাটনে ক্লিক করতে ভূলবেন না যেন।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!