খুব খারাপ লাগে যখন Google এ বিদেশের কোন প্রোডাক্ট লিখে সার্চ করলে সেই প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা সহ এর দাম ও রেটিং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজে শো করে। কিন্ত আমাদের দেশের কোন প্রোডাক্টের এর নাম লিখে সার্চ করলে আমরা কি তেমনটা দেখতে পাই?
পাই না!
অথচ আমাদের দেশীয় এসব প্রোডাক্ট লিখে গুগলে প্রতি মাসে হাজার হাজার সার্চ হয়। বিষয়টা আরো স্পষ্টভাবে খেয়াল করি যখন দেশীয় একটা ইকমার্স সাইটের ডিজিটাল মার্কেটিং এর প্রজেক্টে কাজ করি।
আশ্চর্য হয়ে খেয়াল করি, আমাদের যারা Competitors মানে দেশের টপ লেভেলের ই-কমার্স সাইটগুলো তাদের অধিকাংশই তাদের সাইটে এই Schema tag ব্যবহার করেনি।
যদি করত তাহলে এসব প্রোডাক্ট লিখে সার্চ করা মাত্রই এর সুন্দর একটি বর্ণনা গুগল আমাদের দেখিয়ে দিত। যেটা দেখে একজন কাস্টমার সহজেই সেই প্রোডাক্ট নিয়ে বিস্তারিত একটি ধারনা পেয়ে যেত। যেমনটা, today temperature in Dhaka কিংবা কোন সেলেভ্রেটির নাম লিখা মাত্রই একটি চমৎকার রেজাল্ট আমরা পেয়ে যাই। এর জন্য আমাদের না কোন আর্টিকেল পড়তে হয় না কোন লিস্ট দেখতে হয়।
অনেকেই মনে করেন এটা বুজি Google এরই কোন নিজস্ব রেজাল্ট। এটা মনে হয় শুধু এইসব কী-ওয়ার্ডের জন্যই প্রযোজ্য।
কিন্তু না। Google রোবট এইসব বিষয় Schema tag এর মাধ্যমে বুজতে পারে। Then, সে ঐ Schema tag এর ব্যবহার অনুযায়ী ভিজিটরকে তথ্য দেখায়।
আর এই ২০১৮ তে Google ও ইন্টারনেট মার্কেটিং এক্সপার্টরা ওয়েবসাইটে schema tag ব্যবহার করার জন্য বিশেষভাবে সাজেস্ট করে।
Even, Schema tag এই সময়ে গুগলের বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। মানে যারা তাদের সাইটে Schema tag ব্যবহার করবে Google তাদের অন্যদের থেকে উপরে র্যাঙ্ক করবে।
আর নিজস্ব অভিজ্ঞতা থেকে যতটুকু বুজতে পেরেছি,
শুধু এই Schema tag এর ব্যবহার না করার কারনে যখন আমাদের দেশীয় কোন প্রোডাক্ট এর নাম লিখে সার্চ করার হয় তখন তখন Blog সাইট এর রেজাল্ট দেখায়।
কেন, আমাদের দেশে কী ই-কমার্স সাইটের অভাব পড়েছে? আসলে তারা সঠিকভাবে SEO স্ট্রাটেজিগুলো ফলো করতে পারেনি।
যাইহোক, Schema নিয়ে দেশের ইকমার্স সাইটগুলার সমালোচনা করতে গেলে অনেক কথাই বলা হবে।
এখন বরং
Schema tag কী?
এটা দিয়ে কী করে? ও
কীভাবে আমাদের ওয়েবসাটে ব্যবহার এটা ইউস করব সেটা নিয়েই কথা বলি।
Schem tag নিয়ে 527 ওয়ার্ডের একটি আর্টিকেল ও সাথে প্র্যাক্টিক্যাল ব্যবহারের উপর ভিডিও নিয়ে একটি কন্টেন্ট বানিয়ে ফেললাম। দেখুন -Schema tag নিয়ে বিস্তারিত ভিডিও ক্লাস
আমি মোঃ শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।