টেকটিউনস এর কতিপয় টিউনারের প্রতি খোলা চিঠি……

আসসালামুয়ালাইকুম,

বেশ কিছুদিন ধরেই টিটিতে কতিপয় ছাগু টিউনারদের প্রভাব লক্ষণীয়। তারা টেকটিউনসে আসেন কেবল পরীক্ষামূলক সম্প্রচারের জন্য... আমাদের কতিপয় নাদান পাঠককে বোকা বানিয়ে [গিনিপিগ বানিয়ে] ভালই মজা পান... তাদের সম্পর্কে বিস্তারিত বলতে চাইছি না, কারণ সবাই একরকম না, একজনকে বললে আরেকজন ভেবে নেবে তাকেও বলছি... অনেকেই অনেক কাজে ব্যস্ত তাই হয়তো সময় হয়ে ওঠে না, আজকের আমার এই খোলা চিঠি সকলকে নয় কতিপয় কাপুরুষ ছাগুর প্রতি।

টেকটিউনস এর কতিপয় ছাগু টিউনারের প্রতি খোলা চিঠি...

সুপ্রিয় ছাগু টিউনারগণ,

আশা করি টেকটিনসকে গিনিপিগ বানিয়ে, পাশাপাশি আমাদের জ্বালিয়ে ভালোই আছেন, আপনাদের সাথে হয়তোবা আমার তেমন কথা হয়নি, তবুও আপনাদের প্রতি ভালবাসার পরিমাণ এতই বেড়ে গেছে যে আমার ভালবাসার কথা আপনাদের না বলে পারলাম না। আপনারা যেভাবে একের পর এক গিনিপিগ টেস্ট চালাচ্ছেন তারা আমরা খুবই খুশি[!!], আপনারা একেকবার একেকরুপে আবির্ভূত হয়ে আমাদের মন জয় করে নিয়েছেন, আপনাদের সংবর্ধনা দেয়ার জন্য আমরা সবাই অধীর আগ্রহে মালা হাতে অপেক্ষা করছি...

আপনারা মাঝে মাঝেই পিটিসি সাইটের [পে পার ক্লিক] রিভিউ তথা রেফারাল লিঙ্ক নিয়ে আসছেন তাতে আমাদের টেকটিউনসের ইমেজ [সম্মান] কতটা ক্ষুণ্ণ হচ্ছে বুঝতে পারেন? টেকটিউনস এ রেফারাল লিঙ্ক প্রকাশ করুন আমাদের বাধা নেই, কিন্তু যেসকল সাইটের রেফারাল শেয়ার করছেন, সেই ওয়েবসাইট সম্পর্কে আগে নিজে জ্ঞানার্জন করুন, সফলতা লাভ করুন, সফলতার ফলাফল হাতে পান তারপর না হয় আমাদের গিনিপিগ বানান...

অধিকাংশ ক্ষেত্রে তো আপনার আবার মিলিয়নিয়ার, ৫-১০ মিনিট কাজ করে কোটি কোটি টাকা অর্জন করেন, আপনাদেরতো আবার প্রচুর ডিমান্ড। নিজে না জেনে না বুঝে অন্যকেও আপনার মত মিলিয়নিয়ার হওয়ার জন্য যখন আবেদন করেন তখন আপনার আহবানে অনেকেই সারা দিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করে অবশেষে মাথায় হাত দেন, নিজেতো বিশাল মাপের গিনিপিগ হয়েছেনই আবার টিটির ভালো মানুষদেরও গিনিপিগ বানান... কেমন মানসিকতা আপনার, আপনার দয়ার তুলনা না করে পারিনা, আপনার মত মিলিয়নিয়ার টিউনাররা আছেন বলেই আমরা ধন্য, অনুরোধ করবো আমাদের টেকটিউনস কর্তৃপক্ষের অব্যবসায়িক এই সাইটে আপনার মিলিয়ন বিলিয়ন ডলার থেকে কিছুটা দান করুন...

আপনি বা আপনারা কিরকম বিশাল উদার প্রকৃতির মানুষ তা অনেকেই জানি, এতো বিশাল মন নিয়েও আমাদের টিটির পাঠকদের মনে আঘাত করতে এতটুকু লাগে না? আপনারা যদি নিজেদের মহান উদারতা কমিয়ে আমদের সাথে ভালোভাবে মিশে টেকটিউনসকে আপনার মূল্যবান[আদৌ কি মূল্যবান?] টিউন থেকে মুক্ত রাখতে পারেন না? এতে আমরা যেমন সস্তিতে থাকবো তেমনি নিঃস্বার্থ ভাবে নিজেদের মূল্যবান সময় ও অনেকক্ষেত্রে অর্থ বিলিয়ে দেয়া শ্রদ্ধেয় জালাল ভাই, মেহেদী ভাই, সোহান ভাই সহ আরও অনেকেই নিজেদের শ্রমের সঠিক ফলাফলটুকু পাবে। তারা গর্ব করে বলতে পারবে আমাদের কষ্ট সার্থক... তবে কেন আপনার মনে এতটুকু এই চিন্তা হয়না যে নিঃস্বার্থভাবে যে মানুষগুলো এতো কষ্ট করে বাংলাদেশের শীর্ষস্থানীয় এই ওয়েবসাইটটিকে টিকিয়ে রেখেছে তাদের উপকার নয় বরং অপকারই করছেন আপনি আপনার ছাগুমারকা টিউনগুলো দিয়ে...

আমাদের এখানে অনেকেই হয়তো টেকনোলজী বিষয়ে নতুন, তাদেরকে এ বিষয়ে আরো উৎসাহিত করে তুলতে আপনার উচিৎ তাদের জন্য কিছু করা, কিন্তু আপনি তাদের জন্য যা করছেন তাতে তারা টেকনোলজী বিষয়ে সাময়িক আগ্রহী হলেও পর মুহূর্তেই সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, সে ফোটার আগেই হয়তো নষ্ট হচ্ছে। কেন বোঝেন না আপনি যে তারা যদি নিজেদের এই বিষয়ে এগিয়ে নিতে পারে, নিজেকে সমৃদ্ধ করতে পারে তবেই হয়তোবা আমাদের সোনার বাংলাদেশ একদিন আসলেই সোনার বাংলাদেশ হবে, ডিজিটাল বাংলাদেশ নামে যে "শব্দটি" বাস্তবায়ন করার চেষ্টা চলছে তা একদিন আসলেই বাস্তবায়িত হতে পারবে।

আমি পোলাপাইন মানুষ, হয়তোবা ভালো টিউন করি না, ভালো লিখতে পারিনা, হয়তোবা আমার জ্ঞানের পরিধি সীমিত, হয়তোবা আমার লেখার ভাষা ভালো না, হয়তোবা আমি বিশাল ভালো টিউন করতে পারিনা, কিন্তু যখন আমাকে বলেন "পরামর্শের চেয়ে পাকনামিটাই বেশি হয়েছে" তখন আমার কেমন লাগতে পারে বলুন। আমার মত আরো কিছু টিউনার আছে যারা আমার সমবয়সী, তাদেরও হয়তোবা নানান যায়গায় অনুৎসাহিত করা হয়েছে[নতুন পণ্ডিতের করা রিসেন্ট টিউনে কতিপয় কমেন্টেও তার প্রভাব দেখা যাচ্ছে]। সমালোচনাই সব সময় মানুষের চোখ খুলে দেয়, তবে সমালোচনার একটা ধরণ থাকলে ভালো হয়, সমালোচক হওয়া ভালো গুণ তবে সমালোচনাটা ভালো ভাবে হলে মানা যায়, কিন্তু যেনতেন যা মাথায় আসে তাই বলে দেয়াটা আমাদের জন্য দুঃখজনক, আশা করি নিজের ভাব-ভঙ্গির একটু পরিবর্তন সাধন করবেন, এতে একজন টিউনার তার ভুল বুঝতে পেরে ভুল শুধরানোর সময় পাবে, কিন্তু তাকে যদি আঘাত করা হয় তবে সে নিজেকে গুটিয়ে নিতেই পছন্দ করবে... [আমি হয়তোবা অনেককেই আঘাত করলাম, কথাগুলোকে আঘাত হিসেবে না নিয়ে পরামর্শ হিসেবেই নিবেন আশা করি]

অনেক ছাগুকেই দেখা যায় কমেন্টে রেফারাল লিঙ্ক দিয়ে ভরিয়ে রাখেন, যা আসলেই তাদের উদার মনোভাবের প্রতীক  এমন উদার মনোভাব দেখলে মেজাজ গরম হয়ে যায়, যদিও আমার মত পোলাপাইনের মেজাজ আপনার উপর তেমন ইফেক্ট ফেলবে না তবুও চেষ্টা করবেন কমেন্টে আপনার উদার মানসিকতার পরিচয় না দিতে। আপনার যদি কোন ওয়েবসাইট বা ব্লগসাইট থাকে তবে আপনি সেটা আমাদের সাথে শেয়ার করুন, বাধা নেই, টিটি কর্তৃপক্ষ আপনাকে না বলবেনা, তবে সেটা যেন হয় বৈধ উপায়ে, কমেন্টে আপনার সাইটের লিঙ্ক না দিয়ে আপনি সেটার ভালো খারাপ সকল গুণাগুণ মিলিয়ে একটা রিভিউ লিখতে পারেন, এতে আপনার সাইট সম্পর্কে অনেকেই জানতে পারবে, সকলের ভালো একটা ধারণা হবে আপনার সাইটে কি আছে না আছে সে বিষয়ে...

অনেকেই টিটিতে তাদের নিক নেম হিসেবে নিজের নাম ব্যবহার করেন না, এতে কারোই সমস্যা নেই, আপনি ছদ্ম নাম ব্যবহার করুন, অনুগ্রহ করে নিজের ওয়েবসাইটের নাম ব্যবহার করবেন না, আপনি হয়তোবা ভাববেন যে নাম নিয়ে কি প্রবলেম... অনেক প্রবলেমই আছে, এতে যেমন আপনার ব্যক্তিগত ইমেজ নষ্ট হয় তেমনি অনেকের ওপরই এর কু প্রভাব পড়ে, আপনার দেখাদেখি অনেকেই তাদের নাম ব্যবহার না করে ওয়েবসাইটের নাম ব্যবহার করতে পারে...

ছাগুদের প্রতি আরো বলার ছিল তবে বললাম না, বাকিরা বুঝে নিবেন...

লেখাতে হয়তোবা অনেক কটু শব্দ ব্যবহার করেছে, কারো খারাপ লাগলে একমাত্র আমিই দায়ী...

ইতি-

ছাগুবিদ্রোহী ডিজে আরিফ

কিছু কথাঃ

টিটি আজ শুধু বাংলাদেশেরই না আরো অনেক দেশের মানুষের মিলনমেলা, তাদের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করবেন না, বাহিরের অনেকেই হয়তোবা টিউন করেন না, তবে নিয়মিত পাঠক, আপনারা সকলে যদি ভালো ব্যবহার করেন তবেই কিন্তু আমরা "কলকাতা" দাদার মত আরো কোয়ালিটি টিউনার পেতে পারি, এতে বাংলাদেশের সম্মান মোটেই কমবে না বরং আরো উজ্জ্বল হবে। আর বাংলাদেশের বাইরের টিউনার[অন্য দেশের নাগরিক] তাদের প্রতিও অনুরোধ এক দেশ সম্পর্কে অন্য দেশের ধারণা ভুল থাকতে পারে তা নিয়ে মন খারাপ করবেন না, আর জাকির ভাই কিন্তু টিটির অন্যতম কোয়ালিটি টিউনার, যদিও মাঝে মাঝে টিউন করেন, কিন্তু আসলেই উনি ভালো মানুষ [মিট-আপের সামান্য সময়েই তা আচ করতে পেরেছি], উনি কলকাতা ভাই তথা ভারতের পাঠকদের আঘাত করার জন্য টিউনটি [টিউনের লিঙ্ক পাচ্ছি না] লিখেন নি বরং সকলকে সতর্ক এবং জানানোর জন্যই করেছেন, তবুও যদি তা দিয়ে কারো আঘাত লেগে থাকে তবে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী...

বাড়তি পেচালঃ

চিঠিটি শুধুমাত্র ছাগু টিউনারদের উদ্দেশ্যে লেখা, ছাগু নন এমন কেউ এটি পড়লে আমি দায়ী নই। 😉

আমার কতিপয় টিউনসমূহ আপনাদের কাজে আসতে পারে -

ভাবছিলাম মতামত বন্ধ করে দিব, কিন্তু কোন এক কারণে দিলাম না... যেহেতু মতামত খোলা তাই আপনার মতামত প্রকাশ করুন...

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ashole… keno jani shobai ptc er reffarel dia voira rakhse.. aishob ki… ! dhonnobad…. !

ডিজে আমি কোন পর্যায়ে পড়ি আজকে রাতে ভেবে দেখবো। তবে কিছু গাজাখুরি টিউন পড়েছিলাম কয়েকদিন আগে, ১ দিনে বিশ হাজার ডলার সামথিং ++++ আরো এরকম বহু টিউন। আমি বই পড়তে ভালোবাসে তাই বেশী বই নিয়েই টিউন করে থাকি। তবে আমি মনে করি ইদানিং যে টাকা আয় এর উপর যত টিউন হয় তার যদি ১% কাজের হতো তো অনেক ভালো লাগতো। বিশেষ করে আয়ের উপর টিউন গুলোর পায়ে দড়ি দেওযা খুবই জুরুরী । ধন্যবাদ

    অনলাইন আরনিং এর ক্রেজ চলছে এখন বাংলাদেশে, সকলেই ভাবে মানুষজন ডলার নিয়ে বসে আছে, তারা কিছুই করবে না অথচ মানুষ তাদেরকে টাকা বিলাবে… এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, টিটিতে অনলাইন আরনিং বিষয়ক ভালো টিউন অনেকেই লিখতে পারেন, তাদেরকে এই বিষয়ে সতন্ত্র হতে আহবান করবো… আমার আগামী মাসে পরীক্ষা, তাই ব্যস্ত… সময়-সুযোগ পেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর ব্লগিং করে আয়ের ব্যপারে বিস্তারিত লিখে টিউন করে ফেলবো…

    আপনার নিক নেম টা চেঞ্জ করে যদি নিজের নাম বা এই নামই বাংলাতে লেখেন খুশি হব…

    চেঞ্জ করে দেব ব্রাদ্রার আসলে খেয়ালই থাকে না আসলে আমার নাম মামুন সরকার, গোদাগাড়ীর ছেলে

আরিফকে ধন্যবাদ সময়োপযোগী টিউনটি করায়। ঠিক এ ধরনের একটা টিউন টেকটিউনস এ খুব দরকার ছিল। মনে হল সবটাই আমার মনের কথা ফুটায়ে তুলেছেন এ টিউনে। আবারো আপনাকে ধন্যবাদ।

    আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো, তাহলে এমন পাঠকও আছেন যারা আমার টিউনে আঘাত পাননি… আমি খুশি… 😆

ছাগু শব্দ টা ব্যবহার না করলে ভালো হত। অন্তত টাইটেল থেকে সরাবেন প্লিজ। ধন্যবাদ এসব টিউনার দেরকে নিয়ে সতর্ক টিউন করার জন্য।

    সরিয়ে দিলাম জাকির ভাই…

    অনেক ধন্যবাদ। প্রথম পেজে এ শব্দ দেখলে অনেকেই টিটিকে খারাপ মনে করবে তাই বলছি। রাগ করবেন না।

    হুম আগে ভাবা হয়নি ব্যাপারটা, তাছাড়া আজ টিউন করার আগেও ফালতু একটা টিউন দেখেছি, যদিও তা পরে রিমুভ করে দেয়া হয়েছে, তাই বোধহয় একটু বেশি রেগে গেছিলাম…

    না রাগ করার প্রশ্নই আসেনা, টিটিকে সুন্দর এবং সাবলীল রাখা আমাদের দায়িত্ব। ধন্যবাদ আপনাকে।

    আমি এখানেই কমেন্ট করলাম…………………….
    জাকির ভাই অত্যন্ত ভালো মানুষ…
    ডিজে আরিফ ভাই আপনাকেও অনেক ধন্যবাদ………

    “নাই যে ঘুম নয়নে মম,
    দুয়ার খুলি, হে প্রিয়তম,
    চাই যে বারে বার |
    পরানসখা বন্ধু হে আমার |”

    জাকির ভাইয়ের সাথে একমত।নতুন কোনো খারাপ (অর্থে) শব্দ এখানে প্রচলন না করাই ভাল অন্যান্য বাংলা ব্লগের মতো। সতর্ক করার জন্য ধন্যবাদ।

Arif vai ami valo bangla likhte pari na tai English a likhlam.Apna k onek dhonnobad ai rokom akta tune korar jonno.

    আমরা বাঙ্গালী, আমাদের উচিৎ বাংলাতেই লেখা, সবসময় বাংলা সাইটগুলোতে বাংলায় লেখার চেষ্টা করে যান, পেরে উঠবেন এক সময়…

    Level 0

    ভাই আপনি যদি এই শতাব্দীর মানুষ হয়ে থাকেন তাহলে অভ্র ব্যবহার করুন। যেভাবে উপরের ইংরেজিগুলো লিখছেন সেভাবেই লিখুন…দেখবেন বাংলা হয়ে গেছে!!! ম্যাজিক 😉

আরিফ ভাই! আপনাকে অনেক ধন্যবাদ! একেবারে সময়োপোযোগী টিউন! কিছূদিন যাবত এদের উৎপাত আর সহ্য হচ্ছিলনা। কিছু কিছু ছাগল আবার কমেন্ট করতে দেয়না। এদেরকে যদি হাতের কাছে পাইতাম!!!

    নাহ, ভুল শুধরানোর সুযোগ সবারই প্রাপ্য, তাও যদি না শুধরায় তবে না হয়…

Level 0

আমি একটা সাইট নিয়ে টিউন করতে চাচ্ছিলাম ইতিমধ্যে ৩৫০$ ক্যাশ আউট করেছি ভাবছি টোটাল ৫০০$ ক্যাশ আউট হলেই কেবল টিউন করব। কিন্তু যে হারে আনলাইন আর্নিংয়ের আজগুবি সব টিউন হচ্ছে তাতে ভয় হয়।
এখানে দুই দল লোক আছে, একদল অনলাইন আয়ের উপর যে কোন টিউন দেখলেই আগ পিছ না ভেবে বিশ্বাস করে কাজ শুরু করে দেয়।
আরেক দল হল, অনলাইন আয়ের ব্যাপারটি তাদের কাছে পুরোপুরি ভুয়া একটা বিষয়। তাদের কোন কিছু বিশ্বাস করানো যায় না।
আমি শধু বলব, অনলাইন থেকে আয় করতে হলে কোন টিউনের উপর ভরসা না করে গুগল থেকেই সব জেন নিন। যত দিন পর্যন্ত আপনার নিজের সমস্যার সমাধান গুগল বের করতে না পারবেন ততদিন পর্যন্ত অনলাইন থেকে কোন আয়ও করতে পারবেন না।
Search, read, and learn then apply your own knowledge that you learn. own experience is best experience.

আর ডিজে আরিফ ভাই, ছাগু তো মনে হয় রাজাকরদের বলা হয়। নাহ্ রাজাকার রাজাকারই তাদের সাথে অন্য করও তুলোনা করা ঠিক হবে না।

    আমি অনলাইনে আয় করতে পারবো না বা পারি না কে বললো আপনাকে? 😉
    নাহ, আমি যতদুর জানি ছাগু হল ছাগল…

    Level 0

    যত দিন পর্যন্ত আপনার নিজের সমস্যার সমাধান গুগল বের করতে না পারবেন ততদিন পর্যন্ত অনলাইন থেকে কোন আয়ও করতে পারবেন না। <<<<<< এটা তো আপনাকে বলি নাই । যারা নতুন, অনলাইন থেকে আয় করার জন্য হন্যে হয়ে ঘুরছে তাদের উদ্দেশ্যে বলছি। 😀

    সামুতে রাজাকারদেরই ছাগু বলা হয়। 😉

দূর হ

DJ আরিফ ভাই, আপনার এই টিউনেও এক ছাগুর নজর পড়েছে 😛

    তাহাই উপলব্ধি করিতেছে আমার দু’নয়ন… 😀

    Level 0

    ১০০% সহমত। ১০% Extra.

    Level 0

    আপনাদের কাছে অনুরোধ থাকবে টিটিতে ‘ছাগু’ শব্দটি ব্যবহার না করা। এটা অন্য ব্লগের জন্য তোলা থাক। আর ভাল লাগল এই টিউনটি দেখে। আর কিছুদিন এভাবে চললে হয়তো টিটিতে সপ্তাহে একবার আসতাম!

সত্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আমরা টিটিকে অনেক বেশি ভালবাসি তাই এর সম্মান রক্ষা করা আমাদেরি দায়িত্ব।

আজেবাজে সাইটের টিউনগুলো মুছে দিলেই তো হয়, মডারেটরদের সে ক্ষমতা আছে বলেই তো জানি। আর মডারেটররা তো এসব সাইট সম্পর্কেও তো বিস্তর জানাশোনা থাকার কথা।

আরিফ ভাই! ওই ছাগলটার কথায় মনে কষ্ট নিবেন না! একটা কথা আছে না? কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়/ তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়?
আসুন আমরা সকলে মিলে এদেরকে প্রতিরোধ করি। একসময় এরা বুঝতে পারবে এখানে কি ধরনের টিউনকে স্বাগত জানানো হয়। ধন্যবাদ!

কলারাজ্যের কলা গলাঃধরন করলেই
সবর্ণে পারে কি সে রুপ আঁকিতে
শিব করিল রসাতলে গমন
প্রবৃত্তির গীতিকবিতায় পরমাত্নার পলায়ন।

সেই মন্তব্যকারির সকল মন্তব্য টেকটিউনস মডারেশন করেছে এবং ব্যান করা হয়েছে। এ ধরনের অবাঞ্চিত “টিউমেন্টার” (টেকটিউনস কমেন্টার) থাকবেই। তবে খুব শীঘ্রই এধরনের “টিউমেন্টার” (টেকটিউনস কমেন্টার) দের প্রতি বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে। তাই বিচলিত হবার কিছু নেই। আর টিউন থেকে মন্তব্য গুলো মুছে ফেললে ভাল হবে। থাকুন টেকটিউনসের সাথে। ধন্যবাদ।

Level 0

আমার শেষ টিউন??? নাকি সাময়িক বিদায়? ঠিক বুঝলাম না। একটু ক্লিয়ার করেন।

    ভেবেছিলাম সাময়িক বিদায়ই নেব কারণ যেসকল কমেন্ট পেয়ছিলাম… তবে আপনাতত আগে অবস্থানে ফিরে এসেছি।। 😀

ছাগুদের জন্য এত কষ্ট কইরা এতখান চিটঠি লিখলা বাট একটা ছাগুও কমেন্ট করলা না। 😀

    ভুল বললে সাইফুল একটা ছাগুও কমেন্ট করে নাই এটা ঠিক না, একজন আমার নামে তো ফেক একাউন্ট বানিয়ে ১০টার মত কমেন্টও করে ফেলেছে, টিটি তার কমেন্টগুলা রিমুভ করাতে দেখতে পাচ্ছ না… 😀

প্রতীবাদ করতে করতে কীবোর্ড খোয়ে গেছে, মাথার চুল পড়ে গেছে, মাউসের বাটন এখন আর কাজ করে না!

হুমমমমমমম!!! “পরামর্শের চেয়ে পাকনামিটাই বেশি হয়েছে” 😀 😀 :lol 😀 😀
তবে আমিও শ্রদ্ধেয় বিলিয়নিয়ার ভাইজানদের কাছে পেলে জাষ্ট একটুখানি জবাই করার চেষ্টা করি। কিন্তু উনারাই নিজস্ব অসীম ক্ষমতাবলে (!!!) আমার সকল কমেন্টস প্রায় সাথে সাথেই জবাই করে ফেলেন।

    আজকাল ওই সকল টিউনারদের টিউনে আমাদের কমেন্ট জবাই সাধারণ ব্যপার, তারা যেন কমেন্ট রাডার লাগিয়েছেন, তার বিরুদ্ধে কমেন্ট হলেই জবাই… 😆

ধন্যবাদ আরিফ, তোমার লেখাটা আরেকটু প্রতিকী হতে পারত, সামনাসামনি কাওকে “ছাগু” বলাটা গালাগালির সমান. তবে ভালো লিখেছ, সত্যি খারাপ লাগে যখন দেখি অনেকে বানিজ্যিক উদ্দেশে TT কে ব্যবহার করে, কাড়ি কাড়ি dollar গুনার লোভ দেখায় ফালতুভাবে. যাইহোক, যেহেতু TT একটি উন্মুক্ত ব্লগ, এই ধরনের লেখা আসবেই, তবে সবার একটু সংযত হওয়া উচিত, এডমিনদের গালাগাল করে লাভ নাই 🙂 .

    “এডমিনদের গালাগাল করে লাভ নাই”

    আপনি বোধহয় পুরোটা লেখা পড়েন নি। আমি লিখেছি-

    “………………নিঃস্বার্থ ভাবে নিজেদের মূল্যবান সময় ও অনেকক্ষেত্রে অর্থ বিলিয়ে দেয়া শ্রদ্ধেয় জালাল ভাই, মেহেদী ভাই, সোহান ভাই সহ আরও অনেকেই নিজেদের শ্রমের সঠিক ফলাফলটুকু পাবে। তারা গর্ব করে বলতে পারবে আমাদের কষ্ট সার্থক… তবে কেন আপনার মনে এতটুকু এই চিন্তা হয়না যে নিঃস্বার্থভাবে যে মানুষগুলো এতো কষ্ট করে বাংলাদেশের শীর্ষস্থানীয় এই ওয়েবসাইটটিকে টিকিয়ে রেখেছে তাদের উপকার নয় বরং অপকারই করছেন আপনি আপনার ছাগুমারকা টিউনগুলো দিয়ে…”

    ধন্যবাদ আরিফ, গুরুত্বপূর্ণ comment করার জন্য, কিন্তু তুমি বোধহয় নতুন পন্ডিত এর উপন্যাস+টিউন টি এবং তার সাথে দেওয়া বিভিন্ন লিঙ্ক (ও অন্যান্য যেসব scam টিউন আছে তাদের comments )ভালো করে পড়নি.

    অনেকেই তাদের টিউন এবং comment এ এই ধরনের post কেন TT তে বারবার আসে সেজন্য admin দের কথা শোনায়, যেমন একটি উদাহরণ দেই, নতুন পন্ডিত তার https://www.techtunes.io/reports/tune-id/51166/#comment-১৩২২৮৮ কমেন্ট এই ধরনের কথা লিখেছেন. এবং অনেকেই লিখছেন. সেজন্যই আমি বলেছিলাম, যারা টিউন করেন এবং পরেন, তাদের ও অনেক সতর্ক থাকা উচিত.

    হুম…

Admin-রা একটু সচেতন হলে হয়তো আপনার এই খোলা চিঠিটা লিখতে হতো না, তাদের নিয়মিত Tune-এর গ্রহণযোগ্যতা তদারক করা উচিত…
তাহলে Tune-গুলো এমনিতেই Delete হয়ে যেত…

Level 0

সহমত।

ইদানিং টেকটিউন্সে বেড়ে গেছে আয় করার টিউন। এত আয় করার হিরিক মার্কা টিউন দেখে অবশ্যই সন্দেহ হয় যে এগুলো কি আসল নাকি ভুয়া। আবার কেও কোটি কোটি টাকার আর হাজার ডলারের স্বপ্নও দেখিয়েছিল কয়েকদিন ধরে। ছাগু বলে গালি দিব না, এই সামুর জন্যই থাক। তবে এটা যে রামছাগলের কাজ তাতে কোন সন্দেহ নাই।