আসসালামুয়ালাইকুম,
বেশ কিছুদিন ধরেই টিটিতে কতিপয় ছাগু টিউনারদের প্রভাব লক্ষণীয়। তারা টেকটিউনসে আসেন কেবল পরীক্ষামূলক সম্প্রচারের জন্য... আমাদের কতিপয় নাদান পাঠককে বোকা বানিয়ে [গিনিপিগ বানিয়ে] ভালই মজা পান... তাদের সম্পর্কে বিস্তারিত বলতে চাইছি না, কারণ সবাই একরকম না, একজনকে বললে আরেকজন ভেবে নেবে তাকেও বলছি... অনেকেই অনেক কাজে ব্যস্ত তাই হয়তো সময় হয়ে ওঠে না, আজকের আমার এই খোলা চিঠি সকলকে নয় কতিপয় কাপুরুষ ছাগুর প্রতি।
সুপ্রিয় ছাগু টিউনারগণ,
আশা করি টেকটিনসকে গিনিপিগ বানিয়ে, পাশাপাশি আমাদের জ্বালিয়ে ভালোই আছেন, আপনাদের সাথে হয়তোবা আমার তেমন কথা হয়নি, তবুও আপনাদের প্রতি ভালবাসার পরিমাণ এতই বেড়ে গেছে যে আমার ভালবাসার কথা আপনাদের না বলে পারলাম না। আপনারা যেভাবে একের পর এক গিনিপিগ টেস্ট চালাচ্ছেন তারা আমরা খুবই খুশি[!!], আপনারা একেকবার একেকরুপে আবির্ভূত হয়ে আমাদের মন জয় করে নিয়েছেন, আপনাদের সংবর্ধনা দেয়ার জন্য আমরা সবাই অধীর আগ্রহে মালা হাতে অপেক্ষা করছি...
আপনারা মাঝে মাঝেই পিটিসি সাইটের [পে পার ক্লিক] রিভিউ তথা রেফারাল লিঙ্ক নিয়ে আসছেন তাতে আমাদের টেকটিউনসের ইমেজ [সম্মান] কতটা ক্ষুণ্ণ হচ্ছে বুঝতে পারেন? টেকটিউনস এ রেফারাল লিঙ্ক প্রকাশ করুন আমাদের বাধা নেই, কিন্তু যেসকল সাইটের রেফারাল শেয়ার করছেন, সেই ওয়েবসাইট সম্পর্কে আগে নিজে জ্ঞানার্জন করুন, সফলতা লাভ করুন, সফলতার ফলাফল হাতে পান তারপর না হয় আমাদের গিনিপিগ বানান...
অধিকাংশ ক্ষেত্রে তো আপনার আবার মিলিয়নিয়ার, ৫-১০ মিনিট কাজ করে কোটি কোটি টাকা অর্জন করেন, আপনাদেরতো আবার প্রচুর ডিমান্ড। নিজে না জেনে না বুঝে অন্যকেও আপনার মত মিলিয়নিয়ার হওয়ার জন্য যখন আবেদন করেন তখন আপনার আহবানে অনেকেই সারা দিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করে অবশেষে মাথায় হাত দেন, নিজেতো বিশাল মাপের গিনিপিগ হয়েছেনই আবার টিটির ভালো মানুষদেরও গিনিপিগ বানান... কেমন মানসিকতা আপনার, আপনার দয়ার তুলনা না করে পারিনা, আপনার মত মিলিয়নিয়ার টিউনাররা আছেন বলেই আমরা ধন্য, অনুরোধ করবো আমাদের টেকটিউনস কর্তৃপক্ষের অব্যবসায়িক এই সাইটে আপনার মিলিয়ন বিলিয়ন ডলার থেকে কিছুটা দান করুন...
আপনি বা আপনারা কিরকম বিশাল উদার প্রকৃতির মানুষ তা অনেকেই জানি, এতো বিশাল মন নিয়েও আমাদের টিটির পাঠকদের মনে আঘাত করতে এতটুকু লাগে না? আপনারা যদি নিজেদের মহান উদারতা কমিয়ে আমদের সাথে ভালোভাবে মিশে টেকটিউনসকে আপনার মূল্যবান[আদৌ কি মূল্যবান?] টিউন থেকে মুক্ত রাখতে পারেন না? এতে আমরা যেমন সস্তিতে থাকবো তেমনি নিঃস্বার্থ ভাবে নিজেদের মূল্যবান সময় ও অনেকক্ষেত্রে অর্থ বিলিয়ে দেয়া শ্রদ্ধেয় জালাল ভাই, মেহেদী ভাই, সোহান ভাই সহ আরও অনেকেই নিজেদের শ্রমের সঠিক ফলাফলটুকু পাবে। তারা গর্ব করে বলতে পারবে আমাদের কষ্ট সার্থক... তবে কেন আপনার মনে এতটুকু এই চিন্তা হয়না যে নিঃস্বার্থভাবে যে মানুষগুলো এতো কষ্ট করে বাংলাদেশের শীর্ষস্থানীয় এই ওয়েবসাইটটিকে টিকিয়ে রেখেছে তাদের উপকার নয় বরং অপকারই করছেন আপনি আপনার ছাগুমারকা টিউনগুলো দিয়ে...
আমাদের এখানে অনেকেই হয়তো টেকনোলজী বিষয়ে নতুন, তাদেরকে এ বিষয়ে আরো উৎসাহিত করে তুলতে আপনার উচিৎ তাদের জন্য কিছু করা, কিন্তু আপনি তাদের জন্য যা করছেন তাতে তারা টেকনোলজী বিষয়ে সাময়িক আগ্রহী হলেও পর মুহূর্তেই সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, সে ফোটার আগেই হয়তো নষ্ট হচ্ছে। কেন বোঝেন না আপনি যে তারা যদি নিজেদের এই বিষয়ে এগিয়ে নিতে পারে, নিজেকে সমৃদ্ধ করতে পারে তবেই হয়তোবা আমাদের সোনার বাংলাদেশ একদিন আসলেই সোনার বাংলাদেশ হবে, ডিজিটাল বাংলাদেশ নামে যে "শব্দটি" বাস্তবায়ন করার চেষ্টা চলছে তা একদিন আসলেই বাস্তবায়িত হতে পারবে।
আমি পোলাপাইন মানুষ, হয়তোবা ভালো টিউন করি না, ভালো লিখতে পারিনা, হয়তোবা আমার জ্ঞানের পরিধি সীমিত, হয়তোবা আমার লেখার ভাষা ভালো না, হয়তোবা আমি বিশাল ভালো টিউন করতে পারিনা, কিন্তু যখন আমাকে বলেন "পরামর্শের চেয়ে পাকনামিটাই বেশি হয়েছে" তখন আমার কেমন লাগতে পারে বলুন। আমার মত আরো কিছু টিউনার আছে যারা আমার সমবয়সী, তাদেরও হয়তোবা নানান যায়গায় অনুৎসাহিত করা হয়েছে[নতুন পণ্ডিতের করা রিসেন্ট টিউনে কতিপয় কমেন্টেও তার প্রভাব দেখা যাচ্ছে]। সমালোচনাই সব সময় মানুষের চোখ খুলে দেয়, তবে সমালোচনার একটা ধরণ থাকলে ভালো হয়, সমালোচক হওয়া ভালো গুণ তবে সমালোচনাটা ভালো ভাবে হলে মানা যায়, কিন্তু যেনতেন যা মাথায় আসে তাই বলে দেয়াটা আমাদের জন্য দুঃখজনক, আশা করি নিজের ভাব-ভঙ্গির একটু পরিবর্তন সাধন করবেন, এতে একজন টিউনার তার ভুল বুঝতে পেরে ভুল শুধরানোর সময় পাবে, কিন্তু তাকে যদি আঘাত করা হয় তবে সে নিজেকে গুটিয়ে নিতেই পছন্দ করবে... [আমি হয়তোবা অনেককেই আঘাত করলাম, কথাগুলোকে আঘাত হিসেবে না নিয়ে পরামর্শ হিসেবেই নিবেন আশা করি]
অনেক ছাগুকেই দেখা যায় কমেন্টে রেফারাল লিঙ্ক দিয়ে ভরিয়ে রাখেন, যা আসলেই তাদের উদার মনোভাবের প্রতীক এমন উদার মনোভাব দেখলে মেজাজ গরম হয়ে যায়, যদিও আমার মত পোলাপাইনের মেজাজ আপনার উপর তেমন ইফেক্ট ফেলবে না তবুও চেষ্টা করবেন কমেন্টে আপনার উদার মানসিকতার পরিচয় না দিতে। আপনার যদি কোন ওয়েবসাইট বা ব্লগসাইট থাকে তবে আপনি সেটা আমাদের সাথে শেয়ার করুন, বাধা নেই, টিটি কর্তৃপক্ষ আপনাকে না বলবেনা, তবে সেটা যেন হয় বৈধ উপায়ে, কমেন্টে আপনার সাইটের লিঙ্ক না দিয়ে আপনি সেটার ভালো খারাপ সকল গুণাগুণ মিলিয়ে একটা রিভিউ লিখতে পারেন, এতে আপনার সাইট সম্পর্কে অনেকেই জানতে পারবে, সকলের ভালো একটা ধারণা হবে আপনার সাইটে কি আছে না আছে সে বিষয়ে...
অনেকেই টিটিতে তাদের নিক নেম হিসেবে নিজের নাম ব্যবহার করেন না, এতে কারোই সমস্যা নেই, আপনি ছদ্ম নাম ব্যবহার করুন, অনুগ্রহ করে নিজের ওয়েবসাইটের নাম ব্যবহার করবেন না, আপনি হয়তোবা ভাববেন যে নাম নিয়ে কি প্রবলেম... অনেক প্রবলেমই আছে, এতে যেমন আপনার ব্যক্তিগত ইমেজ নষ্ট হয় তেমনি অনেকের ওপরই এর কু প্রভাব পড়ে, আপনার দেখাদেখি অনেকেই তাদের নাম ব্যবহার না করে ওয়েবসাইটের নাম ব্যবহার করতে পারে...
ছাগুদের প্রতি আরো বলার ছিল তবে বললাম না, বাকিরা বুঝে নিবেন...
লেখাতে হয়তোবা অনেক কটু শব্দ ব্যবহার করেছে, কারো খারাপ লাগলে একমাত্র আমিই দায়ী...
ইতি-
কিছু কথাঃ
টিটি আজ শুধু বাংলাদেশেরই না আরো অনেক দেশের মানুষের মিলনমেলা, তাদের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করবেন না, বাহিরের অনেকেই হয়তোবা টিউন করেন না, তবে নিয়মিত পাঠক, আপনারা সকলে যদি ভালো ব্যবহার করেন তবেই কিন্তু আমরা "কলকাতা" দাদার মত আরো কোয়ালিটি টিউনার পেতে পারি, এতে বাংলাদেশের সম্মান মোটেই কমবে না বরং আরো উজ্জ্বল হবে। আর বাংলাদেশের বাইরের টিউনার[অন্য দেশের নাগরিক] তাদের প্রতিও অনুরোধ এক দেশ সম্পর্কে অন্য দেশের ধারণা ভুল থাকতে পারে তা নিয়ে মন খারাপ করবেন না, আর জাকির ভাই কিন্তু টিটির অন্যতম কোয়ালিটি টিউনার, যদিও মাঝে মাঝে টিউন করেন, কিন্তু আসলেই উনি ভালো মানুষ [মিট-আপের সামান্য সময়েই তা আচ করতে পেরেছি], উনি কলকাতা ভাই তথা ভারতের পাঠকদের আঘাত করার জন্য টিউনটি [টিউনের লিঙ্ক পাচ্ছি না] লিখেন নি বরং সকলকে সতর্ক এবং জানানোর জন্যই করেছেন, তবুও যদি তা দিয়ে কারো আঘাত লেগে থাকে তবে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী...
বাড়তি পেচালঃ
চিঠিটি শুধুমাত্র ছাগু টিউনারদের উদ্দেশ্যে লেখা, ছাগু নন এমন কেউ এটি পড়লে আমি দায়ী নই। 😉
আমার কতিপয় টিউনসমূহ আপনাদের কাজে আসতে পারে -
- ফ্রিল্যান্স রাইটার হিসেবে ক্যারিয়ার গড়তে চান? জেনে নিন কিভাবে এগিয়ে যেতে হবে…
- ಥ_ಥ ইন্টারনেটে আপনার পাসওয়্যার্ডকে হ্যাকার আক্রমণ থেকে রক্ষা করবেন যেভাবে!ಥ_ಥ By DJ ΛЯIF
- ಥ_ಥফুল টাইম ব্লগাররা যেভাবে শরীরের যত্ন নিবেন!ಥ_ಥ By DJ ΛЯIF
- যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক
- __̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__যেভাবে আপনার মোবাইলের ক্যামেরা দিয়েই তুলবেন ভালো মানের ছবি__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__By DJ ΛЯIF
- এবার অনলাইনে আয় করুন কোন বাড়তি ঝামেলা ছাড়াই! {ইন-টেক্সট অ্যাডভারটাইসিং}
- ফিশিং(Phishing) আসলে কি এবং কিভাবে হয়, অতঃপর বাঁচার কতিপয় উপায়!
- ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার কিছু প্রয়োজনীয় ওয়েব-টুলস!
- আপনার ওয়্যার্ডপ্রেস ব্লগে/ওয়েবসটে ফেসবুক, টুইটার, স্টাম্বল আপন এবং ডিগের ভাসমান শেয়ারিং বাটন যোগ করে ব্লগের ট্রাফিক বাড়াবেন যেভাবে!
ভাবছিলাম মতামত বন্ধ করে দিব, কিন্তু কোন এক কারণে দিলাম না... যেহেতু মতামত খোলা তাই আপনার মতামত প্রকাশ করুন...
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
ashole… keno jani shobai ptc er reffarel dia voira rakhse.. aishob ki… ! dhonnobad…. !