কোন ধরনের কমেন্ট দেবার উপায় না থাকায় বাধ্য হয়ে টিউনটি করছি এবং টিউনার কলকাতা-র বিদায়ী মনোভাব কে পরিবর্তনের আহবান জানাচ্ছি। টেকটিউনের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালাবাসা নিয়েই আমি এই নিরব প্রতিবাদ করছি। এখানে আমরা যারা টিউনার আছি তাদের মধ্যে সংখ্যাগড়িষ্ঠ হচ্ছে আমরা বাংলাদেশীরা কারন এটি একটি বাংলাদেশী তথ্যনির্ভর ব্লগ আর এখানে সবাই আশা করে তথ্যনির্ভর টিউন তারপর ও কিছু টিউন প্রকাশিত হয় টিউনারদের ভালবাসার আবেগ দ্বারা যা কিনা টেকটিউনের নীতি পরিপন্থি এবং এ ক্ষেত্রে এডমিনের সাহায্য আমরা সবসময় পেয়ে আসছি তারপরেও কিছু ভুল হয়ে যায় যার জন্য আসলে কেউকে দায়ী করা যায় না। আমি কলকাতা কে উদ্দেশ্যে করে বলছি দয়া করে আপনি এই প্রতিবেদন গুলো ব্যক্তিগত ভাবে নিবেন না। দেখুন আপনি যেমন আপনার দেশকে ভালবাসেন এবং এর জন্য নিরব প্রতিবাদ জানাচ্ছেন তেমনি আমরা সবাই আমাদের দেশকে ভালবাসি তাই বলে এই নয় যে দেশকে নিয়ে সমালোচনা মূলক কোন টিউন আপনার দেশের উদ্দেশ্যে করা হচ্ছে। আপনার দেশেও কিন্তু আমাদের কে নিয়ে বিভিন্ন কটুক্তি করা হয় এবং তা খুব খোলাখুলি (মিডিয়াতে)। যেমন ধরুন মন্দিরা বেদী তার উক্তি গুলো আপনি একবার মনে করে দেখুন।
এখানে আমরা একটি পরিবার, বন্ধু অথবা ভাই। পরিবারে সমস্যা হতেই পারে তাই বলে কি আপনি আপনার পরিবার কে ছেড়ে দিবেন। হ্যা যদি অন্যায় হয় তার প্রতিবাদ করুন, তাকে শোধরানোর চেষ্টা করুন। আপনি আপনার টিউনে কমেন্ট করার জন্য কোন সুযোগ দেননি এটা কি ধরনের নিরব প্রতিবাদ হলো বলুনতো? আমরা একে অন্যর সমস্যা যদি ভাগাভাগি না করে নেই তাহলে মানুষ জাতি হিসেবে কি মূল্যে আমাদের? আমি আমার টিউনে আপনাকে বিশেষ করে এবং সবাইকে কমেন্ট করার সুযোগ দিয়ে নিরব প্রতিবাদ জানাচ্ছি সেই সব মানুষকে যারা অতি বাস্তবে অতি আবেগ প্রদর্শন করে। আশা করি কলকাতা ভাই আমাদের সাথে সুখে দুখে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ
আমি Shahriar Tasdin Jamil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নেট মাষ্টার, ঘটনা এখানে কি ঘটেছে তা বলা কঠিন। তবে আমার ধারনা যে ঘুম কাতুরে যে প্রতিবেদনটি করেছিল তাতে জাতিগত বিভেদ বেশ ভালভাবেই প্রকাশ পায় আর এটা পড়েই হয়তো এমন বলেছে কলকাতা ভাই। লিংকটি দিলাম https://www.techtunes.io/reports/tune-id/55020/ তবে আমি ভুলও হতে পারি। কলকাতা ভাই ভাল জানেন এর উত্তর। আমি তার মতামত একান্ত ভাবে কামনা করছি। ধন্যবাদ
ধন্যবাদ দিয়েই শুরু করি…
১/আমার ক্ষেত্রে এই বিতর্কের সূত্রপাত হয়েছে ক্রিকেট বিশ্বকাপের আগেই..তখনো টেকটিউনস ডেস্ক জন্ম গ্রহন করেনি…
আমার প্রথম প্রতিবাদ ছিলো বিশ্বকাপ উদবোধন নিয়ে ভারতের বিপক্ষে করা একটি টিউন…আমি তার বিরুদ্ধে একটি প্রতিবাদ প্রতিবেদন
প্রকাশ করি…এবং নীতিমালা অনুসারে আমার সেই প্রতিবাদ প্রতিবেদন এবং বিতর্কিত টিউনটি ডিলিট হয়…
২/ তারপর ভারতীয় ভ্যকসিনের নাম নিয়ে করা টিউনটি বিতর্ক তৈরী করে..আমি জাকির বন্ধুকে বলি সেই বির্তকিত অংশ এডিট করতে..
বির্তকিত অংশ এডিট করে দিলে আমি কিছুই বলতাম না..সেখানেই আমি বলি বির্তকিত অংশ এডিট না করলে আমি এডমিনকে ডিলিট করার অনুরোধ করবো…
কারন ভেটো (veto) প্রদান কারী দেশ গুলি ..p5 দেশ গুলি …Russia,United States,United Kingdom,France,China এই দেশ গুলি ..
তাদের ক্ষমতার বলে তৃতীয় বিশ্বের দেশ গুলিকে..(ভারত সহ,বাংলাদেশ,শ্রীলঙ্কা,নেপাল প্রভৃতি)..গিনিপিগ বানাচ্ছে প্রতিদিন..
ভারতে একটি ভ্যকসিন তৈরীর করখানা গড়ে তোলে..কারণ সেই দেশে ভ্যকসিন বানালে অনেক ব্যায় হতো..ভালো বলে ভ্যকসিন বানালেও তার ফল নিয়ে কোন কথা বলে না..
ক্ষতি হয় আমাদেরও..এই কারখান তৈরি করার জন্য কৌশলে বৈদেশিক নীতির আড়ালে অনেক বিধিনিষেধ চাপিয়ে দেয়..ফলে কিছু করারও থাকে না..
আর আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করে মরি..একে অপরকে কুৎসা রটাই…আমি এটার কথাই বলতে চেয়েছিলাম....কারোর প্রতি আমার ব্যাক্তিগত অভিযোগ নেই…
৩/ এই পরিবেশের মধ্যেই ৪ই মার্চ করা https://www.techtunes.io/reports/tune-id/55020/ এই পোষ্ট আমার সচেতেন মনে প্রচণ্ড আঘাত হানে..
আমি জ্ঞান হিতাহিত জ্ঞান শূন্যহয়ে যায়..ABCD….পোষ্টে তার বহিঃপ্রকাশ ঘটাই…
সচেতেন পরামর্শ:-
একটি প্রয়ুক্তি গত সাইটে এই ধরনের লেখার প্রতিবাদ আবারো সচেতন মনেই জানাবো…
তবে এটাও বলেতে আমাকে হবে এটি বাংলাদেশের সাইট তাই দেশের প্রতি দায়-বদ্ধতা আপনাদেরও আছে..তাই
সাহায্য বিভাগের মতো একটি সামাজিক বিভাগ খুলুন তা আমার খুব ভালো লাগবে …
এবং কোন পোষ্টের বিতর্কিত অংশ এডিট করার ক্ষমতা প্রয়োগ করুন যা নীতি মালাতে আছে…
এবং পোষ্টের নীচে techtunes এর লোগো দিয়ে দিন কেনো ..কোন নীতিতে এডিট করা হলো তা লিখে দিন তাহলে লেখকের ভালো লাগবে
**প্রযুক্তি ছাড়া মানুষ চলতে পারে না..আমি চাই সেই প্রযুক্তি বিভাগ কোন কারণে কুলসিত না হয়..কেউ যেন কোন অভিযোগ না তোলে …কারন আমি techtunes কে খুব ভালোবেসে ফেলেছি..
আমি…..
techtunes ছেড়ে থাকতে পারবো না তাই আমি techtunes ছেড়ে যাবো না..
আমি এখানে যে আন্তরিকাতা পেয়েছি আমি তা কোন দিনও ভুলবো না…আর বিতর্ক সব জায়গায় থাকে..
আমার দুটো পোষ্টের মন্তব্য উন্মুক্ত করলাম…আমি কোলকাতা বলছি মন্তব্যটি গুলি ডিলিট করে দিলাম..এবং সেই অংশটি এই পোষ্টের শেষে কপিপেষ্ট করেদিলাম..যে কারনে মানব_সন্তান আপনার এই মূল্যবান পোষ্ট
আর আমার পরের পোষ্টির জন্য অপেক্ষা করুন….
আপনার মতামত দেবেন…
ভালোবাসা সহ, কোলকাতা
একটা জিনিস সবাইকেই আবারও স্মরণ করিয়ে দিতে চাই। টেকটিউনের নীতিমালার প্রথমেই যে লাইনটা আছে সেটা যেন একটু সবাই আবারো দেখে নেন দয়া করে। http://dnc.techtunes.io/tDrive/tuner/Untitled.png
আর টেকটিউনটি আমারও খুব প্রিয় একটি ব্লগ। এখানে আমরা বিভিন্ন ট্রিকস্ থেকে শুরু করে বিভিন্ন সচেতনতামূলক লেখাও দেখতে পাই যেমন, ইমেল হ্যাকিং রোধ, বিভিন্ন ফ্রড সেবা প্রদান কিংবা আরো অন্যান্য। আমার মনে হয় এই টিউনের মাধ্যমে আমরা যেমন বিশেষ উপকৃত হই তেমনি সচেতনও হই। তাহলে সেই সব লেখাগুলো যদি এত সমালোচনা না হয় তবে কেন কিছু লেখা নিয়ে এত সমালোচনা। আমার নিজের লেখাসহ আরো অন্যান্য লেখাতে প্রযুক্তির বিষয়ে সচেতনামূলক উক্তিগুলোই বেশি প্রাধান্য পেয়েছে। এখন আমার দেশের মানুষ যদি প্রযুক্তির অপব্যবহার ফলে বিপথে চলে যায়, ক্ষতিগ্রস্থ হয় তাহলে দেশের একজন নাগরিক হিসেবে কিংবা সুষ্টধারার প্রযুক্তির একজন প্রেমিক হিসেবে আমার কি এ ব্যাপারে সচেতন করার অধিকার নেই। আর এই সচেতনার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেই সবাইকে খুশি রাখা যায় না। আর বৃহৎ জনগোষ্ঠীর মঙ্গলার্থে যদি কিছু সমালোচনা সহ্য করতে হয় তাতে দোষেই বা কি? ধন্যবাদ সবাইকে যারা এ বিষয়ে অনেক মূল্যবান মন্তব্য করেছেন, মতামত দিয়েছেন। ধন্যবাদ। টেকটিউনের উত্তর উত্তর উন্নতি কামনা করি।
ধন্যবাদ ঘুমে কাতুর। আমি যতদুর ধারনা করছি কলকাতা সম্ভবত আপনার প্রতিবেদনটিতে মনকষ্টে ভুগছে। এবং এই প্রতিবেদনটিতে আপনি অনেক সমালোচিত হয়েছেন টিউনারদের দ্বারা। আমি এইটুকু বুঝি সমালোচনা মানুষকে যেমন কষ্ট দেয় তেমনি সঠিক পথও দেখায়। আমরা সবাই যদি তথ্যনির্ভর ব্লগে তথ্যনির্ভর প্রতিবেদন করি তাহলেই বোধ হয় সেটা ভালো হয়। আপনার টিউনটি আমার খুবই ভালো লেগেছে একজন বাংলাদেশী হিসেবে কিন্তু সার্বিক বিচারে আপনার টিউনটি টেকটিউনে নীতি বিরুদ্ধ। যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তবে ক্ষমা প্রার্থী।
মন্দিরা বেদিকে আমি ডাইনি মনে করি..শুধু বাংলাদেশকে না ভারতকেও অপমান করেছে এই ডাইনি টি..ভারতের
জাতীয় পতাকা শাড়ির পাড়ে পায়ের নিচে লাগিয়ে কমেন্টি করতে দেখেছি..ডাইনির কথা আর বেশি বলতে চাই না..
আর জাতি গত বৈষম্য সব দেশেই আছে…আমি ব্যাক্তি গত ভাবে প্রযুক্তির সাইটে তার বিরোধীতা করবো…..
তবে কে বেশি কে কম সেই বিতর্কে যাবো না…আপনাদের অসংখ্য ধন্যবাদ
সহমত
কলকাতা ভাইয়া আমরা সবাই এখানে একটি পরিবার। একটি টিউনের সমালোচলা থাকবে আর সমালোচনার মধ্য দিয়েই আমরা পুনরায় আমাদের ভুলক্রটিগুলোকে শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সমালোচনা না থাকলে আসলে কোন কিছুতেই পরিপূর্ণতা অর্জন করা সম্ভব না। আপনি এভাবে চলে যাবেন না। এটি একটি পরিবার। নিজের দেশকে সবাই ভালোবাসে। তাই নিজ দেশ সম্পর্কে কটুবাক্য মনকে অবশ্যই মর্মাহত করে তোলে। আমার কলকাতায় একজন বন্ধু আছে যার সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছে। নিয়মিত বাংলা ভাষায় বাক্য আদান প্রদান হয়। তাই আপনাকে বলছি এখানে আপনার অনেক বন্ধু আছে ভাই আছে শুভাকাঙ্খী আছে। এভাবে চলে যাবেন না 🙁
হ্যাঁ দুঃসাহসী টিনটিন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে আমিও। আমি, আপনি, আমরা কেউ-ই চাইনা টেকটিউনসের একজন সদস্য মনে কষ্ট নিয়ে বিদায় নিক। আর মন্দিরা বেদী’র কথা উল্লেখ করেছি এজন্য যে, আমি বোঝাতে চেয়েছি সব সমাজে/দেশেই এমন কিছু মানুষ থাকে যারা এমন মন্তব্য/উক্তি করে।
আসুন আমরা তাদের মন্দ কথায় কান না দিয়ে ভালো টুকু গ্রহণ করি।
দয়া করে এখানে দেখুন!
http://www.urbandictionary.com/define.php?term=chummer
আমি এ নামটা নিয়েছি শুধু একটা ব্যাপার দেখার জন্যে (মজা করার জন্যে), যে কে কিভাবে নেয় নামটাকে ভাল ভাবে নেয়, নাকি এর বাজে অর্থটা কে নেয়। তবে আপনারা চাইলে আমি এটা পরিবর্তন করতে পারি।
ভাই প্রথমেই ক্ষমা চাচ্ছি কিছুটা আশালীন ভাবে আপনার উত্তর দেবার জন্য। আসলে সমস্যা কি জানেন, কেউ আামার বউর ভাই হইতে চায়না, কিন্তু আমার মা-র ভাই হইতে চায় সবাই। আমি যদি আমার বউর ভাই হিসেবে ডাকি তাহলে কিল বলেন আর লাথি বলেন কোনটাই মাটিতে পড়বেনা কিন্তু মা-র ভাই হিসেবে ডাকলে আপনিও খুশি হবেন। এটা ভাষাগত সমস্যা নাকি মনস্তাত্তিক সমস্যা বোঝা বড় দায়। সেই হিসেবে আপনার নামটা যদি কেউ অথবা সবাই খারাপ হিসেবে নেয় তাতে মজা পাবার চাইতে ইতস্তত হতে হয়ে বেশী। আপনি কি দেখেন কেউর নাম মীরজাফর? অথচ এর সংজ্ঞা টা কিন্তু খুব সুন্দর। কোন এলাকায় চাচা ডাকলে খুশি আবার কোন এলাকায় চাচা ডাকলে আপনার প্রাণ বাচা বলে দেৌড়াতে হবে।
ধুর প্রথমবার কিছু লেখার আগেই কমেন্ট পোস্ট হয়ে গিয়েছে,এইজন্যে বারবার মনে হয় ইশ যদি কমেণ্ট এডিট করার অপশন থাকতো।যাই হোক অনেকেই যে কলকাতা দাদার চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না,সেই জন্যে সবাইকে ধন্যবাদ।কারণ উনি তো আমাদের পরিবারের-ই একজন,যেটা মানবসন্তান ভাই বলেছেন।উনাকে ছাড়া এই পরিবারকে খালি খালি লাগবে।বাধা আসলে মুখ লুকিয়ে চলে যাওয়াই বীরের কাজ নয়,সামনাসামনি হোন যাই হবে হোক।কারো দেশ কখনোই খারাপ হয় না,কখনো হতেও পারেনা।কোন দেশের কিছু মানুষের দোষের দায়ভার সবাই কেন নিবে।আপনার দেশের কিছু মানুষ হয়তো খারাপ কাজ করেছে,সেইজন্যে আপনি কেনো মুখ লুকিয়ে আমাদেরকে ছেড়ে চলে যাবেন।আপনি আপনার লেখা দিয়ে প্রমাণ করুন আপনি তাদের চেয়ে আলাদা,ঠিক যেভাবে আমরা প্রমাণ করছি বাঙ্গালী জাতিগতভাবে স্বার্থপর নয় আমাদের টিউনে সবাইকে ফ্রি টিপস্,ট্রিকস্ বা সফটয়্যার কিংবা অসামান্য জ্ঞান দিয়ে।আমি হয়তো মানব-সন্তান ভাইয়ের মত আবেগকে সেভাবে ধারণ করে আপনাকে বাঁধা দেওয়ার মত কিছু লিখতে পারি নাই,তবে বিশ্বাস করুন আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি যাতে আপনি আমাদেরকে ছেড়ে না যান।
আইটি গুরু, ইশ আপনি কেন যে আমাকে আগে বললেন না, যাকগে এরপর জিজ্ঞেস করে নেব। কে বলছে আপনি আমার মত লিখতে পারেননি। আারে ভাই আপনি যেভাবে লিখেছেন তাতে আমি নিজেই লজ্জা পাচ্ছি যে আপনি টিউনটি করলেই হয়তো আরো ভালো হত। আপনার সাথে আপনার উক্তিতে আমি ১০০% সহমত প্রকাশ করছি। কিন্তু যাকে নিয়ে এত কিছু সেই দাদা কোথায় গেল গো?
ভাই আপনাকে আগে কি বলি নাই সেটাই তো আমি বুঝতে পারছি না?আর কেন শুধু শুধু বিনয় দেখাচ্ছেন?কলকাতা দাদাকে নি:স্বার্থভাবে যে সবাই ভালোবাসে সেটা তো এই টিউন প্রকাশের পরে সবার কমেন্ট দেখে বোঝা যাচ্ছে,কিন্তু কেউ কি তাকে ধরে রাখতে হবে,তার জন্যে লিখতে হবে এই ব্যাপারটা আপনার আগে বুঝতে পেরেছিলো?ভাই সবাই আবেগকে সন্তানের মত ধারণ করে কিছু লাইন লিখতে পারেনা বলে কবি হতে পারে না।ঠিক চেষ্টা করেও সবাই আপনার মত মহৎ ও হতে পারবে না।যে কিনা নিজে একটা মহৎ কাজে শুরু করে সেটার চেয়েও বেশি কৃতিত্ব দিচ্ছে একজন সামান্য কমেন্টারকে।এই আপনাদেরকে দেখেই মনে হয় বাঙ্গালী শব্দটা শুধু গালি হতে যাবে কেন?এই শব্দটা আমাদের জন্যে অহংকার ও বটে।বেচে থাকুন অনেক অনেক বছর আর আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান এই কামনা করি।আর কলকাতা দাদা যদি এই টউন দেখেন তাহলে আমার অন্তত মনে হয় না উনি এতগুলো মানুষের ভালোবাসা পায়ে চেপে যেতে পারবেন।আর যদি তাও চলে যান তাহলে ধরে নেবো তাকে ধরে রাখার ক্ষমতা আমাদের ছিলো না।
কলকাতা ভাই চলে যাওয়া কোন সমাধান না। আসুন দুঃখ কষ্ঠ ভুলে গিয়ে টিটি পরিবারের সাথে থাকি।জানি কোন কারনে কষ্ঠ পেয়েছেন
তাই বলে আমাদের চেড়ে চলে যাবেন।আশা করি আপনার পরের টিউন টি শেষ টিউন হবেনা।মানব সন্তান,দুসাহসি টিনটিন,ঈপন,ঘুমে কাতর,রাফসান,মাহাবুব,জুয়েল,swordfish ,চামার,আইটি গুরু সবাই কে আনেক আনেক ধন্যবাদ।
আমি আপনার দিক চিন্তা করেই দেখেছি …আপনি ১০০% সঠিক…..তবে প্রযুক্তির সাইটে আমি তা চাই না..যা প্রযুক্তির সাইটের নীতিমালা বিরোধী…. আমি চাই সমস্ত বিতর্ক মানব_সন্তানের এই পোষ্টেই যেন শেষ হয়…….প্রযুক্তির সাইটেকে আমারা সবাই মিলে এগিয়ে নিয়ে চলি….আমার ব্যাক্তিগত আভিযোগ কারোর প্রতি নেই…আশা করি মনের কথা বুঝতে পারবেন…
মানব-সন্তান ভাই, কথাগুলো অপ্রাসঙ্গিক হলে কমেন্টটা ডিলিট করে দিয়েন।
আজব মজা লাগতেছে এখন আমার। একজন কলকাতার জন্য আপনারা কত কিছু করছেন। আর একই কান্ড তাদের কলকাতার দেশে হইলে আমাদের বলত “দূর হো'”। হা হা হা হা। আমিও আরেক পাগল। আমরা তো কলকাতাকে অনেক আন্তরিকভাবে গ্রহন করেছি। তাদের দেশে তো আমাদের প্রবেশ অধিকারই নাই। হা হা হা হা
মাখন ভাই, আপনার কথাগুলো মোটেও অপ্রাসঙ্গিক না আর এক টিউনার হয়ে আরেক টিউনার ভাইএর কমেন্ট মুছে দেয়ার ধৃষ্টতা কখনো দেখাতে চাইনা। কথা বলার স্বাধীনতা সবারই আছে। আপনার কথা যদি আমার পছন্দ না হয় তবে আমার স্বপক্ষে যুক্তি দেখাব কিন্তু মুছে ফেলব না। যাক এবার আসল কথায় আসি। সত্যি কথা বলতে এখানে কলকাতা না হয়ে যদি আপনি হতেন তাহলে আমি বোধহয় টিউনটি করতাম নিরবে কেদে না। সবচেয়ে বড় কথা একটি পরিবার থেকে কেউ চলে গেলে সেই পরিবার আর পরিবার থাকেনা, সেখানে কলকাত হোক আর আপনিই হোন। আমিও এই পরিবারের সদস্য, আমি যদি কোন কারনে কষ্ট পাই তবে আপনারাও তো আমাকে এইভাবে পাশে দাড়াতেন। কি ভুল বললাম মাখন ভাই?
আপনি আর একটা প্রসংগের অবতারনা করেছেন যে, তারা আমাদের দুর হো বলতো। ভাই মাখন আপনাকে যদি আমি আন্তরিকতা ও ভালবাসা দিয়ে অভ্যর্থনা জানাই আপনি কি পারবেন আমাকে দুরে ফেলে দিতে? আর সবচাইতে বড় ব্যপার হলো আমি মানুষ হয়ে বাচতে চাই, মানবতা নিয়ে বাচতে চাই তাই আমি কি করছি সেটাই বড় কথা, কে কি বললো আমাকে তাতে আমার কিছু এসে যায়না। আপনি বলুন আমার দেশকে কেউ কিছু বললে আমার দেশ কি আমার কাছে ছোট হয়ে গেল? না। আমার দেশ, আপনার দেশ কখোনো আমাদের কাছে ছোট হবেনা। আর যদি ছোট হয়ই তাহলে তা হবে আমাদের জন্য দেশের জন্য নয়। আমি বোধহয় মাখন ভাইকে খুব বিরক্ত করলাম তাই ক্ষমা প্রার্থী।ধন্যবাদ।
হা হা হা কলকাতা ভাই তো ধারুণ মজার কথা বলেছেন। আসলে একটা কথা বলি আপনাকে আপনি ইতিমধ্যেই বুঝে গেছেন সেটা। টেকটিউনসে যে ভালবাসা আছে তা ছেড়ে কারো যাওয়া সম্ভব না। আচ্ছা যাই হোক আপনার কমেন্টটা পড়ে সত্যিই অনেক মজা লাগল। আপনার একটা টিউনে বন্ধুর হাত বাড়িয়েছিলেন মনে আছে? হাতটা এখনো বাড়ানো থাকলে বলেন আমি ধরব। 😉 😉 😉
আমার মনে হয়না “কলকাতা”র এই কারণে টিটি ছেড়ে দেয়া উচিৎ, টিটিতে হয়তোবা কারও স্বার্থ বিরোধী লেখা প্রকাশ পেয়েছে, তাই বলে সবাই যে তার স্বার্থের পিছে লেগেছে এমনটি নয়, আমরা কলকাতার সাথে আছি, আপনি লেখা চালিয়ে যান, কিছু বিষয়কে দৃষ্টির আড়াল করে সেগুলোকে বড় করে না দেখে ক্রমাগত এগিয়ে যাওয়া উচিৎ, দুনিয়াতে কারোর জীবনই আনন্দময় না, দুঃখ সবার জীবনেই থাকবে, সেটাকে এড়িয়ে কলকাতা কে এগিয়ে যাওয়ার অনুরোধ করবো…
আমার কাজ ছিল আমার দেশের মানুষ দেরকে সতর্ক করা আমি আমার দ্বায়িত্ত্ব পালন করছি। ১৬ কোটি মানুষের জন্য যদি এক জন কষ্ট পায় তা আমার দেখার বিষয় না। আমার দেশ ই আমার কাছে বড় ছিল তাই আমি ঐ টিউনটি ডিলিট করি নি। তার জন্য আমি কলকাতা সহ সবার নিকট দুঃক্ষিত। যদি ও এখন টিউন টি ডিলিট করে দিয়েছে এডমিন সাহেব। এটা এডোমিনের দায়িত্ত্ব তাই তিনি করছে। এতে ও আমার বলার কিছুই নেই।
একটা সামন্য কারনে একজন টিটি ছাড়বে এরকম ঠুনকো ভালোবাসা ও আমাদের ধরকার নেই। টিটিকে ভালবাসলে এ রকম কাজ উনি করতে পারতেন না।
মাখনের কমেন্টের সাথে কিছুটা সহমত। আমার এ কমেন্ট ও কেটে দিতে পারেন।
আর আমি বলব আপনি টিটি ছাড়তে পারবেন না যদি সত্যি প্রযুক্তিকে ভালোবেসে থাকেন।
কথা গুলো কঠিন হয়ে গেছে। আমি আমার টিউনে ও উনার কোন কথার জবাব দি নাই। এখন নিরুনপায় হয়ে বা না বললে আমাদের ভুল বুঝবে তাই বললাম।
সবাই ক্ষমা করবেন।
জাকির ভাই আপনার টিউনটি আমি পড়েছি অসাধারন একটা কাজ করেছেন আপনি টিউনটি করে,
আমি হলফ করে বলতে পারি একজন হলেও আপনার টিউনটি থেকে উপকৃত হয়েছে,
আমার পক্ষ থেকে আপনাকে সেলুট টিউনটির জন্য,
আর কর্তৃপক্ষ যে টিউনটি ডিলেট করেছে সেটা মোটেও ঠিক করেনাই,নিজের দেশের মানুষদের ক্ষতির বানী না শুনে আমাদের এডমিন দাদাদের এত ভারত ভালবাসা দেখানো মোটেও ঠিক হয় নাই,আমি মনে করি টিউনটি পুনরায় প্রকাশ করা হোক।
কলকাতা ভাইকে ধন্যবাদ আপনি আপনার দেশকে অনেক ভালবাসেন বলে,
সত্যি দেশ যাই করুক সেইটাই ঠিক এমন মনভাবের দেশ পেমিক এই জমানায় কম দেখাযায়,
অন্যদেশের মানুষের অসুবিধা হবে আপনাদের দেশের ঔষুধে সেইটা বলাতে আপনার এত খারাপ লাগল যে আপনি টিটি ছাড়ার সিদ্ধান্ত নিলেন একবারো ভাবলেন্না আমাদের দিকটা!সত্যি বলার কিছুই নাই আপনাকে শুধু বলব নিজের বিবেক্কে একটু প্রশ্ন করেন এই কাজটা আপনাদের দেশের জন্য হলে কি বলতেন তখন।
আমার প্রশ্ন দেশের মানুষ একটা ভুলের কারনে ক্ষতি গ্রস্থ হবে আর এই নিয়ে টিউন হইলে এডমিন এইটাকে ডিলেট করে দিবে তবে আপনাদের দেশপ্রেম নিয়েতো আমারো প্রশ্ন জাগে?
যাক আর কিছু বল্লাল না অনেক কিছু বলার ছিল,আমার কমেন্টে কেউ কষ্ট পেলে ক্ষমা করে দিবেন।
জাকির বন্ধু আমার ব্যাক্তিগত বিরোধ আপনার প্রতি নেই…
আতাউর রহমান ভাই আপনার প্রতিও কোন অভিযোগ আমার নেই…..
জাকির বন্ধু …..
প্রথমের কমেন্টে আমি বিস্তারিত লিখেছি… একটু দেখে নিন প্লিজ…
আর বিতকিত অংশ এডিট করে..আপনার মৌলিক চিন্তাধারা যোগ করে(কপিপেষ্ট না করে)…
যে পোষ্টের সাহায্যে আপনার সেই পোষ্ট তার লিঙ্ক দিয়ে দিন…আমার কোন বিরোধিতা থাকবেনা…
ভেটো (veto) প্রদান কারী দেশ গুলির কথা একটু ভাববেন ..তারা আমাদেরও গিনিপিগ বানায় ..
এমন শর্ত দেয় আমাদেরও কিছু করার থাকেনা…..
একটু ভেবে দেখুন আমার ব্যথা বুঝতে পারবেন…
আমি টিটি কে ছেড়ে থাকতে পারবো না…টিটিকে আমি ভালোবেসে ফেলেছি…ABCD…টিউনে আমার তাৎক্ষণিক ক্ষোভই প্রকাশ পেয়েছে…
টিটি আমি আছি..থকবো…
ধন্যবাদ
এ্যাডমিন এ টিনটিন ভাই-এর কাছে আমার প্রশ্ন কেন? (https://www.techtunes.io/reports/tune-id/54421/) এটা সরিয়ে নেয়া হলো। এটি একটা সচেতনতা মুলক tune ছিলো। কে কেন মনো কষ্টা পাইলো সেটা এখানে কতটা জরুরী যেখানে এটা আমার নিজেরন দেশের জন্য ক্ষতিকর। আর কলকাতা ভাই, আপনার কথাবার্তায় আসলে আমি হতাশ। আপনি বার বার বলছেন যে এটা রাজনৈতিক ব্লগ না কিন্তু আপনি যখন প্রতিবাদ করলেন সেটা তো একজন রাজনীতি সচেতন নাগরিক-এর ই বহি:প্রকাশ তা না হলে তো আপনি চিন্তা করতেন যে TT-তো আর রাজনৈতিক ব্লগ না তো কে কি বল্লো তাতে কি আসে যায়। আর আপনে বলছেন p5 দেশগুলার কথা। হা সেটা ঠিকই আছে আর আমরা এটাও জানি যে ভারত p5 হওয়ার try করতাছে। আর একটা কথা ফেলানীকে হত্যার কিছু পড়েই আপনি বাঙালী বলে যে বন্ধুত্ত্বের হাত বাড়িয়েছিলেন সেখানেও আমি তখন প্রতিবাদ করেছিলাম। আর ওখানেও আপনি বলেছেন এটা রাজনৈতিক ব্যাপার। আমি বলেছিলাম যে আপনি বাঙালী কেন সন্দেহ নাই কিন্তু তারচাইতে আপনি একজন ভারতীয় এটাই বেশি। আর আপনি আপনার ABCD লেখায় সেটা নিজেই বলেছেন। এখন আপনি যদি ভাবেন যে শুধু ভারতীয়রাই দেশপ্রমিক হবে কিন্তু বাংলাদেশীরা হবেনা। তাহলে তো সেটা ভুল। জাকির ভাই তার tune-এ আমার কাছে মনে হয় একজন সচেতন নাগরিকের দায়িত্ব পালন করেছেন। এখানে ভারতের সমস্যা না USA-এ সেটা দেখার বিষয় না। আবারও এ্যাডমিন প্যানেল-কে বলছি কারো মনের কষ্টের কারনেই হোক বা যে কোন কারনেই হোক জাকির ভাইয়ে tune-টা সরিয়ে নেয়া মানে হলো নিজের ক্ষতি করা। techtunes-এর এই আচরনে আমি খুবই কষ্ট পাইছি। আর আমি জানি অনেকই-ই কষ্ট পাইছে কিন্তু বলতাছে না। কিন্তু কি করবো ভাই আমি আসলে না বলে থাকতে পারি না।
Priyo bhaiyara,
sobai amar antorik priti o suveccha neben.
Ami chotomoto ekjon bloger INDIAR WESTBENGAL a thaki.
Mobile die net browse kori.
Ami kichu bolte chai:=>
1. Amar prothom kotha holo Techtune to sudhu technology mulok blog, ekhane a-rokom post kora hoi keno r korleo ta muche deya hoi na keno ???
2.Amar desh boro apnar desh choto a-sob vebe ki lav ??? Ete kebol ek desher songhe r ek desher su-samprokoi nosto hoi kajer kaj kichui hoi na.
3. Apnara sudhu kono loker ba Desher kharap dik tai besi tule dhore keu to karo valo dik ta tule dhoren na, keno ???
4. Amar Desh Apnar desh na vebe vabun na j amra sobai manus, amra sobai ek mayer sontan. Dekhben onek valo lagbe.
5. KOLKATA DADA,
TOMAKE 1ta Kotha boli kichu mone koro na,
=> Prithibite jemon valo manush a6e temoni kharap manush o a6e, Ninduk ra ninda korbei, tader to etai kaj.
R prithibite jodi HINGSHA, NINDA, KHOVE, GHRINA, LOV ETC. NA thakto tahole to etai SHORGO HOIE JETO.
(sorry for writing banglish. M 4m mobile)
Techtunes নিজে থেকে কিছুই করে না…
যারা এখানে আসে Techtunes-কে ভালোবেসেই আসে, Techtunes-কে ভালোবেসেই থাকে…
So আমরাই যদি Techtunes-এর প্রাণ হই তবে আমরাই কেন এখানে দেশপ্রেমের নামে Border তৈরী করছি?…
তবে মন্তব্য করার ক্ষেত্রে আমাদের আরও কিছুটা সংযত হওয়া উচিত…
কারণ “কলকাতা” Tuner-এর অভিমান কারো না কারো মন্তব্য থেকেই সৃষ্ট…
আমি ইদানিং টেকটিউনসে অনেকটা অনিয়মিত হয়ে পড়েছি। কাজের চাপ সেইসাথে গ্রামীন ফোনের p3 চালু করে রাত ১২টার সময় ডাউনলোড দিয়ে ঘুম ছাড়া আর কিছুই হয়না। আজকে এক বন্ধু ফোন করল কলকাতা ভাই নাকি তার টিউনে আমার কথা লিখেছেন। আমি টেকটিউনস খুলেই বুঝলাম কিছু একটা গন্ডোগল নিশ্চয়ই হয়েছে। আমি মোটামুটিভাবে অবস্থা বোঝার চেষ্টা করছি। তবে কলকাতা ভাইকে কোন রিকোয়েষ্ট বা পরামর্শ দিবো না। আমার আগেই অনেকে অনেকভাবে অনেককিছু বোঝানোর চেষ্টা করেছেন। আমিও হয়তো লিখতে গেলে তাদেরই একজনের মতো হবে। শুধু কলকাতা বন্ধুকে বলার চেষ্টা করবো ((তিনি কমেন্ট নেয়া-দেয়া বন্ধ রেখেছেন তবে সবগুলো দেখেন বলেই আমার বিশ্বাস)) আপনার সিদ্ধান্তটি নতুন করে একবার ভেবে দেখুন।
techtunes-এ প্রথম থেকেই আছি। এখানে এই রকমের ঘটনা আগেও হইছে। জাকির ভাই তার নিজের দেশের লোকের জন্য সতর্কতা মুলক একটা লেখা লিখছে nice for His Country & Their People… এটাতে অন্য কোন দেশের লোক কষ্ট পাইলো কি পাইলো না সেটা দেখার time নাই সোজা কথা। আর Mr. কোলকাতার এখানে দু:খ পাওয়ার মত কিছু ঘটলে জাকির ভাই কি করতে পারেন?? আর জাকির ভাইকে বলি আপনার লেখাটা মুছে দেয়া ইপরান ঠিক হয়নাই। কারন এটা মিরপুর বাসীকে help করেছিলো সামান্য হলেও। Mind it.. Bangladesh getting Dearest day by day because of Farakka Barriage + There is Anoother fact Tipai Mukh… এসবের জন্য ভারতীয় কাউকে কি দু:খ প্রকাশ করতে শুনছেন।জাকির ভাইকে আবারও বলি আপনার লেখাটা মুছে দেয়া ইপরান ঠিক হয়নাই।
আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি….এই নিয়ে আপনারদের সাথে জলবন্টন চুক্তি হয়েছে…
বন্যাখরা আমাদের দেশেও আছে…..প্রয়ুক্তির সাইট টিটি তে এর বিরোধিতা না করে ..রাজনৈতিক ভাবেই তা মোকাবিলা করতে দিন…..আমার আপনার একার কথা সেদেশের সরকার শুনবেনা…নেতারাই এজন্য সবথেকে বেশি দায়ী…
“রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাকরার প্রাণ যায়…”
আপনার প্রতি আমার ব্যাক্তি গত কোন অভিযোগ নেই….সুস্থথাকুন……
আমি আমার সমস্ত কথা ফিরিয়ে নিলাম….মাত্র কয়েক ঘন্টা টিটি ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হয়েছে……
আমি আমার গত দুটি পোষ্টে মন্তব্য বন্ধ রেখেছিলাম…তা আমার খুলে দিলাম..আমার আর কোন অভিমান নেই…..
আমি আবারো ধন্যবাদ জানাবো…….ব্যাতিক্রমী ,মারুফ ,D!pu >>> এখনও বৃষ্টি পড়ে… ,TAPASFUN,?জাকির!,Triple A ,ডিজে আরিফ ,রুবেল অরিয়ন,মাখন,আতাউর রহমান,আদনান,হাসান যোবায়ের (আল-ফাতাহ্),rasel japan ,আইটিগুরু,চামার,জুয়েল,swordfish,দুঃসাহসী টিনটিন,mahbub.civil,রাফসান,হ-য-ব-র-ল,নেট মাস্টার ,ঈপন…..এবং যাদের নাম লিখতে পারলাম না তাদেরও……
বিশেষ করে মানব_সন্তান ও টিটির প্রতিষ্ঠাতা মেহেদী হাসান সহ সমস্ত মডারেটদের…….ধন্যবাদ…
একসাথে থাকতে থাকতে কখনো কখনো অভিমান হযে যায়…তাই..
আর অভিমানতো মানুষ নিজের মানুষের কাছেই করে..তাই না……
আমার যে অংশ টুকুর জন্য মানব_সন্তান বন্ধুর এই টউন তা আমি এখনে কপিপেষ্ট করে দিলাম….আর সেখনান থেকে এই অংশগুলি ডিলিট করে দিলাম…..
আর আমার গত দুটি পোষ্টের মন্তব্য সবার জন্য খুলে দিলাম……
“আমি কলকাতা বলছি…..
আমি ভারতীয়,
techtunes এ ভারত বিরোধী অনেক টিউনই প্রকাশ পায়..কিছু টিউন ডিলিটও হয়..
তাই techtunes এ নীতিমালা নেই এই কথা বলাযায় না…
techtunes ডেক্সে এ নিয়ে অভিযোগ করার পর..techtunes ডেক্স অভিযোগ স্বীকারও করে..
তবুও অশুভ শক্তির কাছে পরাজয় স্বীকার করতে হয় techtunes কে….
এবং জাতিবিরোধী টিউন স্বমহিমায় উজ্জ্বল থাকে….
একটা টিউন করতে গেলে সবথেকে যেটা দরকার সেটা হলো মনঃ-সংযোগ….
এইভাবে একের পর এক ভারত বিরোধী টিউন প্রকাশ পেলে(প্রকাশ পাক ক্ষতি নেই)…
কিন্তু নীতিমালার তাহলে প্রয়োজন কোথায়…যদি নীতি মালা না থাকে আমারো কোন অভিযোগ নেই…
এই টিউন টি প্রকাশ পাবার ৩ দিনের মধ্যে আমি আর একটি টিউন প্রকাশ করবো…
যারা আমার টিউন পড়েন শুধু তাদেরকেই বলছি সেটাই হবে আমার বিদায়ী টিউন বা techtunes আমার শেষ টিউন…
কারন মনো সংযোগ ছাড়া একটা শিক্ষামূলক টিউন প্রকাশ করা যায় না…
আর আমার স্বীকার করতে ভালো লাগবে যে আমার এখানে মানে techtunes- এ টিউন করার মনোসংযোগ নষ্ট হয়ে গেছে
টিউন করতে বসলেই মনে হয় কোথায় টিউন করছি?..কাদের জন্য টিউন করছি..?
আমার মাত্র ২মাস ১৫দিন এই techtunes আছি..তাই ভুল ত্রুটি গুলি মাফ করবেন…তাই শেষের টিউনে যাদের কথা বলা হবে না এখানে তাদের কথাই বলতে চাই…
techtunes এ আমার দিক থেকে স্বীকার করা প্রথম বন্ধু হলো মারুফ বন্ধু…ছাত্র ও শিক্ষককে আমি কথা দিয়েছিলাম আমি রজনী গন্ধা ও গোলাপ উপহার দেবো..আমি রজনীগন্ধা ও গোলাগ উপহার দিয়েছি..
..আমার সেরা গোলাপ উপহারও আমি দেবো.. যেটা প্রায় তিন মাস ধরে সার দিয়ে সযন্তে বড় করেছি..সে জন্য আমার বিদায়ী টিউন টার জন্য অপেক্ষা করতে হবে..আর রক্ত নিয়ে একটা টিউন করবো বলেছিলামা সেটা আর করা হলো না..কথা আর রাখা হলো না….
অনেকেই আমার কথা রেখেছেন..যেমন আইটি গুরু ,নেট মাষ্টার,হাসান যোবায়ের (যদিও শেষ পর্যন্ত মধুর সম্পর্ক রাখতে পারলাম না মাফ করবেন),রাফসান এবং আরোও অনেকে…
আমার টউনের প্রথম থেকেই অনেকে আমার সাথে থেকেছেন..তাদের মূল্যবান মন্তব্য রেখেছেন ..আমাকে উৎসাহ দিয়েছেন..তাদের ধন্যবাদ..
আমার থেকে অনেক অনকে ছোট বন্ধুর সাথে আমার পরিচয় হযেছে..আমি তাদের আপনি বলেই সম্বোধন করি..কারন এখানে যারা টউন করেন তারা প্রত্যেকেই সম্মানীয়…
D!pu >>> এখনও বৃষ্টি পড়ে আপনাকেও ধন্যবাদ…একটি অনুরোধ আমার রাখবেন..যেটুকু আমার পরিচয় আপনি যানেন তা যেন প্রকাশ করবেন না..আবারো ধন্যবাদ আপনাকে
বিদায়ের আগের টিউনে techtunes এর সমস্তকর্মী বৃন্দকে আমার ভালোবাসা জানালাম..techtunes এগিয়ে চলুক নিজের গতিতে..
সমস্ত টপ টিউনাকে আমি আমার শুভ কামনা জানালাম..দোয়া রইলো আরো ভালো লিখবেন ,সুস্থ থাকবেন..techtunes কে সমৃদ্ধ করবেন..
নতুন টিউনারদেরও ধন্যবাদ জানাই..সবাই একসাথে এগিয়ে এসে techtunes কে সামনের দিকে দ্রত গতিতে এগিয়ে নিয়ে চলুন….
techtunes এর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান কে বিশেষ একটি কারনে আলাদা ভাবে ধন্যবাদ জানালাম..
আমি প্রতিবাদ জানাচ্ছি…জাতিবিরোধী টিউন স্বমহিমায় উজ্জ্বল থাকার….এবং মন্তব্য দেওয়া নেওয়া বন্ধ রাখলাম..এটিই আমার নিরব প্রতিবাদ..
আশাকরি সভ্যসমাজ আমার কথা বুঝতে পারবেন……আর একটা টিউন কষ্ট করে সহ্য করবেন এতো দিন যখন সহ্য করেছেন..”
********************************************************
প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি কলকাতা এবং সকল টিউনারকে যারা আামার একটি ক্ষুদ্র প্রয়াসকে এত বড় আকার ধারন করাতে। এর জন্যই হয়তো বাংগালীরা সমস্ত পৃথীবিতে আপন মহিমায় উজ্জল। আমার একটি ছোট্ট ভালাবাসা এত বড় ভালবাসায় রূপ নেবে কল্পনাও করতে পারিনি। আমি মনে করি আমার চেয়েও বেশী ভালবাসায় টিউনাররা যে মন্তব্যগুলো করেছেন তা টেকি-তে উজ্ল দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কলকাতাকে।
Comments are closed.
সহমত