ই-মেইল ব্যবহারকারীরা হ্যাকারদের প্রতারণার শিকার হতে সাবধান !!!

ইন্টারনেট বিশেষ করে ই-মেইল ব্যবহারকারীরা হ্যাকারদের প্রতারণার শিকার হচ্ছেন। ই-মেইলে মিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব সংবলিত চিঠি দিয়ে প্রতারণা করা হচ্ছে। ই-মেইলে চিঠি দিয়ে এর ব্যবহারকারীকে জানানো হয় তিনি লটারিতে কয়েক মিলিয়ন ডলার জিতে গেছেন। এই টাকা পেতে হলে তাকে অমুক ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে উল্লিখিত ব্যক্তির ই-মেইল অ্যাড্রেসের সাথে যুক্তরাষ্ট্র বা উন্নত কোনো দেশের ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়। উল্লিখিত ব্যক্তিকে ওই লটারি কার্যক্রমের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়া হয়। ই-মেইলপ্রাপ্ত ব্যক্তি উল্লিখিত ই-মেইল ঠিকানায় চিঠি পাঠালে সেখান থেকে ত্বরিত গতিতে জবাব পাঠানো হয়। এই জবাব পাঠানোর ঢঙে থাকে দারুণ কারিশমা। তাকে জানানো হয় ওই লটারি কার্যক্রমে আরো যারা বিজয়ী হয়েছেন তারা ইতোমধ্যে মিলিয়ন ডলার তুলে নিয়েছেন আপনি একাই শুধু বাকি রয়েছেন। শিগগিরই আপনার ক্রেডিট কার্ড নাম্বার বা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং এর পাসওয়ার্ড দিয়ে দিন।

আমাদের দেশে খুব কম লোকেরই অনলাইনে অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু প্রতারকদের তাতে সমস্যা হয় না। অনলাইন অ্যাকাউন্ট না থাকার কথা জানালে তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ডলার পাঠানোর জন্য তাগাদা দেন। বলেন, লটারির পুরস্কার বিজয়ীর ঠিকানায় পাঠানোর প্রক্রিয়া ব্যয় বাবদ এই ডলার প্রয়োজন।

কখনো বা ই-মেইলে মানবিক ঘটনা তুলে ধরা হয়। যেমন­ আফিন্সকার কঙ্গো বা এ রকম কোনো যুদ্ধকবলিত দেশে আটক রয়েছেন কোনো তরুণী। তার পিতা ছিলেন কোনো ধনী ব্যবসায়ী বা আমলা। যুদ্ধে তিনি নিহত হয়েছেন। এখন এ তরুণী তার অ্যাকাউন্টে থাকা বিশাল ডলারের সমুদ্র নিয়ে বিপাকে পড়েছেন। তা কোনো নির্ভরযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে পাঠাতে হবে। পৃথিবীতে আপনি ছাড়া (ই-মেইলপ্রাপ্ত ব্যক্তি) আর কাউকে তিনি বিশ্বাস করতে পারছেন না।

এখন আপনার অনলাইন অ্যাকাউন্ট তার জানা খুবই দরকার সাথে পাসওয়ার্ডও। আর এ ধরনের অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই। আছে বিকল্প পথ। এ রকম চিঠি পেয়ে এ প্রতিবেদককে এর আসল রহস্য কী হতে পারে তা জানতে চেয়েছেন বহু ই-মেইল ব্যবহারকারী। এ ধরনের ই-মেইল প্রতারণা ছাড়া আর কিছুই নয়। মোবাইল ফোন থেকে সম্প্রতি লটারিতে বাড়ি গাড়ি জেতার খবর সংবলিত প্রতারণাপূর্ণ কল দিয়ে ফ্লেক্সিলোডের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার সাথে ই-মেইলের এ ধরনের প্রতারণা সাদৃশ্যপূর্ণ। এ ব্যাপারে ই-মেইল ব্যবহারকারীদের সাবধান থাকতে হবে।

Level 0

আমি কৌশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এ ধরণের মেইল আমি পেয়েছিলাম, সবাই সাবধান ……………..>

হুঁশিয়ার………….

amio paichilam. Spam e rakhci.

গতকাল এবং আজ ভিন্ন ভিন্ন ই-মেইল হতে আমার মেইল এসেছে। আগে হতেই জানতাম এটা প্রতারনা। সাবধান করায় আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

ai fake mail ta ase [email protected] theke.Ai rokom mail amar mama 1year age paise.

আমিও গত বছর মাইক্রোসফট এর লটারী প্রোগ্রাম থেকে ১,০০,০০০ পাউন্ড পেয়েছি। 🙂

Level 0

আমি কিছুদিন থেকেই মেইল পাচ্ছি । এক মেয়ের বাপের 6.7 মিলিয়ন ডলার আমার একাউন্টে জমা করবে । বারবার শুধু আমার bank account number চাচ্ছে । কিন্তু সমস্যা হচ্ছে আমি সেটা দিচ্ছিনা । ওই মেয়ে আমার দেশে আসতে চাচ্ছে আর এইজন্য তার কিছু টাকা দরকার । এবারো সমস্যা হল আমি আগে থেকে টাকা পাঠাচ্ছিনা । মেয়েটা তার হেব্বি হেব্বি ছবি পাঠাচ্ছে । আমি আমার phone number দিয়ে call করতে বলছি কিন্তু করছে না । আমি দেখতে চাই এটা কোন পর্যন্ত গড়ায় । কি করা যায় ভাই, বলেনতো ?

    মনে হচ্ছে মেয়েটিকে আপনার লাইক হইসে , তাইলে আর দেরি কেন , জলদি কয়েক লাখ ডলার পাঠাইয়া মেয়েটিকে (!) দেশে এনে ফেলুন !!!

    Level 0

    হা হা হা । ভাই, গতকাল রাতেও এক মজার কান্ড হইছে । ওই মেয়ে এক মেইলে আবার দয়া চায় অর্থাৎ ডলার চায় । আমি আমার বাসায় আইসা যত খুসি ডলার ‍নিয়ে যেতে বলেছি । ভাল করিনি ?

    অবশ্যই ভাল করেছেন। 😉

    Level New

    amar kasa dolar assa. laga bolan . ame khob done . karo lagal ame dolar dai. apone jode maya ter janna chan tahola amar kasa thaka nea tar kasa send koran. dolar pata email koran ( [email protected]) a.

Level 0

triple a@ ek kaj koren meyetar picture gulo amar mail address e patay den.ar meye tar sathe prem korte thaken.tnx